CJI Ranjan Gogoi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 30 Apr 2019 12:04:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CJI Ranjan Gogoi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোটের মধ্যেই ফের লজ্জায় রাহুল, হাতজোড় করে ক্ষমা চাইতে হল আদালতে https://thenewsbangla.com/sci-asks-rahul-gandhi-for-complete-regret-on-chowkidar-chor-remarks/ Tue, 30 Apr 2019 12:04:16 +0000 https://www.thenewsbangla.com/?p=12035 না, একের পর এক ভুল থেকেও শিক্ষা নেন নি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একবার ভুল করে সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েও ফের একই ভুল করায় এবার সুপ্রিম কোর্ট চরম লজ্জায় ফেলল তাঁকে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে মঙ্গলবার ফের ক্ষমা চাইলেন রাহুল গান্ধী।

ভোটের মধ্যেই রাফাল বিতর্ক বা চৌকিদার চোর বিতর্কে আবার একরাশ লজ্জা নিয়ে এল কংগ্রেস ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্য। চৌকিদার চোর বলায় সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে হয়েছিল রাহুল গান্ধীকে। ভোট প্রচারে ভুল হয়ে গেছে বলেই গত সোমবার ক্ষমা চেয়েছিলেন রাহুল। কোথায় ক্ষমা চেয়েছেন প্রশ্ন করে দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ পায়ের ছাপ দেখিয়ে ভারতীয় সেনার দাবি, ইয়েতির অস্তিত্ব আজও আছে হিমালয়ে

চৌকিদারকে চোর বলে ভোটের মুখে সুপ্রিম কোর্টের নোটিশ পেয়েছিলেন রাহুল। ২২ শে এপ্রিলের মধ্যে জবাব দিতে হত কংগ্রেস সভাপতিকে। ২৩ শে এপ্রিল দেশের শীর্ষ আদালত এই নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানানর কথা ছিল। কিন্তু তাঁর আগেই নিঃশর্তে ক্ষমা চেয়ে নিয়েছিলেন রাহুল গান্ধী।

কিন্তু ক্ষমা চাওয়ার পর ফের চৌকিদার চোর বলায় ফের আদালতের শরণাপন্ন হয় বিজেপি। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত প্রশ্ন করে কোথায় ক্ষমা চেয়েছেন রাহুল? এরপর আদালতে নিঃশর্তে ক্ষমা চেয়ে নেন রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই চরম সমস্যায় রাহুল, ভারতীয় নাগরিক প্রমাণ দিতে হবে দু সপ্তাহের মধ্যে

রাফাল চুক্তি নিয়ে তৈরি হওয়া বিতর্কে নানা সময়ে অযৌক্তিক ও বিতর্কিত মন্তব্য করে সকলকে বিভ্রান্ত করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, এমনটাই অভিযোগ ছিল বিজেপির। সুপ্রিম কোর্ট রাফাল নিয়ে রায় দেওয়ার পরও তা ভুল উদ্ধৃত করে বলেছেন, “সুপ্রিম কোর্ট বলেছে, চৌকিদার চোর হ্যায়”।

এরই বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। তারই শুনানিতে রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আদালত নরেন্দ্র মোদীকে নিয়ে কোনও মন্তব্য করেনি বা নির্দেশ দেয়নি। ফলে রাহুলের মন্তব্য করা সঠিক হয়নি।

মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন রাহুল? ভোটের মুখে জবাব তলব করে সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছিল কংগ্রেস সভাপতিকে। আর এই জন্যই তড়িঘড়ি ক্ষমা চেয়ে নেন রাহুল। কিন্তু ফের সেই এক ভুল করায় মামলা আবার গড়ায় আদালতে।

আরও পড়ুনঃ সনিয়া গান্ধীর থেকে মোদীকে দেশপ্রেম শিখতে বললেন সিধু

কোথায় ক্ষমা চেয়েছেন? এই বলে আদালত হুঁশিয়ারি দেয় রাহুল গান্ধীকে। এরপর মঙ্গলবার ফের সরাসরি ক্ষমা চেয়ে নিলেন কংগ্রেস সভাপতি। ভোটের মধ্যে ফের একবার ‘চৌকিদার চোর’ নিয়ে ল্যাজেগোবরে সনিয়া পুত্র।

চৌকিদার চোর হ্যায়। যা সুপ্রিম কোর্ট সরাসরি নাকচ করেছে। এর আগেও কংগ্রেস বারবার দাবি করেছে, রাফালে চুক্তির টাকা নিয়ে মোদী অনিল আম্বানিকে দিয়ে দিয়েছেন। যা শীর্ষ আদালত কখনও বলেনি। তাই সেই নিয়েই জবাব চাওয়া হয়।

কেন সুপ্রিম কোর্টের মুখে কথা বসাচ্ছেন রাহুল? ক্ষমাও চেয়ে নেন রাহুল। কিন্তু ফের সেই একই ভুল করে টুইট করেন কংগ্রেস সভাপতি। ফের আদালতে যায় বিজেপি। আবার ক্ষমা চাইতে হয় রাহুলকে।

