Chief Minister Yogi Adityanath – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 12 May 2022 07:16:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Chief Minister Yogi Adityanath – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মুম্বাইয়ের পর কলকাতায় অফিস খুলতে চলেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার https://thenewsbangla.com/yogi-adityanath-up-govt-is-going-to-open-an-office-in-kolkata-after-mumbai/ Thu, 12 May 2022 07:15:18 +0000 https://www.thenewsbangla.com/?p=15069 মুম্বাইয়ের পর কলকাতায় অফিস খুলতে চলেছে; যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ, এই রাজ্যে আসেন; কাজের তাগিদে। কেউ আসেন ব্যবসার স্বার্থে; কেউ আসেন শ্রমিকের কাজ করতে; কেউ আসেন চাকরির স্বার্থে। বাংলায় বসবাসকারী উত্তরপ্রদেশের সেইসব নাগরিকদের সুবিধার্থে; কলকাতায় একটি অফিস খুলতে পারে যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক; নিজেই একথা জানিয়েছেন।

পেটের তাগিদে দেশের বিভিন্ন কোণে ছড়িয়ে রয়েছেন; উত্তরপ্রদেশের বাসিন্দারা। তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগকে; আরও মসৃণ করতে বিভিন্ন রাজ্যে দফতর তৈরির পথে চলছে যোগী আদিত্যনাথের সরকার। মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে; এমন একটি কার্যালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে এমন কার্যালয় হতে পারে কলকাতাতেও। এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

শুধু বাংলা নয়। পেটের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে; ছড়িয়ে রয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা। মুম্বই শহরেই অন্তত ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ থাকেন, কাজ করেন; যাঁদের আদি বাড়ি উত্তরপ্রদেশে। তাঁদের সুবিধার জন্য এ বার মুম্বইয়ে তৈরি হতে চলেছে; যোগী আদিত্যনাথ সরকারের অফিস। এ কথা সম্প্রতি জানিয়েছে উত্তরপ্রদেশের সরকার।

এই প্রসঙ্গেই সাক্ষাৎকারে ব্রজেশ বলেন; “ব্যবসা কিংবা চাকরির জন্য উত্তরপ্রদেশের অনেক মানুষ; রাজ্যের বাইরে বসবাস করেন। তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগ, আরও মসৃণ করতে; এবার উদ্যোগী হয়েছে আদিত্যনাথের সরকার। তাঁরা কোনও সমস্যায় পড়লে যাতে দ্রুত তাঁদের সহায়তা পৌঁছে দেওয়া যায়; তা নিশ্চিত করতে মুম্বইয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছি”। মুম্বাইয়ের পর এবার কলকাতা বা দিল্লিতেও; এই ধরনের অফিস খোলা হতে পারে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

এক সাক্ষাৎকারে ব্রজেশ পাঠক জানিয়েছেন; “মুম্বইয়ে যেমন ইউপি ভবন তৈরি হবে; আগামী দিনে তেমন কলকাতা বা দিল্লিতেও হতে পারে। সেখানে উত্তরপ্রদেশের অনাবাসী বাসিন্দারা গিয়ে থাকতে পারবেন। কোনও সমস্যায় পড়লে সরাসরি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে; যোগাযোগ করতে পারবেন”।

উত্তরপ্রদেশ সরকার বারবার দাবি করে আসছে; ‘যোগীর আমলে রাজ্যে কর্মসংস্থান বেড়েছে’। অথচ, সেই যোগী সরকারই ভিনরাজ্যে পেটের দায়ে কাজ করতে যাওয়া মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য; দেশের বিভিন্ন শহরে অফিস খোলার সিদ্ধান্ত নিচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ঘুরিয়ে রাজ্যে কর্মসংস্থানের বেহাল দশার কথা; স্বীকার করে নিল যোগী আদিত্যনাথ সরকার?

