Cholai Mod – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 28 Nov 2018 07:16:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Cholai Mod – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলায় আবার বিষ মদ কাণ্ডে মৃত ৬ https://thenewsbangla.com/bengal-poison-cholai-wine-incident-again-6-dead-till-now/ Wed, 28 Nov 2018 07:04:29 +0000 https://www.thenewsbangla.com/?p=3203 The News বাংলা, শান্তিপুরঃ ফের বাংলায় বিষ মদ কাণ্ড। এখনও পর্যন্ত মৃত ৬। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই জানা গেছে।

নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুরে চোলাই মদ খেয়ে মৃত্যু ছয়জনের। অসুস্থ আরও বেশ কয়েকজন। তাদের কালনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্রের খবর, মৃত ও অসুস্থ সবাই নৃসিংহপুরের চৌধুরী ইট ভাটার শ্রমিক।

Image Source: Google

মঙ্গলবার রাতে শ্রমিকরা স্থানীয় একটি চোলাই ঠেক থেকে চোলাই মদ কিনে খায়। এর পর একে একে অনেকে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ দুই জনকে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়। বাকিদের কালনা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়েছে চার জনের।

শান্তিপুরের বিষ মদ কাণ্ডে এখনো পর্যন্ত মৃত ছয়। এদের মধ্যে কালনা হাসপাতালে মৃত্যু হয়েছে ভুটান মাহাতো(২৭),সুনীল মাহাতো(২৮) ও
কাশীনাথ মাহাতো(৩৫) এর। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা।

ঘটনার জায়গায় গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চোলাই দোকানের মালিক পলাতক। মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেওয়া হবে।

]]>