Congress vs BJP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 25 Apr 2019 16:53:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Congress vs BJP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে থামাতে কংগ্রেস ‘তন্ত্র মন্ত্র’ ব্যবহার করছে https://thenewsbangla.com/congress-using-tantra-mantra-to-stop-pm-narendra-modi-says-bjp-leader/ Thu, 25 Apr 2019 16:17:15 +0000 https://www.thenewsbangla.com/?p=11633 ভারতের ভোটযুদ্ধে হাওয়া নানান দিকে বইতে শুরু করেছে। ব্যক্তিগত আক্রমণ তো ছিলই, এবার শুরু হল জ্যোতিষ শাস্ত্রের লড়াই। তন্ত্র মন্ত্রের লড়াই। কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের মন্তব্য ঘিরে শুরু হয়েছে কংগ্রেস বিজেপি তরজা। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, মোদীকে হারাতে ব্যর্থ হয়ে কংগ্রেস এখন তন্ত্র-মন্ত্র অবলম্বন করছে।

বারাণসী কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীর পদপ্রার্থী হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত মন্তব্য করেন যে, লোকসভা নির্বাচনে যদি বারাণসী আসনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হন তাহলে মোদীর পরাজয় অবশ্যম্ভাবী। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এখন মোদীর “কালসর্প যোগ” চলছে, যার অর্থ কোনও নারীর হাতেই তাঁর পরাজয় হবে।

আরও পড়ুনঃ বাংলায় সুরাপ্রেমিদের চিন্তা বাড়াল নির্বাচন কমিশন, নতুন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ

সেই মন্তব্যকে হাতিয়ার করেই উত্তরাখন্ডের বিজেপির মিডিয়া সেলের প্রধান দেবেন্দ্র ভাসিন বলেন, “মোদীকে আর কোনও দিক থেকে পর্যদুস্ত করতে না পেরে কংগ্রেস এখন কুসংস্কার আর তন্ত্র-মন্ত্রের আশ্রয় নিয়েছে”। ভাসিনের মতে কংগ্রেসের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে কংগ্রেস মোদীকে কতটা ভয় পাচ্ছে, আর হারার ভয়ে কংগ্রেস কতটা মরিয়া হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভাসিন আরও বলেন, এসব কিছুর পরেও জনগণ মোদীর সঙ্গে আছে এবং আগামী পাঁচ বছরের জন্যে মোদীই আবার ক্ষমতায় আসতে চলেছেন। তবে তরজা এখানেই শেষ হয় নি। এই ‘তন্ত্র মন্ত্র’ ব্যবহার নিয়েই শুরু হয়েছে জোর শোরগোল। যদিও বৃহস্পতিবার কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় বারাণসী আসনে দাঁড়াচ্ছেন না প্রিয়াঙ্কা। কিন্তু তারপরেও চলছে বাক বিতণ্ডা।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কালো টাকা উদ্ধার নিয়ে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে কটাক্ষ স্মৃতির https://thenewsbangla.com/smriti-irani-said-mp-it-raids-prove-congress-govt-looted-so-much-money/ Wed, 10 Apr 2019 12:29:56 +0000 https://www.thenewsbangla.com/?p=10472 পরপর তিন দিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ঘনিষ্টদের বাড়ি তল্লাশি করে উদ্ধার ২৮১ কোটি টাকা, প্রাথমিকভাবে যা দিল্লিতে রাজনৈতিক দলের ভোট প্রচারের কাজে লাগানোর কথা ছিল, এমনটাই উঠে এসেছে তদন্তে। আর এই বিষয় নিয়েই কংগ্রেসকে খোঁচা দিয়েছে বিজেপি। এবার কংগ্রেসকে ফের কটাক্ষ করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানী।

আরও পড়ুনঃ ভোটের ঠিক আগে রাফাল মামলা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস ক্ষমতায় এসেছে, মাত্র কয়েক মাসের মাথায় তাদের প্রভাবশালী নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। আর এখানেই মধ্যপ্রদেশ সরকারকে এক হাত নিয়েছে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানী। স্মৃতির কটাক্ষ, কংগ্রেস ক্ষমতায় এসেছে ছয় মাসও হয়নি, এর মধ্যেই তারা কালো টাকা জমাতে শুরু করে দিয়েছে।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