]]>
মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী, মন্তব্য আদিত্যনাথের https://thenewsbangla.com/yogi-adityanath-says-alliance-has-faith-in-ali-we-have-faith-in-bajrang-bali/ Wed, 10 Apr 2019 05:06:51 +0000 https://www.thenewsbangla.com/?p=10418 উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোটে সামিল হয়েছে সপা, বসপা ও আরএলডি। মহাজোটে সামিল না হলেও কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি। বিজেপি যখন কড়া হিন্দুত্বের পথে আপোষ করছে না, তখন মহাজোটের শরীকরাও কখনো সফট হিন্দুত্ব আবার কখনও সংখ্যালঘু ভোটব্যাংকের কথা মাথায় রেখে এগোচ্ছেন। আর তাতেই বিজেপির হিন্দুত্বের সুর তীব্র করার রাস্তা প্রশস্ত করে দিচ্ছে মহাজোটের শরীকরা।

আরও পড়ুনঃ প্রচারেই প্রার্থীকে মারধর বাংলায়, কেন্দ্রীয় বাহিনী কোথায় উঠছে প্রশ্ন

রবিবার উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির যৌথ জনসভা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রকাশ্য জনসভায় নির্বাচনী আচরণ বিধি না মেনেই মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে কংগ্রেসকে ভোট না দিয়ে মহাজোটকে ভোট দিতে বলেন। বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়, সেক্ষেত্রে মুসলিমদের ভোট কংগ্রেসকে না দিয়ে সপা(সমাজবাদী পার্টি) ও বসপার(বহুজন সমাজবাদী পার্টি) মহাজোটকে দিতে অনুরোধ করেন তিনি। এবার তারই পরিপ্রেক্ষিতে মায়াবতীর পাল্টা দিলেন যোগী আদিত্যনাথ।

আরও পড়ুনঃ ছত্তিশগড়ে বিজেপি নেতার কনভয়ে ভয়ঙ্কর মাওবাদী হামলায় মৃত বিধায়ক সহ ছয়

মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জোটসঙ্গীরা নির্বাচনী মঞ্চে “আলী আলী” বলে ভোটের আবদার করছে; বজরঙ বলীর সমর্থকরা কিছুতেই এটা মেনে নেবে না। মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী বলে তিনি মন্তব্য করেন। বিজেপি ছাড়া হিন্দুদের অন্য কোনো অপশন নেই বলেও তিনি জানিয়ে দেন।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ভরাডুবির আশঙ্কা, ইঙ্গিত সমীক্ষায়

এর আগেই যোগী আদিত্যনাথ কংগ্রেসের জোটসঙ্গী মুসলিম লীগকে ভাইরাস বলে উল্লেখ করেছিলেন এবং ভোটেরদেরও কংগ্রেস সম্পর্কে সচেতন করেছিলেন।সংখ্যালঘু অধ্যুষিত নিশ্চিত আসনে লড়ছেন রাহুল গান্ধী। আর তাতেই মুসলিম লীগ সহ বিভিন্ন মুসলিম সংগঠন তাদের ইসলামী পতাকা নিয়ে উপস্থিত থাকছেন কংগ্রেসের জনসভাগুলোতে। আর এতেই রাহুলকে কটাক্ষ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী তার নির্বাচনী জনসভায় মুসলিম লীগের সম্পর্কে বলেছিলেন, এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যু অবধারিত।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার পুনরায় মুসলিম লীগকে ভাইরাস বলে উল্লেখ করেন যোগী এবং এই ভাইরাসে কংগ্রেস সহ সপা, বসপা, আরএলডি তথা মহাজোটের জোটসঙ্গীরা সকলেই আক্রান্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

আগামীকাল উত্তরপ্রদেশে প্রথম দফার নির্বাচন। উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কংগ্রেসের সভায় মুসলিম লীগের পতাকা, ভাইরাস বলে কটাক্ষ যোগীর https://thenewsbangla.com/yogi-adityanath-says-congress-is-infected-by-muslim-league-virus/ Fri, 05 Apr 2019 10:40:14 +0000 https://www.thenewsbangla.com/?p=10077 কেরালায় সংখ্যালঘু অধ্যুষিত নিশ্চিত আসনে লড়ছেন রাহুল গান্ধী। আর তাতেই বিভিন্ন মুসলিম সংগঠন তাদের ইসলামী পতাকা নিয়ে উপস্থিত থাকছেন কংগ্রেসের জনসভাগুলোতে। আর এতেই রাহুলকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুনঃ ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা

এদিন যোগী আদিত্যনাথ কংগ্রেসের জোটসঙ্গী মুসলিম লীগকে ভাইরাস বলে উল্লেখ করেন এবং ভোটেরদেরও কংগ্রেস সম্পর্কে সচেতন করেন। যোগী তার নির্বাচনী জনসভায় মুসলিম লীগের সম্পর্কে বলেন, এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যু অবধারিত।

