Congress leader – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 May 2019 15:26:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Congress leader – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সুপ্রিম কোর্টও ইভিএম কারচুপিতে জড়িত, সন্দেহ প্রকাশ কংগ্রেস নেতার https://thenewsbangla.com/congress-leader-makes-controversial-comments-against-sci-over-evm/ Wed, 22 May 2019 15:26:32 +0000 https://www.thenewsbangla.com/?p=13101 বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গননা। ইতিমধ্যেই; বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় এনডিএ সরকারের প্রত্যাবর্তনের আভাস মিলেছে; তারপরেই বিজেপি বিরোধী ইউপিএ জোট ও মহাজোটের বিভিন্ন দলের তরফ থেকে ইভিএমে কারচুপির অভিযোগ আনা হয়েছে।

এবার শুধুমাত্র বিজেপি বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে নয়; একেবারে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আঙুল তুললেন কংগ্রেস নেতা উদিত রাজ। বুধবার ট্যুইটে তিনি জিজ্ঞেস করলেন; সুপ্রিম কোর্টও কি ইভিএম মেশিনে রিগিংয়ের সাথে যুক্ত কিনা।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের বিরুদ্ধেই কি ক্ষোভ উগড়ে দিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী

২3 মে লোকসভা নির্বাচন গণনা করার সময় সুপ্রিম কোর্ট মঙ্গলবার ভিভিপিট মেশিন স্ল্যাবের ১০০ শতাংশ মিলে একটি পিআইএল বরখাস্ত করেছিল; এর পর উদিত রাজ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি টুইট করে প্রশ্ন তুলেছেন; সুপ্রিম কোর্ট কেন সব ভিভিপিএটি কাগজ গুনতে চাইছে না? তবে কি সুপ্রিম কোর্টও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হয়। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যখন সরকার কাজ প্রায় ৩ মাসের জন্য ধীর হয়ে পড়েছে; তখন গণনাতে ২-৩ দিনের দেরি হলে কি এমন পার্থক্য হত?

আরও পড়ুন নির্বাচন কমিশনের তোপে পড়ার আশঙ্কা, মমতার কাছে যাচ্ছেন না আমলারা

কংগ্রেস নেতার এই অভিযোগের পরেই বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে; কংগ্রেস সহ বিরোধীরা তাদের নিশ্চিত হার আন্দাজ করতে পেরেই ইভিএমের ওপর দোষ চাপাতে শুরু করেছে। নিজেদের পরাজয় লুকোতে নির্বাচন কমিশন অথবা সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও তারা অভিযোগ করতে পিছপা হচ্ছেন না বলে কটাক্ষ করে বিজেপি।

এর কয়েকদিন আগে; মঙ্গলবার উদিত দাবি করেছিলেন নির্বাচন কমিশন বিক্রি হয়ে গেছে। উদিতের কথা অনুযায়ী বিজেপি ইভিএম বদল করবে বলেই সাত দফার ভোট করেছে; এই সময়ের মধ্যে বিজেপি যথেষ্ট সময় পেয়েছে ইভিএম বদল করে নেবার কথা।

আরও পড়ুনঃ কোচবিহার কি হাতছাড়া তৃণমূলের, মন্ত্রীর ফেসবুক পোস্টে বাড়ল জল্পনা

উদিত রাজ ২০১৪ সালে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উত্তর পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন৷ ২০১৯ লোকসভা নির্বাচনে পুনরায় দলের থেকে আর টিকিট পাননি তিনি। এরপরেই গত ২৪শে এপ্রিল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তিনি।

]]>
আরএসএসকে ইসলামিক স্টেটের সঙ্গে তুলনা করে বিতর্কে কংগ্রেস নেতা https://thenewsbangla.com/congress-leader-in-controversy-compared-rss-to-islamic-state-terrorist/ Tue, 14 May 2019 06:29:58 +0000 https://www.thenewsbangla.com/?p=12896 আরএসএসকে ইসলামিক স্টেটের সঙ্গে তুলনা করে; বিতর্কে কংগ্রেস নেতা। শেষ দফা ভোটের আগেই আরএসএস- ইসলামিক স্টেট ইস্যুতে; ফের তরজা বিজেপি কংগ্রেস এর মধ্যে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবারের ভোট প্রচারে বারবার সমালোচনা করেছেন আরএসএস এর।

