CM Yogi Adityanath – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 12 May 2022 07:16:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CM Yogi Adityanath – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মুম্বাইয়ের পর কলকাতায় অফিস খুলতে চলেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার https://thenewsbangla.com/yogi-adityanath-up-govt-is-going-to-open-an-office-in-kolkata-after-mumbai/ Thu, 12 May 2022 07:15:18 +0000 https://www.thenewsbangla.com/?p=15069 মুম্বাইয়ের পর কলকাতায় অফিস খুলতে চলেছে; যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ, এই রাজ্যে আসেন; কাজের তাগিদে। কেউ আসেন ব্যবসার স্বার্থে; কেউ আসেন শ্রমিকের কাজ করতে; কেউ আসেন চাকরির স্বার্থে। বাংলায় বসবাসকারী উত্তরপ্রদেশের সেইসব নাগরিকদের সুবিধার্থে; কলকাতায় একটি অফিস খুলতে পারে যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক; নিজেই একথা জানিয়েছেন।

পেটের তাগিদে দেশের বিভিন্ন কোণে ছড়িয়ে রয়েছেন; উত্তরপ্রদেশের বাসিন্দারা। তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগকে; আরও মসৃণ করতে বিভিন্ন রাজ্যে দফতর তৈরির পথে চলছে যোগী আদিত্যনাথের সরকার। মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে; এমন একটি কার্যালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এমন কার্যালয় হতে পারে কলকাতাতেও। এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

শুধু বাংলা নয়। পেটের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে; ছড়িয়ে রয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা। মুম্বই শহরেই অন্তত ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ থাকেন, কাজ করেন; যাঁদের আদি বাড়ি উত্তরপ্রদেশে। তাঁদের সুবিধার জন্য এ বার মুম্বইয়ে তৈরি হতে চলেছে; যোগী আদিত্যনাথ সরকারের অফিস। এ কথা সম্প্রতি জানিয়েছে উত্তরপ্রদেশের সরকার।

এই প্রসঙ্গেই সাক্ষাৎকারে ব্রজেশ বলেন; “ব্যবসা কিংবা চাকরির জন্য উত্তরপ্রদেশের অনেক মানুষ; রাজ্যের বাইরে বসবাস করেন। তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগ, আরও মসৃণ করতে; এবার উদ্যোগী হয়েছে আদিত্যনাথের সরকার। তাঁরা কোনও সমস্যায় পড়লে যাতে দ্রুত তাঁদের সহায়তা পৌঁছে দেওয়া যায়; তা নিশ্চিত করতে মুম্বইয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছি”। মুম্বাইয়ের পর এবার কলকাতা বা দিল্লিতেও; এই ধরনের অফিস খোলা হতে পারে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

এক সাক্ষাৎকারে ব্রজেশ পাঠক জানিয়েছেন; “মুম্বইয়ে যেমন ইউপি ভবন তৈরি হবে; আগামী দিনে তেমন কলকাতা বা দিল্লিতেও হতে পারে। সেখানে উত্তরপ্রদেশের অনাবাসী বাসিন্দারা গিয়ে থাকতে পারবেন। কোনও সমস্যায় পড়লে সরাসরি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে; যোগাযোগ করতে পারবেন”।

উত্তরপ্রদেশ সরকার বারবার দাবি করে আসছে; ‘যোগীর আমলে রাজ্যে কর্মসংস্থান বেড়েছে’। অথচ, সেই যোগী সরকারই ভিনরাজ্যে পেটের দায়ে কাজ করতে যাওয়া মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য; দেশের বিভিন্ন শহরে অফিস খোলার সিদ্ধান্ত নিচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ঘুরিয়ে রাজ্যে কর্মসংস্থানের বেহাল দশার কথা; স্বীকার করে নিল যোগী আদিত্যনাথ সরকার?

