Congress leaders – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 26 Jun 2019 16:12:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Congress leaders – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শিখদের যারা খুন করেছিল তারা এখনও কংগ্রেসেই আছে, কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর https://thenewsbangla.com/pm-narendra-modi-said-congress-leaders-killed-sikhs-in-golden-temple/ Wed, 26 Jun 2019 11:25:52 +0000 https://www.thenewsbangla.com/?p=14484 বুধবার ছিল সপ্তদশ লোকসভা অধিবেশনের অষ্টমদিন। রাষ্ট্রপতির ভাষণের পর; কয়েকদিন ধরে আলোচনা সভা চলছে সংসদে। রাষ্ট্রপতির বক্তৃতার পর; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জবাবি ভাষণ দেওয়ার সময়; সরাসরি তীর ছুঁড়লেন কংগ্রেসের দিকে।

শিখদের যারা খুন করেছিল তারা এখনও কংগ্রেসেই আছে; লোকসভায় এদিন কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী। শিখ নিধনে অভিযুক্ত কংগ্রেস নেতারা; এখনও দলেই আছেন বলে সমালোচনা করেন মোদী। এরপরেই শুরু হয়ে যায়; কংগ্রেস ও বিজেপির মধ্যে জোর বাক বিতণ্ডা।

আরও পড়ুনঃ ইভিএম থেকে ব্যালটে ফিরে পিছবে না ভারত, লোকসভায় প্রধানমন্ত্রী মোদী

মোদীর দাবী; কংগ্রেসের উপর ক্ষোভ থেকেই ২০১৪ সালে জনগন বেছে নেন বিজেপি সরকারকে। কংগ্রেসের উদ্ধত আচারণই; মোদী সরকারকে জয়ী হতে সাহায্য করেছে। জনগন কংগ্রেস সরকারকে শাস্তি দিয়েছে তাঁদের সরকার হিসাবে বেছে নিয়ে। গত পাঁচ বছরের কাজই তাঁদের ফের ক্ষমতায় এনেছে।

প্রথমবারের থেকে আরও বেশি সমর্থন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় আসে বিজেপি সরকার। ২০১৯-এ বিজেপি একাই ৩০০-র বেশি আশন পেয়েছে লোকসভা ভোটে। তবে প্রথম পাঁচ বছর খুব সহজ ছিল না বলে জানান নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ অসমে আবার এনআরসি-এর খসড়া থেকে বাদ লক্ষাধিক মানুষ

প্রতি ক্ষেত্রেই বিরোধিতা করা হয়েছিল মোদী সরকারের। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পরিস্থিতি অনেক কঠিন হয়েছিল সরকারের জন্য। সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করতে চেয়েও পিছিয়ে পরতে হয়েছিল বিরোধিতার কারনে।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাশ্মীর সফর, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি

বিরোধী দলগুলোর সরকার-বিরোধী প্রচারের জন্য মানুষ ভুল খবর পায়। এতে দেশ আরও পিছিয়ে পরে। প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন; “কংগ্রেস চাইছে পুরনো ভারতে ফিরে যেতে”। রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করে মোদী বলেন; “এত উপরে আপনারা উঠে গেছেন যে জমি দেখতে পাননা। শিকর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আপনারা”।

বুধবার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে; অপারেশন ব্লু স্টারের কথা। মোদী বলেন; “যারা শিখদের খুন করেছিল; তারা এখনও পর্যন্ত কংগ্রেসেই আছে”। ১৯৮৪ সালের ৪ঠা জুন জঙ্গিবাদী ধর্মীয় নেতাদের অপসরনের জন্য; পাঞ্জাবের স্বর্ণমন্দিরে ইন্দিরা সরকার আক্রমণের নির্দেশ দেন ভারতীয় সেনাকে। এমনকি ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরও; শিখ নিধনে মত্ত ছিলেন কংগ্রেস নেতারা।

