Chief Justice of India – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 10 Jan 2019 15:55:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Chief Justice of India – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান https://thenewsbangla.com/narendra-modi-led-select-committee-removes-alok-verma-as-cbi-director/ Thu, 10 Jan 2019 15:51:56 +0000 https://www.thenewsbangla.com/?p=5437 The News বাংলা: নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছেই বহাল থাকল। দুদিনের মধ্যেই ফের অপসারিত সিবিআই প্রধান অলোক বর্মা। প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন তিন সদস্যের সিলেক্ট কমিটির বৈঠকে ফের সিবিআই প্রধানকে অপসারনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার আড়াই ঘণ্টা ধরে চলা সিলেক্ট কমিটির বৈঠকের সিদ্ধান্তেই ফের অপসারন করা হয় অলোক বর্মাকে। মোদীর ইচ্ছে মতই ফের অন্তর্বর্তী সিবিআই প্রধান নাগেশ্বর রাও।

আরও পড়ুনঃ ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলের নেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই সিলেক্ট কমিটিতে থাকার কথা। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া কেউই বৃহস্পতিবার এর বৈঠকে ছিলেন না। প্রত্যেকেই নিজের নিজের প্রতিনিধি পাঠিয়েছিলেন। আইআরসিটিসি- দুর্নীতি মামলায় অলোক বর্মার বিরুদ্ধে আসা ভিজিল্যান্স কমিশনের রিপোর্টের ভিত্তিতেই এই অপসারনের সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেসের তরফে থাকা মল্লিকার্জুন খাড়গে একমাত্র সিবিআই প্রধান এর পক্ষে ভোট দেন। প্রধান বিচারপতির প্রতিনিধি ও প্রধানমন্ত্রী নিজে অপসারণের পক্ষে ভোট দেন।

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান/The News বাংলা
নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান/The News বাংলা

জানুয়ারির ৮ তারিখেই সিবিআই প্রধান আলোক বর্মা বনাম কেন্দ্র মামলায় হার হয়েছিল মোদী সরকারের। সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, ‘অলোক বর্মার অপসারণ সম্পূর্ণ বেআইনি। গত মঙ্গলবার থেকেই কাজে যোগ দিতে পারবেন সিবিআই প্রধান অলোক বর্মা’। তবে তিনি কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একা নিতে পারবেন না বলেই নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। সিবিআই প্রধান অলোক বর্মাকে ছুটিতে পাঠিয়ে কেন্দ্রের জারি করা ২৩শে অক্টোবরের নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

গত ২৩ অক্টোবর মধ্যরাতে নজিরবিহীনভাবে সিবিআইয়ের এই শীর্ষকর্তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সিবিআই ডাইরেক্টর অলোক বর্মা। কেন্দ্রের সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করে, তাঁর সেই আবেদন মঞ্জুর করে দেশের সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে একাধিক ইস্যুতে স্বস্তি পান সিবিআই ডাইরেক্টর। অলোক বর্মাকে তাঁর পদে পুনর্বহালের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে জানানো হয়, সিবিআইয়ের কাজে কেন্দ্র কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কল ও কে এম জোসেফের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেয়।

আদালতের এই রায়কে স্বাগত জানায় কংগ্রেস-সহ অন্য বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল, বাম সহ বিজেপি বিরোধী দলগুলি এই রায়ের পর প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। যদিও বিজেপির তরফ থেকে এটাকে কেন্দ্রের হার মানতে রাজি হননি নেতারা। কিন্তু লোকসভা ভোটের আগে এটা যে বিজেপির পক্ষে বড় ধাক্কা তা বলেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান/The News বাংলা
নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান/The News বাংলা

কিন্তু দুদিনের মধ্যেই আবার বিষয়টা উল্টে গেল। ফের সিবিআই প্রধানকে অপসারনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার শুধু কেন্দ্র নয়। তিন সদস্যের সিলেক্ট কমিটি এই সিদ্ধান্ত নিল। এই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন প্রধান বিচারপতির প্রতিনিধি বিচারপতি এ কে সিকরি। বৈঠকে রাহুল গান্ধীর তরফে ছিলেন মল্লিকার্জুন খাড়গে। অলোক বর্মার বিরুদ্ধে ভিজিল্যান্স কমিশনের রিপোর্টের ভিত্তিতেই অপসারনের সিদ্ধান্ত নেওয়া হয় ২-১ ভোটে। মল্লিকার্জুন খাড়গে একমাত্র সিবিআই প্রধান এর পক্ষে ভোট দেন।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

