Christian Michel – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 30 Dec 2018 06:39:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Christian Michel – The News বাংলা https://thenewsbangla.com 32 32 অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও https://thenewsbangla.com/agustawestland-vvip-chopper-scam-sonia-and-rahul-are-involved-says-christian-michel/ Sun, 30 Dec 2018 06:20:11 +0000 https://www.thenewsbangla.com/?p=4930 The News বাংলা, নিউ দিল্লিঃ লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেটা চাইছিল সেটাই হল। অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার দুর্নীতি কাণ্ডে ‘মিসেস গান্ধী’ বা সোনিয়া গান্ধীর নাম নিয়েছেন মামলায় অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেল। আদালতে তেমনই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আর এরপরেই ফের শুরু হয়েছে বিজেপি-কংগ্রেস বাগযুদ্ধ।

আরও পড়ুনঃ রাহুলের ‘রাফায়েল’ অ্যাটাকের জবাবে মোদীর হাতে ‘ক্রিশ্চিয়ান মিচেল’

চপার দুর্নীতিতে জড়িয়ে গেল সোনিয়া গান্ধী ও গান্ধী পরিবারের নাম। অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার ভারত সরকারের কাছে বিক্রি করার জন্য ক্রিশ্চিয়ান মিচেল মিডলম্যান ছিলেন বলেই অভিযোগ। দুবাই থেকে ধরে আনা হয়েছে অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় অন্যতম এই অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেলকে।

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও/The News বাংলা
অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও/The News বাংলা

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট মন্ত্রী, দেশের রাষ্ট্রপতির মতো ভিভিআইপি-দের দেশের মধ্যে সফরের জন্য মনমোহন সিংহ জমানায় ১২টি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত হয়েছিল। এ ব্যাপারে অগাস্টা ওয়েস্টল্যান্ড নামে একটি কোম্পানির সঙ্গে চুক্তিও করা হয়। কিন্তু পরবর্তী কালে অভিযোগ ওঠে ওই প্রতিরক্ষা চুক্তিতে ঘুষ দেওয়া হয়েছে। এর পর মনমোহন জমানাতেই চুক্তিটি বাতিল করে দেওয়া হয়। কিন্তু সেই তদন্ত এখনও চলছে।

আরও পড়ুন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ‘আজাদ লড়াই’কে সম্মান নরেন্দ্র মোদীর

কংগ্রেস আমলে ৩৭২৭ কোটি টাকার এই হেলিকপ্টার দুর্নীতি হয়। মামলায় অন্যতম অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেলকে দুবাই থেকে ভারতে আনতে পারাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য বলেই প্রচার শুরু করেছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি। সেই ক্রিশ্চিয়ান মিচেল এখন ইডি-র হেফাজতে। সেখানেই তিনি তদন্তকারীদের ‘মিসেস গান্ধী’র নাম বলেছেন বলে ইডির দাবি। আর এরপরেই কংগ্রেসের উদ্দেশ্যে তোপ দেগেছে বিজেপি।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর হাতেই উদ্বোধন হচ্ছে ভারতের দীর্ঘতম দোতলা সেতু

অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও/The News বাংলা
অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও/The News বাংলা

ভিভিআইপিদের জন্য চপার কেনার এই দুর্নীতি মামলার শুনানি ছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে। সেখানেই ইডি এই দাবি করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। ওই সংবাদসংস্থার দাবি, ইডি আদালতে জানিয়েছে মিচেল ওই ‘ইতালীয় মহিলা’র ছেলের সম্বন্ধেও মুখ খুলেছে। কীভাবে ‘ইতালীয় মহিলার ছেলে’ ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, সেই তথ্যও জেরায় জানিয়েছে মিচেল।

আরও পড়ুনঃ লোকঠকানির লোন মাপ, রাহুলকে লজ্জায় ফেলে আত্মঘাতী কৃষক

প্রসঙ্গত, এই দুর্নীতি মামলায় বিজেপি প্রথম থেকেই গান্ধী পরিবারের জড়িয়ে থাকার অভিযোগ তুলেছে। রাজনৈতিক মহলের মতে, মিচেলের মুখ থেকে বেরনো ‘মিসেস গান্ধী’ আসলে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। আর তাঁর ছেলে মানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

