China – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 22 Mar 2019 17:50:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg China – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ক্যানসারের বিরুদ্ধে অবিশ্বাস্য লড়াই দুই বছরের শিশুর https://thenewsbangla.com/2-year-olds-unbelievable-fight-against-life-taking-cancer/ Fri, 22 Mar 2019 16:57:52 +0000 https://www.thenewsbangla.com/?p=9019 চিনের দুই বছরের এক শিশু ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মুখোমুখি। কোনভাবেই সে হার মানতে রাজি নয়। বড়দের মতই তার ধৈর্য্য ও সহ্যশক্তি। শিশুটির নিত্যদিনের জীবনযাপন নিয়ে ভিডিও তৈরি করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। ইতিমধ্যে সেটি ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যম ফেসবুক ও টুইটারে।

আরও পড়ুনঃ লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক

গল্পটি দু-বছরের এক শিশুর। নাম হাইহাই। মাত্র এক বছর বয়সেই রক্তের জটিল রোগ লিউকেমিয়া ধরা পড়ে তার। সে সময় থেকেই নিজে নিজে বেড়ে উঠতে শেখে হাইহাই। কেননা ঠাকুমা স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ায় তার বাবাকে বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হয়। কিন্তু এ নিয়ে হাইহাই তেমন জ্বালাতন করে না।

আরও পড়ুনঃ রাজনৈতিক ব্যক্তিত্বে ভরা তৃণমূলের তারকা তালিকা নির্বাচন কমিশনে

বিস্বাদ ঔষুধ সে নিজে নিজেই খেয়ে নেয় বিনা বাধায়। যখন ইনজেকশন করে তার শরীর থেকে রক্ত বের করে নেওয়া হয় তখনও সহযোগিতা করে হাইহাই। কিন্তু চিকিৎসার জটিল প্রক্রিয়াটি যখন সহ্যের সীমা ছাড়ায় তখন তার কান্নায় হৃদয় ভাঙে তার মায়েরও। কেমোথেরাপির যন্ত্রণাময় সেসব দিন শেষ হলে হাইহাই ঘরে ফিরে আসে। মায়ের হাতের তৈরি প্রিয় খাবার খায় আনন্দের সঙ্গে।

আরও পড়ুনঃ ভোটের গানে বিপাকে বাবুল, কমিশনের হাতে টুইট অস্ত্র

চিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় এখন হাইহাইয়ের বিভিন্ন ভিডিও। যা থেকে কিছুটা আয়ও করেন আর্থিক টানাপোড়েনে থাকা তার বাবা-মা। ক্যানসারের সঙ্গে হাইহাই আর তার পরিবারের লড়াইর এই গল্প নিয়ে ভিডিওটি তৈরি করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। যা এখন পর্যন্ত এক কোটি বারের বেশি দেখা হয়েছে ফেসবুকে।

আর এই অসামান্য লড়াই নজর টেনেছে গোটা বিশ্বের। পৃথিবীর সব দেশের মানুষ দেখেছেন এই ভিডিও। মারণ ব্যাধির বিরুদ্ধে এই লড়াই মুগ্ধ করেছে গোটা বিশ্বকে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মোদীর অরুণাচল সফর নিয়ে চিনকে উপযুক্ত জবাব দিল ভারত https://thenewsbangla.com/india-responds-well-to-china-for-narendra-modis-visit-to-arunachal-pradesh/ Sat, 09 Feb 2019 12:47:06 +0000 https://www.thenewsbangla.com/?p=6657 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল সফর নিয়ে আপত্তি তুলেছিল। শনিবার মোদীর অরুণাচল সফর নিয়ে এবার চিনকে উপযুক্ত জবাব দিল ভারত। ভারতের রাজ্যে ভারতের প্রধানমন্ত্রী যাবেন, তাতে কেউ নাক গলাতে পারে না, চিনকে জানিয়ে দিল ভারত।