উল্লেখ্য, রবিবার থেকেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘনিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের বাড়ি তল্লাশি চলছে। ভোপাল, ইন্দোর সহ বিভিন্ন জায়গায় হানা দিয়ে ইতিমধ্যেই মিলেছে ২৮১ কোটি টাকা, যা নিয়ে যথেষ্ঠ চাপে রয়েছে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। কমলনাথ এর পর ফেঁসে গেছেন আহমেদ প্যাটেলও। কংগ্রেসের দফতর এখন আয়কর গোয়েন্দাদের টার্গেট। আর এই নিয়েই কংগ্রেসকে কটাক্ষ করলেন স্মৃতি।

আরও পড়ুনঃ পথ হারাল মমতার হেলিকপ্টার, হতে পারত বড় বিপদ

রবিবার খুব সকালেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের একাধিক প্রাক্তন ও বর্তমান সহযোগীর বাড়িতে তল্লাশি শুরু করা হয়। তল্লাশি হয় কমলনাথের ব্যক্তিগত সচিব প্রবীণ কক্করের ইন্দোর ও ভোপালের বাড়িতে এবং প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার মিগলানির দিল্লির বাড়িতে। কমলনাথ ঘনিষ্ঠ প্রভাবশালী এই দুই ব্যক্তির বাড়িতেই উদ্ধার হয় কয়েক কোটি অর্থ।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

আয়কর দপ্তরের অফিসারেরা দুই ভাগ হয়ে তল্লাশি শুরু করেন। ১৫ জন অফিসারের একটি দল প্রবীণ কক্করের ইন্দোরের বাড়িতে তল্লাশি চালান। বাড়ির গ্যারেজ সহ সংলগ্ন আরও ৬ টি জায়গায় তল্লাশি চালানো হয়। অন্য একটি দল কমলনাথের প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার মিগলানির দিল্লির বাসভবনে তল্লাশি চালান। উল্লেখ্য, কক্কর এবং নিগলানি দুজনেই বহুদিন ধরে আয়কর দপ্তরের নজরে ছিলেন। তবে এর সবটাই ভোটের মুখে বিজেপির চক্রান্ত বলে জানিয়েছে কংগ্রেস।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কংগ্রেস ক্ষমতায় ফিরলে বিনামূল্যে চাকুরির পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাহুল https://thenewsbangla.com/rahul-gandhi-promises-no-fee-application-if-congress-returns-to-power/ Tue, 09 Apr 2019 10:08:23 +0000 https://www.thenewsbangla.com/?p=10368 লোকসভার নির্বাচনের প্রথম দফা ভোটের বাকি আর মাত্র ২ দিন। শেষ মুহূর্তেও কোনও দল প্রতিশ্রুতি প্রদানে খামতি রাখতে চাইছে না। ক্ষমতা দখলে কম চেষ্টা করছে না গত লোকসভা নির্বাচনে প্রায় ব্রাত্য হয়ে যাওয়া কংগ্রেস। ক্ষমতায় ফিরলে সরকারি পরীক্ষা নেওয়া হবে বিনামূল্যে, সোমবার এমনই প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী।

নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

কিছুদিন আগেই শিক্ষা ঋন মকুব করার কথা বলেছেন কংগ্রেস সভাপতি। ক্ষমতায় এসেই এই মুহূর্তে বিভিন্ন সরকারি ক্ষেত্রের ৪ লক্ষ শূন্য পদ পূরণ করবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী প্রতি বছর ২ কোটি কর্মসংস্থানের ব্যবসা করার প্রতিশ্রুতি দিলেও তার খুব সামান্য অংশই পূর্ণ হয়েছে। এই বিষয়েও কটাক্ষ করেন রাহুল গান্ধী। মোদী প্রতিশ্রুতি পূরনে সক্ষম না হলেও কংগ্রেস ক্ষমতায় এসে বেকার যুবকদের স্বপ্ন পূরণ করবে বলে জানান কংগ্রেস সভাপতি।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

কিছুদিন আগেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ন্যায় স্কীম ঘোষণার মাধ্যমে দেশের ৫ কোটি দরিদ্র পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও এই স্কীমের প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত বা আদৌ এই স্কীম চালানো সম্ভব কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস https://thenewsbangla.com/political-row-erupts-over-it-raids-on-congress-leaders-offices-before-election/ Tue, 09 Apr 2019 07:46:00 +0000 https://www.thenewsbangla.com/?p=10340 মধ্যপ্রদেশের পর এবার আয়কর দফতরের নজরে দিল্লি। দিল্লিতে ২৩০ কোটি বেনামি লেনদেনের হদিশ মিলেছে। ভোটের এক দিন আগে আরও বিব্রত কংগ্রেস। কমলনাথের পর অস্বস্তি বাড়ল আহমেদ প্যাটেলের। ভোপালে কালো টাকা কাণ্ডে নাম জড়াল কংগ্রেস নেতা ঘনিষ্ঠদের। হাওয়ালার মাধ্যমে ২০ কোটি টাকার লেনদেন। আয়কর দফতরের নজর তুঘলক রোডের পার্টি অফিসে।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

