Congress President Rahul Gandhi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 16 Apr 2019 05:54:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Congress President Rahul Gandhi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কেজরীর অনুরোধে কংগ্রেসের তরফে আসন ছাড়ার প্রস্তাব আপকে https://thenewsbangla.com/rahul-gandhi-proposes-4-seats-for-arvind-kejriwals-aap/ Tue, 16 Apr 2019 05:54:05 +0000 https://www.thenewsbangla.com/?p=10887 বিজেপিকে রুখতে বহুদিন ধরেই সারা দেশ জুড়েই মহাজোটের বার্তা দিয়েছে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দল। কিন্তু জোটে আগ্রহী দল গুলোও জোটের মধ্যে গিয়ে নিজেদের দলীয় স্বার্থ ক্ষুন্ন করতে চাইছেন না। এই সমস্যার ভুক্তভোগী দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি। বহুদিন ধরে জোট সমস্যায় আটকে থাকার পর জোটের জটের রাস্তা খোলার চেষ্টা করল কংগ্রেস।

আরও পড়ুনঃ কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা

জোট ছাড়া কার্যত বিজেপিকে ঠেকানো অসম্ভব, তা বহুবারই নিজের কথাবার্তায় পরিষ্কার করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো কেজরীওয়াল। প্রায় ২ মাস ধরে কংগ্রেসের সাথে জোটের চেষ্টা চালানোর পরেও কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ উর্মিলার সভায় মোদীর হয়ে শ্লোগান দিয়ে কংগ্রেসের হাতে প্রহৃত বিজেপি সমর্থকরা

দিল্লি বিধানসভার ৭ টি আসনের মধ্যে ১টি আসন কংগ্রেসের জন্য ছাড়তে রাজি হয়েছিল কেজরীওয়াল৷ অসম্মানজনক প্রস্তাবে কংগ্রেস রাজি হয়নি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতও জোট প্রস্তাবে রাজি ছিলেন না। অবশেষে দ্বিতীয় দফা নির্বাচনের আগে জোট রাস্তা খুলতে উদ্যোগী হলেন রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে কালো বাক্স রহস্য, নির্বাচন কমিশনে কংগ্রেস

আম আদমি পার্টির জন্য ৪টি আসন ছাড়তে রাজি হল কংগ্রেস। সোমবার একটি ট্যুইটে রাহুল গান্ধী আসন বন্টনের কথা উল্লেখ করে জানান, জোটের রাস্তা এখনও খোলা, কিন্তু সময় চলে যাচ্ছে। জোট হলে বিজেপিকে হারানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

যদিও আম আদমি পার্টির তরফে এই সমঝোতাকে গুরুত্ব দেওয়া হয়নি। কারন, পাঞ্জাব বা হরিয়ানাতেও আম আদমি কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে বিজেপিকে হারানোর আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু ওই সকল রাজ্যে কংগ্রেস আম আদমি পার্টিকে জায়গা ছাড়তে রাজি নয়।

আরও পড়ুনঃ ভিন্ন জাতে বিয়ে করার শাস্তি, স্বামীকে কাঁধে তুলে স্ত্রীকে ঘুরতে হল গোটা গ্রাম

জোট আলোচনার জন্য আগেই রাহুল গান্ধীর উপস্থিতিতে দলীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেখানে জোটের সম্ভাবনার কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিলেন দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর আমন্ত্রনে একটি জনসভায় কেজরীওয়াল বলেছিলেন, শীলা দীক্ষিতের কথার কোনও গুরুত্ব নেই। রাহুলের সাথে কেজরীওয়ালের কথা হয়েছে বলে তিনি জানিয়েছিলেন৷

আরও পড়ুনঃ তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা

যদিও রাহুল গান্ধী এর আগে দিল্লিতে একা লড়ার পক্ষে ছিলেন। আম আদমি পার্টির তরফে একাধিকবার কংগ্রেসের সাথে জোট করার প্রস্তাব দেওয়া হলেও সেই প্রস্তাবকে তখন বিশেষ গুরুত্ব দেয়নি কংগ্রেস।

আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে

উল্লেখ্য, ২০১৩ সালে দিল্লি বিধানসভার ভোটে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসে আপ। প্রাথমিকভাবে আপের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কংগ্রেসকে সাথে নিয়ে সরকার চালাতে হয়। এরপর মাত্র ৪৯ দিনের মাথায় সরকার ভেঙ্গে দেন কেজরীওয়াল।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