]]>
ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস https://thenewsbangla.com/political-row-erupts-over-it-raids-on-congress-leaders-offices-before-election/ Tue, 09 Apr 2019 07:46:00 +0000 https://www.thenewsbangla.com/?p=10340 মধ্যপ্রদেশের পর এবার আয়কর দফতরের নজরে দিল্লি। দিল্লিতে ২৩০ কোটি বেনামি লেনদেনের হদিশ মিলেছে। ভোটের এক দিন আগে আরও বিব্রত কংগ্রেস। কমলনাথের পর অস্বস্তি বাড়ল আহমেদ প্যাটেলের। ভোপালে কালো টাকা কাণ্ডে নাম জড়াল কংগ্রেস নেতা ঘনিষ্ঠদের। হাওয়ালার মাধ্যমে ২০ কোটি টাকার লেনদেন। আয়কর দফতরের নজর তুঘলক রোডের পার্টি অফিসে।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

বিপুল পরিমাণ অর্থের একটি অংশ, প্রায় ২০ কোটি টাকা দিল্লিতে একটি রাজনৈতিক দলের অফিসে পাঠানো হচ্ছিল, জানিয়েছে আয়কর দফতর। যা হাওয়ালার মাধ্যমে নয়াদিল্লির তুঘলক রোডের এক সিনিয়র নেতার বাড়ি থেকে রাজনৈতিকদলের সদর দফতরে পাঠানো হচ্ছিল। জানানো হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর পক্ষ থেকে। যদিও রাজনৈতিক দল এবং তাদের সিনিয়র নেতা সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

কি বলছে আয়কর দফতর, দেখুনঃ

ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস/The News বাংলা
ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস/The News বাংলা

এই নগদের একটা অংশ কংগ্রেসের দিল্লি সদর দফতরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ২০ কোটি টাকা, যা হাওয়ালা চ্যানেলের মাধ্যমে দিল্লির তুঘলক রোডে কংগ্রেসের প্রবীণ কর্মকর্তার বাড়ি থেকে পাঠানো হয়েছে বলে খবর। আয়কর দফতরের নজরে এবার তুঘলক রোডের পার্টি অফিস।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

গত দুদিন ধরে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে আয়কর দপ্তর একটি ‘সুবিস্তৃত’ ও ‘সুসংগঠিত’ চক্রের সন্ধান পেয়েছে। ওই চক্রের সঙ্গে নগদ ২৮১ কোটি টাকা জড়িয়ে রয়েছে যার কোনও হিসাব মেলেনি। আয়কর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ জুড়ে তল্লাশি চালিয়ে ২৮১ কোটির টাকা চোরাচালানের হদিশ পেয়েছে আয়কর দপ্তর।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

আয়করের দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বিপুল পরিমাণ টাকার একটা অংশ একটি বড় রাজনৈতিক দলের দিল্লির কার্যালয়ে গিয়েছে। তার মধ্যে ২০ কোটি টাকা দিল্লির তুঘলক রোডের এক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়ি থেকে হাওলার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু নগদ নয়, সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের বাঘের চামড়া, ২৫২ বোতল মদ এবং কিছু অস্ত্রও উদ্ধার হয়েছে।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

আয়কর দপ্তরের বিবৃতি অনুসারে দুদিনের হানায় যা যা আটক করা হয়েছে, তার মধ্যে রয়েছে বাঘের চামড়া, হিসাব–বহির্ভূত নগদ ১৪.৬০ কোটি টাকা, ২৫২ বোতল মদ এবং কিছু আগ্নেয়াস্ত্র। তার সঙ্গে পাওয়া গিয়েছে হাতে লেখা ডায়েরিতে অর্থ সংগ্রহ এবং অর্থ দেওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য, কম্পিউটার ফাইল এবং কিছু এক্সেল শিট।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রবীণ কাক্কার এবং প্রাক্তন পরামর্শদাতার বাড়িতে তল্লাশি চলে। ইন্দোর এবং দিল্লিতে দু’‌জনের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। ওই ঘটনার কিছু দিন আগে কর্নাটকে জেডিএস–কংগ্রেস সরকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত কয়েকজনের বাড়িতে তল্লাশি চালায় দপ্তর। দুটি ঘটনাতেই শাসককে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ ভোটের আগে কেন্দ্রীয় সরকার ভয় দেখাতে চাইছে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে ভোটকর্মীদের কিছু হলে সম্পূর্ণ দায়ি থাকবেন সেই জেলার জেলাশাসক