আরও পড়ুন: লোকসভার আগেই রামমন্দির রায় দিতে সুপ্রিম কোর্টকে আর্জি মোদীর মন্ত্রীর

মিচেলকে সাতদিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে মিচেলের আইনজীবীর জন্যও কিছু নির্দেশ জারি করেছে আদালত। আদালত জানিয়েছে, মিচেলের আইনজীবী তার সঙ্গে ১৫ মিনিটের বেশি সময় ধরে দেখা করতে পারবেন না। একই সঙ্গে কথা বলার সময় তাঁদের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও/The News বাংলা
অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও/The News বাংলা

আরও পড়ুনঃ EXCLUSIVE: দিল্লীর নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পরেও নিরাপত্তাহীন কলকাতার বাস

জেরায় কি সত্যিই গান্ধী পরিবারের নাম নিয়েছেন ক্রিশ্চিয়ান মিচেল? তেমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেখানেই ইডির আইনজীবী দাবি করেন, ‘জেরার সময় মিসেস গান্ধীর নাম বলেছেন মিচেল৷’ তবে কীসের প্রেক্ষিতে তিনি এই নাম নিয়েছেন, সে বিষয়ে বিশদে কিছু বলতে চায়নি ইডি।

আরও পড়ুন: ২২ বছর পর ফের ভূস্বর্গে রাষ্ট্রপতি শাসন

এখানেই শেষ নয়। ইডির আরও দাবি, ‘ইতালিয় মহিলার ছেলে, যিনি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন’ – তাঁর কথাও বলেছেন মিচেল। ইডির তরফে আদালতে আরও দাবি করা হয় যে, টেলিফোনে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কথা বলার সময়ে মিচেল বারবারই ‘আর’ নামের এক ব্যক্তির উল্লেখ করতেন। এই ‘আর’ কে, তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ইডি।

আরও পড়ুন: লোকসভায় মোদীর তিল তালাক বিল বিতর্কে বিরোধিতায় কংগ্রেস বাম তৃণমূল

এর ফলে বিজেপি নতুন অস্ত্র পেয়ে গেল এই ইস্যুতে। তারা সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে আক্রমণের ধার বাড়াতে শুরু করেছে। যদিও সঙ্গে সঙ্গে আসরে নেমেছে কংগ্রেসও। পালটা আক্রমণেরও পথ নিয়েছে তারাও।

অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও/The News বাংলা
অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও/The News বাংলা

ইডির আইনজীবীর বক্ত্যব্যের পরই, আক্রমণের ধার আরও বাড়িয়ে প্রকাশ জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদরা বললেন, ‘এবার আসল চোর ধরা পড়বে।’ এ দিকে, লোকসভা নির্বাচনের আগে মিচেলের মুখে গান্ধী পরিবারের সদস্যদের নাম আসায়, বিষয়টিতে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে কংগ্রেস৷

আরও পড়ুনঃ জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ

আদালতে ইডির এই দাবি সামনে আসার পরই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের মুখপাত্র আরিপএন সিং। তাঁর দাবি, চাপ দিয়ে মিচেলকে দিয়ে একটি ‘বিশেষ’ পরিবারের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর প্রশ্ন, “একটি পরিবারের নাম জড়ানোর জন্য চৌকিদার কেন সরকারি সংস্থার উপর চাপ সৃষ্টি করছেন”?

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

বিজেপিই যে এই কাজ করছে, তাও স্পষ্টভাবেই অভিযোগ করেছেন ওই কংগ্রেস নেতা। “মিচেল কী বলবে, আদালতে ইডি কী জানাবে, সব বিজেপিই ঠিক করে দিচ্ছে”, বলেও তিনি অভিযোগ তুলেছেন।

আরও পড়ুনঃ শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’

আরপিএন সিং-এর কথায়, ‘মনে হচ্ছে বিজেপির চিত্রনাট্যকাররা ওভার টাইম করছেন। আসলে দালাল মিচেলের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে বিশেষ একটি পরিবারের নাম নেওয়ার জন্য৷’ আনন্দ শর্মার কথায়, বর্তমান পরিস্থিতিতে সিবিআই-ইডির মতো সংস্থার বিশ্বাসযোগ্যতা কোথায় দাঁড়িয়ে তা সবারই জানা।

অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও/The News বাংলা
অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে নাম জড়াল সোনিয়ার সঙ্গে রাহুলেরও/The News বাংলা

আরও পড়ুনঃ ‘ভগবান’ সরাসরি টাকা নিয়ে হাজির ভক্তের সমস্যা মেটাতে

রাফায়েল যুদ্ধবিমান চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। বিশেষজ্ঞদের মতে, মিচেলের প্রত্যর্পণের পর এই কপ্টার দুর্নীতি যে মোদীর পাল্টা অস্ত্র হতে চলেছে, তা মোটের উপর বোঝাই যাচ্ছিল। বিশেষ করে মিচেল ভারতে আসার পরের দিনই রাজস্থানের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘এই রাজদারকে জেরা করলেই কত নামদারের নাম সামনে আসবে’। অনেকের মতে, তখনই বোঝা গিয়েছিল এ ব্যাপারে সরকারের উদ্দেশ্য কী?

