Chitfund Case – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 12 Feb 2019 15:52:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Chitfund Case – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ https://thenewsbangla.com/saradha-chitfund-case-cp-rajeev-kumar-has-been-in-dire-straits-by-kunal-ghosh/ Tue, 12 Feb 2019 15:47:10 +0000 https://www.thenewsbangla.com/?p=6732 শিলং থেকে কলকাতায় পা দিয়েই ফের বোমা ফাটালেন কুণাল ঘোষ। রাজীব কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। অভিযোগ চিঠি দিয়ে জানিয়েছেন সিবিআই কেও। এবার সিবিআই তদন্তের মাঝেই রাজীবের বিরুদ্ধে সারদা মামলায় প্রভাব খাটানোর অভিযোগ আনলেন কুণাল। আর এর জেরে সারদা চিটফান্ড মামলায় রাজীব কুমারকে ভয়ঙ্কর বিপদে ফেললেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ বিধায়ক খুনে রাম নেতাকে বাঁচাতে আসরে বাম নেতা

“শিলং-এ কলকাতার নগরপাল রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছি”, মঙ্গলবার শিলং থেকে ফিরেই কলকাতা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলন করে জানালেন কুণাল ঘোষ। এদিন রাজীবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক কুণাল ঘোষ। সিবিআই তদন্তের মাঝেই রাজীবের বিরুদ্ধে সারদা মামলায় প্রভাব খাটানোর ভয়ঙ্কর অভিযোগ আনলেন কুণাল।

আরও পড়ুনঃ পরীক্ষা শুরুর আগেই হোয়াটস অ্যাপে ফাঁস মাধ্যমিক প্ৰশ্নপত্র

কুণাল বলেন, “আমি আজ সকালে সিবিআই-কে লিখিত অভিযোগ করেছি। প্রথম ১০ ফেব্রুয়ারি(রবিবার) এবং তারপর ১১ ফেব্রুয়ারি(সোমবার) আমাদের দুজনকে মুখোমুখি বসিয়ে যৌথ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন পুলিশ অফিসারের নাম এসে গিয়েছিল। কিন্তু, তাঁরা খুব গুরুত্বপূর্ণ সাক্ষী, তাই সে বিষয়ে মন্তব্য করব না। তবে সেদিন রাতে সিবিআই অফিস থেকে বেরিয়ে রাজীব কুমার সেই অফিসারদের কারও কারও সঙ্গে যোগাযোগ করেছেন”।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

এই বিষয়টিই কুণাল সিবিআই-কে লিখিতভাবে জানিয়েছেন বলেই দাবি। রাজীব এমন ফোন করে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, তাঁর এই ধরনের কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

কুণাল ঘোষ আরও জানিয়েছেন, “১০ তারিখে এই নামগুলো (জিজ্ঞাসাবাদের সময় উঠে আসা পুলিশ অফিসারদের নাম) আলোচিত হয়। উনি (রাজীব) ১১ তারিখ বলেও ফেলেন, আমি এঁদের রাতে ফোন করেছি”। এরপরই কুণাল বলেন, “রাজীব কুমার যা বলেছে তা ভিডিও রেকর্ডিং করা রয়েছে। ফলে, এর জন্য কল লিষ্ট দেখার দরকার নেই”।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

টানা চার দিন ধরে জেরা চলেছে। তার পরেও ছুটি মিলছে না কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে সিবিআই জেরা করছে মেঘালয়ের শিলংয়ে সিবিআই অফিসে। ৯ ফেব্রুয়ারি থেকে চলছে জেরা। এর পরে ১০ ফেব্রুয়ারি সিবিআই তলব পেয়ে শিলং যান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। রাজীবের মুখোমুখি বসানো হয় কুণালকে। ঘণ্টার পরে ঘণ্টা চলেছে জেরা। অবশেষে ছাড়া পেয়েছেন কুণাল। কলকাতায় ফিরেছেন মঙ্গলবার। কিন্তু রাজীব কুমারের ফেরা হচ্ছে না।

আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাঙ্ক এর বড় ঘোষণা, লোকসভা ভোটের আগে মধ্যবিত্তের মুখে হাসি

