CM Mamata Banerjee’s – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 11 Apr 2019 13:27:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CM Mamata Banerjee’s – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিশ্ব দরবারে বাজিমাত করল মমতার সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা https://thenewsbangla.com/mamata-banerjees-sabuj-sathi-utkarsh-bangla-recognized-by-uno/ Thu, 11 Apr 2019 12:57:41 +0000 https://www.thenewsbangla.com/?p=10624 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্ন অবশেষে সত্যি হল। বাংলা সম্পর্কে মুখ্যমন্ত্রীর বারবার বলা ‘জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে’ এই লক্ষ্যে বাংলা আবারও এগিয়ে গেল কয়েক ধাপ। কন্যাশ্রীর পর বিশ্ব দরবারে ফের পুরস্কৃত হল রাজ্যের আরও দুই প্রকল্প। রাষ্ট্রসংঘের ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’-এর শিরোপা পেল ‘সবুজ সাথী’ প্রকল্প।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটারে জানান হয়েছে রাষ্ট্র সংঘের ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’ শিরোপা পেল ‘সবুজ সাথী’। একইসঙ্গে রাষ্ট্রসংঘের পুরস্কারের দাবিদার ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পও বলে জানানো হয়েছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার এর মাধ্যমে। ভোটের মধ্যেই মমতার এই সাফল্য আগামী ভোট প্রচারে যে মমতাকে একটা ইস্যু দিল তা বলাই যায়।

আরও পড়ুনঃ কোচবিহারে ৩৫০ বুথে রিগিং, ১৬৬ বুথে পুনরায় নির্বাচনের দাবি তুললেন বিজেপি প্রার্থী

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেও টুইট করে নিজের আনন্দের কথা ভাগ করে রাজ্যবাসীর সাথে। মুখ্যমন্ত্রী নিজেও উচ্ছসিত ও সম্মানিত এই সম্মান পেয়ে।

বিশ্ব দরবারে বাজিমাত করল মমতার সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা/The News বাংলা
বিশ্ব দরবারে বাজিমাত করল মমতার সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা/The News বাংলা

প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান এর লক্ষে তৈরি হয়েছিল ‘উৎকর্ষ বাংলা’। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় ভোকেশনাল ও কারিগরি শিক্ষা নিয়ে কর্মসংস্থান হয়েছে প্রায় সাড়ে সাত হাজার বেকার যুবক যুবতীর। অন্যদিকে ‘সবুজ সাথী’ প্রকল্পে নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সাইকেল প্রদান করেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

২০১৩ সাল থেকে বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক পুরস্কার শুরু করেছে রাষ্ট্র সংঘের সংস্থা ITU। এর আগে রাষ্ট্র সংঘের এই সংস্থা ITU থেকেই ‘কন্যাশ্রী’ প্রকল্পের জন্য স্বীকৃতি পেয়েছিল পশ্চিমবঙ্গ।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার

এই বছর ১৮টি ক্যাটাগরিতে সারা পৃথিবী থেকে ITU তে হাজার হাজার মনোনয়ন জমা পড়েছিল। প্রতিযোগিতায় ১০৪০ টি প্রকল্পের নাম জমা পড়েছিল। এই সব প্রকল্প গুলিতে অনলাইনে ভোট দিয়েছেন বিশ্বের ২০ লাখেরও বেশি মানুষ। আর সেই ভোট অনুযায়ী প্রথম পাঁচে স্থান করে নিয়েছে পশ্চিমবঙ্গের এই দুটি প্রকল্প।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

বাংলাকে আবারও বিশ্ব সভায় নিজের পরিচয়ে পরিচিত হবার জন্য রাষ্ট্রসংঘের সাম্প্রতিক ঘোষণ তৃণমূলনেত্রীর সেই বাসনা পূরণের করেছে। কন্যাশ্রী প্রকল্পের পর মমতা সরকারের এই দুই প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলার মুকুটে নয়া পালক জুড়ল, বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