আরও পড়ুনঃ সমাজের রীতি ভেঙে বাংলার স্কুলে একি করল সুন্দরী ছাত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশ সফর নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল চিন। মোদীর অরুণাচল সফর নিয়ে এক প্রশ্নের জবাবে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, “চিন-ভারত সীমান্তের প্রশ্নে চিনের অবস্থান স্পষ্ট। চিন সরকার কোনওদিনই তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়নি। চিন-ভারত সীমান্তের পূর্ব অংশে ভারতের নেতাদের সফরের তীব্র বিরোধী চিন’।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলা দিয়েই শুরু হচ্ছে বাংলার নতুন একটি শিল্প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আসাম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতে বহু প্রকল্পের উদ্বোধন করছেন। গুয়াহাটির কাছে চাংসারিতে মোদী প্রায় ১৭ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। এগুলির মধ্যে আছে গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মধ্যে সংযোগকারী ব্রহ্মপুত্রের ওপর ৬ লেন বিশিষ্ট একটি সেতু। তিনি বারাউনি-গুয়াহাটি প্রাকৃতিক গ্যাস পাইপ লাইনে নুমালিগড়ে একটি জৈব পরিশোধনাগারের শিলান্যাস করবেন। তিনি চাংসারিতে একটি জনসভায় ভাষণ দেবেন।

আরও পড়ুনঃ সার্কিট বেঞ্চ উদ্বোধন করে দিয়ে মমতার ‘বাড়া ভাতে’ ছাই দিলেন মোদী

প্রধানমন্ত্রী ইটানগর ও আগরতলাও যাবেন। তিনি ইটানগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। হলঙ্গিতে তিনি গ্রীনফিল্ড বিমান বন্দরের শিলান্যাস করবেন। সেলা সুড়ঙ্গ পথ নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। এটি নির্মিত হলে তাওয়াং উপত্যকা অঞ্চলের সঙ্গে সারা বছরেই যোগাযোগ বজায় থাকবে।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

প্রধানমন্ত্রী ইটানগরের ইন্দিরা গান্ধী পার্কে অরুণাচল প্রদেশের জন্য ডিডি অরুণ প্রভা নামে দূরদর্শনের একটি নতুন চ্যানেল উদ্বোধন করবেন। এটি হবে দূর্দর্শনের ২৪তম চ্যানেল। তিনি রাজ্যে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশান প্রতিষ্ঠান এফটিটিআই এর একটি স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পুনে ও কলকাতার পর এটি হবে তৃতীয় এফটিটিআই।

আরও পড়ুনঃ কেন্দ্রে ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করে দেবে কংগ্রেস

সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী আগরতলা যাবেন। তিনি এখানে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে একটি ফলকের আবরণ উন্মোচনের মাধ্যমে গারজি-বেলনিয়া রেল লাইন জাতির উদ্দেশ্যে সমর্পণ করবেন। এই রেল সংযোগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে ত্রিপুরার ভূমিকা বৃদ্ধি করবে।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

এর আগেও ভারতের মানচিত্রে থাকা বিভিন্ন জায়গার নামকরণ করে শোরগোল ফেলেছিল চিন। ভারত সীমান্তের এপারে দখল করার সেই স্বপ্নকে একেবারে মুখের উপর জবাব দিয়ে দিল ভারত। ভারতের বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েকটা জায়গার নামকরণ করেই প্রতিবেশী দেশ যেন অবৈধ অধিকারকে বৈধ বলে দাবি না করে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ’।

আরও পড়ুনঃ মমতার বাংলায় ১ লাখ চাকরির প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি

দালাই লামার অরুণাচল প্রদেশ সফরের জবাবে যেভাবে সেখানকার ৬টি জায়গার নাম চীন বদলে দিয়েছিল, তাতেও তীব্র আপত্তি জানিয়েছিল নয়াদিল্লি। তিব্বতী ধর্মগুরুকে অরুণাচলে যাতে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তার জন্যও চাপ সৃষ্টি করেছিল চিন। কিন্তু তাতে পাত্তা না দিয়ে দলাইকে দেওয়া অনুমতি বহাল রাখে কেন্দ্র।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