মন্দির মনোরঞ্জনের জায়গা নয়, স্বর্ণমন্দিরে নিষিদ্ধ সেলফি ছবি ভিডিও

পদে ফেরার ৪৮ ঘণ্টার মধ্যে ৫ অফিসারকে বদলি করার নির্দেশ দেন অলোক বর্মা। পাশাপাশি, ১০ অফিসারের বদলির নির্দেশ রদ করেন তিনি। যেসব অফিসারদের বদলি করার নির্দেশ বর্মা দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন, জেডি অজয় ভাটনগর, ডিআইজি এমকে সিনহা, ডিআইডি তরুণ গৌবা, জেডি মুরুগেশন, এডি একে শর্মা। এনিয়ে সরকারের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলে গুঞ্জন। সেই সব সিদ্ধান্তই আবার বাতিল করে দেবে মোদী সরকার। নরেন্দ্র মোদীর ইচ্ছে মতই ফের অন্তর্বর্তী সিবিআই প্রধান নাগেশ্বর রাও।

এদিকে অলোক বর্মাকে অপসারণের পরই সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। বিশিষ্ট আইনজীবী প্রশান্তভূষণ বলেন, অলোক বর্মাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে কীভাবে তাঁকে সরিয়ে দেওয়া যায়? অলোক বর্মাকে সরানো নিয়ে মোদীকে ফের নিশানা করেছে কংগ্রেসও। দলের পক্ষ থেকে এক টুইটে বলা হয়েছে, অলোক বর্মাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী ফের মনে করিয়ে দিলেন তিনি সিবিআই বা যৌথ সংসদীয় কমিটির দ্বারা রাফায়েল তদন্তে ভয় পান।

আরও পড়ুনঃ

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

ভোটের হাতিয়ার, লোকসভার পর রাজ্যসভাতেও পাস হিন্দু সংরক্ষণ বিল

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই https://thenewsbangla.com/ayodhya-ram-mandir-babri-masjid-case-5-judge-constitution-bench-to-begin-hearing-title-dispute-from-january-10/ Tue, 08 Jan 2019 14:19:44 +0000 https://www.thenewsbangla.com/?p=5313 The News বাংলা: আগামী বৃহস্পতিবার ১০ই জানুয়ারী থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ লড়াই। শুনানির জন্য প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হল। গোটা দেশ তাকিয়ে এই মামলার দিকে।

আরও পড়ুনঃ বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

সুপ্রিম কোর্টে অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদ লড়াইয়ের শুনানির জন্য প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হল। প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি এস এ বৌবদে, বিচারপতি এন ভি রামানা, বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এই ডিভিশন বেঞ্চের উপর নির্ভর করছে অযোধ্যার ফয়সালা।

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই/The News বাংলা
গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই/The News বাংলা

গত ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার আবেদন শোনা হয়। কিন্তু, তা এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। ১০ জানুয়ারি মামলার শুনানির দিন ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ। মামলাটির শুনানির জন্য মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ গঠন করা হল।

২০১০ সালে অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি তিন ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। রায়ে ওই জমি সমান তিন ভাগে ভাগ করে মামলাকারী তিনটি পক্ষকে দেওয়ার নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুনঃ

ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি

যদিও রায়ে খুশি হয়নি মামলাকারী কোনও পক্ষই। রাম জন্মভূমি ন্যাস বা রাম লালা, নির্মোহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ড এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সেই থেকে শুরু হয়েছে মামলা।

এদিকে লোকসভা নির্বাচন যতই এগোচ্ছে ততই মন্দির নির্মাণের জন্য চাপ বাড়ছে মোদী সরকারের ওপরে। আর এবার চাপ আসছে ঘরের ভিতর থেকেই। সে আরএসএস এর শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ হোক বা শরিক শিবসেনা। অযোধ্যায় রাম মন্দির না হওয়ায় প্রত্যেকেই সুর চড়িয়েছেন মোদীর বিজেপির বিরুদ্ধে।

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই/The News বাংলা
গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই/The News বাংলা