মঙ্গলবার সকালে ফের শিলংয়ের সিবিআই দফতরে ডাকা হয় রাজীব কুমারকে। এই নিয়ে টানা চতুর্থ দিন তদন্তকারীদের মুখোমুখি হতে হল কলকাতার পুলিশ কমিশনারকে। বেশ কিছু ক্ষেত্রে কুণাল ও রাজীবের বয়ান একদম না মেলায় দফায় দফায় জেরা করা হচ্ছে রাজীব কুমারকে। মঙ্গলবার সকাল দশটায় ফের জেরার জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজীব কুমারকে। একই সঙ্গে কুণাল ঘোষকে কলকাতায় ফেরার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

একই সঙ্গে কুণাল ঘোষ বলেন, “আমায় মাননীয় পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি বসানো হয়েছে। আমার যা অভিযোগ এবং বক্তব্য, তা তাঁকে শুনতে হয়েছে। এখানেই আমার নৈতিক জয় হয়েছে বলে আমি মনে করছি”। কুণাল ব্যঙ্গ করে আরও বলেন, “আমাকে রাজীব কুমার হেনস্থা করেছেন কিন্তু রাজীব কুমারের এই অবস্থা দেখে আমার বেশ খারাপই লাগছে”। সব মিলিয়ে সিবিআই এর শিলং জেরায় পুলিশ কমিশনারকে হঠিয়ে সংবাদের শিরোনামে সাংবাদিক কুণাল ঘোষই।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের https://thenewsbangla.com/saradha-rosevalley-chitfund-case-ips-officers-repeatedly-called-by-the-cbi-ed/ Wed, 06 Feb 2019 08:32:32 +0000 https://www.thenewsbangla.com/?p=6494 বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ কর্তাদেরই কেন ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। সারদা কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে তো গত একবছর ধরেই ডাকছে সিবিআই। আর সেই নিয়েই মমতার ধর্মতলার সত্যাগ্রহ ধর্ণা। পাশাপাশি সারদা ও রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে অনেক পুলিশ অফিসারকেই বারবার ডেকে পাঠিয়েছে সিবিআই বা ইডি। কিন্তু কেন? মমতার মতে, নরেন্দ্র মোদী ও অমিত শাহের চক্রান্ত। কিন্তু শুধুই কি তাই? প্রশ্ন উঠছে।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

গতবছরেই সারদা কাণ্ডে পুলিশ কর্তাদেরই জেরা করার জন্য বারবার ডেকে পাঠিয়েছিল সিবিআই। নেতা নেত্রী ছেড়ে শুরু হয়েছে পুলিশ কর্তাদেরই জেরা করা হচ্ছে। গত বছরের আগস্টেই সারদা কাণ্ডে চার আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতার পুলিশের দুই ডেপুটি পুলিশ কমিশনারকে জেরা করা হবে।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের/The News বাংলা

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, অতিরিক্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আইজি রেল তমাল বাসু ও প্রাক্তন যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম পল্লবকান্তি ঘোষকে জেরার জন্য ডেকেছিল সিবিআই। রাজ্য স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে মেল করে চার পুলিশ অফিসারকে জেরা করার কথা জানানো হয়েছিল। এদের সবাইকেই ডাকা হয়েছিল সল্ট লেক সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে।

আরও পড়ুনঃ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটের ‘সারদা ইস্যু’

বিভিন্ন সময়ে রাজীব কুমার সহ এই চার পুলিশ অফিসারের বিরুদ্ধেই সারদা তদন্তে তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে। বিরোধী বিজেপি, সিপিএম ও কংগ্রেসের তরফ থেকেও সারদা তদন্তকারী এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে বারবার অভিযোগ করা হয়েছিল। শাসক দলের সুবিধা করে দিতেই, এই পুলিশ অফিসাররা সারদা জালিয়াতি কাণ্ডে প্রথম থেকেই তথ্যপ্রমান ও কাগজপত্র লোপাট করে দিয়েছেন বলেই অভিযোগ করেছিলেন বিরোধী নেতারা।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের/The News বাংলা