এরই পাল্টা জবাবে চিন ঘোষণা করেছিল, ‘তারা ভারতের উত্তরপূর্বের অরুণাচল প্রদেশের ৬টি জায়গার সরকারি নাম বদলে নতুন নাম দিয়েছে। তাদের দাবি ছিল, অরুণাচল যেহেতু তিব্বতের অংশ, তাই সেখানকার জায়গার নাম বদলের পদক্ষেপে কোনও অন্যায়ই নেই’।

আরও পড়ুনঃ রাজীব কুমার ও কুনাল ঘোষ দুজনকেই শিলংয়ে ডাকল সিবিআই

এবার প্রধানমন্ত্রী মোদীর সফরকে ঘিরেও চিন আপত্তি তোলায় উপযুক্ত জবাব দিল ভারত। ভারত যে প্রতিবেশীর এই আচরণ বরদাস্ত করতে তৈরি নয়, তা স্পষ্ট করে দিয়ে ভারতের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র জানান, “অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। আপনার প্রতিবেশী দেশের জায়গার নাম বদলে বা সেখানকার নতুন নাম আবিষ্কার করলেই সেই জায়গা বেআইনি ভাবে দখল করে রাখাটা বৈধ হয়ে যায় না”।

আরও পড়ুনঃ বেকার যুবকদের মুখে হাসি ফুটিয়ে বাংলায় তৈরি হচ্ছে ১০ লক্ষ চাকরি

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর পরিষ্কার জানিয়ে দিয়েছে, “অরুণাচলের প্রতিটি ইঞ্চি ভারতের। ভারতের নেতারা আগেও গেছেন অরুণাচল প্রদেশে, এখনও যাচ্ছেন, পরেও যাবেন, অন্য কোন দেশের তাতে কিছুই বলার নেই। এটা ভারতের আভ্যন্তরীণ ব্যপার”। চিনকে যোগ্য জবাব দিল ভারত, বলছে আন্তর্জাতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন https://thenewsbangla.com/india-worried-china-building-most-advanced-naval-warships-for-pakistan/ Wed, 23 Jan 2019 17:38:35 +0000 https://www.thenewsbangla.com/?p=5933 ভারতের বিরুদ্ধে এক হয়েছে চিরশত্রু পাকিস্তান ও চিন। এবার, ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন। আরব সাগরে ভারতের দাদাগিরি ঘোচাতে এবার চিন থেকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ কিনছে পাকিস্তান।

আরও পড়তে পারেনঃ চিনের জন্য নিজেদের মাথার চুল কাটছে পাকিস্তানের নারী পুরুষ

চিন পাকিস্তানের জন্য একটি ‘অত্যাধুনিক যুদ্ধজাহাজ’ বানানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলে জানিয়েছে চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম। নির্মাণাধীন এই জাহাজটিই চিনা নৌবাহিনীর অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেটের নতুন সংস্করণ হতে চলেছে। আর এটি তৈরি হচ্ছে বন্ধু পাকিস্তানের জন্য।

ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা
ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা

চিনের সংবাদমাধ্যমগুলো বলছে, ভারত মহসাগরে ‘ক্ষমতার ভারসাম্য’ নিশ্চিত করার লক্ষে বেইজিং এই অত্যাধুনিক যুদ্ধজাহাজটি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে। চায়না ডেইলির প্রতিবেদনগুলিকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলিও এই তথ্য জানিয়েছে।

আরও পড়তে পারেনঃ দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

আধুনিক সমরাস্ত্র সজ্জিত ও সনাক্তকরণ ব্যবস্থাসম্পন্ন নতুন এই যুদ্ধজাহাজটি বিমান, সাবমেরিন এবং অন্যান্য যে কোন জাহাজের আক্রমণ প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছে চিনের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাহাজনির্মাতা প্রতিষ্ঠান সিএসএসসি।

পাকিস্তান এবং চিনের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় অস্ত্র চুক্তি অনুযায়ী ইসলামাবাদ এই ধরনের অন্তত ৪টি যুদ্ধজাহাজ চেয়েছিল, যার মধ্যে এটিই প্রথম তৈরি হচ্ছে।

ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা
ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা

যে যুদ্ধ জাহাজটি চিন পাকিস্তানকে দেবে সেই নতুন যুদ্ধজাহাজটি ০৫৪এপি শ্রেণীর বলে পাকিস্তানের নৌবাহিনী সূত্রে জানানো হয়েছে। এর আগেই ঠিক হয়, পাকিস্তানকে সাবমেরিন দিয়ে সাহায্য করবে চিন।

চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ০৫৪এ শ্রেণীর জাহাজের ওপর ভিত্তি করেই নতুন এই জাহাজটি বানান হচ্ছে বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

আরও পড়তে পারেনঃ পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

জাহাজটি নির্মাণ শেষ হলে এটিই হবে প্রযুক্তিগত দিক দিয়ে পাকিস্তান নৌবাহিনীর জন্য একটি বড় ধরনের সংযোজন। যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির সক্ষমতা বৃদ্ধি পাবে। সেইসঙ্গে শান্তি ও স্থিতিশীলতা এবং ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য রক্ষাতেও ভূমিকা রাখবে এই জাহাজ। এমনটিই বলেছে চিনের রাষ্ট্রীয় এই গণমাধ্যমটি।

ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা
ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিচ্ছে চিন/The News বাংলা

চিন ইতিমধ্যেই আফ্রিকার জিবুতিতে একটি সামরিক ঘাঁটি বানিয়েছে। ঋণের বিনিময়ে শ্রীলঙ্কার নিকট হতে ৯৯ বছরের জন্য ইজারা নিয়েছে। কৌশলগতভাবেও খুবই গুরুত্বপূর্ণ হাম্বানটোটা সমুদ্র বন্দরটি।

আরও পড়তে পারেনঃ নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

উল্লেখ্য, চিন-পাকিস্তানের অর্থনৈতিক করিডোরটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতর দিয়ে যাওয়ায় ভারত শুরু হতেই এই প্রকল্পের চরম বিরোধিতা করে আসছে। ভারত বিরোধিতা করলেও চিন তার কাজ অব্যাহত রয়েছে।

জানা গেছে, ৪টি জাহাজ চলে এলে পাকিস্তানের নৌ শক্তি বেশ শক্তিশালী হয়ে যাবে। এই খবরে বেশ চিন্তায় ভারতও। আরব সাগর ও ভারত মহাসাগরে এর ফলে ভারত-পাক লড়াই যে আরও জোরদার হতে চলেছে তা বলাই যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ

মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান

মোদীর বিরুদ্ধে ইন্দিরা তাস খেলতে রাহুলের কংগ্রেসে প্রিয়াঙ্কা

জন্মদিনে নেতাজি সুভাষের মৃত্যুদিন নিয়ে ছেলেখেলা রাহুলের কংগ্রেসের

রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

ব্রিগেড থেকে ফিরেই ভোলবদল, মমতা নয় রাহুলকেই প্রধানমন্ত্রী চাইলেন নেতারা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে ‘সেরা’ ভারত https://thenewsbangla.com/india-beat-the-world-and-china-on-the-first-day-of-new-year-2019/ Wed, 02 Jan 2019 07:45:33 +0000 https://www.thenewsbangla.com/?p=5097 The News বাংলা: কোথায় পরিবার পরিকল্পনা? কোথায় ‘হাম দো হামারা দো’-র পর ‘হাম এক হামারা এক’? নতুন বছরের প্রথম দিনেই মানুষ জন্মের বিচারে বিশ্বের সব দেশকে টেক্কা ভারতের। এমনকি বিশ্বের সবচেয়ে বেশি লোকসংখ্যার দেশ চীনকেও অনেক পিছনে ফেলে দিয়েছে ভারত।

আরও পড়ুন: নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির

পরিবার পরিকল্পনা সত্ত্বেও দেশের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। আর এই বৃদ্ধিতে আপাততঃ ১৩৬ কোটির ভারত টেক্কা দিচ্ছে ১৪১ কোটির চীনকেও। এমনই রিপোর্ট প্রকাশ করেছে ইউনিসেফ। ১লা জানুয়ারীতেও শিশু জন্মের হারে ভারত অনেক এগিয়ে চীনের চেয়ে।