আপাতত ফের অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতি নিয়েই শোরগোল দিল্লির রাজনীতি। মোদীর রাফায়েল যুদ্ধবিমান দুর্নীতি বনাম রাহুলের অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতি লড়াই আগামী লোকসভার অন্যতম বড় ইস্যু।

]]>
মোদী সরকারের সাফল্য, বিজয় মালিয়াকে ভারতে ফেরতের নির্দেশ ব্রিটিশ আদালতের https://thenewsbangla.com/success-of-modi-government-british-court-given-order-to-return-vijay-mallya-to-india/ Mon, 10 Dec 2018 14:16:58 +0000 https://www.thenewsbangla.com/?p=3873 The News বাংলা, নিউ দিল্লী: রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগ নিয়ে সমস্যার মধ্যেই ভালো খবর নরেন্দ্র মোদী সরকারের কাছে। ক্রিশ্চিয়ান মিশেলের পর আরও একটা বড় সাফল্য পেল মোদী সরকার। বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণে আর কোনও বাধা থাকল না। বিজয় মালিয়াকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ নিয়ে সোমবারই চূড়ান্ত রায় দিল লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত। শুনানি শেষে বিচারক তাঁর রায়ে জানান, বিজয় মালিয়াকে ভারতের হাতেই তুলে দেওয়া উচিৎ।

মোদী সরকারের সাফল্য, বিজয় মালিয়াকে ভারতে ফেরতের নির্দেশ ব্রিটিশ আদালতের/The News বাংলা
মোদী সরকারের সাফল্য, বিজয় মালিয়াকে ভারতে ফেরতের নির্দেশ ব্রিটিশ আদালতের/The News বাংলা

ব্রিটেনের আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত সরকার। তবে এই রায় চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকছে বিজয় মালিয়ার। মালিয়াকে প্রত্যর্পণে লন্ডনে রওনা দিয়েছে সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এ সাই মনোহরের নেতৃত্বে সিবিআই এবং ইডির যৌথ একটি দল। গত সপ্তাহেই দুবাই থেকে ভারতে আনা হয়েছে আরেক অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেলকে।

আরও পড়ুনঃ রাহুলের ‘রাফায়েল’ অ্যাটাকের জবাবে মোদীর হাতে ‘মাইকেল’

তবে, এখনই তাঁকে ভারতে ফেরানো হবে কিনা সেই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রায় ঘোষণার পর ১৪ দিন সময় পাবে বিজয় মালিয়া উচ্চ আদালতে রায়ের পুনর্বিবেচনার জন্য।

ভারতে ১৩টি ব্যাঙ্ক থেকে নেওয়া ৯,০০০ কোটি টাকার বেশি ঋণ পরিশোধ না করেই ২০১৬ সালের ২ মার্চ লন্ডনে গা ঢাকা দেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা কিংফিশার এয়ারলাইন্স ও ইউনাইটেড ব্রিউয়ারিজ গ্রুপের মালিক বিজয় মালিয়া।

আরও পড়ুনঃ ‘অনুগ্রহ করে সব টাকা নিন’ বিজয় মালিয়ার টাকা ফেরতের সিদ্ধান্ত

এর পর ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে মালিয়াকে ‘পলাতক অর্থনৈতিক অপরাধী’ ঘোষণা করে তাকে ভারতে ফেরত পাঠানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানায় ভারত সরকার। সেই অনুরোধের ভিত্তিতে গত বছর এপ্রিল মাসে লন্ডনে মালিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তবে, শীঘ্রই তিনি জামিনে মুক্তি পান।

মোদী সরকারের সাফল্য, বিজয় মালিয়াকে ভারতে ফেরতের নির্দেশ ব্রিটিশ আদালতের/The News বাংলা
মোদী সরকারের সাফল্য, বিজয় মালিয়াকে ভারতে ফেরতের নির্দেশ ব্রিটিশ আদালতের/The News বাংলা