এরপরেই আয়কর দফতরের নজর পড়ে দিল্লিতে। দিল্লিতে ২৩০ কোটি বেনামি লেনদেনের হদিশ মিলেছে। আয়কর দফতরের নজর তুঘলক রোডের পার্টি অফিসে। ভোটের বাজারে কংগ্রেসকে বদনাম করতে বিজেপি চক্রান্ত করছে, অভিযোগ কংগ্রেসের। আইন আইনের কাজ করছে, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর https://thenewsbangla.com/smriti-irani-keeps-changing-husband-says-congress-ally-jaydeep-kawade/ Wed, 03 Apr 2019 06:06:04 +0000 https://www.thenewsbangla.com/?p=9805 আসন্ন লোকসভা নির্বাচনে আমেঠীতে রাহুল গান্ধীর বিপরীতে বিজেপির স্মৃতি ইরানীর নাম ঘোষনা হতেই ব্যক্তি আক্রমণের শিকার হচ্ছেন তিনি। মঙ্গলবার কংগ্রেসের জোটসঙ্গী পিপল রিপাবলিকান পার্টির নেতা জয়দীপ কাওয়াডে তাকে কুরুচিপূর্ণ নারীবিদ্বেষী মন্তব্য করেন। বারবার স্বামী বদল করেন স্মৃতি, কুরুচিপূর্ণ আক্রমন ভোট রাজনীতিতে।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

স্মৃতি ইরানী বারবার স্বামী বদল করেন, এমনই কুৎসিত মন্তব্য করেন ওই নেতা। এদিন তিনি বলেন, সংসদে স্মৃতি ইরানী নিতিন গড়করীর পাশে বসে অনেক কিছু পরিবর্তনের কথা বলেন, কিন্তু তার বারবার স্বামী পরিবর্তনে সুখ্যাতি আছে, এমনই মন্তব্য করেন জয়দীপ কাওয়াডে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

এখানেই থেমে থাকেননি তিনি। আম্বেডকরের সংবিধান পরিবর্তন স্মৃতি ইরানীর মতো বারবার স্বামী পাল্টানোর মতো সহজ ব্যাপার নয় বলে তিনি মন্তব্য করেন।

পিপল রিপাবলিকান পার্টির সুপ্রিমো যোগেন্দ্র কাওয়াডের পুত্র জয়দীপ কাওয়াডে। মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের জোটসঙ্গী এই পিপল রিপাবলিকান পার্টি।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

নেতার এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। বিজেপির তরফে বলা হয়েছে, আমেঠীতে রাহুলের হার নিশ্চিত, তাই কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা এরূপ কুরুচিপূর্ণ ব্যক্তিগত আক্রমনে নেমেছে। এটাই কংগ্রেসের সংস্কৃতি বলে বিজেপি কংগ্রেসকে কটাক্ষ করে।

২০১৪ সালে অমেঠী লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধী বিজেপির স্মৃতি ইরানীকে মাত্র ১ লক্ষ ৭ হাজার ভোটে পরাজিত করেছিলেন। কিন্তু স্মৃতি হাল ছেড়ে দেননি। অমেঠী লোকসভা কেন্দ্রে দিনের পর দিন মানুষের সাথে থেকেছেন স্মৃতি ইরানী।

আরও পড়ুনঃ ৩.৬২ কোটির কর ফাঁকি দেওয়ায় গিলানীর দিল্লির বাড়ি সিল করল আয়কর দপ্তর

তার ফলাফল মেলে ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। অমেঠী লোকসভার অন্তর্ভুক্ত ৫টি বিধানসভার মোট প্রাপ্ত ভোটসংখ্যা কংগ্রেসের থেকে অনেক বেশি হয়। ৫ টি বিধানসভার মধ্যে ৩ টি তেই বিজেপি কংগ্রেসকে পরাজিত করে।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