আরএসএসকে ইসলামিক স্টেটের সাথে তুলনা করে; বিতর্কে কংগ্রেস নেতা তামিলনাড়ুর কংগ্রেসের প্রদেশ সভাপতি কেএস আলাগিরি। সোমবার রাষ্ট্রীয় স্বয়ংসেবককে; ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী সংগঠনের সাথে তুলনা করেন তিনি। কমল হাসানের ‘হিন্দু সন্ত্রাসী’ মন্তব্যের; পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করা হলে তিনি এই তুলনা টানেন।

আরও পড়ুনঃ নির্বাচনী প্রচারে বেরিয়ে মোদীভক্তদের মন জয় করলেন প্রিয়াঙ্কা বঢরা

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে; আলাগিরি জানান, আরবের ইসলামিক স্টেট ও আরএসএসের কাজ একই। তিনি বলেন, যে সকল মুসলিম ইসলামিক স্টেটের ধ্যান ধারণায় বিশ্বাস করে না; তাদেরকেও হত্যা করার পক্ষপাতী ইসলামিক স্টেট সন্ত্রাসীরা।

আরও পড়ুনঃ অমিত শাহর পর যোগী আদিত্যনাথের সভায় নিষেধাজ্ঞা রাজ্যের

অতি বামপন্থী এবং অতি ডানপন্থীরাও এই একই সূত্র অবলম্বন করে বলে জানান তিনি। এদেরকেই অনুসরণ করে ধর্মকেন্দ্রিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো, জানান তিনি। এরপরেই তিনি বলেন, হিন্দুদের আরএসএস ও মুসলিমদের ইসলামিক স্টেট একই মুদ্রার এপিঠ ওপিঠ।

আরও পড়ুনঃ ভোটে হিংসা নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ করলেন অরুন জেটলি

কমল হাসান যে মন্তব্য করেছেন; তার সাথে তিনি ১০০% নন, বরং ১০০% সহমত বলে জানান তিনি। উল্লেখ্য, রবিবার নিজের দল এমএনএমের একটি নির্বাচনী প্রচারে কমল হাসান বলেন, “এখানে অধিকাংশ মুসলিম রয়েছে বলে বলছি না, আমি বলছি মহাত্মা গান্ধীর মূর্তির সামনে। স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসী ছিল এক হিন্দু। তার নাম নাথুরাম গডসে”।

আরও পড়ুনঃ হিন্দু সন্ত্রাসবাদী ইস্যুতে কমল হাসানক একহাত নিলেন বিবেক ওবেরয়

মহাত্মা গান্ধীকে হত্যার জন্য দায়ী হিসেবে; নাথুরাম গডসেকে সন্ত্রাসবাদী আখ্যা দেন তিনি। তারপরেই ‘হিন্দু সন্ত্রাসী’ ইস্যুতে বিতর্ক তৈরি হয়। আর সেই প্রসঙ্গে সহমত পোষণ করতে গিয়ে; এবার নয়া বিতর্ক তৈরি করলেন কংগ্রেস নেতা। আর এর জেরেই জোর বিতর্ক শুরু বিজেপি কংগ্রেসের মধ্যে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবারের ভোট প্রচারে বারবার সমালোচনা করেছেন আরএসএস এর। সেই সমালোচনা এবার সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনায় এসে পৌঁছুল; মনে করছে রাজনৈতিক মহল।