এর পর গত বছর ডিসেম্বর থেকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে মালিয়ার বিচার শুরু হয়। ভারত প্রত্যর্পণের দাবি তুললে, মালিয়া অভিযোগ করেন স্বাস্থ্যকর জেল নেই এ দেশে। বাধ্য হয়ে মালিয়ার জন্য বিশেষ জেলের ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয় ভারতের তরফে।

আরও পড়ুনঃ মোদী সরকারের সঙ্গে বনিবনা না হওয়ায় পদত্যাগ রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের

কোটিপতি বিজনেস টাইকুন বিজয় মালিয়া আগেই দেশে ফিরে এসে দেশের আইনের মুখোমুখি হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছিল। এবার সমস্ত ব্যাংকের সব লোন শোধ দেবারও ইচ্ছা প্রকাশ করেন তিনি।

মোদী সরকারের সাফল্য, বিজয় মালিয়াকে ভারতে ফেরতের নির্দেশ ব্রিটিশ আদালতের/The News বাংলা
মোদী সরকারের সাফল্য, বিজয় মালিয়াকে ভারতে ফেরতের নির্দেশ ব্রিটিশ আদালতের/The News বাংলা

অর্থ প্রতারণা মামলার তদন্ত চালানো ইডির আধিকারিকদের ইঙ্গিত অনুযায়ী, সরকারের পক্ষ থেকে নতুন আইন তৈরি করে বিজয় মালিয়ার সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করার সিদ্ধান্তের ফলেই এই সুর বদল।

আরও পড়ুন: মার্চে বন্ধ দেশের অর্ধেক এটিএম কি মোদীর নোটবন্দীর কুফল

এই নতুন আইন অনুযায়ী, কোনও অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়ে গেলে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া যাবে। আগেই এই আইনের আওতায় বিজয় মালিয়কে নিয়ে এসে তাঁকে ‘পলাতক’ বলে ঘোষণা করার অনুরোধ ইডি করেছিল আদালতের কাছে। সারা দেশে যত ব্যাঙ্ক রয়েছে, সব ব্যাঙ্কেই তাঁর ঋণের পরিমানটা চোখে পড়ার মতো। সংখ্যাটা সবই কোটির ঘরে।

আরও পড়ুন: মোদীর নোটবন্দীর ২ বছর পূর্তিতে আশা নিরাশা

একনজরে আরও একবার বিজয় মালিয়ার ঋণের বহরঃ-
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ১.৬০০ কোটি টাকা ধার।
২) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক- ৮০০ কোটি টাকা ধার।
৩) আইডিবিআই- ৮০০ কোটি টাকা ধার।
৪) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ৬৫০ কোটি টাকা ধার।
৫) ব্যাঙ্ক অফ বরোদা- ৫৫০ কোটি টাকা ধার।
৬) ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ৪৩০ কোটি টাকা ধার।
৭) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ৪১০ কোটি টাকা ধার।
৮) ইউকো ব্যাঙ্ক- ৩২০ কোটি টাকা ধার।
৯) কর্পোরেশন ব্যাঙ্ক- ৩১০ কোটি টাকা ধার।
১০) স্টেট ব্যাঙ্ক অফ মহীশূর- ১৫০ কোটি টাকা ধার।
১১) ইন্ডিয়ান অভারসিস ব্যাঙ্ক- ১৪০ কোটি টাকা ধার।
১২) ফেডেরাল ব্যাঙ্ক- ৯০ কোটি টাকা ধার।
১৩) পঞ্জাব সিন্ধ ব্যাঙ্ক- ৬০ কোটি টাকা ধার।
১৪) অ্যাক্সিস ব্যাঙ্ক- ৫০ কোটি টাকা ধার।

আরও পড়ুনঃ বাংলায় ২৫ টাকা কেজি পেঁয়াজ, নাসিকে দাম না পেয়ে আত্মহত্যা

ভারত কূটনৈতিক স্তরে যেভাবে চাপ সৃষ্টি করেছে, মালিয়ার প্রত্যর্পণে পক্ষে রায় আসার সম্ভবনা ছিল বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। সেটাই সত্যি হল। এই আভাস বুঝেই কি ১০০ শতাংশ ঋণ মিটিয়ে দিতে উদ্যোগী হয়ে টুইট করেছিলেন মালিয়া? জল্পনা যাই হোক না কেন লোকসভা নির্বাচনের আগে মালিয়াকে দেশে ফেরাতে পারলে রাজনৈতিক মঞ্চে মোদী সরকার বাড়তি অক্সিজেন পাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগ নিয়ে বিরোধীদের সমালোচনার একটা জবাবও এল সরকারের হাতে।

]]>