যত ভোট এগিয়ে আসছে তত রাজনৈতিক ইস্যু ছেড়ে ব্যক্তিগত আক্রমন বাড়ছে। তবে এবার সব নজির ছাড়িয়ে গেল এই বারবার স্বামী বদল এর অভিযোগ। বিজেপির পাশাপাশি এই নিয়ে মুখ খুলেছে মহিলা কমিশনগুলিও।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রায়গঞ্জে বিজেপির হয়ে কি লড়বেন দীপা দাশমুন্সি https://thenewsbangla.com/deepa-dasmunsi-will-fight-for-bjp-in-raiganj-speculation-about-leaving-congress/ Tue, 12 Mar 2019 06:18:44 +0000 https://www.thenewsbangla.com/?p=8163 শেষ পর্যন্ত কি হাত ছেড়ে পদ্ম শিবিরে? কংগ্রেস ছেড়ে কি গেরুয়া শিবিরে ভিড়ছেন তিনি? রায়গঞ্জে বিজেপির হয়ে কি লড়বেন দীপা দাশমুন্সি? প্রশ্ন এখন বিজেপি ও কংগ্রেস শিবিরে।

প্রিয়রঞ্জনের খাসতালুকে কি এবার বিজেপির হয়ে ভোটে লড়বেন দীপা দাশমুন্সি? সূত্রের খবর, বেশ কিছু শর্ত মানলেই কংগ্রেস ছাড়তে রাজি তিনি। ভোটে জিতলে আর মোদী সরকার ক্ষমতায় এলে করতে হবে কেন্দ্রে মন্ত্রী। মুকুল রায়কে এই প্রস্তাবই দিয়েছেন প্রিয় পত্নী, এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ এগিয়ে তৃণমূল, মঙ্গলবার বিকালেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

কংগ্রেস- সিপিএম জোট ফাইনাল হবার পরেই রায়গঞ্জ লোকসভা আসনে জয়ী প্রার্থী সিপিএমের মহম্মদ সেলিমের সেখানে দাঁড়ানো পাকা হয়ে যায়। খাসতালুকে সিপিএম প্রার্থীকে মানতে রাজি নন দীপা। এমনটাই জানা যাচ্ছে। সেই সুযোগেই প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সিকে দলে টানতে ঝাঁপাল বিজেপি।

আরও পড়ুনঃ জঙ্গি মাসুদ আজহারকে ‘মাসুদ আজহার জী’ বলে সম্বোধন করে বিতর্কে রাহুল

সোমবার রাতে নয়াদিল্লিতে দীপা দাশমুন্সির সঙ্গে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্য পর্যবেক্ষক অরভিন্দ মেননের বাড়িতে বৈঠকে ছিলেন মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়। সূত্রের খবর, বিজেপিতে এলে রায়গঞ্জ থেকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয় তাঁকে। সঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও মন্ত্রিসভায় আনারও প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘ আলোচনার পর কেউই অবশ্য সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেনি।

আরও পড়ুনঃ পাকিস্থান চিনকে ভয় দেখিয়ে বালাশোরে পিনাক রকেট ছুঁড়ল ভারত

আজ মঙ্গলবার প্রার্থী ঠিক করতে দিল্লিতে ফের বৈঠক করবে বিজেপি। সোমবার রাতে দিল্লিতে কৈলাস, দিলীপ, মুকুলের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। অমিতকে প্রাথমিক প্রার্থী তালিকা দিয়েছে রাজ্য নেতৃত্ব। এখন তৃণমূলের প্রার্থী তালিকার দিকে নজর বিজেপির। তৃণমূলের তালিকা দেখেই বিজেপির তালিকা চূড়ান্ত করবে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ মমতাকে মুকুলের ভয় দেখিয়ে কি রাজ্যে মন্ত্রী হচ্ছেন অর্জুন

অধীর চৌধুরী বিজেপিতে যোগ দেবার খবর উড়িয়ে দিলেও দীপা কিন্তু এই খবর উড়িয়ে দেননি। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ কংগ্রেসের হাতছাড়া হতেই মুকুল রায় যে আসরে নেমেছিলেন কংগ্রেসের হেভিওয়েটদের হাতে পেতে, তা প্রমাণিত হয়ে গেল সোমবার। এদিন দিল্লিতে বিজেপির সঙ্গে বৈঠক করলেন প্রিয়-জায়া দীপা দাশমুন্সি।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