এরপর ২০১৫ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি বিধানসভার ৭০টির মধ্যে ৬৭টি আসন দখল করে ক্ষমতায় আসে আম আদমি পার্টি। কংগ্রেস একটিও সিট পায়নি। এদিকে ২০১৪ লোকসভা ভোটে আপ ভালো সংখ্যক ভোট পেলেও আপ বা কংগ্রেস কেউই কোনো আসন জিততে পারেনি।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মাস্টার্স না করেই এম ফিল কীভাবে, রাহুলকে প্রশ্ন জেটলির https://thenewsbangla.com/rahul-gandhi-got-mphil-without-masters-degree-says-arun-jaitley/ Sun, 14 Apr 2019 07:28:29 +0000 https://www.thenewsbangla.com/?p=10799 স্মৃতি ইরানীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরগরম রাজনীতি। নির্বাচনে মনোনয়ন পেশের আগে বেশ কয়েকবার স্মৃতি ইরানী শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে বরাবরই অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিজেপি বিরোধীরা। এবার রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন অরুণ জেটলি।

রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ভুয়ো বলে ব্লগে দাবি করলেন অরুণ জেটলি। জেটলির অভিযোগ, মাস্টার্স না করেই এম ফিলের সার্টিফিকেট দেখিয়েছেন রাহুল গান্ধী। মাস্টার্স না করেই এম ফিল কিভাবে হয় বলে প্রশ্ন তোলেন তিনি। এর আগেও রাহুল গান্ধীর বিদেশী ডিগ্রি নিয়ে প্রশ্ন করা হয়েছিল৷ তার উত্তরে রাহুল জানিয়েছিলেন আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ থেকে তিনি এম ফিল ডিগ্রি লাভ করেন।

দক্ষিনের বিজেপি নেতা সুব্রহ্মন্যম স্বামী এক ধাপ এগিয়ে ট্যুইটে দাবি করেছেন, ইকনমিক প্ল্যানিং পেপারে ফেল করেছিলেন রাহুল, ফলে এম ফিলের গবেষণা পত্র তৈরি করার অনুমতিই রাহুলকে দেওয়া হয়নি৷ এই ব্যাপারেও তদন্ত হওয়া উচিৎ বলে তিনি জানান।

এর আগে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানী তাঁর শিক্ষাগত যোগ্যতার জায়গায় নিজেকে স্নাতক হিসেবে উল্লেখ করেছিলেন। তারপর আসল তথ্যের ব্যাপারে বিস্তর জলঘোলা হয়। এবার মনোনয়ন পত্রে তিনি উল্লেখ করেছেন, ১৯৯৩ সালে তিনি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। এর সাথে তিনি বিকম পার্ট ওয়ানও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উল্লেখ করেছেন, কিন্তু তা তিনি সম্পূর্ণ করেননি বলেও উল্লেখ করেছেন।

]]>
রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড ভারতে নাকি পাকিস্তানে, সন্দেহ প্রকাশ অমিতের https://thenewsbangla.com/amit-shah-regarding-rahuls-wayanad-procession-is-it-in-india-or-pakistan/ Wed, 10 Apr 2019 05:51:37 +0000 https://www.thenewsbangla.com/?p=10424 আমেঠীর পাশাপাশি কেরালার ওয়ায়াড লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্র আদৌ ভারতে অবস্থিত কিনা, তা নিয়ে মঙ্গলবার নাগপুরের একটি জনসভা থেকে সন্দেহ প্রকাশ করেন অমিত শাহ। আর এই নিয়েই তুলকালাম বিজেপি ও কংগ্রেসের মধ্যে।

আরও পড়ুনঃ মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী, মন্তব্য আদিত্যনাথের

এদিন নাগপুরে সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ীর সমর্থনে অমিত শাহ একটি জনসভা করেন। সেখানেই তিনি বলেন, ওয়ানাডের রাস্তা দিয়ে শোভাযাত্রা নিয়ে অতিক্রম করলে বোঝা মুশকিল, আদৌ এই কেন্দ্রটি ভারতে অবস্থিত নাকি পাকিস্তানে! এরপরেই কংগ্রেসের তরফ থেকে তুমুল সমালোচনা করা হয়েছে অমিত শাহের।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