]]>
যোগী আদিত্যনাথের সভায় গরহাজির প্রার্থী শান্তনু ঠাকুর https://thenewsbangla.com/yogi-adityanath-campaigns-for-santanu-thakur-but-candidate-was-absent/ Mon, 22 Apr 2019 17:20:21 +0000 https://www.thenewsbangla.com/?p=11430 যোগীর সভায় গরহাজির বিজেপি প্রার্থীই। সোমবার এই কাণ্ডে চিন্তার ভাঁজ বিজেপি নেতৃত্বের কপালে। তবে কি তলে তলে তৃণমূলের সঙ্গে সমঝোতা করেছেন প্রার্থী। না কি হারের আশঙ্কায় রণেভঙ্গ দিলেন আগেভাগেই? জোর জল্পনা শুরু হয়েছে মুরলিধর স্ট্রিটের নেতাদের মধ্যে। তবে জেলা নেতৃত্ব উড়িয়ে দিয়েছেন প্রার্থীর শরীর খারাপ বলে।

বনগাঁর যোগী আদিত্যনাথের সভায় গরহাজির খোদ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরই। সভায় উপস্থিত ছিলেন না ঠাকুর পরিবারের কোনও সদস্যও। মাঠে মতুয়াদের নিশান ডঙ্কাও দেখা যায়নি। এদিন বনগাঁর আর এস মাঠে বিজেপির দলীয় সভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন দুপুর ১২ টা ০৫ মিনিটে সভায় যোগদান করেন তিনি ৷ প্রায় ১৫ তিনি মিনিট বক্তৃতা রাখেন সভায়। এরপর অন্য সভার উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুনঃ নিরাপত্তায় বুড়ো আঙুল, দ্বিতীয় হুগলী সেতুতে বাইক দাঁড় করিয়ে আড্ডা, দেদার ভিডিও

সভায় ভাষণ দিতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “ভারতের জন্য বাংলার অনেক অবদান রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরম, রবীন্দ্রনাথ ঠাকুরের গান ভারতকে উপহার দিয়েছেন। এছাড়াও রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দর মতো মানুষের জন্ম এই বাংলায় তা উল্লেখ করেন। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে৷ তাই তার জন্মভূমিকেও কোটি কোটি প্রণাম জানাই”৷

সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা। মতুয়া অধ্যুষিত এই আসনকে পাখির চোখ করেছে বিজেপি। উদ্বাস্তুদের আবেগকে কাজে লাগিয়ে সেখানে পদ্ম ফোটাতে মরিয়া তারা। আগেই বনগাঁ লোকসভা কেন্দ্রের ঠাকুরনগরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করেছেন বড়মা বীণাপানি দেবীর সঙ্গে। সোমবার বনগাঁ শহরে নির্বাচনী জনসভা করেন যোগী আদিত্যনাথ। কিন্তু সেখানে দেখা মেলেনি ওই কেন্দ্রের প্রার্থীরই। ভরেনি মাঠও।

আরও পড়ুনঃ মঙ্গলবার তৃতীয় দফার ভোট, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ভোট হবে বাংলায়

প্রার্থীর গরহাজির থাকার খবর আগে থেকে ছিল না বিজেপি নেতৃত্বের কাছে। শান্তনুর অনুপস্থিতির খবরে বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। দলের নেতাদের ফোনও ধরছেন না তিনি। পরে তার তরফ থেকে জানানো হয় শান্তুনু ঠাকুরের পেটের সমস্যার শুরু হয়েছিল আগের রাত থেকে। রাতেই ডাক্তার ডেকে শান্তনুর চিকিত্সার ব্যবস্থা করা হয়। সারা রাত স্যালাইন চলেছে। সকাল থেকেই ঘুমাচ্ছেন তিনি। কিন্তু সেকথা বিজেপি নেতৃত্বকে জানানো হয়নি কেন? শান্তুনুর তরফ থেকে জানানো হয় ‘সময় পাওয়া যায়নি’।

আরও পড়ুনঃ বাংলায় নিজের কেন্দ্রেই বিজেপিকে ভোট দেবার অবাক করা আবেদন কংগ্রেস প্রার্থীর

নির্বাচন কমিশনের সেন্সরের পর বাংলাতেই ছিল তার প্রথম সভা। কিন্তু যোগী আদিত্যনাথের বনগাঁর সভাস্থল ভরাতেই পারেনি রাজ্য বিজেপি। সোমবার সকাল ১০টা ছিল সভার সময়। বেলা সাড়ে ১১টাতেও মাঠ ছিল অর্ধেক খালি। বারবার মাইকে ঘোষনা করা হচ্ছিলো। তবুও মাঠের বিশাল অংশ খালিই থেকে গেলো।