আরও পড়ুনঃ মোদী কি করে প্রধানমন্ত্রী হল ভগবান জানে, মাথাভাঙায় বিস্ফোরক মমতা

এর আগেও অমিত শাহ এবং স্মৃতি ইরানী রাহুলকে দক্ষিন ভারতে লড়ার ব্যাপারে কটাক্ষ করেছিলেন। অমিত শাহ বলেছিলেন, রাহুল গান্ধী এমন একটি আসন থেকে লড়ছেন, যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগুরু। সংখ্যাগুরু হিন্দুদের ভোটে রাহুল ভরসা করতে পারছেন না বলে অনেকে কটাক্ষ করেছেন।

স্মৃতি ইরানী উল্টে রাহুলকে বলেছেন, আমেঠীতে হার অপেক্ষা করছে রাহুল গান্ধীর জন্য, তাই তিনি কেরালা থেকে নিরাপদ আসনে লড়তে চলেছেন। শুধু বিজেপিই নয়, কংগ্রেসকে সাম্প্রদায়িক দল বলতে ছাড়েনি সিপিএমও।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেরালায় কংগ্রেস জোট করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML), স্যোসাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) সাথে। দুটি সংগঠনের বিরুদ্ধেই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের নামে অস্ত্র প্রশিক্ষণ শিবির চালানোর অভিযোগ এনেছিল এনআইএ (NIA)। এদিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাথে জামাত ই ইসলামীর যোগসাজশ প্রমাণিত হয়েছে বহুবার।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML) ও স্যোসাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) সক্রিয় বেশ কিছু সদস্যকে ২০১৪ লোকসভা নির্বাচনের ঠিক আগেই অস্ত্র সমেত গ্রেফতারও করা হয়েছিল। দুই দলেরই ২৪ জন সক্রিয় কর্মী সেবার গ্রেফতার হয়।

এসডিপিআই এর তরফে ২০১৪ সালে স্থানীয় একটি স্কুলে বন্দে মাতরম গাইবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। হাত জোড় করে প্রনাম করার রীতিরও বিরুদ্ধাচারণ করেছিল তারা। তাদের বক্তব্য, এতে সংখ্যালঘুদের ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
যোগী আদিত্যনাথকে আদৌ বাংলায় নামার অনুমতি দেবে মমতা ব্যানার্জী সরকার https://thenewsbangla.com/mamata-banerjee-government-not-allow-yogi-adityanaths-helicopter-to-land-in-bengal/ Mon, 04 Feb 2019 11:06:47 +0000 https://www.thenewsbangla.com/?p=6374 বাঁকুড়াতেও বাতিল। রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর সোমবার বাঁকুড়া। কোনোরকমেই যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামানোর অনুমতি পাচ্ছে না বঙ্গ বিজেপি। ফলে ম্যাড়ম্যাড়ে হয়ে যাচ্ছে বিজেপির একের পর এক সভা। যোগী আদিত্যনাথকে কি বাংলায় নামার অনুমতি দেবে না মমতার সরকার? প্রশ্ন বিজেপির। যোগী আদিত্যনাথ এর মত ভিভিআইপির চপার নামাবার মত হেলিপ্যাড দেখাচ্ছে না বিজেপি, দাবি জেলা প্রশাসনের।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

না কোনরকমেই যোগী আদিত্যনাথকে বাংলায় নামার অনুমতি দিচ্ছে না মমতা সরকার। রবিবারের পর ফের সোমবার। রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি মমতা সরকার। তারপর উনি ফোনের মাধ্যমে দুটি সভায় বক্তৃতা রাখেন। ফোনে জনসভায় কথা বলার সময় যোগী বলেন, “আমি নির্ধারিত সময়েই সভায় যোগ দিতাম, কিন্তু তৃণমূল ভয়ে আমাকে সভা করতে দেয়নি। আর সেই জন্যই মোদীজির ডিজিট্যাল ইন্ডিয়ার মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছালাম”। উনি বলেন, “বাংলার মমতা ব্যানার্জীর নেতৃত্বে থাকা তৃণমূল সরকার গণতন্ত্র বিরোধী এবং জন সাধারণ বিরোধী”।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