সারদা কাণ্ডে সেইসব ‘মিসিং লিংক’ পেতেই বারবার সরাসরি তদন্তকারী আইপিএস অফিসারদেরই জেরা করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই, এমনটাই সিবিআই সূত্রে জানা গেছে। কোন জালিয়াতি কাণ্ডে এতজন আইপিএস অফিসারকে ডেকে জিজ্ঞাসাবাদ করার ঘটনাও দেশ তথা রাজ্যে প্রথম। আর এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ড। তবে এইসব তদন্ত ও ডেকে পাঠানোকে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

সারদা চিটফান্ড কাণ্ডে রাজীব কুমার সহ পুলিশ অফিসারদের পর এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে কলকাতার পুলিশের দুই ডেপুটি পুলিশ কমিশনারকে জেরা করা হবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে একটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট। এই দুজন হলেন আইপিএস ও ডিসি এসটিএফ মুরলীধর শর্মা ও আইপিএস ও ডিসি এসইডি কল্যাণ মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের
সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের/The News বাংলা

ইতিমধ্যেই ইডি বা এনফোর্সমেনট ডিরেক্টরেট এর চিঠি পৌঁছে গিয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে। সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ওই দুই আইপিএস ও ডিসি র‍্যাঙ্কের অফিসারকে।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে

সারদা ও রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে ইতিমধ্যেই জেলের ঘানি টেনে এসেছেন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। এবার কি তাহলে পুলিশ অফিসারদের পালা? ঘটনা যেদিকে এগুচ্ছে সেটাই মনে হচ্ছে। অবশ্য লোকসভা ভোটের পর দেশে পট পরিবর্তন হলে এই অবস্থারও যে পরিবর্তন হবে তা বলাই যায়।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

চিটফান্ড জালিয়াতি কাণ্ডের তদন্তে তদন্তকারী অফিসারদেরই বারবার ডেকে জেরা করতে হয় আর তাঁদের সততা প্রমাণে নামতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তাহলে সেই তদন্তের ভবিষ্যৎ কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এই সারদা ও রোজভ্যালি চিটফান্ড জালিয়াতি কাণ্ডে আদৌ কি দোষীদের শাস্তি হবে? আশঙ্কার প্রশ্ন কিন্তু অনেক আগেই উঠেছে। তবে চিটফান্ড ক্ষতিগ্রস্তরা যে আর তাদের টাকা ফেরত পাবেন না, সেটাই আসতে আসতে স্পষ্ট হচ্ছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জেলেই সুমন চট্টোপাধ্যায়, সিবিআই নজরে বাংলার আরও তিন সাংবাদিক https://thenewsbangla.com/suman-chattopadhyay-is-in-jail-three-more-bengal-journalists-are-in-the-radar-of-cbi/ Fri, 28 Dec 2018 13:57:12 +0000 https://www.thenewsbangla.com/?p=4870 The News বাংলা, কলকাতাঃ জামিন না মেলায় নতুন বছরের শুরুটা জেলেই কাটাতে হবে বাংলার অন্যতম সেরা সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে। এদিকে চিটফান্ড কাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে, বাংলার আরও তিন সাংবাদিককে যে কোনদিন গ্রেফতার করতে পারে সিবিআই। সিবিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

এদিকে ফের জামিনের আর্জি খারিজ করে সিবিআই হেফাজত থেকে এবার জেল হেফাজতেই পাঠানো হল সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে। আগামী ৯ই জানুয়ারি পর্যন্ত সুমনবাবুকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ভুবনেশ্বর আদালত। ওড়িশার খুরদা রোড জেলে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

আরও পড়ুন: চোখ রাখুন বাংলায় কবে প্রকাশ পাবে নতুন ভোটার তালিকা

নতুন বছর জেলেই কাটবে বাংলার প্রখ্যাত এই সাংবাদিকের। জানা গেছে, চিটফান্ডের বেআইনি টাকায় কেনা সুমন চট্টোপাধ্যায় এর বিভিন্ন ব্যাংক এক্যাউনট ও তার প্রায় ১২টি বিলাসবহুল ফ্লাটের দিকেও নজর পরেছে সিবিআই-য়ের। সূত্রের খবর, বাংলার প্রায় ৫ জন সাংবাদিকের আয়-ব্যয় ও সম্পত্তি নিয়ে এখন খোঁজখবর করছে সিবিআই।