শেষে মুখরক্ষা করতে বিজেপি নেতারা ঘোষণা করলেন, তাদের কর্মীদের আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন মোড়ে। যোগীর সভার মাঠ ভরাতে কার্যত ব্যর্থই হলো বঙ্গ-বিজেপি। ধর্মের স্থান ঠাকুরনগর। তাই বিজেপি বনগাঁয় ‘হিন্দুত্বের পোস্টার বয়’কে ঠাকুরনগরে এনে বার্তা দিতে চেয়েছিলো। কিন্তু সেই সভার জমায়েত দেখে অসন্তোষ প্রকাশ করেন যোগীও।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই চরম লজ্জা, চৌকিদার চোর বলায় ক্ষমা চাইতে হল রাহুল গান্ধীকে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী, মন্তব্য আদিত্যনাথের https://thenewsbangla.com/yogi-adityanath-says-alliance-has-faith-in-ali-we-have-faith-in-bajrang-bali/ Wed, 10 Apr 2019 05:06:51 +0000 https://www.thenewsbangla.com/?p=10418 উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোটে সামিল হয়েছে সপা, বসপা ও আরএলডি। মহাজোটে সামিল না হলেও কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি। বিজেপি যখন কড়া হিন্দুত্বের পথে আপোষ করছে না, তখন মহাজোটের শরীকরাও কখনো সফট হিন্দুত্ব আবার কখনও সংখ্যালঘু ভোটব্যাংকের কথা মাথায় রেখে এগোচ্ছেন। আর তাতেই বিজেপির হিন্দুত্বের সুর তীব্র করার রাস্তা প্রশস্ত করে দিচ্ছে মহাজোটের শরীকরা।

আরও পড়ুনঃ প্রচারেই প্রার্থীকে মারধর বাংলায়, কেন্দ্রীয় বাহিনী কোথায় উঠছে প্রশ্ন

রবিবার উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির যৌথ জনসভা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রকাশ্য জনসভায় নির্বাচনী আচরণ বিধি না মেনেই মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে কংগ্রেসকে ভোট না দিয়ে মহাজোটকে ভোট দিতে বলেন। বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়, সেক্ষেত্রে মুসলিমদের ভোট কংগ্রেসকে না দিয়ে সপা(সমাজবাদী পার্টি) ও বসপার(বহুজন সমাজবাদী পার্টি) মহাজোটকে দিতে অনুরোধ করেন তিনি। এবার তারই পরিপ্রেক্ষিতে মায়াবতীর পাল্টা দিলেন যোগী আদিত্যনাথ।

আরও পড়ুনঃ ছত্তিশগড়ে বিজেপি নেতার কনভয়ে ভয়ঙ্কর মাওবাদী হামলায় মৃত বিধায়ক সহ ছয়

মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জোটসঙ্গীরা নির্বাচনী মঞ্চে “আলী আলী” বলে ভোটের আবদার করছে; বজরঙ বলীর সমর্থকরা কিছুতেই এটা মেনে নেবে না। মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী বলে তিনি মন্তব্য করেন। বিজেপি ছাড়া হিন্দুদের অন্য কোনো অপশন নেই বলেও তিনি জানিয়ে দেন।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ভরাডুবির আশঙ্কা, ইঙ্গিত সমীক্ষায়

এর আগেই যোগী আদিত্যনাথ কংগ্রেসের জোটসঙ্গী মুসলিম লীগকে ভাইরাস বলে উল্লেখ করেছিলেন এবং ভোটেরদেরও কংগ্রেস সম্পর্কে সচেতন করেছিলেন।সংখ্যালঘু অধ্যুষিত নিশ্চিত আসনে লড়ছেন রাহুল গান্ধী। আর তাতেই মুসলিম লীগ সহ বিভিন্ন মুসলিম সংগঠন তাদের ইসলামী পতাকা নিয়ে উপস্থিত থাকছেন কংগ্রেসের জনসভাগুলোতে। আর এতেই রাহুলকে কটাক্ষ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী তার নির্বাচনী জনসভায় মুসলিম লীগের সম্পর্কে বলেছিলেন, এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যু অবধারিত।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার পুনরায় মুসলিম লীগকে ভাইরাস বলে উল্লেখ করেন যোগী এবং এই ভাইরাসে কংগ্রেস সহ সপা, বসপা, আরএলডি তথা মহাজোটের জোটসঙ্গীরা সকলেই আক্রান্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