তাঁর হেলিকপ্টার নামার অনুমতি না দেওয়ায়, যোগী আদিত্যনাথ বলেন, “পশ্চিমবঙ্গের প্রশাসন তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মত কাজ করছে”। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার ফোনের মাধ্যমে সভাতে ভাষণ দেওয়ার সময় বলেন, “পশ্চিমবঙ্গের সরকার অরাজকতাকে সমর্থন করে রাষ্ট্রীয় সুরক্ষার সাথে ছিনিবিনি খেলছে। এই সরকার বিজেপিকে চরম ভয় পায়, তাই মমতা ব্যানার্জীর সরকার প্রথমে অমিত শাহ-এর রথযাত্রা আর এখন আমাকে আটকানোর চেষ্টা করল। আমি গোটা পশ্চিমবঙ্গের মানুষকে মমতা ব্যানার্জীর এই অগণতান্ত্রিক এবং অরাজকতার সরকারের বিরুদ্ধে লড়ার জন্য আবেদন করছি”।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বালুরঘাট ও রায়গঞ্জ এর দুটি সভাতেই হাজির হওয়ার কথা ছিল, কিন্তু যোগীর হেলিকপ্টার এরাজ্যের মাটিতে না নামতে দেওয়ার জন্য উনি ফোনের মাধ্যমে সভা করতে বাধ্য হন। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লোকপ্রিয়তাকে ভয় পেয়েই মমতা ব্যানার্জী প্রত্যেকদিন তাঁর সভা করতে দিচ্ছে না”।

আরও পড়ুনঃ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের

তবে তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সমাবেশে লোক না হওয়ার জন্যই আসছেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তাঁর মত ভিভিআইপি-র হেলিপ্যাডও সমাবেশের কাছে ঠিক মত তৈরি করছে না বিজেপি। তবে এই নিয়ে জেলায় জেলায় তৃনমূল-বিজেপি ঝামেলা প্রতিদিন লেগেই আছে। আর লোকসভা ভোট পর্যন্ত এই ঝামেলা চলতেই থাকবে বলেই মনে করা হচ্ছে।

]]>
ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন https://thenewsbangla.com/kumbh-mela-is-going-to-be-start-known-all-about-the-prayagraj-ardh-kumbh-mela/ Wed, 09 Jan 2019 10:48:26 +0000 https://www.thenewsbangla.com/?p=5359 The News বাংলা: আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কুম্ভ মেলা। শুরু হবে অর্ধকুম্ভের পুণ্য স্নান ও মেলা। সেজে উঠেছে গোটা এলাহাবাদ বা এখন প্রয়াগরাজ। জেনে নিন কুম্ভমেলা কি ও কখন কখন হয়।

আরও পড়ুন কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

কুম্ভমেলা একটি হিন্দু উৎসব। এই উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসাবে এলাহাবাদ(এখন প্রয়াগরাজ) পূর্ণকুম্ভে ২০১৩ সালে ১০ কোটিরও বেশি মানুষ এসেছিলেন। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদে(এখন প্রয়াগরাজ) অর্ধকুম্ভ মেলা বসে।

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা
ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা

প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। হিসাব করলে দেখা যায় প্রতি তিন বছর অন্তর চার জায়গার কোথাও না কোথাও কুম্ভমেলা বসছে, তা সে পূর্ণই হোক বা অর্ধ। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগেই মমতার ঘর ভাঙছেন মুকুল, সৌমিত্রকে দিয়ে শুরু
আরও পড়ুনঃ সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

কুম্ভমেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকের ত্র্যম্বকেশ্বরে। সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে। বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে। এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা আয়োজিত হয়।

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা
ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা

সূর্য, চন্দ্র ও বৃহস্পতির রাশিগত অবস্থান অনুযায়ী মেলা আয়োজনের তিথি(তারিখ) নির্ধারিত হয়। কুম্ভমেলা নদীকেন্দ্রিক। প্রতি মেলাস্থলের সঙ্গে এক বা একাধিক নদী জড়িয়ে আছে। কারণ বিশেষ বিশেষ তিথিতে পুণ্যস্নানই হল কুম্ভমেলার প্রধান অঙ্গ।