]]>
কংগ্রেস বাদে অন্য বোতাম টিপলেই খাবেন ইলেকট্রিক শক, ভোটারদের বোঝাচ্ছেন নেতা https://thenewsbangla.com/congress-leader-threats-voter-get-electric-shock-if-dont-vote-for-congress/ Thu, 18 Apr 2019 08:08:20 +0000 https://www.thenewsbangla.com/?p=11118 কংগ্রেস বাদে অন্য বোতাম টিপলেই খাবেন ইলেকট্রিক শক, ভোটারদের বোঝাচ্ছেন নেতা। ভোটের বাজারে জনগনকে ভুল বুঝিয়ে ভোটের ফায়দা তোলা নেতাদের কাছে নতুন কিছু নয়। সেই পন্থা অবলম্বন করতে গিয়ে বিতর্ক তৈরি করলেন ছত্তীসগড়ের মন্ত্রী তথা ৫ বারের কংগ্রেস বিধায়ক কাওয়াসি লাখমা।

ইসলামপুরে ছাপ্পা ভোট রুখলেন মহম্মদ সেলিম, রাগে গাড়িতে ভাংচুর দুষ্কৃতীদের

কি বললেন কংগ্রেস নেতা
কাওয়াসি লাখমা সদ্য ছত্তীসগড়ে ক্ষমতায় আসা কংগ্রেস সরকারের বানিজ্য ও শিল্পমন্ত্রী। প্রকাশিত একটি ভিডিওতে এই কংগ্রেস নেতাকে বলতে শোনা যায়, কংগ্রেস প্রার্থীকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে ইভিএম মেশিন থেকে ইলেকট্রিক শক খেতে হবে।

আরও পড়ুনঃ চোপড়া বাস স্টান্ডে বাইক বাহিনীর হাতে আক্রান্ত ভোটাররা

কি বললেন কংগ্রেস নেতা
তিনি জনসাধারনের উদ্দেশ্যে বলেন, ইভিএম মেশিনে প্রথম নামটি থাকবে কংগ্রেস প্রার্থী বীরেশ ঠাকুরের নামে। ওই বোতামে না টিপে অন্য কোনো বোতাম টিপলেই ইলেকট্রিক শক খেতে হবে। এই প্রথম বোতামটি কংগ্রেসের তরফে ঠিক করে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ফলে অন্য বোতাম টিপে ভোট দিলে তা প্রকাশ্যে চলে আসার ভয় দেখান তিনি।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কি বললেন কংগ্রেস নেতা
ভিডিও প্রকাশ্যে আসতেই জনগনকে বিভ্রান্ত করা এবং উদ্দেশ্যমূলকভাবে প্ররোচনায় জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কাওয়াসি লাখমাকে নোটিশ দিয়ে ৩ দিনের মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর
আরও পড়ুনঃ বাংলায় দ্বিতীয় দফার ভোটেও সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, ফের ঝামেলার আশঙ্কা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিজেপিতে যোগ দিলেন সাধ্বী প্রজ্ঞা, দিগ্বিজয়ের বিরুদ্ধে লড়ার সম্ভাবনা https://thenewsbangla.com/sadhvi-pragya-joins-bjp-may-contest-against-congress-leader-digvijaya-singh/ Wed, 17 Apr 2019 09:49:14 +0000 https://www.thenewsbangla.com/?p=11026 মালেগাঁও বিষ্ফোরন কান্ডে জামিন পাবার পর আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। বিজেপিতে যোগ দিয়েই এবারের চলতি লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেন তিনি। দিগ্বিজয়ের বিরুদ্ধে লড়ার সম্ভাবনা সাধ্বী প্রজ্ঞার।

আরও পড়ুনঃ বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি, অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র

রাজনীতিতে যুক্ত হয়েই সাধ্বী প্রজ্ঞা বুধবার জানান, আনুষ্ঠানিক ভাবে তিনি বিজেপিতে যোগদান করলেন। এরপর তিনি ভোটে লড়বেন এবং নিশ্চিত জয়লাভ করবেন। পরিষ্কার করে না বললেও আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন, মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্রে কংগ্রেসের দিগ্বিজয় সিংহের বিরুদ্ধেই তাকে প্রার্থী করা হতে পারে।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও বিষ্ফোরনের পরেই উঠে আসে সাধ্বী প্রজ্ঞার নাম। সম্প্রতি বিষ্ফোরন মামলায় জামিন পেয়েছেন তিনি। ভোপালে দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে সাধ্বীকেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছে বিজেপি।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর রাজ্যে এবার গোমাতা কে ধর্ষণ