আগামীকাল উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচন। উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
যোগী আদিত্যনাথকে আদৌ বাংলায় নামার অনুমতি দেবে মমতা ব্যানার্জী সরকার https://thenewsbangla.com/mamata-banerjee-government-not-allow-yogi-adityanaths-helicopter-to-land-in-bengal/ Mon, 04 Feb 2019 11:06:47 +0000 https://www.thenewsbangla.com/?p=6374 বাঁকুড়াতেও বাতিল। রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর সোমবার বাঁকুড়া। কোনোরকমেই যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামানোর অনুমতি পাচ্ছে না বঙ্গ বিজেপি। ফলে ম্যাড়ম্যাড়ে হয়ে যাচ্ছে বিজেপির একের পর এক সভা। যোগী আদিত্যনাথকে কি বাংলায় নামার অনুমতি দেবে না মমতার সরকার? প্রশ্ন বিজেপির। যোগী আদিত্যনাথ এর মত ভিভিআইপির চপার নামাবার মত হেলিপ্যাড দেখাচ্ছে না বিজেপি, দাবি জেলা প্রশাসনের।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

না কোনরকমেই যোগী আদিত্যনাথকে বাংলায় নামার অনুমতি দিচ্ছে না মমতা সরকার। রবিবারের পর ফের সোমবার। রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি মমতা সরকার। তারপর উনি ফোনের মাধ্যমে দুটি সভায় বক্তৃতা রাখেন। ফোনে জনসভায় কথা বলার সময় যোগী বলেন, “আমি নির্ধারিত সময়েই সভায় যোগ দিতাম, কিন্তু তৃণমূল ভয়ে আমাকে সভা করতে দেয়নি। আর সেই জন্যই মোদীজির ডিজিট্যাল ইন্ডিয়ার মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছালাম”। উনি বলেন, “বাংলার মমতা ব্যানার্জীর নেতৃত্বে থাকা তৃণমূল সরকার গণতন্ত্র বিরোধী এবং জন সাধারণ বিরোধী”।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

তাঁর হেলিকপ্টার নামার অনুমতি না দেওয়ায়, যোগী আদিত্যনাথ বলেন, “পশ্চিমবঙ্গের প্রশাসন তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মত কাজ করছে”। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার ফোনের মাধ্যমে সভাতে ভাষণ দেওয়ার সময় বলেন, “পশ্চিমবঙ্গের সরকার অরাজকতাকে সমর্থন করে রাষ্ট্রীয় সুরক্ষার সাথে ছিনিবিনি খেলছে। এই সরকার বিজেপিকে চরম ভয় পায়, তাই মমতা ব্যানার্জীর সরকার প্রথমে অমিত শাহ-এর রথযাত্রা আর এখন আমাকে আটকানোর চেষ্টা করল। আমি গোটা পশ্চিমবঙ্গের মানুষকে মমতা ব্যানার্জীর এই অগণতান্ত্রিক এবং অরাজকতার সরকারের বিরুদ্ধে লড়ার জন্য আবেদন করছি”।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বালুরঘাট ও রায়গঞ্জ এর দুটি সভাতেই হাজির হওয়ার কথা ছিল, কিন্তু যোগীর হেলিকপ্টার এরাজ্যের মাটিতে না নামতে দেওয়ার জন্য উনি ফোনের মাধ্যমে সভা করতে বাধ্য হন। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লোকপ্রিয়তাকে ভয় পেয়েই মমতা ব্যানার্জী প্রত্যেকদিন তাঁর সভা করতে দিচ্ছে না”।

আরও পড়ুনঃ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের

তবে তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সমাবেশে লোক না হওয়ার জন্যই আসছেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তাঁর মত ভিভিআইপি-র হেলিপ্যাডও সমাবেশের কাছে ঠিক মত তৈরি করছে না বিজেপি। তবে এই নিয়ে জেলায় জেলায় তৃনমূল-বিজেপি ঝামেলা প্রতিদিন লেগেই আছে। আর লোকসভা ভোট পর্যন্ত এই ঝামেলা চলতেই থাকবে বলেই মনে করা হচ্ছে।

]]>
বুদ্ধে সৌজন্য কিন্তু মোদী যোগীতে অনুমতি নেই, শত্রু পাল্টেছে মমতার https://thenewsbangla.com/political-courtesy-to-buddhadeb-but-no-permission-to-modi-and-yogi-the-enemy-of-mamata-has-changed/ Sun, 03 Feb 2019 12:41:13 +0000 https://www.thenewsbangla.com/?p=6331 পাল্টেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু। একসময়ের শত্রু বামেরা এখন আর বন্ধু না হলেও শত্রু নয়। প্রধান শত্রু এখন বিজেপি। আর তাই বাংলার মাটিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামার অনুমতি নেই। অথচ প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর গাড়িকে পাইলট কার দিয়ে সার্জেন্ট পাহারায় ব্রিগেডে আনল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একই বাংলায় মা মাটি মানুষ সরকারের দুই নীতি কেন? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের

মমতার প্রধান শত্রু কি পাল্টেছে? আগে প্রধান শত্রু ছিল বামেরাই। বামেদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন মমতার প্ৰধান শত্রু। প্রতিদিন বুদ্ধের সমালোচনা না করে দিন শেষ করতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই ছিল বামেদের অভিযোগ। আর এখন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যকে সার্জেন্ট, পাইলট কার, আগে পেছনে সিকিউরিটি ভেহিকেলের সুরক্ষা দিয়ে তাঁর বাড়ি থেকে বিনা বাধায় সোজা ব্রিগেডে অবধি নিয়ে আসার সৌজন্য দেখাল তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। একই দিনে যোগী আদিত্যনাথের হেলিকপ্টারকে দু জায়গায় ল্যান্ডিং পারমিট দেওয়া হয়নি এই বাংলাতেই।

রাজনৈতিক সৌজন্য অবশ্যই মমতার ভাল উদ্যোগ, বলছে রাজনৈতিক মহল। তবে রবিবার মমতা যে সৌজন্য দেখালেন সেই রাজনৈতিক সৌজন্যতা কি শত্রু পরিবর্তন হয়েছে বলে? প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি শাসিত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কেন এই রাজনৈতিক সৌজন্য দেখানো হয়না? কেন এখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেবের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টারকে ল্যান্ডিং পারমিট দেওয়া হয়না? কেন এই বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ও হেলিকপ্টার নামার অনুমতি দিতে এত টালবাহানা করে রাজ্য প্রশাসন? প্রশ্ন বিজেপি নেতৃত্বের।

রবিবারই বাংলার দু দুটি জায়গায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টারকে ল্যান্ডিং পারমিট দেয়নি এই মমতার সরকারই। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সৌজন্য দেখাল তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। একই সরকারের দ্বিমুখী নীতি কেন? উঠেছে প্রশ্ন।

একসময় বিজেপি সরকারে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাজ্যে তাঁর প্রধান শত্রু ছিল বামেরাই। এই বুদ্ধদেব ভট্টাচার্য এরই প্রতিদিন সমালোচনা করতেন মমতা। ২০১১ তে পরিবর্তনের সরকার আসার পরেও বাম এবং বুদ্ধই ছিলেন মমতার প্রধান টার্গেট।

এখন সময় পাল্টেছে। বাম বুদ্ধ এখন আর প্রধান শত্রু নয়। নিজের বক্তৃতায় সবসময় ৩৪ বছরের সমালোচনা করার পুরোনো অভ্যেস শেষ ৬ মাসে পাল্টেছে মমতার। এখন তীর মোদী-যোগীর দিকেই। কিন্তু রাজনৈতিক সৌজন্য তো সবার ক্ষেত্রেই এক থাকার কথা। তাহলে বামের জন্য সৌজন্য আর বিজেপির জন্য আলাদা কেন? রাজনৈতিক মহলেই উঠেছে প্রশ্ন।

তবে তৃণমূলের তরফ থেকে সব অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। মমতা সবসময় রাজনৈতিক সৌজন্যে বিশ্বাসী বলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তবে এই নিয়ে মমতার সমালোচনা করতে ছাড়েন নি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বলেছেন, “বাংলার মানুষ সব দেখছে। কারা কার বন্ধু আর কারা কার শত্রু”। সব মিলিয়ে মমতার রাজনৈতিক সৌজন্যই এখন বাংলার রাজনীতি প্রিয় মানুষের প্রধান চর্চার বিষয়।

]]>
‘মুসলিম’ নাম বদলে ‘রামরাজ্য’ আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ https://thenewsbangla.com/cm-yogi-adityanath-wants-ramrajya-by-changing-the-muslim-names-in-uttar-pradesh/ Tue, 06 Nov 2018 14:02:45 +0000 https://www.thenewsbangla.com/?p=1990 অযোধ্যা: ফের নামবদলের খেলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার, ফৈজাবাদ জেলার নতুন নামকরণ হল অযোধ্যা। মঙ্গলবার এই ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ।