৫ বছর সরকারে থেকেও মন্দির না বানাতে পারায় মোদীকে আক্রমণ করতে ছাড়ছে না কেউই। আদালতের প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় অর্ডিন্যান্স জারি করে মন্দির তৈরির রাস্তা পরিষ্কার করুক সরকার, এমন দাবিও উঠেছে।

মঙ্গলবার শীর্ষ আদালত শুনানির জন্য পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করে জানিয়েছে, ১০ জানুয়ারি শুনানি শুরু হবে। লোকসভা ভোটের আগেই রায় চাইছে বিজেপি। সেক্ষেত্রে এই রায়কেই ২০১৯ ভোটের হাতিয়ার করতে পারবে মোদী-অমিত শাহরা। কারণ বিরোধীদের রাফায়েল আক্রমণ থেকে বাঁচতে রাম মন্দির বড় ভরসা নরেন্দ্র মোদীর বিজেপির।

আরও পড়ুনঃ

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাম মন্দির না বাবরি মসজিদ, সুপ্রিম কোর্টে শুরু আসল লড়াই https://thenewsbangla.com/ram-mandir-or-babri-mosque-the-real-battle-started-in-the-supreme-court/ Mon, 29 Oct 2018 05:51:37 +0000 https://www.thenewsbangla.com/?p=1617 নিউ দিল্লি: রাম মন্দির না বাবরি মসজিদ, অযোধ্যায় বিতর্কিত জমির মালিকানা কার ? আসল লড়াই শুরু হল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চে মূল মামলার শুনানি শুরু হল।

রাম মন্দির না বাবরি মসজিদ ? জানা যায়, মসজিদটি ১৫২৭ খ্রীষ্টাব্দে ভারতের প্রথম মুঘল সম্রাট বাবরের আদেশে নির্মিত হয় এবং তাঁর নাম অনুসারে নামাঙ্কিত হয়। মুঘল সম্রাট বাবর ১৫২৬ খ্রিষ্টাব্দে উত্তর ভারতের কিছু অংশ দখল করেন। তার মধ্যে অযোধ্যাও ছিল।

Image Source: Google

কিন্তু শাসন সংক্রান্ত সংগঠন গড়ে তোলার আগেই বাবর মারা যান। বাবরি মসজিদ বাবর নির্মাণ করেন নি। বাবরি মসজিদ নির্মাণ করেন বাবরের সঙ্গে আসা মীর বাকী নামে একজন সম্ভ্রান্ত ব্যক্তি। বাবরি মসজিদের মধ্যে প্রাপ্ত প্রস্তরফলক থেকে জানা যায়, মীর বাকী মসজিদটি স্খাপন করেন ৯৩৫ হিজরিতে, খ্রিষ্টাব্দের হিসাবে যা দাঁড়ায় ১৫২৭- ১৫২৮।

আরও পড়ুন: মোদীকে আটকাতে আপাততঃ প্রধানমন্ত্রী হবার ইচ্ছে বিসর্জন রাহুলের

অন্যদিকে হিন্দুদের বিশ্বাস, অযোধ্যাই ছিল রাজা রামের রাজত্বের রাজধানী। রাম কেবল রাজা ছিলেন না, তিনি ছিলেন বিষ্ণুর অবতার। রামের মৃত্যুর পর অযোধ্যায় স্খাপিত হয় রাম মন্দির। মীর বাকী এই রাম মন্দির ভেঙে সেখানে নির্মাণ করেন বাবরের নামে বাবরি মসজিদ। রামায়ণ ভারতের বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে বলা হয়েছে, অযোধ্যা রামের জন্মভূমি।

Image Source: Google

১৯৯২ সালে একটি রাজনৈতিক সমাবেশের উদ্যোক্তারা, ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মসজিদ ক্ষতিগ্রস্ত হবে না এই প্রতিশ্রুতি দিয়ে মসজিদ সংলগ্ন এলাকায় একটি রাজনৈতিক সমাবেশ শুরু করে। যা পরে ১,৫০,০০০ জন করসেবক সম্মিলিত একটি দাঙ্গার রূপ নেয় এবং মসজিদটি সম্পূর্ণরূপে ভূমিসাৎ করা হয়।