এলাহাবাদে মেলা বসে গঙ্গা-যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর সঙ্গমে। আর হরিদ্বারে বইছে গঙ্গা, উজ্জয়িনীতে শিপ্রা এবং নাসিকে গোদাবরী। গোদাবরী তীরে নাসিকে পুণ্যস্নান দু জায়গায় হয়। বৈষ্ণবরা স্নান করেন নাসিকের রামকুণ্ডতে আর শৈবরা স্নান করেন নাসিক থেকে ৩০ কিলোমিটার দূরে ত্র্যম্বকেশ্বরে।

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা
ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন/The News বাংলা

১৮৩৮ সালে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক হিংসার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হিন্দু পুরাণে বলা আছে, সমুদ্র মন্থন করে অমৃত কুম্ভের হাঁড়ি পাওয়ার পর দেবতারা যখন সেই হাঁড়ি নিয়ে পালাচ্ছিলেন, তখন হাঁড়ি থেকে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল যে চার জায়গায়, সেখানেই বসে কুম্ভমেলা।

আরও পড়ুনঃ উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

আরও পড়ুনঃ ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

সেই কুম্ভমেলাকে কেন্দ্র করেই পর্যটনে জোর দিয়েছে যোগী সরকার। ৪ হাজার ৩০০ কোটি টাকা পরিকাঠামো খাতে বরাদ্দ করেছে যোগীর উত্তরপ্রদেশ সরকার। আর তাতেই অস্থায়ী শহর হিসাবে প্রয়াগরাজের নাম উঠে গেল বিশ্বরেকর্ড-এর তালিকায়।

কুম্ভের নজিরবিহীন প্রস্তুতি। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে অর্ধকুম্ভের পুণ্য স্নান ও মেলা। এই উপলক্ষে এই বছর যে প্রস্তুতি নিয়েছে যোগীর রাজ্য প্রশাসন তা এককথায় নজিরবিহীন। সম্প্রতি নাম পরিবর্তন হওয়া প্রয়াগরাজের গা ঘেঁষে তৈরি হয়েছে স্বল্প সময়ের জন্য আস্ত একটা শহর। যা একটা বিশ্বরেকর্ড। অস্থায়ী শহর হিসাবে যার নাম উঠে গেল বিশ্বরেকর্ড-এর তালিকায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দেশ জুড়ে সমালোচনার জেরে ‘গরু কাণ্ডে’ নিহত পুলিশ কর্মীর বাড়িতে যোগী https://thenewsbangla.com/cm-yogi-adityanath-in-the-home-of-the-policeman-who-was-killed-in-cows-slaughter-case/ Thu, 06 Dec 2018 04:13:40 +0000 https://www.thenewsbangla.com/?p=3576 The News বাংলা, বুলন্দশহরঃ উত্তরপ্রদেশের বুলন্দশহরে গো-রক্ষকদের তাণ্ডবের বলি পুলিশ ইনস্পেক্টর সুবোধ কুমার সিংহকে কি পরিকল্পিত ভাবেই খুন করা হয়েছে? দাদরি-কাণ্ডের প্রথম তদন্তকারী আধিকারিক সুবোধকে খুনের পিছনে কি গেরুয়া বাহিনীর হাত রয়েছে? এই ঘটনায় বিজেপি, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর নেতাদের নাম জড়ানোর পর এমনটাই অভিযোগ উঠছে। বৃহস্পতিবার নিহত পুলিশ কর্মীর পরিবারের সঙ্গে দেখা করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরও পড়ুনঃ ‘গরু তাণ্ডবে’ যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম

তেলেঙ্গনায় ভোট প্রচারে থাকায় ঘটনার এতদিন পর বৃহস্পতিবার নিহত পুলিশ কর্মীর পরিবারের সঙ্গে দেখা করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নিয়ে বিরোধীদের তোপের মুখে যোগী। নিহত পুলিশ কর্মীর পরিবার চক্রান্তের অভিযোগ তোলার পরই টনক নড়েছে যোগী আদিত্যনাথ সরকার এর, দাবী বিরোধীদের।

সমালোচনার জেরে 'গরু কাণ্ডে' নিহত পুলিশ কর্মীর বাড়িতে যোগী/The News বাংলা
সমালোচনার জেরে ‘গরু কাণ্ডে’ নিহত পুলিশ কর্মীর বাড়িতে যোগী/The News বাংলা