রাষ্ট্রসংঘে আর্থ সামাজিক যেসব প্রকল্প বিভিন্ন দেশ নিয়েছে তা নিয়েই প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় উৎকর্ষ বাংলার পাশাপাশি প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে সবুজ সাথী প্রকল্প। সরকারী রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত মত এক কোটির উপরে সাইকেল বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল জেনিভায় হবে সম্মান প্রদানের অনুষ্ঠান।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পথ হারাল মমতার হেলিকপ্টার, হতে পারত বড় বিপদ https://thenewsbangla.com/cm-mamata-banerjees-helicopter-lost-the-way-may-happen-a-big-danger/ Wed, 10 Apr 2019 11:19:25 +0000 https://www.thenewsbangla.com/?p=10463 পথ হারিয়ে মমতার হেলিকপ্টার বাংলা থেকে সোজা ঢুকে পড়ল বিহারে। ঘটতে পারত বড়সড় বিপদ। চোপরায় মমতা নিজেই জানালেন এই ঘটনার কথা। আর এই ঘটনায় শোরগোল পরে গেছে গোটা রাজ্যে। ইতিমধ্যেই এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেড প্লাস প্লাস নিরাপত্তা পান মমতা। সেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পথ হারাল কি করে? প্রশ্ন উঠেছে মমতার নিরাপত্তা নিয়ে।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

আকাশে পথ হারিয়ে ফেলল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। তারই জেরে চোপড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিতে তাঁর এত দেরি। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ই জানালেন সে কথা। উত্তর দিনাজপুরের চোপড়ায় জনসভায় দেরি দেখে অনেকেই উদগ্রীব হয়ে পড়েছিলেন। তারপর মুখ্যমন্ত্রী নিজেই জানালেন তাঁর দেরি হওয়ার কারণ।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

বুধবার দুপুরে চোপড়ায় নির্বাচনী সভা ছিল মমতার। চোপড়া এলাকা দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানকার ভোটাররা দার্জিলিং লোকসভার জন্য ভোট দেন। এদিন সভার সময়ের প্রায় এক ঘণ্টা দেরিতে নামেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই ভাষণে জানান, যে ২২ মিনিটের রাস্তা আসতে সময় লাগল প্রায় ৫৫ মিনিট।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন

আসলে রাজ্যের মধ্যেই পথ হারিয়েছিল মমতার হেলিকপ্টার। বাংলা থেকে সোজা বিহারে ঢুকে যায় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। পরে ভুল বুঝতে পেরে ফের সভা মঞ্চের দিকে রওনা দেয় মমতার হেলিকপ্টার।

আরও পড়ুনঃ রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড ভারতে নাকি পাকিস্তানে, সন্দেহ প্রকাশ অমিতের

মমতা নিজেই ভাষণে বলেন, তাঁর হেলিকপ্টার পথ হারিয়ে ফেলেছিল। জেড প্লাস প্লাস নিরাপত্তা পান মমতা। সেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পথ হারিয়ে ফেলছে? প্রশ্ন উঠেছে মমতার নিরাপত্তা নিয়ে। নিরাপত্তার কতটা গাফিলতি হলে এই ধরণের ভুল হতে পারে। বড়সড় নিরাপত্তার গাফিলতি নিয়ে হইচই শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ভোটের ঠিক আগে রাফাল মামলা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

মাত্র ২২ মিনিটের পথ শিলিগুড়ি থেকে চোপড়া। সেই পথ পেরোতেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সময় লেগে গেল ৫৫ মিনিট। ভুল পথে গিয়ে আকাশে ৩৩ মিনিট বেশি চক্কর কাটতে হল। কিন্তু কেন এমন ঘটল, তা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে। একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসক দলের সুপ্রিমো, যিনি জেড ক্যাটগরি নিরাপত্তা পান, কেন তাঁর মতো ভিভিআইপি-র হেলিকপ্টার পথ হারিয়ে ফেলবে।

আরও পড়ুনঃ মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী, মন্তব্য আদিত্যনাথের

ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে এই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হেলিকপ্টার চালকের গাফিলতির কথাই। কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার পথ হারাল, উঠছে প্রশ্ন। চোপড়া সভাস্থলেও অনেকবার আকাশে চক্কর মারতে হয় মমতার হেলিকপ্টারকে। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা দেরিতে সভা শুরু করেন মমতা।

আরও পড়ুনঃ প্রতিদিন মেক আপ ও ওয়াক্সিং করে সুন্দর চেহারা করেছেন মোদী, আক্রমণ কুমারস্বামীর

নিজের ভাষণে তিনি এই হেলিকপ্টার ও রাস্তা বিভ্রাটের কথা জানান মমতা নিজেই। এরপরেই নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। সঙ্গে সঙ্গেই এই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে রিপোর্টে কি উঠে আসে সেটাই এখন দেখার।

এর আগেও মমতার হেলিকপ্টার নিয়ে কয়েকবারই নিরাপত্তার প্রশ্ন উঠেছে। এর আগেও বিহারের পাটনা থেকে কলকাতায় ফেরার সময় আকাশপথে চক্কর কাটতে হয়ছিল মুখ্যমন্ত্রীকে। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এবার বিষয়টি আরও গুরুতরও।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>