ভোপাল লোকসভা কেন্দ্রে মোট ১৮ লক্ষ ভোটার, যার মধ্যে ২৫ শতাংশ সংখ্যালঘু। বিজেপি বহুদিন ধরেই কংগ্রেসের দিগ্বিজয় সিংহকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে আসছে। সাধ্বী প্রজ্ঞা আগেই জানিয়েছিলেন, দিগ্বিজয় সিংহের মতো কংগ্রেসের কোনো হিন্দু বিরোধী নেতার বিরুদ্ধেই তিনি লড়াই করতে ইচ্ছুক।

আরও পড়ুনঃ রাহুলকে রাজনীতিতে অপরিপক্ক বলে কটাক্ষ প্রাক্তন কংগ্রেস মন্ত্রীর

সাধ্বী প্রজ্ঞা হিন্দুত্বের প্রচার মুখ হিসেবে বিশেষ পরিচিত। ছাত্রীবস্থায় সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত ছিলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা এবং দুর্গাবাহিনীর সাথেও যুক্ত তিনি।

আরও পড়ুনঃ মুসলিম বলেই আব্বার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কমিশন, দাবি আজম পুত্রের

১৯৮৯ সাল থেকে ভোপাল লোকসভা কেন্দ্রে একবারের জন্যেও জয়লাভ করেনি কংগ্রেস এবং ওই সময় থেকেই ভোপাল বিজেপির দুর্ভেদ্য গড় হিসেবে পরিচিত। বিজেপি সাংসদ অশোক সঞ্জার ২০১৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ৩ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশবাসী, বিস্ফোরক উমা ভারতী

চলতি ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস এই আসনে দিগ্বিজয় সিংহকে প্রার্থী করেছে। ২০১৮ মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোপাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮ টি বিধানসভার মাত্র ৩ টি তে জয়লাভ করেছে কংগ্রেস। এখন দিগ্বিজয় সিংকে কতটা লড়াইয়ে ফেলতে পারেন সাধ্বী প্রজ্ঞা, সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ দেশকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনে রূপান্তরকামী রাধা
আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা https://thenewsbangla.com/tv-debate-turns-violent-as-bjp-spokesperson-calls-congress-spokesperson-a-traitor/ Sun, 07 Apr 2019 05:47:20 +0000 https://www.thenewsbangla.com/?p=10231 টিভিতে লাইভ ডিবেটে অসহিষ্ণুতা কংগ্রেস নেতার। তর্ক বিতর্কের মাঝেই উত্তেজিত হয়ে প্রতিপক্ষ বিজেপি নেতার উদ্দেশ্যে কাঁচের গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা। আক্রমনের হাত থেকে রেহাই পেলেন না টিভি সঞ্চালকও; গায়ে জল লেগে সঞ্চালকের কোট সম্পূর্ণ ভিজে যায়, সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের এই লাইভ ভিডিও রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়।

আরও পড়ুনঃ ভোট বাজারে মেজাজ হারালেন মমতার মন্ত্রী, বিজেপি প্রার্থীকে মারতে গেলেন

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশের সেনাবাহিনীকে “মোদীর সেনা” বলে মন্তব্য করেছিলেন। শনিবার সন্ধ্যায় সেই ইস্যু কেন্দ্রিক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে, যেখানে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের তরফে প্রতিনিধি অংশগ্রহণ করেন। সাথে ছিলেন সেনাবাহিনীর দুই জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

আরও পড়ুনঃ সন্ত্রাসবাদ বড় ইস্যু না হলে নিরাপত্তার বেষ্টনী ত্যাগ করুন, রাহুলকে পরামর্শ সুষমার