আরও পড়ুন: হাজার হাজার রুটি নষ্ট করে কৃষক আন্দোলনে ইতিহাস বাংলার বামেদের

গত বৃহস্পতিবার আইকোর মামলায় গ্রেফতার করা হয় সুমন চট্টোপাধ্যায়কে। মূলত চিটফান্ডের টাকা হাতানো, আয় সঙ্গতি, তথ্য গোপন সহ একাধিক মামলায় গ্রেফতার করা হয় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে। জামিন বাতিল করে, প্রথমে তাকে সিবিআই হেফাজতে পাঠানো হয়। পরে সিবিআই হেফাজত শেষে জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেয় ভুবনেশ্বরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আরও পড়ুন: ভিড়ে ঠাসা কলকাতা মেট্রোতে আগুন ও ধোঁয়া, অসুস্থ বহু

এদিকে, যে কোনও মুহূর্তে একই পরিণতি হতে পারে বাংলার আরও তিন সাংবাদিকের। বিভিন্ন চিটফাণ্ড থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে এদের বিরুদ্ধে। এই অভিযোগের তথ্য-নথিও সিবিআই সংগ্রহ করেছে বলেই জানা গেছে। হাতে এসেছে কিছু ছবিও। ফলে, এই তিন সাংবাদিকের মাথার ওপর মহা-বিপদের কালো মেঘ ভালোভাবেই জমেছে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি

এই তিনজনই সে আশঙ্কার কথা ভালো করেই জানেন। এদের একজন এখন মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজ্যের বাইরের কোনও মিডিয়া হাউসে যোগ দেওয়ার। একাধিক হাউসে ইন্টারভিউও দিয়েছেন। একসময় বৃহত্তম সংবাদপত্র গোষ্ঠীতে থাকা সাংবাদিকটি এখন ছোট একটি মিডিয়াতে যুক্ত। বাকি দুজনের অবস্থাও একই। বিনিদ্র রজনী আর উচ্চ রক্তচাপকে সঙ্গী করে দিন পার করছেন।

আরও পড়ুন: EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

সুমন চট্টোপাধ্যায় তিন দশকেরও বেশি সময় বাংলা ভাষায় সাংবাদিকতা করেছেন। গ্রেফতারের সময় তিনি একটি বাংলা দৈনিকের সম্পাদক ছিলেন। এছাড়া, একদা টেলিভিশন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সাংবাদিক এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও। তার বিরুদ্ধে এখনও মামলা চলছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

আইকোর, এমপিএস, সারদা ও চক্রের মতো চিটফান্ড সংস্থাগুলির কাছ থেকে বিপুল অর্থ নেওয়ার অভিযোগে কাঠগড়ায় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিত্ব ও আমলাদের সঙ্গে বৈঠক ও নানা ধরনের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চিটফান্ড সংস্থাগুলিকে। তার বদলে টাকা নিয়েছেন সুমনবাবু। সবমিলিয়ে ৫০ কোটি টাকা তিনি হাতিয়েছেন বলে সিবিআই সূত্রের খবর।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

এর আগে সারদা মামলায় তাঁকে জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেকটরেট। সূত্রের খবর ঠিক এই একই অভিযোগে, যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন এই রাজ্যের আরও তিন বিশিষ্ট সাংবাদিক। একাধিক চিটফান্ড থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও। তাদের বিরুদ্ধে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রমাণ চলে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

ফলে এই তিন সাংবাদিক গ্রেফতার হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র বলেই মনে করা হচ্ছে। এই তিন সাংবাদিক তাঁদের দিল্লির প্রভাব খাটিয়ে সিবিআই-এর হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। এখন দেখার এই তিন সাংবাদিক কবে গ্রেফতার হন। তবে অনেকেই মনে করছেন এই তিন সাংবাদিক লোকসভার আগেই গ্রেফতার হতে পারেন। সব মিলিয়ে বাংলা সংবাদমাধ্যম কলঙ্কময় অধ্যায়ের মধ্য দিয়েই যাচ্ছে।

]]>