CID Investigation – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 26 Jun 2019 17:03:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CID Investigation – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভাগাড় পচা মাংস কাণ্ডে মুখ পুড়ল সিআইডির, বেকসুর খালাস আসল অভিযুক্তরা https://thenewsbangla.com/cid-investigation-is-in-shame-in-rotten-meat-case-real-accused-acquitted/ Wed, 26 Jun 2019 17:03:22 +0000 https://www.thenewsbangla.com/?p=14507 ভাগাড় কাণ্ডের তদন্তে; আদালতে মুখ পুড়ল সিআইডি-র র। দোষ প্রমাণ করতে না পারায়; ৬ জন পচা মাংস কারবারিকে; বেকসুর খালাস করল আদালত। ফরেনসিক রিপোর্টে মাংসে বিষাক্ত রাসায়নিক দেবার কথা উল্লেখ থাকলেও; সাক্ষীদের বয়ান, বিচারের সময় না মেলার জন্য আদালত ৬ অভিযুক্তকে বেকসুর খালাস করল।

ভাগাড়ের মাংস মামলায় ২ জনকে; ৫ বছরের হাজতবাসের রায় দিল বনগাঁ আদালত। তবে মূল ৬ জন অভিযুক্তকে; বেকসুর খালাস করেছে আদালত। ভাগাড় পচা মাংস কাণ্ড মামলায়; বুধবার রায় দিল বনগাঁ আদালত।

গতবছর ভাগাড়ের মরা ও পচা পশুর মাংস বিক্রির ব্যবসা; প্রকাশ্যে এসেছিল পশ্চিমবঙ্গে। বহু হোটেল, রেস্তোরাঁয় অভিযান চালিয়ে দেখা যায়; ভাগাড়ের মাংস কম দামে কিনে দেদার রান্না চলছে। ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। পচা মাংসের সঙ্গে সঙ্গে পচা মাছ বিক্রির অভিযোগে; ৮ জনকে গ্রাফতার করেছিল সিআইডি। পরে ৮ জন ধৃতের মধ্যে ২ জনকে; জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। বাকি ৬ জন মাংস বিক্রেতা জেলবন্দি ছিল।

ভাগাড় পচা মাংস কাণ্ডে; মূল মামলা শুরু হয় বজবজ থানায়। পুরসভার ভাগাড় থেকে মরা পশুর মাংস কেটে নিয়ে যাওয়ার সময়; ধরা পড়লে পচা মাংস বিক্রির চক্র সামনে আসে। পুলিশের হাত থেকে মামলা নিয়ে; সিআইডি তদন্ত শুরু করে। জানা যায়, মৃত পশুর মাংস কেটে রাখা হত কোল্ড স্টোরেজে। তারপর রেস্টুরেন্টে যেত। ঘটনায় হইচই পরে যায়; গোটা রাজ্যে।

কিন্তু যথাসময়ে ফরেনসিক রিপোর্ট না আসায়; আগেই ১২ জন অভিযুক্ত জামিন পেয়ে যায়। ভাগাড় পচা মাংস কান্ড সামনে আসার পর; বনগাঁ পুরসভার পুরপ্রধান এলাকার সব হোটেলের খাবার পরীক্ষা করার নির্দেশ দেন। তখন দুটো হোটেল থেকে; পচা মাংসও পাওয়া যায়। দুই হোটেল মালিককে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে জানা যায়; বজবজ কাণ্ডে ধৃতরাই এখানে মাংস সাপ্লাই করত। তখন এই অভিযুক্তদের ৬ জনকে হেফাজতে নেয় সিআইডি।

এরা প্রত্যেকেই ছিল মাংস কারবারি। হোটেল মালিকরাও এই মামলায়; আগেই জামিন পেয়ে যায়। তবে বিচার পর্ব শেষে বিচারক সেই হোটেল মালিকদের ৫ বছরের জেল হাজত আর ১ লক্ষ টাকা জরিমানা করেছেন। কিন্তু মূল পচা মাংস বিক্রয়কারীরা বেকসুর খালাস পেল সিআইডির ব্যর্থতায়।

]]>
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড https://thenewsbangla.com/cid-bomb-squad-is-being-kept-permanetly-in-this-district-of-bengal/ Thu, 07 Feb 2019 06:00:47 +0000 https://www.thenewsbangla.com/?p=6554 প্রতিদিন কোথাও না কোথায় বোমা ফাটছে। প্রায় প্রতিদিনই উড়ছে কোন না কোন তৃনমূল নেতার বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের জেলা, বাংলার জেলা বীরভূম এখন যেন বোমার গোডাউন। প্রতিদিনই কলকাতা থেকে ছুটতে হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াডকে। ফলে এবার জেলাতেই রাখা হবে সিআইডির বোম্ব স্কোয়াড। রাজ্য প্রশাসন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ গড়িয়াহাটের রেশ কাটতে না কাটতেই শহরের মার্কেটে ফের বিধ্বংসী আগুন