সুবোধ-খুনে পুলিশের এফআইআরে প্রধান অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বজরং দলের নেতা যোগেশ রাজের নাম। ঘটনায় জড়িত থাকার অভিযোগে যোগেশ ছাড়া আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ভিএইচপি নেতা উপেন্দ্র রাঘব ও বিজেপি যুবমোর্চা দলের নেতা শিখর আগরওয়ালও। আরও ৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর মধ্যেই আসছেন যোগী আদিত্যনাথ।

আরও পড়ুনঃ জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ

এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যোগী সরকার। অন্য পুলিশকর্মীরা সুবোধকে কেন উন্মত্ত জনতার সামনে একা ছেড়ে দিয়েছিলেন, তা-ও খতিয়ে দেখবে একটি বিশেষ তদন্তকারী দল(এসআইটি)।

সমালোচনার জেরে 'গরু কাণ্ডে' নিহত পুলিশ কর্মীর বাড়িতে যোগী/The News বাংলা
সমালোচনার জেরে ‘গরু কাণ্ডে’ নিহত পুলিশ কর্মীর বাড়িতে যোগী/The News বাংলা

সুবোধের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে ৪০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে যোগী সরকার। এ ছাড়া, তাঁর মা-বাবাকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। সেই সঙ্গে সুবোধের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। তবে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন,’উত্তরপ্রদেশেই এমনটা হচ্ছে কেন? সরকার তো পুলিশকর্মীদেরই সুরক্ষা দিতে পারছে না’।

আরও পড়ুনঃ ‘অনুগ্রহ করে সব টাকা নিন’ বিজয় মালিয়ার টাকা ফেরতের সিদ্ধান্ত

জেডিইউ নেতা পবন বর্মার দাবি, ‘হিংসা ও ঘৃণার ভিত্তিতে রাজনীতি এবং ধর্মকে মেলানো হচ্ছে। এমনটা হলে এই পরিণতিই হবে’। বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি অবশ্য জানিয়েছেন,’বুলন্দশহরের ঘটনা মানবিকতার পক্ষে লজ্জাজনক। দোষীদের শাস্তিতে কড়া ব্যবস্থা নেবে বলে ইতিমধ্যেই জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার’।

উত্তরপ্রদেশের এডিজি (আইন-শৃঙ্খলা) আনন্দ কুমার জানিয়েছেন, ৪৭ বছরের সুবোধ কুমার সিংহ দাদরি-কাণ্ডের প্রথম তদন্তকারী আধিকারিক ছিলেন। তিনি বলেন,’২০১৫-র ২৮ সেপ্টেম্বর থেকে সে বছরের ৯ নভেম্বর পর্যন্ত ওই মামলার তদন্তের দায়িত্বে ছিলেন সুবোধ।

সমালোচনার জেরে 'গরু কাণ্ডে' নিহত পুলিশ কর্মীর বাড়িতে যোগী/The News বাংলা
সমালোচনার জেরে ‘গরু কাণ্ডে’ নিহত পুলিশ কর্মীর বাড়িতে যোগী/The News বাংলা

পুলিশ সূত্রের খবর, দাদরি-কাণ্ডের তদন্তে নেমে বেশ কিছু পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেছিলেন সুবোধ। এমনকি, গো-হত্যার গুজবে খুন হওয়া মহম্মদ আখলাকের বাড়ির ফ্রিজ থেকে মাংসের নমুনাও সংগ্রহ করেন তিনি। ওই তদন্তের মাঝপথেই তাঁকে বারাণসীতে বদলি করা হয়েছিল। মাস দুয়েক আগে বদলি হয়ে বুলন্দশহরের সানায় দায়িত্ব গ্রহণ করেন তিনি।

আরও পড়ুনঃ রাহুলের ‘রাফায়েল’ অ্যাটাকের জবাবে মোদীর হাতে ‘মাইকেল’

সোমবার উত্তরপ্রদেশের বুলন্দশহরের সানা এলাকায় গ্রামের বাইরে জঙ্গল লাগোয়া একটি মাঠে প্রায় ২৫টি গরুর মাংস পড়ে থাকতে দেখা গিয়েছে বলে গুজব রটে। গো-হত্যার প্রতিবাদে ওই মাংস ট্রলি-ট্র্যাক্টরে ভরে সাতসকালেই এলাকায় পথ অবরোধ-বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে সেই অবরোধ সরাতে সেখানে পৌঁছন সুবোধ কুমার সিংহ-সহ পুলিশকর্মীরা। মুহূর্তেই বিক্ষোভ-প্রতিবাদ তাণ্ডবে পরিণত হয়।