আরও পড়ুনঃ বুধবার বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফনি, টানা তিনদিন ধরে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা

রাহুলের বিরুদ্ধে রাফাল মামলায় অবমাননার অভিযোগ করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। সুপ্রিম কোর্টের বক্তব্য বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন রাহুল, এমন অভিযোগই করা হয়। যার প্রেক্ষিতেই মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ রাহুলকে নোটিশ পাঠিয়ে ছিল।

বিজেপির দায়ের করা মামলাতেই ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন রাহুল। কিন্তু কোথায় ক্ষমা চেয়েছেন রাহুল, এই প্রশ্নের পর আবার ক্ষমা চাইতে হল রাহুলকে।

আর এটাকেই এই মুহূর্তে ভোটের ইস্যু করেছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে বিজেপি কংগ্রেস তরজা। তবে এই ঘটনায় যে কংগ্রেস ভোট প্রচারে বেশ ব্যাকফুটে চলে গেল সেটা বলছে রাজনৈতিক মহল।

]]>
ভোটের ঠিক আগে রাফাল মামলা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/supreme-court-says-stolen-rafale-document-admissible-in-court-setback-for-modi-govt/ Wed, 10 Apr 2019 07:08:20 +0000 https://www.thenewsbangla.com/?p=10439 ভোটের ঠিক আগে রাফাল মামলায় সুপ্রিম কোর্টের রায়ে জোর ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার। রাফাল চুক্তির নথি নিয়ে কেন্দ্রের আপত্তিকে খারিজ করে দিল শীর্ষ আদালত। ফাঁস হওয়া নথিকেই প্রামাণ্য হিসেবে মেনে নেওয়া হবে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুনঃ রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড ভারতে নাকি পাকিস্তানে, সন্দেহ প্রকাশ অমিতের

রাফাল মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদী সরকার। রাফাল মামলায় নথি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করল সর্বোচ্চ আদালত। কেন্দ্রের ক্লিনচিট দেওয়া নিয়ে আপত্তিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। বলা যেতে পারে ফাঁস হওয়া নথিকে কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট। গতবছর ডিসেম্বরে রাফাল নিয়ে যে রায় দেওয়া হয়েছিল তার পুনর্বিবেচনা করা হবে বলেই জানিয়ে দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বে়ঞ্চ।

আরও পড়ুনঃ মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী, মন্তব্য আদিত্যনাথের

রঞ্জন গগৈ ছাড়াও বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও কেএম জোসেফের বেঞ্চ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল শীর্ষ আদালত। এরপর প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক নথি ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। যেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর দফতর রাফাল চুক্তি নিয়ে যে সমান্তরাল সমঝোতা চালাচ্ছিল তাতে আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। এই খবর প্রকাশিত হওয়ার পরই আদালতের রায় পুনর্বিবেচনার দাবিতে পরপর পিটিশন দাখিল হয়।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ভরাডুবির আশঙ্কা, ইঙ্গিত সমীক্ষায়

রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আপত্তি জানিয়েছিল কেন্দ্রী সরকার। সরকারের যুক্তি ছিল, প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফাল নথি। সংবাদমাধ্যমে ফাঁস হওয়া নথি প্রামাণ্য হিসেবে যেন বিচার না-করা হয়। বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বে়ঞ্চ সেই আপত্তি খারিজ করে দিয়েছে। গগৈ ছাড়াও বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও কেএম জোসেফের বেঞ্চ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

গোপন নথি প্রকাশ্যে আসার পর সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল প্রথমে দাবি করেন, প্রতিরক্ষামন্ত্রক থেকে রাফাল সংক্রান্ত নথি চুরি গিয়েছে। প্রতিরক্ষামন্ত্রক থেকে কীভাবে নথি চুরি গেল? সুরক্ষা কোথায় তবে? এ প্রশ্নে বিরোধীরা সরব হওয়ার পরই ১৮০ ডিগ্রি ঘুরে অ্যাটর্নি জেনারেল দাবি করেন, বেআইনি ভাবে ওই নথি ফোটোকপি করা হয়েছে। যা সরকারি গোপনীয়তাকে লঙ্ঘন করেছে। ফলে এই নথিকে ‘প্রামাণ্য নথি’ হিসেবে গ্রাহ্য করা যায় না।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

এর আগে, গত ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার ব্যাপারে অনিয়ম হয়েছে বলে যে সমস্ত জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, সেগুলি সবই খারিজ করে দেয় আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাফাল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কেন্দ্রের চুক্তি প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট। এই চুক্তিতে কোনওরকম হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছিল দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

বুধবারের রায়ের পর ফের বিজেপিকে তুলধোনা করল কংগ্রেস। ভোটের ঠিক একদিন আগে এই নির্দেশে অস্বস্তিতে বিজেপি। আর এটাকেই ভোট প্রচারের হাতিয়ার করেছে কংগ্রেস। আবেদনকারীর মধ্যে প্রশান্ত ভূষণ ও অরুণ শৌরি এটাকে ভোটের আগে মোদী সরকারের হার বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন
আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>