মঙ্গলবার, অযোধ্যায় দীপাবলির অনুষ্ঠানে আদিত্যনাথ বলেন, ‘অযোধ্যা আমাদের সম্মান ও ঐতিহ্যের প্রতীক। ভগবান শ্রী রামের সঙ্গে জড়িত এই শহর। আজ থেকে এই শহরের নাম হবে অযোধ্যা’। যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘অযোধ্যায় তৈরি হবে একটি মেডিক্যাল কলেজ। রাজা দশরথের নামে এটির নামকরণ হবে। আর একটি বিমানবন্দর তৈরি হবে রামের নামে’।

Image Source: Google

নামকরণের খেলায় ফের মাতলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। এদিনের ভাষণে তিনি ফৈজাবাদ জেলার নতুন নামকরণ সম্পর্কে বলেন, “আজ থেকে ফৈজাবাদের নাম হল অযোধ্যা। যাঁরা এর বিরোধিতা করছেন, তাঁদের নাম রাবণ বা দুর্যোধন হল না কেন? কী কারণে তাঁদের বাবা-মা সন্তানদের রাবণ অথবা দুর্যোধন নাম দিলেন না? এই দেশে নামমাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুনঃ রাহুলের ‘রাফায়েল’ আক্রমণে মোদীর ‘রথ’ গাড্ডায়

মোঘলসরাই, এলাহাবাদ, মুজাফ্ফরনগরের পর বোঝাই গিয়েছিল তালিকায় নাম লেখাতে চলেছে ফৈজাবাদ। ফৈজাবাদের নাম পরিবর্তন করে শ্রী অযোধ্যা করার দাবি তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদ।

Image Source: Google

অন্যদিকে, মুজাফ্ফরনগরের নাম পরিবর্তন করে লক্ষ্মীনগর রাখার দাবি জানিয়েছে, গেরুয়াপন্হী সংগঠনগুলি। তাদের মধ্যে অন্যতম হল বজরঙ্গ দল। সূত্রের খবর, এই বিষয়ে প্রস্তাব পেশ করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে।

আরও পড়ুন: উপনির্বাচনে হেরে বিধানসভা ও লোকসভার আগে চিন্তায় বিজেপি

ফৈজাবাদের নাম পরিবর্তন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দাবিকে এইভাবে মান্যতা দেবেন মুখ্যমন্ত্রী, ভাবতে পারেন নি কেউই। আগেই, বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা পুরুষোত্তম নারায়ণ সিং বলেন, ”বিভিন্ন সময় দেশে বহিরাগতরা হামলা চালিয়েছে। আক্রমণকারীদের দ্বারা পরিবর্তিত হয়েছে একাধিক শহরের প্রাচীন নাম। সরকারের উচিত সেই শহরগুলির প্রাচীন নাম পুনরুদ্ধার করা।”

The News বাংলা

মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই একের পর একের পর এক শহরের নাম পরিবর্তন করে বিপ্লব ঘটিয়ে চলেছেন তিনি। প্রথমে মোঘলসরাই রেল স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেল স্টেশন। তারপর, এলাহাবাদের মতো ঐতিহ্যশালী শহরের নাম বদলের তোড়জোড় শুরু হয়েছে। ২০১৯ এর কুম্ভমেলার আগেই পরিবর্তিত হবে এলাহাবাদের নাম। নাম রাখা হয়েছে প্রয়াগরাজ।

এদিনের ভাষণে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, উত্তরপ্রদেশে কিছু দিনের মধ্যেই রাজা দশরথের নামে একটি মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করবে সরকার। এছাড়া রামচন্দ্রের নামে নতুন বিমানবন্দরও পেতে চলেছে এই রাজ্য।

Image Source: Google

স্বাভাবিক ভাবেই যোগী আদিত্যনাথের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কট্টর হিন্দুবাদীরা। উল্লেখ্য, উত্তরপ্রদেশের ফৈজাবাদ জেলার দুই যমজ শহর অযোধ্যা ও ফৈজাবাদ। রামচন্দ্রের জন্মস্থান হিসেবে হিন্দুদের কাছে অযোধ্যা অতি পবিত্র শহর হিসেবে গণ্য হয়।

নাম পরিবর্তনে এবার কার বা কিসের পালা সেটাই এখন দেখার। যোগীর নাম পরিবর্তনের এই উদ্যোগ আগামী লোকসভা ভোটে উত্তরপ্রদেশ সহ গোটা দেশে বিজেপিকে কতটা সুবিধা দেয় সেটাই এখন দেখার।

]]>