বিপুল পরিমাণ অর্থের একটি অংশ, প্রায় ২০ কোটি টাকা দিল্লিতে একটি রাজনৈতিক দলের অফিসে পাঠানো হচ্ছিল, জানিয়েছে আয়কর দফতর। যা হাওয়ালার মাধ্যমে নয়াদিল্লির তুঘলক রোডের এক সিনিয়র নেতার বাড়ি থেকে রাজনৈতিকদলের সদর দফতরে পাঠানো হচ্ছিল। জানানো হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর পক্ষ থেকে। যদিও রাজনৈতিক দল এবং তাদের সিনিয়র নেতা সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

কি বলছে আয়কর দফতর, দেখুনঃ

ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস/The News বাংলা
ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস/The News বাংলা

এই নগদের একটা অংশ কংগ্রেসের দিল্লি সদর দফতরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ২০ কোটি টাকা, যা হাওয়ালা চ্যানেলের মাধ্যমে দিল্লির তুঘলক রোডে কংগ্রেসের প্রবীণ কর্মকর্তার বাড়ি থেকে পাঠানো হয়েছে বলে খবর। আয়কর দফতরের নজরে এবার তুঘলক রোডের পার্টি অফিস।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

গত দুদিন ধরে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে আয়কর দপ্তর একটি ‘সুবিস্তৃত’ ও ‘সুসংগঠিত’ চক্রের সন্ধান পেয়েছে। ওই চক্রের সঙ্গে নগদ ২৮১ কোটি টাকা জড়িয়ে রয়েছে যার কোনও হিসাব মেলেনি। আয়কর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ জুড়ে তল্লাশি চালিয়ে ২৮১ কোটির টাকা চোরাচালানের হদিশ পেয়েছে আয়কর দপ্তর।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

আয়করের দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বিপুল পরিমাণ টাকার একটা অংশ একটি বড় রাজনৈতিক দলের দিল্লির কার্যালয়ে গিয়েছে। তার মধ্যে ২০ কোটি টাকা দিল্লির তুঘলক রোডের এক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়ি থেকে হাওলার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু নগদ নয়, সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের বাঘের চামড়া, ২৫২ বোতল মদ এবং কিছু অস্ত্রও উদ্ধার হয়েছে।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

আয়কর দপ্তরের বিবৃতি অনুসারে দুদিনের হানায় যা যা আটক করা হয়েছে, তার মধ্যে রয়েছে বাঘের চামড়া, হিসাব–বহির্ভূত নগদ ১৪.৬০ কোটি টাকা, ২৫২ বোতল মদ এবং কিছু আগ্নেয়াস্ত্র। তার সঙ্গে পাওয়া গিয়েছে হাতে লেখা ডায়েরিতে অর্থ সংগ্রহ এবং অর্থ দেওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য, কম্পিউটার ফাইল এবং কিছু এক্সেল শিট।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রবীণ কাক্কার এবং প্রাক্তন পরামর্শদাতার বাড়িতে তল্লাশি চলে। ইন্দোর এবং দিল্লিতে দু’‌জনের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। ওই ঘটনার কিছু দিন আগে কর্নাটকে জেডিএস–কংগ্রেস সরকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত কয়েকজনের বাড়িতে তল্লাশি চালায় দপ্তর। দুটি ঘটনাতেই শাসককে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ ভোটের আগে কেন্দ্রীয় সরকার ভয় দেখাতে চাইছে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে ভোটকর্মীদের কিছু হলে সম্পূর্ণ দায়ি থাকবেন সেই জেলার জেলাশাসক