ফের বিস্ফোরণ এক তৃণমূল নেতার বাড়িতে। ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ। বীরভূমের ইলামবাজারে তৃণমূল নেতা মিনু শেখ ওরফে মিনার মোল্লার বাড়িতে এই বিস্ফোরণ হয়। লোকসভা ভোটের দিকে তাকিয়েই ওই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল বলেই অভিযোগ। তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

গতকালই বীরভূমের সদাইপুরে ৫৫টি তাজা বোমা উদ্ধার হয়। পরে সেগুলি নিস্ক্রিয় করে দেয় সিআইডি-র বোম্ব ডিসপোজাল স্কোয়াড। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েই চলছে গোটা বীরভূম জুড়ে। প্রতিদিনই কলকাতা থেকে ছুটে যেতে হয় সিআইডি বোম্ব স্কোয়াডকে। তাই এবার জেলাতেই সিআইডি বোম্ব স্কোয়াড এর একটি দল রাখার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ শাসকের মামলায় আদালতে হাজিরা দেবেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়

জানা গেছে, বোলপুর থানায় সিআইডির একটি বোম্ব স্কোয়াড রাখা হবে। ১২ সেপ্টেম্বর, ২০১৫। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শেখ রমজানের গীতাঞ্জলি আবাস যোজনায় নির্মিত বাড়ি। ২০১৭র ২১শে এপ্রিল একটি বাড়িতে বোমা বানাতে গিয়ে সেই বোমা ফেটেই ৮ জন মারা যায়, ৪ জন আহত হয়।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

২০১৭র ১লা আগস্ট বীরভূমের লোকপুর গ্রামে বোমা বিস্ফোরণে উড়ে যায় তৃণমূল নেতার বাড়ি। অভিযোগ ছিল, এই বাড়িটিকে বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হত। এই ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শেখ সমীরচাঁদের দিকে। শেখ সমীরচাঁদেরই বাড়ি ছিল ওটি।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

২৩ অগাস্ট, ২০১৭। বোমা বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলের বুথ সভাপতি আইনুস খানের বাড়ি। এবার ঘটনাস্থল বীরভূমের লোকপুর থানা এলাকার বারাবনি গ্রাম। ওই বাড়িতে বোমা মজুত ছিল বলে অভিযোগ। লোকপুরে একের পর এক বিস্ফোরণের ঘটনা নিয়ে কপালে ভাঁজ পড়ে প্রশাসনের।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

১০ সেপ্টেম্বর ২০১৮। বীরভূমের সিউড়ির কাঁকরতলা থানা এলাকায় বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলের দলীয় পার্টি অফিস। বিস্ফোরণের জেরে কংক্রিটের তৈরি পার্টি অফিসের তিন দিকের দেওয়াল ভেঙে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। যদিও ঘটনার সময়ে পার্টি অফিসটি বন্ধ থাকায় কেউ হতাহত হননি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

এছাড়াও বোমায় উড়ে যায় বীরভূমের খয়রাসলে তৃণমূল পঞ্চায়েত সদস্য এর বাড়ি, মারা যায় তার ভাই। গত দু-তিন বছরে শুধু তৃণমূল অফিস ও তৃণমূল নেতাদের বাড়ি উড়ে যাওয়ার ঘটনাই অসংখ্য। ব্যক্তিগত ঝামেলা ও গোষ্ঠীদ্বন্দের জেরে বোমাবাজি তো খুবই সাধারণ ব্যাপার। আর তাই এবার বোলপুর থানাতেই সিআইডি বোম্ব স্কোয়াড এর একটি দল রাখার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ
আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী
আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিধায়কের গাড়িতে বোমা গুলির ‘শুট আউট’ এর তদন্তে সিআইডি https://thenewsbangla.com/cid-investigates-the-shoot-out-of-bombs-and-bullets-in-the-mlas-car/ Fri, 14 Dec 2018 05:02:35 +0000 https://www.thenewsbangla.com/?p=4148 The News বাংলা, জয়নগরঃ জয়নগরে বিধায়কের গাড়িতে বোমা গুলির ‘শুট আউট’ এর তদন্তভার দেওয়া হল সিআইডি কে। বৃহস্পতিবার রাতে এই ভয়াবহ হামলা হয়। রাজ্যের বিধায়কের গাড়িতে বোমা গুলি নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ির চালক সহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়। নিহতের নাম শরিফুদ্দিন খান, সেলিম খান ওরফে বাবু ও আমিন আলি সর্দার নামে এক স্থানীয় বাসিন্দা। ঘটনাটি ঘটে জয়নগর থানার দুর্গাপুর মোড় পেট্রোল পাম্পে। আগেই গাড়ি থেকে নেমে যাওয়ায় বরাতজোরে প্রাণে বাঁচেন তৃণমূল কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ দাস।

বিধায়কের গাড়িতে বোমা গুলির 'শুট আউট' এর তদন্তে সিআইডি/The News বাংলা
বিধায়কের গাড়িতে বোমা গুলির ‘শুট আউট’ এর তদন্তে সিআইডি/The News বাংলা

