China Violates Airspace – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Aug 2022 10:39:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg China Violates Airspace – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের, ব্যবস্থা নেওয়ার ‘হুঁশিয়ারি’ দিল ভারত https://thenewsbangla.com/china-violates-airspace-on-ladakh-border-india-gives-warning-to-take-action/ Sat, 06 Aug 2022 10:37:26 +0000 https://thenewsbangla.com/?p=15859 লাদাখ সীমান্তে বারবার আকাশসীমা লঙ্ঘন চিনের; এবার রীতিমত হুঁশিয়ারি দিল ভারত। ২০২০ সালে যখন চিনের পিপলস লিবারেশন আর্মি দলে দলে তাদের সেনা, সীমান্ত সংলগ্ন এলাকায় মোতায়েন করা শুরু করেছিল; তখন থেকেই সীমান্তের পরিবেশ ক্রমেই ঘোরালো হতে শুরু করেছিল। তবে বারবার চিনের বিমানের সীমান্ত দিয়ে উড়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক; আগামী-দিনে এটা যাতে না হয় সেটা নিশ্চিত করতে চিনকে সতর্ক করল ভারত।

সীমান্তে আকাশসীমা লঙ্ঘন এবং প্ররোচনা দেওয়ার ঘটনা নিয়ে; ফের এক দফা বৈঠক সারলেন ভারত-চিন সামরিক পর্যায়ের কর্তারা। গত ২রা অগস্ট এই বৈঠক হয়; পূর্ব লাদাখের চুশুল-মোন্ডো সীমান্ত এলাকায়। চিন সেনা যেভাবে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করছে; তা নিয়ে সরব হয় ভারত। এই ধরনের ঘটনায় যাতে ভবিষ্যতে না ঘটে; বৈঠকে তার বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ইতিহাসে চেপে দেওয়া ঘটনা, পাঠান ও সুলতান রাজত্বের যম বাংলার ‘রায়বাঘিনী’

গত একমাসের বেশি সময় ধরে পূর্ব লাদাখ এলাকায়; চিনের বিমানবাহিনীর আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে তীব্র আপত্তি জানায় ভারত। এই ধরনের উস্কা’নিমূলক কার্যকলাপ যাতে আর না হয়; সেই ব্যাপারে নয়াদিল্লির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। চিন-বাহিনী তাদের যুদ্ধবিমানের মহড়া; পূর্ব লাদাখের সীমান্ত ঘেঁষা এলাকাতেও চালাচ্ছে। সেই সময়ই চিনা বিমানের উপস্থিতিকে ঘিরে; ভারত প্রশ্ন তুলেছে। এরপর কিছু ঘটলে, ভারতীয় বায়ুসেনাও নিয়ম মেনেই পদক্ষেপ নেবে; পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে চিনকে। বৈঠকে উভয়পক্ষের বিমানবাহিনী ও সেনাকর্তারা উপস্থিত ছিলেন।

]]>