এরপরেই আয়কর দফতরের নজর পড়ে দিল্লিতে। দিল্লিতে ২৩০ কোটি বেনামি লেনদেনের হদিশ মিলেছে। আয়কর দফতরের নজর তুঘলক রোডের পার্টি অফিসে। ভোটের বাজারে কংগ্রেসকে বদনাম করতে বিজেপি চক্রান্ত করছে, অভিযোগ কংগ্রেসের। আইন আইনের কাজ করছে, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সাহস থাকলে কেরালা বা তামিলনাড়ু থেকে লড়ুন, মোদীকে চ্যালেঞ্জ শশীর https://thenewsbangla.com/if-modi-has-courage-to-fight-from-kerala-or-tamilnadu-asks-tharoor/ Mon, 08 Apr 2019 06:15:09 +0000 https://www.thenewsbangla.com/?p=10270 উত্তর ভারতের মতো দক্ষিন ভারতেও রাহুল সমান জনপ্রিয় এবং তিনি জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী বলেই উত্তর ভারতের পাশাপাশি দক্ষিন ভারত থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, রবিবার এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা শশী থারুর। নরেন্দ্র মোদীর কি সাহস আছে দক্ষিন ভারত থেকে লড়ার, এই প্রশ্ন তুলে মোদীর দিকে চ্যালেঞ্জও ছূঁড়ে দিলেন তিনি।

আরও পড়ুনঃ নারদা-সারদার মূল পান্ডাকে কোলে নিয়ে ঘুরছেন মোদী, দিনভর তরজা মুকুল মমতার

শশী থারুর মোদীকে চ্যালেঞ্জ করে বলেন, দক্ষিন ভারতের কেরালা বা তামিলনাড়ু থেকে নরেন্দ্র মোদীর লড়াই করার ক্ষমতা আছে কিনা। রাহুলের পক্ষে তিনি বলেন, দক্ষিন ভারতের জনগন আগ্রহের সাথে রাহুলকে গ্রহণ করে নিতে প্রস্তুত। দক্ষিন ভারত থেকেও প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারে, সেই ব্যাপারে দক্ষিন ভারতীয়রা যথেষ্ট আশাবাদী বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে

হারের ভয়েই উত্তরপ্রদেশের আমেঠীর পাশে দক্ষিন ভারতে কেরালার ওয়ানাড লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন রাহুল গান্ধী, বিজেপির অনেক নেতাই এই দাবি করেছিলেন। এদিন তাদেরকেও কটাক্ষ করে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন শশী থারুর।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

কিছুদিন আগেই অমিত শাহ বলেছিলেন, রাহুল গান্ধী এমন একটি আসন থেকে লড়ছেন, যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু। সংখ্যাগুরু হিন্দুদের ভোটে রাহুল ভরসা করতে পারছেন না বলে অনেকে কটাক্ষ করেছিলেন। আমেঠীতে রাহুলের প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানী রাহুলকে বলেছিলেন, আমেঠীতে হার অপেক্ষা করছে রাহুল গান্ধীর জন্য, তাই তিনি কেরালা থেকে নিরাপদ আসনে লড়তে চলেছেন।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

বিজেপির একটি সূত্রের দাবি, এবার অমেঠীতে রাহুলের জেতার সম্ভাবনা একদমই নেই। তাই চক্ষুলজ্জার কারণে একটি নিশ্চিত আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন রাহুল। উল্লেখ্য, কেরালার ওয়াইনড লোকসভা কেন্দ্রটি বহুদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেক্ষেত্রে অমেঠীতে হেরে গেলেও এই আসনে জিতে রাহুল গান্ধী নিজের সম্মান কিছুটা বজায় রাখতে পারবেন।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ https://thenewsbangla.com/karnataka-congress-leader-gives-call-to-assassinate-pm-narendra-modi/ Tue, 05 Mar 2019 11:10:52 +0000 https://www.thenewsbangla.com/?p=7542 ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশে ছড়িয়েছে চাঞ্চল্য। কর্ণাটক কংগ্রেস নেতা বেলুর গোপালাকৃষ্ণান এর প্রকাশ্য জনসভায় এমন নির্দেশ দেওয়ার ঘটনায় দেশ জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিজেপির তরফ থেকে। কংগ্রেসের এই নেতাকে এখনই গ্রেফতার করা হোক, দাবি বিজেপির তরফ থেকে। কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে এখনও কিছু জানান হয়নি।

আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান

কর্ণাটকে এক প্রকাশ্য জনসভায় ভাষণ দিতে গিয়ে কর্ণাটক কংগ্রেস নেতা বেলুর গোপালাকৃষ্ণান বলেন, সাহস থাকলে, ক্ষমতা থাকলে মোদীকে হত্যা করুন। দলের কর্মীদের তিনি কি প্রকাশ্যে সুপারি দিলেন? প্রশ্ন বিজেপির। বিজেপির তরফ থেকে কর্ণাটক কংগ্রেস নেতা বেলুর গোপালাকৃষ্ণান এর এই বক্ত্যব্য এর ভিডিও নিজেদের টুইটার আকাউন্ট এ পোস্ট করার পরেই দেশ জুড়ে হইচই পড়ে গেছে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বিজেপির ওয়েবসাইট হ্যাক করল হ্যাকাররা

‘Kill Modi If You Have Guts’ পরিস্কার এই ভাষাতেই সমর্থকদেরই মোদীকে মারার সুপারি দিলেন কংগ্রেস নেতা। এর আগে গতবছরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান জামাত আহরার নামের একটি জঙ্গি গোষ্ঠী। এই হত্যার হুমকি দেয় সংগঠনটির মুখপাত্র এহসানুল এহসান।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক

গতবছরের শেষের দিকে ফের প্রাণনাশের হুমকি পান প্রধানমন্ত্রী মোদী। মোদীকে মারার হুমকি পান দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। তাঁকে পাঠানো ইমেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া হয়। একলাইনের হুমকিতে ২০১৯-এর একটি তারিখেরও উল্লেখ করা ছিল।

আরও পড়ুনঃ ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

হুমকি ই-মেল পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তে নামেন কেন্দ্রীয় গোয়েন্দারা। উত্তর-পূর্বের অসমের কোনও সার্ভার থেকে ইমেল পাঠানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়। এর জেরে প্রধানমন্ত্রী নিরাপত্তা দলকেও সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত‍্যা করার হুমকির অভিযোগে গতবছরই তামিলনাড়ুতে মহম্মদ রফিক নামে এক ব‍্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ১৯৯৮ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সিরিয়াল বোমা বিস্ফোরণের অন‍্যতম সাজাপ্রাপ্তদের মধ্যে একজন এই রফিক। জানা গিয়েছিল রফিক ট্রাক কন্ট্রাক্টর প্রকাশ নামে এক ব‍্যাক্তির সাথে ফোনে কথা বলার সময় এই হুমকি দিয়েছে। ৮ মিনিট ফোনে কথা বলা ওই অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া

রফিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা) ও ৫০৬(২) (অপরাধ মূলক ভয় দেখানো) ধারায় মামলা রুজু করা হয়েছে। ১৯৯৮ সালে কোয়েম্বটর সিরিয়াল বোমা বিস্ফোরণে ৫৮ জন প্রান হারায়। ওই বিস্ফোরণের ঘটনায় অন‍্যতম দোষী ছিল এই রফিক।

আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কায়দায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষছে মাওবাদীরাও। এই ঘটনা সামনে আসার পরই তাঁর নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর রোড শোর ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে নিরাপত্তার দায়িত্বে স্পেশাল প্রোটেকশন গার্ড বা এসপিজি।

কিন্তু ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশে ক্ষুব্ধ গোটা দেশ। তাঁর বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে বিজেপির তরফ থেকে। তবে কংগ্রেসের তরফ থেকে এই প্রাণনাশের হুমকি নিয়ে এখনও মুখ খোলা হয়নি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা https://thenewsbangla.com/priyanka-in-rahul-congress-to-play-indira-gandhi-roll-against-modi/ Wed, 23 Jan 2019 09:22:05 +0000 https://www.thenewsbangla.com/?p=5907 সামনের চুল কিছুটা পাকা, ঠিক যেন ইন্দিরা গান্ধী। আর সেই ইন্দিরার নাতনি প্রিয়াঙ্কাকেই এবার ‘ইন্দিরা গান্ধী’ প্রজেক্ট করছে কংগ্রেস। আর ২০১৯ এর লোকসভায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শেষ ভরসা এবার সেই প্রিয়াঙ্কা গান্ধীকেই রাজনীতিতে নামাল রাহুলের কংগ্রেস।

সব জল্পনার অবসান। সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হল তাঁকে। মূলত কংগ্রেস সভাপতি ও ভাই রাহুলের অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা।

আরও পড়তে পারেনঃ জন্মদিনে নেতাজি সুভাষের মৃত্যুদিন নিয়ে ছেলেখেলা রাহুলের কংগ্রেসের