লাইভ প্রোগ্রামে কংগ্রেসের মুখপাত্র হিসেবে উপস্থিত ছিলেন অলোক শর্মা এবং বিজেপির মুখপাত্র হিসেবে উপস্থিত ছিলেন কেকে শর্মা। সেনাবাহিনী নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের মাঝেই এক সময় বিজেপি মুখপাত্র কেকে শর্মা কংগ্রেস মুখপাত্র অলোক শর্মাকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করেন৷ আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ তিন লাখ কোটি টাকায় বিবাহবিচ্ছেদ

এরপরেই তীব্র বাদানুবাদ শুরু হয় দুজনের মধ্যে। এক সময়ে স্থির থাকতে না পেরে সামনে টেবিলে থাকা কাঁচের গ্লাস কেকে শর্মার দিকে ছূঁড়ে মারেন কংগ্রেসের মুখপাত্র অলোক শর্মা। কাঁচের গ্লাস টুকরো হয়ে যায়। আর গ্লাসের জল সম্পূর্ণভাবে টিভির সঞ্চালকের গায়ে গিয়ে পড়ে। পরে দুই দলের মুখপাত্রকেই স্টুডিও থেকে সরিয়ে সঞ্চালক পোষাক পরিবর্তন করে অনুষ্ঠান শুরু করেন।

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের মাথা কেটে দেবার নির্দেশ দিলেন কংগ্রেস নেতা, ভাইরাল ভিডিও

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নিউজিল্যান্ডে জঙ্গি হামলার সাথে মোদীর নাম জুড়ে দিয়ে বিতর্কে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ https://thenewsbangla.com/congress-leader-digvijay-shings-controversial-coment-modi-with-terrorist-in-new-zealand/ Sat, 16 Mar 2019 08:41:03 +0000 https://www.thenewsbangla.com/?p=8583 সন্ত্রাসবাদের নিন্দা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম টেনে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীকে বসালেন হিটলার মুসোলিনির সাথে একই সারিতে।

আরও পড়ুনঃ মমতারই পুরোনো অস্ত্রে তাকে ভোটযুদ্ধে চরম সমস্যায় ফেললেন মুকুল

গতকালই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে অস্ট্রেলীয় বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৪৯ জন নিরীহ মানুষের মৃত্যু হয়, যার জেরে নিন্দায় সরব হয়েছে সারা বিশ্ব। কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা সন্ত্রাসবাদ হানার নিন্দা করতে গিয়ে একধাপ ওপরে উঠে ভারতের প্রধানমন্ত্রীর নাম টেনে আনলেন।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

দিগ্বিজয় সিংহ তার করা একটি ট্যুইটে লিখেছেন, হিংসা বা ঘৃণা নয়; সনাতন ধর্ম, গৌতম বুদ্ধ, মহাবীরের প্রচারিত ভালোবাসা ও শান্তির আদর্শ সারা বিশ্বের অনুকরণীয় হওয়া উচিৎ। তিনি এর সাথে উল্লেখ করেন, হিটলার, মুসোলিনি বা মোদী নয়, আমাদের প্রয়োজন মার্টিন লুথার কিং বা মহাত্মা গান্ধীর।

আরও পড়ুনঃউত্তরপ্রদেশে মহাজোটে সামিল বিজেপিও

এরপরেই দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। তার বিরুদ্ধে মানহানির অভিযোগও আনা হয়েছে। এর আগেও বারবার বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন দিগ্বিজয় সিংহ। উল্লেখ্য, এর আগে ওসামা বিন লাদেনকে ‘ওসামা জী’ বলে সম্বোধন করে নিজেই বিতর্কে জড়িয়েছিলেন তিনি৷

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

এবার হিটলার ও মুসোলিনির সঙ্গে একসারিতে মোদীকে বসিয়ে ফের বিতর্কে এই কংগ্রেস নেতা। এই নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেসের চরম সমালোচনা করেছে বিজেপি।