এই বৈঠকেই কংগ্রেসের প্রাক্তন সাংসদকে রায়গঞ্জে প্রার্থী করার প্রস্তাব দেয় বিজেপি। সঙ্গে, ভালো ফল হলে মিলবে কেন্দ্রীয়মন্ত্রিত্ব এর লোভনীয় অফার। কদিন আগেই রটেছিল প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বাড়িতে নৈশভোজে যাচ্ছেন মুকুল রায়। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল দীপা দাশমুন্সিরও।

আরও পড়ুনঃ সুব্রত বক্সির বদলে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়

রবিবার এই ঘটনাকে নিছকই রটনা বলে উড়িয়ে দিয়ে অধীর চৌধুরী তোপ দেগেছিলেন তৃণমূলকে। এটা তৃণমূলের গাঁজাখুরি গল্প বলে উড়িয়ে দেন তিনি। তবে সোমবার সন্ধ্যায় দীপা দাশমুন্সির সঙ্গে বিজেপি নেতাদের বৈঠক, অন্য জল্পনার অবতারণা করল। তাহলে কি নিজের খাসতালুকে হাত ছেড়ে পদ্মে দাঁড়াচ্ছেন দীপা? সম্ভাবনা জোরদার হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ https://thenewsbangla.com/100-crore-income-tax-notice-to-sonia-rahul-gandhi-in-ajl-case/ Wed, 09 Jan 2019 04:26:13 +0000 https://www.thenewsbangla.com/?p=5338 The News বাংলা: প্রায় ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছেন ‘মা ছেলে’ মিলে, আয়কর দফতরের হিসাব এমনই। আর সেই কারনেই সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ দিল আয়কর দফতর।

২০১১-১২ আর্থিক বর্ষে হিসাবে সোনিয়া গান্ধীর আয় ১৫৫.৪১ কোটি টাকা ও রাহুলের আয় ১৫৪.৯৬ কোটি টাকা। কিন্তু তাঁরা কেউই সেই আয়ের তুলনায় আয়কর দেন নি বলেই জানা গেছে আয়কর সূত্রে। এর জন্যই তাঁদের ইনকাম ট্যাক্স থেকে নোটিশ দেওয়া হয়েছে।

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা
সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা

একনজরে আয়কর দফতরের হিসাবঃ

. আয়কর দফতরের মতে, ২০১১-১২ আর্থিক বর্ষে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর আয় যথাক্রমে ১৫৫.৪১ কোটি ও ১৫৪.৯৬ কোটি। এই আয় থেকে আয়কর দেন নি দুজনেই।
. ২০১১-১২ আর্থিক বছরে রাহুল গান্ধী আয় দেখিয়েছেন মাত্র ৬৮.১২ লাখ টাকা।
. আয়কর দফতরের মতে সোনিয়া রাহুলের আয়কর ফাঁকির পরিমান ১০০ কোটি টাকা।

আরও পড়ুনঃ

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

আয়কর দফতরের মতে, রাহুল গান্ধী মাত্র ৬৮.১২ লাখ টাকা আয় দেখিয়ে তার উপর ট্যাক্স দিয়েছেন। যেটা আসল আয়ের তুলনায় কিছুই না। পুরোপুরি আয়কর ছাড় তারা কি করে পেলেন, প্রশ্ন আয়কর দফতরের।

এদিকে ন্যাশনাল হেরাল্ড মামলাতেও অস্বস্তি কিছুতেই পিছু ছাড়ছে না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর। দিল্লি হাইকোর্টের রায়ের পর নতুন করে এই মামলায় বিপাকে পড়েন কংগ্রেসের দুই শীর্ষ নেতা।

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা
সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা

২০১১-১২ অর্থবর্ষে সোনিয়া-রাহুলদের আয়কর তথ্য খতিয়ে দেখার সিদ্ধান্তের বিরুদ্ধে দুই সাংসদ আবেদন করেছিলেন দিল্লি হাইকোর্ট এ। সেই আবেদনও খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। রাহুল-সোনিয়াদের আয়কর সংক্রান্ত তথ্য পুনরায় খতিয়ে দেখতে আপাতত আর কোনও বাধা ছিল না আয়কর দপ্তরের। আদালতের এই রায়ের পরই গান্ধী পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি।