সমালোচনার জেরে 'গরু কাণ্ডে' নিহত পুলিশ কর্মীর বাড়িতে যোগী/The News বাংলা
সমালোচনার জেরে ‘গরু কাণ্ডে’ নিহত পুলিশ কর্মীর বাড়িতে যোগী/The News বাংলা

বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশি সংঘর্ষের বলি হন সুবোধ। সুবোধকে প্রথমে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। এর পর দুষ্কৃতীরা তাঁর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে তাঁকে গুলি করে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, সুবোধের বাঁ-চোখের নীচে গুলির ক্ষত ছিল। সুবোধ ছাড়াও এলাকার একজন ব্যক্তিও মারা যান।

আরও পড়ুনঃ ‘ভগবান’ সরাসরি টাকা নিয়ে হাজির ভক্তের সমস্যা মেটাতে

সুবোধ কুমারের গাড়ির চালক রাম আসর জানিয়েছেন, আহত পুলিশ কর্মকর্তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় উত্তেজিত জনতা দ্বিতীয়বারের মতো তাদের আক্রমণ করে। জনতা তাদের গাড়ি ঘিরে ফেললে প্রাণ বাঁচাতে তিনি গাড়ি রেখে পালিয়ে যান। জনতা এরপর পুলিশ ফাঁড়িতেও আগুন ধরিয়ে দেয়।

মোবাইলে রেকর্ড করা একটি ভিডিও তে দেখা যাচ্ছে, সুবোধ কুমার গাড়ির মধ্যে নিস্তেজ হয়ে পড়ে আছেন। গাড়ির কাঁচ চুরমার করা এবং দরজাগুলো খোলা। জনতা তাঁর সরকারি পিস্তল ও মোবাইল ফোনটিও নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার তদন্ত করতে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। ভিডিওতে দেখা যাওয়া দাঙ্গাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাথমিক তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। চক্রান্তের অভিযোগ তোলা, নিহত পুলিশ অফিসার সুবোধ কুমারের স্ত্রী ও পরিবারকে মুখ্যমন্ত্রী যোগী আজ কি সান্ত্বনা দেন তিনি সেটাই দেখার।

]]>
‘গরু তাণ্ডবে’ যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম https://thenewsbangla.com/bjp-bajrang-vhp-leaders-names-in-yogi-polices-cow-slaughter-case/ Tue, 04 Dec 2018 10:26:28 +0000 https://www.thenewsbangla.com/?p=3489 The News বাংলা, বুলন্দশহর: যোগীর রাজ্যে যোগীর পুলিশের খাতায় এবার যোগীর দলের নেতাদেরই নাম। উত্তরপ্রদেশের বুলন্দশহরে গরু নিয়ে খুন ও ঝামেলায় উঠে এল এক বিজেপি নেতার নাম। উঠে এসেছে হিন্দুত্ববাদী সংগঠন ভিএইচপি ও বজরং দলের বেশ কয়েকজন নেতার নাম।

আরও পড়ুনঃ জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ

গরু নিয়ে খুন ও হিংসায় যোগীর রাজ্য পুলিসের খাতায় উঠে এল বিজেপি, বজরং দল ও ভিএইচপি সদস্যদের নাম। সোমবারের তান্ডবের ঘটনায় পুলিশের এফআইআর-এ গেরুয়া বাহিনীর নেতাদেরই নাম। এদের প্রত্যেককেই খুঁজছে পুলিশ।

যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম/The News বাংলা
যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম/The News বাংলা

উঠে এসেছে বজরং দলের জেলা প্রধান যোগেশ রাজ এর নাম। এছাড়াও ভিএইচপি র উপেন্দ্র রাঘব ও বিজেপি যুব মোর্চার শিখর আগারওয়াল এর নামেও এফআইআর করা হয়েছে। আর এটাই চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে কেন্দ্রের শাসক দলকে। যোগীর রাজ্যে যোগীর পুলিশ এর এফআইআর-এই যোগীর দলের নেতাদের নাম।