মূলত কটাক্ষ করেই অমিত শাহের এই মন্তব্য। গত ৪ঠা এপ্রিল ওয়ানাডে রাহুল গান্ধীর নির্বাচনী জনসভায় রাস্তার দুই পাশে ব্যাপক হারে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের চাঁদ তারা খচিত সবুজ পতাকা নজরে এসেছিল। তারই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য।

আরও পড়ুনঃ ছত্তিশগড়ে বিজেপি নেতার কনভয়ে ভয়ঙ্কর মাওবাদী হামলায় মৃত বিধায়ক সহ ছয়

কিছুদিন আগেই অমিত শাহ বলেছিলেন, রাহুল গান্ধী এমন একটি আসন থেকে লড়ছেন, যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু। সংখ্যাগুরু হিন্দুদের ভোটে রাহুল ভরসা করতে পারছেন না বলে অনেকে কটাক্ষ করেছিলেন। আমেঠীতে রাহুলের প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানী রাহুলকে বলেছিলেন, আমেঠীতে হার অপেক্ষা করছে রাহুল গান্ধীর জন্য, তাই তিনি কেরালা থেকে নিরাপদ আসনে লড়তে চলেছেন।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ভরাডুবির আশঙ্কা, ইঙ্গিত সমীক্ষায়

বিজেপির একটি সূত্রের দাবি, এবার অমেঠীতে রাহুলের জেতার সম্ভাবনা একদমই নেই। তাই চক্ষুলজ্জার কারণে একটি নিশ্চিত আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন রাহুল। উল্লেখ্য, কেরালার ওয়াইনড লোকসভা কেন্দ্রটি বহুদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেক্ষেত্রে অমেঠীতে হেরে গেলেও এই আসনে জিতে রাহুল গান্ধী নিজের সম্মান কিছুটা বজায় রাখতে পারবেন।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সন্ত্রাসবাদ বড় ইস্যু না হলে নিরাপত্তার বেষ্টনী ত্যাগ করুন, রাহুলকে পরামর্শ সুষমার https://thenewsbangla.com/sushma-asks-rahul-if-terrorism-is-not-an-issue-then-leave-spg-security/ Sun, 07 Apr 2019 04:07:55 +0000 https://www.thenewsbangla.com/?p=10222 সম্প্রতি রাহুল গান্ধী বিভিন্ন জনসভায় সন্ত্রাসবাদকে লঘু করে অন্যান্য অনেক সমস্যাপূর্ণ ইস্যুকে তুলে ধরেছেন জনসাধারণের সামনে। আর তাতেই রাহুলকে কটাক্ষ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সন্ত্রাসবাদ যদি কোনো গুরুত্বপূর্ণ ইস্যু না হয় তাহলে রাহুল গান্ধী তার নিরাপত্তার বেষ্টনী তুলে নিন, রাহুলকে পরামর্শ দিলেন সুষমা।

আরও পড়ুনঃ ধান কাটার পরে এবার ট্রাক্টরে চড়ে কৃষকদের মন জয়ে সচেষ্ট হেমা মালিনী

সুষমা স্বরাজ শুক্রবার হায়েদ্রাবাদে এক জনসভায় বলেন, রাহুল গান্ধীর কাছে কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু সন্ত্রাসবাদ ইস্যু নয়। সন্ত্রাসবাদ ইস্যু না হলে কেনো তিনি সিকিউরিটি নিয়ে ঘোরেন, প্রশ্ন তোলেন সুষমা। রাজীব গান্ধীকে হত্যার পর কংগ্রেস পরিবার সারাক্ষনের জন্য সিকিউরিটি নিয়ে রেখেছে তাদের সাথে, রাহুলকে মনে করিয়ে দেন তিনি।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের মাথা কেটে দেবার নির্দেশ দিলেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও

এদিন হায়েদ্রাবাদের নির্বাচনী জনসভায় সুষমা স্বরাজ এয়ার স্ট্রাইকের প্রসঙ্গে বলেন, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানার পরিপ্রেক্ষিতে ভারত এয়ার স্ট্রাইকের মাধ্যমে উপযুক্ত জবাব দিয়েছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যে ভরসা করতে না পেরে পাকিস্তানের বক্তব্যকেই অনেকে বেশি গুরুত্ব সহকারে দেখছেন। বিদেশমন্ত্রী আরও বলেন, ভারতের এয়ার স্ট্রাইকের পদক্ষেপকে বিশ্বের বহু রাষ্ট্র সমর্থন জানিয়েছে।