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রর দাবি, “রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী দুজনেই কর-চোর। সনিয়ার দশ জনপথের বাড়িটি আসলে দুর্নীতির কেন্দ্রস্থল”। সম্বিত পাত্রের অভিযোগ, “কংগ্রেস আগে থেকেই জানত কর-ফাঁকি মামলায় বিপদে পড়তে চলেছেন গান্ধী পরিবারের সদস্যরা। আর তাই নজর ঘোরাতে রাফায়েল নাটক করছেন তাঁরা”।

সম্বিত পাত্র আরও অভিযোগ করেন, “গান্ধী পরিবার ট্যাক্স-চুরির সঙ্গে যুক্ত এবং গোটা দেশকে তাঁরা মিথ্যে কথা বলেছে”। বিজেপি মুখপাত্র আরও বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এবং তাঁর আমলের অর্থমন্ত্রী পি চিদম্বরমের একটাই কাজ ছিল, মা এবং ছেলেকে রক্ষা করা। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে কেন রাহুল-সোনিয়াকে তাঁরা কর ফাঁকি দিতে সাহায্য করলেন?”।

ন্যাশনাল হেরাল্ড তথা ইয়ং ইন্ডিয়া মামলা বেশ কিছুদিন ধরেই কংগ্রেস নেতৃত্বের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে যে সংস্থাটি কংগ্রেস মুখপত্র ন্যাশনাল হেরাল্ড চালানোর দায়িত্ব নিয়েছে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সেই সংস্থাটির ডিরেক্টর।

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা
সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা

সংস্থাটি ২০১১-১২ অর্থবর্ষে মোট রোজগারের তুলনায় অনেক কম রোজগার দেখিয়েছে বলে অভিযোগ ওঠে। আয়কর দপ্তর সেসময়ের সংস্থাটির আয়ব্যয়ের হিসেব পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতে আবেদন করেছিলেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।

বিজেপির অভিযোগ, ইয়ং ইন্ডিয়া নামের ওই সংস্থাটি অন্তত ৫ হাজার কোটির সম্পত্তি গোপন করেছে। ওই সংস্থাটিতে শুধু রাহুল গান্ধীর শেয়ার রয়েছে ১৫৪ কোটি টাকার। অথচ, রাহুল দেখিয়েছেন মাত্র ৬৮ লক্ষ টাকার শেয়ার। এই মামলায় সোনিয়া রাহুলের হয়ে লড়ছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

আরও পড়ুনঃ

Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ অফিসার বদলি

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

আয়কর দফতরের মতে প্রায় ৩০০ কোটি টাকার মত আয় পুরোপুরি গোপন করেছেন সোনিয়া রাহুল। এবং প্রায় ১০০ কোটি টাকা আয়কর দেন নি। এই কারণেই মা ছেলেকে নোটিশ পাঠিয়েছেন তারা।

দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই গান্ধী পরিবারকে আদালতে হাজির হয়ে আয়কর ফাইল নিয়ে এফিডেভিট জমা দিতে নির্দেশ দিয়েছে। আদালত আয়কর দফতরকেও নির্দেশ দিয়েছে যে একটা কাউন্টার এফিডেভিট আদালতে জমা দিতে। আয়কর মামলার পরবর্তী শুনানী আগামী ২৯ জানুয়ারী।

তবে এই নিয়েও উত্তপ্ত লোকসভা ও রাজ্যসভা। লোকসভা ভোটের আগে এটা মোদী সরকারের চক্রান্ত বলেই অভিযোগ কংগ্রেসের। অন্যদিকে লোকসভার আগে বড় ইস্যু পেয়ে ইতিমধ্যেই সোনিয়া রাহুলকে ‘কর চোর’ বলে অভিহিত করেছে বিজেপি। লোকসভা ভোটে এখন লড়াই ‘চৌকিদার চোর’ বনাম ‘মা-বেটা চোর’, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>