আরও পড়ুন: ভয়ঙ্কর রিপোর্ট পাক জঙ্গি হাফিজ সাইদের টাকায় ভারতে তৈরি হয়েছে মসজিদ

যার ফলে, ভারতের প্রধান শহরগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয় যা মুম্বাই ও দিল্লী শহরে প্রায় ২০০০ মানুষের প্রাণ কেড়ে নেয়। ভারতের অনেক রাজ্যে ধর্মীয় লড়াই শুরু হয়ে যায়।

Image Source: Google

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট বাবরি মসজিদ যে স্থানে ছিল সেই ভূমি সম্পর্কিত রায় দেয়।এলাহবাদ হাইকোর্টের তিন জন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের রায়ে ২.৭৭ বা ১.১২ হেক্টর ভূমি সমান তিনভাগে ভাগ করার রায় প্রদান করেন।

সেই রায় অনুযায়ী, তিন ভাগের এক অংশ পাবে হিন্দু মহাসভা। রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের জন্য। দ্বিতীয় অংশ পাবে ইসলামিক সুন্নি ওয়াকফ বোর্ড, মসজিদ নির্মাণের জন্য এবং বাকি তৃতীয় অংশ পাবে নির্মোহী আখরা নামে একটি হিন্দু সংগঠন।

আরও পড়ুন: সনাতন হিন্দু ধর্মকে ছোট করার চেষ্টা সফল হবে না

এই স্থানে রামমন্দির ধ্বংস বাবরি মসজিদ নির্মিত হয়েছিল এ বিষয়ে তিনজন বিচারকের দুজন একমত হয়েছিলেন। তবে তিনজন বিচারকই এই বিষয়ে ঐকমত্যে পৌঁছান যে, পূর্বে বাবরি মসজিদের জায়গায় একটি সুপ্রাচীন হিন্দু মন্দির বিদ্যমান ছিল।

Image Source: Google

আদালতের তিন জন বিচারপতি, বিচারপতি এস আর আলম, বিচারপতি ভানওয়ার সিং এবং বিচারপতি খেমকারণের সমন্বয়ে গঠিত বেঞ্চের আদেশে আরকিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়া ওই স্থান খনন করে একটি সুবৃহৎ হিন্দু ধর্মীয় স্থাপত্য বা মন্দিরের সন্ধান পায়।

এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় সব পক্ষই। সোমবার, দেশের শীর্ষ আদালতে এই মামলার মূল শুনানি শুরু হল। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়া এই মামলার ডিভিশন বেঞ্চে আছেন বিচারপতি সঞ্জয় কিষেন কওল ও বিচারপতি কে এম জোসেফ।

আরও পড়ুন: লাইফ বিয়ন্ড ডেথ’, কী ভাবে জানবেন মৃত্যুর পর কী

মামলার গুরুত্ব বিচার করে প্রতিদিনই এই মামলার শুনানি হবে। আগামী লোকসভা ভোটের আগে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এই মামলা নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে বিতর্ক চরমে উঠেছে।

তবে ইতিমধ্যেই গত ২৭ শে সেপ্টেম্বর তাদের এক রায়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি অশোক ভূষণ জানিয়েছিলেন, ‘এই আদালত বিবেচনা করে দেখেছে যে হিন্দুদের কাছে অযোধ্যার একটি বাড়তি গুরুত্ব আছে, যেখানে ভগবান রামের জন্মস্থান ছিল বলে সুপ্রাচীন প্রবাদ রয়েছে’।

Image Source: Google

আর এখানেই মামলা জেতার ব্যপারে আশাবাদী হিন্দু মহাসভা। তবে মসজিদ গড়ার ব্যপারেই রায় দেবে সুপ্রিম কোর্ট, বিশ্বাস মুসলিম ওয়াকফ বোর্ডের। তবে আদালত বিশেষজ্ঞরা মনে করছেন, ২০১০ এর এলাহাবাদ হাইকোর্টের রায়কেই বহাল রাখতে পারে দেশের সর্ব্বোচ্চ আদালত।

সোমবার থেকেই গোটা দেশের নজর এখন দেশের শীর্ষ আদালতের দিকে। কি রায় দেবে দেশের সর্ব্বোচ্চ আদালত ? রাম মন্দির না বাবরি মসজিদ ? নাকি ধর্মনিরপেক্ষ ভারতে পাশাপাশি সহাবস্থান মন্দির আর মসজিদের ?

]]>