আরও পড়ুনঃ ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হানার পর কংগ্রেসের ভূমিকাও তুলে ধরেন তিনি। ২০০৮ সালের ২৬শে নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হানার ৪০ জন বিদেশি নাগরিক সহ ১৬৬ জন নিহত হয়। সেই সময় সরকারের উচিৎ ছিল পাকিস্তানকে প্রত্যাঘাত করা, কিন্তু তৎকালীন ইউপিএ সরকারের তা করার সাহস হয়নি বলে কংগ্রেসকে কটাক্ষ করেন সুষমা।

আরও পড়ুনঃ দিদি মুখ ঘোরাল, দিদির ভাই হাত বাড়াল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নির্বাচনী ইস্তাহারে রাহুলের ছোট ছবি ব্যবহার করায় চটে লাল সনিয়া https://thenewsbangla.com/sonia-gandhi-angry-on-seeing-rahul-gandhis-small-picture-in-manifesto/ Thu, 04 Apr 2019 01:29:33 +0000 https://www.thenewsbangla.com/?p=9912 কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির ছোট ও অস্পষ্ট ছবি বসানো, আর তাতেই রাগ ও বিরক্তি প্রকাশ করলেন সনিয়া গান্ধী। ২রা এপ্রিল প্রকাশিত হয় কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার। বিষয়টি লক্ষ্য করার পর সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতেও অস্বীকার করেন সনিয়া গান্ধী।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

এআইসিসির রিসার্চ কমিটির প্রধান রাজীব গৌড়াকেও এই বিষয়ে সনিয়ার প্রশ্নের সম্মুখীন হতে হয়। সূত্রের খবর, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে রাহুল গান্ধী এবং কংগ্রেসের নির্বাচনী প্রতীকের ছবি বড় করে ছাপা থাকবে, এমনই প্রত্যাশা ছিল সনিয়া গান্ধীর। সনিয়া গান্ধী চেয়েছিলেন, রাহুলের সাথে মহাত্মা গান্ধী ও কংগ্রেসের নির্বাচনী প্রতীকের ছবি বড় করে ছাপা থাকবে।

আরও পড়ুনঃ বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর

নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে রাহুল, সনিয়া ছাড়াও পি চিদাম্বরম, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত ছিলেন। যখন কংগ্রেসের রনদীপ সূরজেওয়ালা প্রশ্নোত্তর পর্বের জন্য ফাইল খোলেন, তখন প্রশ্নের উত্তর দিতে সনিয়া গান্ধীকে অপ্রস্তুত অবস্থায় এবং অনীহা প্রকাশ করতে দেখা যায়।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

২রা এপ্রিল মঙ্গলবার কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে ন্যায় স্কীমের মাধ্যমে বছরে ৫ কোটি পরিবারকে ৭২ হাজার টাকা প্রদানের পূর্ব প্রতিশ্রুতি লিপিবদ্ধ হয়। আফস্পা আইনের সংশোধন করারও প্রতিশ্রুতি দেওয়া হয় কংগ্রেসের ইস্তাহারে। আরও বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। তবে ইস্তেহারের হাল দেখে চটেছেন সনিয়া।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কেরালায় রাহুলের প্রার্থী হওয়া নিয়ে বাম কংগ্রেস বাকবিতন্ডা তুঙ্গে https://thenewsbangla.com/rahul-gandhis-candidateship-in-keralas-wayanad-dissatisfy-cpm-leaders/ Tue, 02 Apr 2019 08:44:27 +0000 https://www.thenewsbangla.com/?p=9734 আমেঠীর পাশাপাশি দক্ষিনের রাজ্য কেরালার ওয়াইনাদ লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল। এই কেন্দ্রে রাহুল প্রার্থী হওয়ায় বেজায় অসন্তুষ্ট কেরালার ক্ষমতাসীন দল সিপিএম। আর এরপরেই কেরালায় রাহুলের প্রার্থী হওয়া নিয়ে বাম কংগ্রেস বাকবিতন্ডা তুঙ্গে উঠেছে।