লোকসভা ভোটের আগে এটাই শেষ ভরসা ও বড় চমক কংগ্রেস শিবিরে। এতদিন পরোক্ষে থাকলেও এবার সরাসরি সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশ পূর্বের সাধারণ সম্পাদক হিসেবে বুধবার নিযুক্ত করা হল সোনিয়া কন্যাকে।

মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা/The News বাংলা
মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা/The News বাংলা

উনিশের ভোটের লড়াইয়ের আগে প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদান নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেটা সত্যি হল।

লোকসভা ভোটের আগে প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদান নিয়ে চর্চা চলছিলই। সোনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র রায়বরেলি থেকে এবার প্রিয়াঙ্কা ভোটে লড়তে পারেন বলেও জল্পনা ছড়ায়। এদিন প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদানের পরই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এবার রায়বরেলি থেকেই ভোটে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী?

আরও পড়তে পারেনঃ মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা

উল্লেখ্য, বুধবারই দুদিনের সফরে রায়বরেলি যাচ্ছেন ইউপিএ চেয়ারপার্সন। শারীরিক সমস্যার জন্য গত ৫ বছরে রায়বরেলিতে তেমন ভাবে যেতে পারেননি সোনিয়া। প্রায় দেড় বছর আগে শেষবার রায়বরেলি গিয়েছিলেন সোনিয়া গান্ধী। এবার কি সেখান থেকেই মেয়ের জন্য বার্তা দেবেন মা? উঠেছে প্রশ্ন।

মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা/The News বাংলা
মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা/The News বাংলা

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কাকে সক্রিয় রাজনীতিতে দেখতে চাওয়ার দাবি বহুদিন ধরেই ছিল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে। লোকসভা ভোটের আগে সেই দাবি পূরণ করে মাস্টারস্ট্রোক দিল কংগ্রেস। উত্তরপ্রদেশকে দু-ভাগে ভাগ করে তার একটা দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কার কাঁধে। পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেস সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। অন্য ভাগের দায়িত্ব পেয়েছেন রাহুলের প্রিয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

এতদিন পর্যন্ত মা সনিয়া ও ভাই রাহুলের নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের অমেঠি ও রায়বরেলির মধ্যেই নিজের রাজনৈতিক ভূমিকা সীমাবদ্ধ রেখেছিলেন প্রিয়াঙ্কা। তবে লোকসভা ভোটের আগে কংগ্রেস নেতৃত্ব বুঝেছে যে, উত্তরপ্রদেশের মতো ৮০টি আসনের রাজ্যের দায়িত্ব একজনের কাঁধে দেওয়া সমীচিন হবে না। তাই প্রিয়াঙ্কাকেও নিয়ে আসা হল সক্রিয় রাজনীতিতে।

আরও পড়তে পারেনঃ পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

প্রিয়াঙ্কার রাজনীতিতে আসার ফলে উত্তরপ্রদেশে সপা-বসপা জোটের পরে কিছুটা ঝিমিয়ে থাকা কংগ্রেস কর্মীরা নতুন করে মনোবল পাবেন বলেই মনে করা হচ্ছে। অখিলেশ-মায়াবতীর জোটে অংশ না হতে পেরে মুষড়ে পড়েছিলেন কংগ্রেসের সাধারণ কর্মীরা। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কার দায়িত্ব নেওয়া কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়তে পারেনঃ রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

এমনিতে, ঠাকুমা ইন্দিরা গান্ধীর সঙ্গে অনেকেই প্রিয়াঙ্কার মিল খুঁজে পান। সেই প্রিয়াঙ্কাই এবার উত্তরপ্রদেশ সহ দেশে দলের ভাগ্য ঠিক কতটা ঘুরিয়ে দিতে পারেন বা আদৌ পারেন কি না সেটাই এখন দেখার।

প্রিয়াঙ্কাকে দিযে ইন্দিরা তাস খেলে কংগ্রেসের কতটা লাভ হবে তা বলবে লোকসভা ভোটের রেজাল্ট। তবে এই সিদ্ধান্ত কংগ্রেস শিবিরে যে অনেকটাই খুশির খবর ও কর্মী সমর্থকদের চাঙ্গা করার খবর, তা আর বলার অপেক্ষা রাখে না। ভাইকে প্রধানমন্ত্রী করতে বোন কতটা ভূমিকা রাখেন সেটাই এখন দেখার।

আরও পড়তে পারেনঃ

ব্রিগেড থেকে ফিরেই ভোলবদল, মমতা নয় রাহুলকেই প্রধানমন্ত্রী চাইলেন নেতারা

রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>