আরও পড়ুন: ‘ভগবান’ সরাসরি টাকা নিয়ে হাজির ভক্তের সমস্যা মেটাতে

উত্তরপ্রদেশে গোরক্ষকদের তাণ্ডব এর তদন্ত করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। বেআইনিভাবে গোহত্যার প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার জ্বালিয়ে দেওয়া হয় পুলিশ ফাঁড়ি। পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে মৃত্যু হয় পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংহের। পুলিশের গুলিতেও মৃত্যু হয় সুমিত (২০) নামে এক স্থানীয় তরুণের। জেলাশাসক অনুজ কুমার ঝা গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছে।

যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম/The News বাংলা
যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম/The News বাংলা

সোমবার, বুলন্দশহরের মৌ-এর বাসিন্দারা গ্রামের পাশে জঙ্গলে গরু ও বাছুরের দেহাংশ পড়ে থাকতে দেখেন। স্থানীয় পুলিশ ফাঁড়িতে সেই দেহাংশ নিয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীদের একাংশ এবং একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা।

অবরোধ করা হয় বুলন্দশহর-গড় হাইওয়ে। অবরোধ তুলতে গেলে হিংসা ছড়ায় বলে অভিযোগ। শুরু হয় ইটবৃষ্টি। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। তিন ঘণ্টা ধরে চলে তাণ্ডব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এর মধ্যেই গুলি লেগে মারা যায় পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংহ ও এক বিক্ষোভকারী সুমিত।

আরও পড়ুন: ‘তিন মাস বিয়ে বন্ধ’ তুঘলকি নির্দেশে বিতর্কে যোগী সরকার

মীরাট জোনের এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গড়া হয়েছে, তারাই তদন্ত করবে এই ঘটনার। এছাড়াও এডিজি (গোয়েন্দা) ও ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দু’দিনের মধ্যে তদন্ত রিপোর্ট চেয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম/The News বাংলা
যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম/The News বাংলা

তদন্ত রিপোর্ট পেলেই মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে যোগী সরকার। কিন্তু বিরোধীদের অভিযোগ, প্রশাসন ছেড়ে এখন পাঁচরাজ্যে নির্বাচনের প্রচার নিয়েই বেশি ব্যস্ত বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী। বিরোধীদের কটাক্ষ, যে রাজ্যে মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে ভিনরাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে তো আইনশৃঙ্খলার এই হালই হবে!

আরও পড়ুন: Exclusive: ভারতবাসীকে ‘জ্ঞান’ দেওয়া প্রিয়াঙ্কা নিজে কি করলেন

২০১৪-এর লোকসভা নির্বাচনের আগে এই গো-রক্ষকদের তাণ্ডবেই হিংসা ছড়িয়েছিল উত্তরপ্রদেশেরই মুজাফ্ফরনগরে। বিজেপির বিরুদ্ধে উঠেছিল মেরুকরণের রাজনীতির অভিযোগ। পরে লোকসভা থেকে বিধানসভা ভোটে বিপুল জয় পায় বিজেপি।

কিন্তু, সম্প্রতি উপনির্বাচনে যোগী আদিত্যনাথের লোকসভা কেন্দ্র গোরক্ষপুর এবং উপ মুখ্যমন্ত্রী কেশবচন্দ্র মৌর্যর লোকসভা কেন্দ্র ফুলপুরেও হেরে যায় বিজেপি। তাই অনেকেরই প্রশ্ন, ২০১৯-এর লোকসভার আগে ফের কি সেই গোরক্ষার নামে মেরুকরণের রাজনীতিতেই ফিরছে গেরুয়া শিবির?

যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম/The News বাংলা
যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম/The News বাংলা

উত্তরপ্রদেশের এই পরিস্থিতির নিন্দা করে সরব হয়েছে সব ক’টি বিরোধী দল। তাদের বক্তব্য, একের পর এক জায়গার নাম পাল্টে হিন্দুত্বের জিগির তুলছে যোগী আদিত্যনাথের সরকার। এতে ধর্মীয় উন্মাদনা বাড়ছে। পাশাপাশি, রাজ্যের আইনশৃঙ্খলা ক্রমশ ভেঙে পড়ছে। খুন-ধর্ষণ-ধর্মীয় গোলমালের ঘটনা বেড়েই চলেছে।

এখন দেখার বিষয় এটাই যে, যোগীর প্রশাসন নিজের দলের নেতাদের বিরুদ্ধে ও হিন্দু সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে আদৌ কোন ব্যবস্থা নিতে পারে কিনা।

]]>