আরও পড়ুনঃ ভারতীর পর এবার মমতাকে নিজের মা বললেন মিমি

কংগ্রেসের এই সিদ্ধান্তকে রাজনৈতিক দুরদর্শিতার অভাব বলে মন্তব্য করেছে সিপিএম। তাদের প্রশ্ন, কংগ্রেসের লড়াই কি বিজেপির বিরুদ্ধে, নাকি সিপিএমের বিরুদ্ধে? সিপিএমের বক্তব্য, সিপিএমের বিরুদ্ধে কংগ্রেসের লড়াইয়ে আখেরে সুবিধা পাবে বিজেপিই।

আরও পড়ুনঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের

এই নিয়ে রাহুল গান্ধী সহ কংগ্রেসকে তুলোধুনো করেছেন কেরালার প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দ। কেরালায় বামেদের বিরুদ্ধে রাহুলের প্রার্থী হবার কারনে কংগ্রেসকে বামেদের চরম শত্রু হিসেবে উল্লেখ করেন তিনি। এর সাথে রাহুল গান্ধীকেও “আমুল বেবি” বলে কটাক্ষ করেন।

এর আগেই রাহুলের নাম ওই কেন্দ্রে ঘোষিত হতেই কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছিল সিপিএম। জোটে জিততে কেরালার চরমপন্থী মুসলিম সংগঠনগুলোর সঙ্গেও হাত মিলিয়েছে কংগ্রেস, এমনই অভিযোগ ছিল সিপিএমের।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেরালায় কংগ্রেস জোট করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML), স্যোসাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) সাথে। দুটি সংগঠনের বিরুদ্ধেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের নামে অস্ত্র প্রশিক্ষণ শিবির চালানোর অভিযোগ এনেছিল এনআইএ (NIA)। এদিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাথে জামাত ই ইসলামীর যোগসাজশ প্রমাণিত হয়েছে বহুবার।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

কেরালা সিপিএমের রাজ্য সভাপতি কোদিয়ারি বালাকৃষ্ণন রবিবার জানান, রাজ্যে IUML, SDPI ও জামাতের সাথে জোট করছে কংগ্রেস। জাতীয় স্তরে কংগ্রেসের তরফে কোন প্রকার বার্তা যাবে, তা তিনি কংগ্রেসকে ভেবে দেখতে বলেন।

উল্লেখ্য, ওয়াইনাদ লোকসভা কেন্দ্রটি ১৯৫৭ সাল থেকেই কংগ্রেসের গড় হিসেবে পরিচিত। রাহুল গান্ধী এই কেন্দ্রে প্রার্থী হলে কোনও নির্বাচনী প্রচার ছাড়াই নিশ্চিন্তে জয় লাভ করবেন বলে কংগ্রেস নেতারা দাবি করেন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ব্যর্থ মহাজোটে ত্রিমুখী লড়াই, উত্তরপ্রদেশে একা লড়বে কংগ্রেস https://thenewsbangla.com/congress-president-rahul-gandhi-said-party-will-fight-up-elections-alone/ Sun, 13 Jan 2019 06:08:20 +0000 https://www.thenewsbangla.com/?p=5553 The News বাংলা: কংগ্রেস একা লড়বে উত্তরপ্রদেশে। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের সব আসনেই একা লড়বে কংগ্রেস, দুবাই থেকে জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শেষ হয়ে গেল লোকসভা আসনের দিক দিয়ে ভারতের সব চেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে মহাজোটের সব সম্ভাবনা।

আরও পড়ুনঃ ‘ত্রিশূলে কনডম’, অসমের শিলচরে হিন্দুত্ত্ববাদী বিক্ষোভের মুখে কবি শ্রীজাত

শনিবারই উত্তরপ্রদেশে জোট বেঁধে পথ চলার ঘোষণা করে দেয় সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। মায়াবতী ও অখিলেশ যাদব কংগ্রেসকে না নিয়ে নিজেরাই ভোট পূর্ববর্তী জোটের কথা ঘোষণা করে দেয়। ফলে উত্তরপ্রদেশে মহাজোট বাস্তবায়িত হচ্ছে না। এরপরেই দুবাই থেকে কংগ্রেস সভাপতি জানিয়ে দিলেন উত্তরপ্রদেশে একাই লড়বে কংগ্রেস।