আরও পড়ুন: ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে সেরা ভারত/The News বাংলা
নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে সেরা ভারত/The News বাংলা

গোটা বিশ্বে ২০১৯ এর ১লা জানুয়ারী জন্মানো শিশুদের মধ্যে ১৮ শতাংশ জন্মেছে ভারতে। মঙ্গলবার ইউনিসেফের পক্ষে দেওয়া হিসেবে ভারত বছরের প্রথম দিনে ৬৯ হাজার ৯৪৪ নবজাতককে স্বাগত জানিয়েছে পৃথিবীতে। এই সংখ্যাটা চিনের ক্ষেত্রে ৪৪ হাজার ৯৪০। ১লা জানুয়ারী জন্মহারে ভারত চীনের চেয়ে এগিয়ে প্রায় ২৫০০০!

আরও পড়ুনঃ দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

ইউনিসেফের ওই রিপোর্টে বলা হয়েছে ভারত ও চীনের পর এই তালিকায় তিন নম্বরে রয়েছে নাইজেরিয়া। সে দেশে বছরের প্রথম দিনে শিশু জন্মের সংখ্যা ২৫ হাজার ৬৮৫। পাকিস্তান ১৫১১২ জন বাচ্চার জন্ম দিয়ে চতুর্থ স্থানে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদসংস্থা পিটিআই-এর দাবি, ইউনিসেফের ওই রিপোর্টে আরও বলা হয়েছে গোটা বিশ্বে ২০১৯ এর প্রথম দিনে জনসংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭২ জন। প্রায় চার লাখ নবজাতকের মধ্যে সবার উপরে থেকে ভারতের সংযোজন প্রায় ৭০ হাজার নবজাতক।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে সেরা ভারত/The News বাংলা
নববর্ষের প্রথম দিনেই গোটা বিশ্ব ও চীনকে টেক্কা দিয়ে সেরা ভারত/The News বাংলা

আরও পড়ুন: পুরীর ‘স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল’ এর কিছু মনমুগ্ধকর ছবি

১লা জানুয়ারী বিশ্বে যে ৩ লাখ ৯৫ হাজার ৭২ শিশুর জন্ম হয়েছে তার মধ্যে প্রায় অর্ধেক মাত্র ৭টি দেশে। ভারত, চীন, নাইজিরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আমেরিকা ও কঙ্গোতে। রিপোর্ট ইউনিসেফের। ছোট দেশ হয়েও শতাংশর হিসাবে বেশ এগিয়ে প্রতিবেশী বাংলাদেশ। ১লা জানুয়ারী জন্ম হয়েছে ৮৪২৮ জন শিশুর।

আরও পড়ুনঃ নতুন বছরে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড কমতে চলেছে

গোটা বিশ্বে ২০১৯ এর প্রথম দিনে জনসংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭২। আর ভারতে বেড়েছে ৬৯৯৪৪। প্রায় ১৮ শতাংশ। ভারতের এই হিসাব চমকে দিয়েছে গোটা বিশ্বকে। ফ্যামিলি প্লানিং বলে আদৌ কিছু আছে ভারতে, প্রশ্ন গোটা বিশ্বের।

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

১লা জানুয়ারী কোথায় জন্ম নিল কত শিশু? একনজরে বিশ্বের প্রথম ৭ টি দেশ। ১ লা জানুয়ারী এই সাতটি দেশেই জন্ম হয়েছে বিশ্বের অর্ধেক শিশুর।

১. ভারত: ৬৯৯৪৪ ২. চীন: ৪৪৯৪০ ৩. নাইজিরিয়া: ২৫৬৮৫ ৪. পাকিস্তান: ১৫১১২ ৫. ইন্দোনেশিয়া: ১৩২৫৬ ৬. আমেরিকা: ১১০৮৬ ৭. কঙ্গো: ১০০৫৩।