আরও পড়ুনঃ ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক মোদী ও মমতা’ ঘোষণা বিচারপতির

বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ দাস গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। গাড়িতে বিধায়ক বিশ্বনাথ দাস ছাড়াও ছিলেন গাড়িচালক সেলিম খান ও তৃণমূল নেতা সইফুদ্দিন খান সহ আরও একজন। গাড়িতে আসার পথে জয়নগরের বহরুতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে নেমে যান বিধায়ক বিশ্বনাথ দাস।

বিধায়কের গাড়িতে বোমা গুলির 'শুট আউট' এর তদন্তে সিআইডি/The News বাংলা
বিধায়কের গাড়িতে বোমা গুলির ‘শুট আউট’ এর তদন্তে সিআইডি/The News বাংলা

তারপর বিধায়কের গাড়িতে তেল পুড়তে জয়নগর মোড় পেট্রোল পাম্পে যায় চালক সহ তিনজন। জয়নগরের দুর্গাপুর মোড় পেট্রোল পাম্পে তেল পুড়ে বিধায়কের গাড়ি বাইরে আসতেই গাড়ির উপর হামলা চালায় দুষ্কৃতীরা। বোমা ও গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যায় তিনজন।

আরও পড়ুনঃ বাংলায় এনআরসি চালু হলে রাজ্য ছাড়ার আশঙ্কায় আন্দোলন

দুষ্কৃতীদের ছোড়া বোমা ও গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতা-সহ তিন জনেরই। গাড়ির ভিতরে বসে থাকা তিন যাত্রীর উপরই গুলি চালানো হয়। গুলির পাশাপাশি গাড়ি লক্ষ্য করে বোমাবাজিও করা হয়। গাড়ির চালক সেলিম খান, তৃণমূল নেতা শরিফুদ্দিন খান ও বিধায়কের কাছে কাজে আসা স্থানীয় বাসিন্দা আমিন আলি সর্দারের মৃত্যু হয় এই ঘটনায়।

বিধায়কের গাড়িতে বোমা গুলির 'শুট আউট' এর তদন্তে সিআইডি/The News বাংলা
বিধায়কের গাড়িতে বোমা গুলির ‘শুট আউট’ এর তদন্তে সিআইডি/The News বাংলা

এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ব্যপক উত্তেজনা ছড়ায় জয়নগর থানা এলাকার দুর্গাপুর মোড়ে। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের দাবি, তাকে খুনের জন্যই দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। ঘটনার তদন্তে নামে জয়নগর থানার পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি কে।

আরও পড়ুনঃ তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন

জানা যায়, পেট্রলপাম্প থেকে জ্বালানি ভরে বেরোনোর সময়ই আচমকা গাড়িটি ঘিরে ধরে একদল দুষ্কৃতী। তারা গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ও বোমা ছুঁড়তে থাকে। প্রায় ১৫-১৬ জন দুষ্কৃতী ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পেট্রোল পাম্পের সব সিসিটিভি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিসিটিভি দেখে দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা করবে পুলিশ ও সিআইডি।

বিধায়কের গাড়িতে বোমা গুলির 'শুট আউট' এর তদন্তে সিআইডি/The News বাংলা
বিধায়কের গাড়িতে বোমা গুলির ‘শুট আউট’ এর তদন্তে সিআইডি/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: দিল্লীর নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পরেও নিরাপত্তাহীন কলকাতার বাস

রাতেই, বিধায়ক বিশ্বনাথ দাস এবং বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিকরা চলে আসেন ঘটনাস্থলে। বিধায়ককেই কি মারার লক্ষ্য ছিল? না একটি খুনের ঘটনায় জড়িত থাকা তৃণমূল নেতা শরিফুদ্দিন খানই টার্গেট ছিলেন? প্রশ্ন উঠেছে। বিধায়ক বিশ্বনাথ দাস জানিয়েছেন, তিনিই ছিলেন টার্গেট। বরাতজোরে আগেই পার্টি অফিসে নেমে যাওয়ায় প্রাণে বাঁচেন বিধায়ক।

আরও পড়ুনঃ বাংলায় ২৫ টাকা কেজি পেঁয়াজ, নাসিকে দাম না পেয়ে আত্মহত্যা

পুলিশের কাছে বিশ্বনাথ দাস দাবি করেন, তাঁকে খুনের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তবে কি কারণে এই হামলা সেটি এখনও পরিষ্কার নয়। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে, নাকি অন্য কোনও কারণ সে বিষয়ে তদন্ত করে দেখছে জয়নগর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এবার এই ‘শুট আউটের’ তদন্তের দায়িত্ত্বে সিআইডি। ঘটনার তদন্তের দিকে কড়া নজর রেখেছেন রাজ্যের আইজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা। এই শুট আউটের পিছনে কারা এবং কেন? ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি।

]]>