কংগ্রেসকে বাদ দিয়েই উত্তরপ্রদেশে ২০১৯ সালের লোকসভার ভোটের জোট ঘোষণা করে দিলেন অখিলেশ যাদব এবং মায়াবতী। ৮০টি আসনের মধ্যে ৩৮টি করে আসনে লড়বে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি। রায়বেরিলি এবং আমেঠি এই ২টি আসন ছেড়ে রাখা হয়েছে রাহুল এবং সোনিয়ার জন্য। অন্য ২টি আসন অখিলেশ-মায়াবতী ছেড়েছেন অন্যান্যদের জন্য।

অখিলেশ এবং মায়াবতীর এই জোট জল্পনা অনেকদিন আগে থেকেই চলছিল। শনিবার তা ঘোষণা হয়ে যাওয়ায় উত্তরপ্রদেশে ধাক্কা খেল কংগ্রেস ও কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। তবে মহাজোটের অন্যতম উদ্যোক্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই জোটকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

সপা-বসপা জোট শুধু মাত্র দুটি আসন ছেড়ে দিয়েছে কংগ্রেসের জন্য। বোঝাই যাচ্ছিল অন্ততঃ উত্তরপ্রদেশের মাটিতে এই মহাজোট হচ্ছে না। কারণ মাত্র ২টি সিটের এই অপমান সহ্য করা কংগ্রেসের পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে এই জোটের পরে বিজেপি সভাপতি অমিত শাহ কড়া আক্রমণ শানান বিরোধীদের। জানালেন আগেরবারের চেয়ে উত্তরপ্রদেশে বেশি আসনে জয় পাবে গেরুয়া শিবির। সপা-বিএসপির এই জোটকে অমিত শাহ কটাক্ষ করে বলেছিলেন বিজেপির ভয়ে ‘বুয়া-ভাতিজা’ জোট গড়ছেন।

জোট নিয়ে লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিংহ যাদব ও বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। সাংবাদিকদের উদ্দেশে দুজনেরই বার্তা, সপা ও বসপার জোট ঘুম উড়িয়ে দেবে অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

১৯৯৩ সালে উত্তরপ্রদেশে জোট বেঁধেছিল সপা এবং বসপা। তখন উত্তরপ্রদেশে সরকার গড়েছিল এই জোট। সেই জোটের নেতৃত্বে ছিলেন কাঁসিরাম ও মুলায়ম সিংহ যাদব।

পাশাপাশি, কংগ্রেস সঙ্গ ত্যাগ করা নিয়ে মায়াবতীর উক্তি, কংগ্রেসের সঙ্গে জোট গড়ে তাঁদের কোনও লাভ নেই। কংগ্রেস বা বিজেপি মুদ্রার এপিঠ-ওপিঠ। যেই ক্ষমতায় আসুক মানুষকে নিরাশ হতে হয়। যদিও পূর্ব ঘোষণার মতো রায়বেরিলি এবং আমেঠির কংগ্রেস দুর্গে তাঁরা কোনও প্রার্থী দিচ্ছেন না বলেই ঘোষণা করেন অখিলেশ-মায়াবতী।

আরও পড়ুনঃ

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

এদিকে দুবাই থেকে রাহুল গান্ধী জানিয়ে দিলেন, উত্তরপ্রদেশে একাই লড়বে কংগ্রেস। ৮০টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। ফলে মহাজোট হল না উত্তরপ্রদেশে। যদিও অখিলেশ-মায়াবতীর জোটের সমালোচনা করেন নি কংগ্রেস সভাপতি। ফলে ফল ভাল হলে ভোট পরবর্তী জোটের রাস্তাও খুলে রাখলেন রাহুল, বলে মনে করছে রাজনৈতিক মহল।

এর ফলে ত্রিমুখী লড়াই হবে উত্তরপ্রদেশে। বিরোধী ভোট ভাগ হওয়ার ফলে সুবিধা পাবে বিজেপিই। উত্তরপ্রদেশে যেটা হল না সেই মহাজোট কি আদৌ কোন রাজ্যে হবে? উঠে গেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ

Exclusive: জাতীয় সংগীত এর অপেক্ষা না করেই মঞ্চ ছেড়ে বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>