]]>
মহাকাশ লড়াইয়েও ভারতের কাছে হারছে পাকিস্তান https://thenewsbangla.com/india-defeats-pakistan-in-space-fight-also/ Fri, 26 Oct 2018 08:13:02 +0000 https://www.thenewsbangla.com/?p=1524 নিউ দিল্লী: ভারত ৩ : ১ পাকিস্তান। সামনের মহাকাশ লড়াইয়েও পাকিস্তানকে টেক্কা দিতে চলেছে ভারত। চীনের সাহায্যে ২০২২ সালে প্রথমবারের জন্য মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারতের প্রতিবেশি ‘চিরশত্রু’ পাকিস্তান। তবে ঐবছরই আরও ৩ জনকে মহাকাশে পাঠাচ্ছে ভারত।

চীনের সাহায্য নিয়ে ২০২২-এ প্রথম মহাকাশে মানুষ পাঠাবে পাকিস্তান। প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের প্রথম বেজিং সফরের আগেই এই ঘোষণা করলেন পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি। পাক তথ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২২-এ পাকিস্তানের প্রথম মহাকাশ অভিযানের পরিকল্পনা করা হয়েছে।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ফেডেরাল ক্যাবিনেটের বৈঠকে তা অনুমোদিতও হয়েছে। মন্ত্রী বলেছেন, পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন ও একটি চীনা কোম্পানির মধ্যে এ ব্যাপারে মৌ বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই বছরেই চিনা উৎক্ষেপণ যানের মাধ্যমে দুটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের নিজস্ব কোন পরিকাঠামো নেই। তাই বন্ধু দেশ চীনই এ ব্যাপারে বড় ভরসা পাকের।

আগামী, ৩ নভেম্বর চীন সফরে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি খেকিয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি। বন্ধু চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতেই যাচ্ছেন ইমরান। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়া এমনিতেই চাঙ্গা। চিনা সামরিক যন্ত্রাংশের বড় ক্রেতাদের অন্যতম পাকিস্তান।

ভারতের চিন্তা বাড়িয়ে, ক্রমশই ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান ও চীন। আর তারই জের ধরে এবার ইসলামাবাদকে সামরিক দিক থেকে আরও শক্তিশালী করার দিকে নজর দিয়েছে বেইজিং। আগেই জানা গেছে, পাকিস্তানের জন্য চীনে আটটি সাবমেরিন তৈরি হচ্ছে। এই সাবমেরিনগুলো পাকিস্তানের হাতে চলে গেলে বেশ চাপে পড়বে ভারত।

সূত্রের খবর, প্রজেক্ট হাঙ্গুরের আওতায় সাবমেরিন তৈরি করছে চীন। খুব শীঘ্রই সেগুলো পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে। খবরে প্রকাশ, ভারতের হাতে এখন পর্যন্ত ১৬টি সাবমেরিন রয়েছে। আর পাকিস্তানের সাবমেরিন সংখ্যা ১০। নতুন এই সাবমেরিনগুলো পাকিস্তানের হাতে পৌঁছে গেলে তাদের সাবমেরিনের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া চীনের তৈরি নতুন এই সাবমেরিনগুলো সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে বলে জানা গেছে, যা বেশ চিন্তা বাড়িয়েছে ভারতের।

সামরিক শক্তি বারাবার পাশাপাশি চীনা মহাকাশ যানও ভারতের উপর নজর রাখছে বলে জানা গেছে। এখন বন্ধু চীনের হাত ধরে মহাকাশ অভিযানেও নামছে পাক। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চীনের সাহায্যে সামরিক ভাবে ভারতকে চাপে রাখতে চায় পাক। আর মহাকাশ স্যাটেলাইটের মাধ্যমে ভারতকে চাপে রাখতে চায় চীন।

তবে বন্ধু চীনের দাক্ষিণ্যে মহাকাশ অভিযানে গেলেও, সেই ভারতের কাছেই আবার হারতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তবে চীন-পাকের ‘অশুভ’ বোঝাপড়া কড়া নজরেই রেখেছে ভারতের প্রতিরক্ষা দফতর।

]]>