এমনকি এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবার হুমকি দিয়েছে বিজেপি। কংগ্রেসের তরফ থেকে এখনও এই নিয়ে কোন মন্তব্য করা হয় নি। বলাই যায় ভোটের মুখে দিগ্বিজয় এর টুইট ফের একটা লড়াইয়ে নামাল বিজেপি কংগ্রেসকে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অনেকে লুট করে দেশ ছাড়লেও আমি দেশেই আছি সাফাই রবার্ট বঢরার https://thenewsbangla.com/robert-vadra-husband-of-congress-leader-priyanka-gandhi-said-will-not-leave-country/ Thu, 07 Mar 2019 06:23:23 +0000 https://www.thenewsbangla.com/?p=7738 জমি কেলেঙ্কারির সঙ্গে শুরু করে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত প্রিয়াঙ্কা গান্ধী তথা পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেসের সভানেত্রীর স্বামী রবার্ট বঢরা। আর্থিক তছরুপের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুনঃ মতুয়াদের বড়মার মৃত্যু রহস্যজনক, চাঞ্চল্যকর অভিযোগ

ইতিমধ্যেই আর্থিক দুর্নীতিতে নাম জড়িয়েছে বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোকসির নাম। উল্লেখ্য, এরা সকলেই দেশের নজর এড়িয়ে বিদেশে নিজেদের রক্ষা করতে বিদেশে পালিয়েছেন।

আরও পড়ুনঃ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা

আর এখানেই বিজয় মাল্য, নীরব মোদীদের সাথে নিজের তুলনা টানলেন রবার্ট বঢরা। অন্যরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাড়ি দিয়েছেন, কিন্তু বঢরা দেশ ছাড়েননি বলে সাফাই দিলেন তিনি নিজেই। তার বক্তব্য, তিনি এখনও দেশেই আছেন এবং ভবিষ্যতেও দেশ থেকে পলায়ন করবেন না।

আরও পড়ুনঃ দেশদ্রোহী আখ্যা পেয়েও নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা

প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব নেবার পরেই রবার্ট বঢরা ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপি। সক্রিয় রাজনীতিতে আসার পরে তাই প্রিয়াঙ্কা গান্ধীকে বেশ কয়েকবার কটাক্ষও শুনতে হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

৬ই মার্চ বুধবার এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে রবার্ট বঢরা বলেন যে, তিনি এখনও এই দেশেই আছেন, কিন্তু দেশের টাকা লুট করে যারা বিদেশে পালিয়েছেন, তাদের কি হবে? ভারত থেকে পালানো বা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহনের কোনো সম্ভাবনাও তার নেই, সেই ব্যাপারে তিনি আশ্বস্ত করেন।

আরও পড়ুনঃ ভোটের বাজার মাত করতে আসরে নামছে পিসি

রবার্ট বঢরার নাম আবারও উঠে এলো, যখন ৯০০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে জড়িত বিজয় মাল্যকে লন্ডন থেকে প্রত্যার্পনের চেষ্টা চালাচ্ছে সরকার। নীরব মোদী ও মেহুল চোসকিও পিএনবি জালিয়াতি কেসে ১৩০০০ কোটি টাকার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত।

আরও পড়ুনঃ বুলডোজার দিয়ে উর্দু গেট উড়িয়ে দিল যোগী সরকার

রবার্ট বঢরার বিরুদ্ধে লন্ডনের ব্র‍্যানস্টনে ১.৯ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি ক্র‍য় নিয়ে আর্থিক হিসেব অনিয়মের অভিযোগ রয়েছে, যা নিয়ে মামলা চলছে। দিল্লি হাইকোর্ট ১৯শে অবধি তার অভ্যন্তরীণ জামিন মঞ্জুর করেছে।

কিছুদিন আগে রবার্ট বঢরার করা একটি ট্যুইট ঘিরে তার সক্রিয় রাজনীতিতে যোগদানের সম্ভাবনা দৃঢ় হয়। যদিও সেই সম্ভাবনা একেবারেই নেই বলে তিনি গতকাল জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের

রবার্ট বঢরার এই মন্তব্যের পরেই বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, তাহলে কি নিজের দুর্নীতি স্বীকার করে নিলেন তিনি? কারণ বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোকসি প্রত্যেকেই দুর্নীতি করে পালিয়েছে। বউ ভগ্নীপতি কংগ্রেসের মাথা বলেই কি রাজনীতিকে আঁকরে ভারত ছেড়ে পালালেন না রবার্ট বঢরা? তবে কংগ্রেসের তরফ থেকে এটাকে বিজেপির ষড়যন্ত্র বলেই অনেকদিন আগেই জানিয়েছে কংগ্রেস।

]]>
পুলওয়ামা জঙ্গিহানাকে দুর্ঘটনা বলে দেশ ও সেনাকে অপমান https://thenewsbangla.com/digvijaya-singh-congress-leader-calls-pulwama-terror-attack-an-accident/ Tue, 05 Mar 2019 15:16:02 +0000 https://www.thenewsbangla.com/?p=7588 পুলওয়ামায় জঙ্গিহানা নিয়ে রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্য চলছেই। এবার পুলওয়ামায় সি আর পি এফ কনভয়ে পাক জঙ্গিদের সন্ত্রাসবাদী হানাকে দুর্ঘটনা বলে উল্লেখ করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। আর এই নিয়ে দ্বিতীয়বারের মতো পুলওয়ামা নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরে এলেন এই প্রবীন কংগ্রেস নেতা।

আরও পড়ুনঃ ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর

মঙ্গলবার সকালে দিগ্বিজয় সিং ট্যুইটারে পুলওয়ামা নিয়ে একটি মন্তব্য করেন। তিনি ট্যুইট করে লেখেন, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানরা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। জঙ্গি হামলায় তারা শহিদ হননি। আর এরপরেই তার মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয় দেশ জুড়ে।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

ট্যুইটে তিনি আরও জানান, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দেশের জনসাধারণ থেকে শুরু করে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যম সন্দেহ প্রকাশ করেছে। সরকারের উচিৎ সেই সমস্ত প্রশ্নের জবাব দেওয়া। আরও একবার কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিজেপি রাজনীতি করছে।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

পাকিস্তানকে প্রত্যাঘাতের দাবি সারা দেশ জুড়ে ছিল। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের এক একজন নেতা ভিন্ন ভিন্ন মন্তব্য করে ঘটনার সকল সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছন বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান

উল্লেখ্য, দিগ্বিজয় সিং আগেই সার্জিক্যাল স্ট্রাইকে নিহত সন্ত্রাসবাদীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করেছিলেন। আর এবার পুলওয়ামার ঘটনাকে নেহাতই দুর্ঘটনা বলে মন্তব্য করে ঘটনার গুরুত্বকেই লঘু করে দিলেন, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক

স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতার এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর কংগ্রেস নেতাকে কটাক্ষ করে বলেন, কংগ্রেস যেভাবে সেনাকে মিথ্যেবাদী প্রমান করার জন্য উঠেপড়ে লেগেছে, এরকম কোন গনতান্ত্রিক রাষ্ট্রেই হয় না।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান
আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
আম দরবারে প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কংগ্রেস মুখ্যমন্ত্রীর https://thenewsbangla.com/congress-leader-siddaramaiah-misbehaves-with-woman-pulls-dupatta/ Mon, 28 Jan 2019 11:51:02 +0000 https://www.thenewsbangla.com/?p=6117 ন্যাক্কারজনক কান্ড কর্ণাটকে। ভারতীয় রাজনীতির কালো দিন। বিধায়ক ছেলের বিরুদ্ধে অভিযোগ শুনে মেজাজ হারালেন কর্ণাটকের প্রাক্তণ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। রেগে গিয়ে সোজা মহিলার ওড়না ধরে টান প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রীর। হাত থেকে কেড়ে নিলেন মাইক। ঘাড়ে হাত দিয়ে বসিয়ে দিলেন নিজের দলেরই এক মহিলাকে।

প্রকাশ্যে মহিলার ওড়না ধরে টান কর্ণাটকের প্রাক্তণ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার। কংগ্রেসের আম দরবারে মেজাজ হারালেন কংগ্রেসের এই প্রবীণ নেতা। কর্ণাটকের বরুনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যতীন্দ্র সিদ্ধারামাইয়া। তিনি আবার প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার ছেলে। তাঁর বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন ওই মহিলা।

আরও পড়ুনঃ মাঠ দিল না রাজ্য, মোদীর সভা ও হেলিকপ্টারের জন্য ফসল ত্যাগ শিক্ষকের

কংগ্রেসের আম দরবারে যতীন্দ্র সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে অভিযোগ করেন এক মহিলা। তা শুনেই মেজাজ হারালেন এই প্রবীণ কংগ্রেস নেতা। প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী মাইক কেড়ে নেন ওই মহিলার হাত থেকে। তাঁকে কাঁধে হাত দিয়ে বসিয়ে দেন তিনি। এরপর মহিলার ওড়না টেনে খুলে দেবার চেষ্টা করলেন প্রাক্তণ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। গোটা ঘটনায় বাবা সিদ্ধারামাইয়ার পাশেই ছিলেন বিধায়ক ছেলে।

আরও পড়ুনঃ ভারতের এক ভুলে যাওয়া শহিদ সৈনিকের আজ জন্মদিন

এই ঘটনা চমকে দিয়েছে গোটা ভারতকে। “ভারতীয় রাজনীতির কালো দিন”, বলেছে রাজনৈতিক মহল। ওই মহিলাও কংগ্রেস নেত্রী। তাঁর অভিযোগ ছিল সামান্যই। অভিযোগ ছিল যে, ‘তাঁর এলাকায় কংগ্রেস বিধায়ক যান না’। আর এতেই সমস্যার শুরু, সোজা ওড়না ধরে টান। কর্ণাটকের বরুনা বিধানসভা কেন্দ্রে মাইশুরুতে কংগ্রেসের আম দরবারে সবার অভিযোগ শুনছিলেন এই প্রবীণ নেতা।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় এসএসসির রেজাল্ট প্রকাশ না হলে সচিবকে জেলে ভরার হুঁশিয়ারি বিচারপতির

কারণ যে বিধায়কের বিরুদ্ধে ওই মহিলা অভিযোগ করছিলেন, তিনি আর কেউ নন, প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার ছেলে যতীন্দ্র সিদ্ধারামাইয়া। ব্যাস, ছেলের বিরুদ্ধে অভিযোগ শুনে আর মাথা ঠিক রাখতে পারেননি এই প্রবীণ নেতা।

প্রথমে ধমক, তারপর মহিলার হাত থেকে কেড়ে নিলেন মাইক। আর তারপরেই ঘটালেন সেই ন্যাক্কারজনক কান্ড। মহিলার ওড়না ধরে টেনে কিছুটা খুলেও দিলেন। এই ঘটনায় লোকসভা ভোটের ঠিক আগেই কর্ণাটকে চরম লজ্জায় রাহুলের কংগ্রেস।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। কংগ্রেসের আম দরবারে নেতার হাতেই মহিলাদের অপমান হচ্ছে, মহিলাদের সুরক্ষার কি হবে? প্রশ্ন বিজেপির। ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছে কংগ্রেস মুখপাত্ররা।

আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

সবচেয়ে চাপে কুমারস্বামীর সরকার। এই ঘটনায় প্রাক্তণ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারবে কুমারস্বামীর সরকার? ইতিমধ্যেই উঠে গেছে এই প্রশ্ন। কারণ এটিকে মহিলাদের প্রতি অপমান ও অপরাধ বলে ইতিমধ্যেই অভিযোগ করেছে বিজেপি।

প্রকাশ্যে কামেরারর সামনে এক মহিলার শ্লীলতাহানি করেছেন প্রাক্তণ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, অভিযোগ বিজেপির। তবে কংগ্রেসের তরফ থেকে এখনও এই নিয়ে মুখ খোলা হয়নি। তবে এই ঘটনায়, ‘শুধু কর্ণাটক নয়, প্রবীণ কংগ্রেস নেতার এই কলঙ্কজনক কাণ্ডে গোটা দেশেই মুখ পুড়েছে কংগ্রেসের’, বলছে রাজনৈতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>