Chhattisgarh Maoist Attack – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 06 Feb 2019 13:50:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Chhattisgarh Maoist Attack – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোট মিটতেই মাওবাদী হামলা, চলছে গুলির লড়াই https://thenewsbangla.com/maoist-attack-after-the-election-the-firing-is-going-on-maoist-vs-bsf-firing/ Wed, 14 Nov 2018 04:59:15 +0000 https://www.thenewsbangla.com/?p=2342 The News বাংলা: Big Breaking: ভোট মিটতেই ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ে। বিএসেফের একটি বাহিনীর উপর হামলা হয়েছে বলেই খবর। বিএসএফ জওয়ানদের সঙ্গে গুলির লড়াই চলছে মাওবাদীদের। ছত্তিশগড়ের বিজাপুরে মাও হামলার মুখে বিএসএফ। ৬ বিএসএফ জওয়ান আহত বলে খবর পাওয়া গেছে। বিএসএফের একটি গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই খবর পাওয়া গেছে।

ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে মাওবাদী হামলা হয়েছে বলেই খবর। বিএসএফের একটি গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই খবর। তারপরেই সেনা ও মাওবাদীদের ভয়ঙ্কর গুলির লড়াই চলছে বলেই জানা গেছে। এই হামলায় ৬ জন বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।

বিশাল বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গেছে কোবরা বাহিনীও। আহত জওয়ানদের হেলিকপ্টারে করে উড়িয়ে আনার চেষ্টা চলছে। গুলির লড়াইয়ে বেশ কয়েকজন মাওবাদীও আহত হয়েছে বলে জানা গেছে। বিজাপুরের জঙ্গলে বিএসএফের একটি বাসকে টার্গেট করে মাওবাদীরা। ১২ তারিখ ভোটের পর ২০ তারিখে দ্বিতীয় দফার ভোটের জন্য বিএসএফ বাহিনীকে স্থানান্তর করা হচ্ছিল বলে জানা গেছে।

৬ জন গুরুতর আহত বিএসএফ জওয়ানকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার পর হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে আসার চেষ্টা চলছে। জানা গেছে, গুলির লড়াই এখনও চলছে। মাওবাদীদের সন্ধানে বিজাপুরের জঙ্গলে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

]]>
মাওবাদী আতঙ্কের মধ্যেই ভোটের সেমিফাইনাল শুরু https://thenewsbangla.com/the-semifinal-of-the-election-polls-begin-with-the-maoist-panic/ Mon, 12 Nov 2018 04:34:13 +0000 https://www.thenewsbangla.com/?p=2236 The News বাংলা: সোমবার সকালে ছত্তিসগড় বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই পর্বে রাজ্যের ৮টি মাওবাদী অধ্যুষিত জেলার মোট ১৮টি আসনে ভোট নেওয়া হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে।

৯০ আসনের ছত্তিসগড় বিধানসভার এই নির্বাচনে মোট ১,২৯১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের আগের দিন ও সোমবার সকালেও ফের মাওবাদীদের বিস্ফোরণ ঘটে রাজ্যে।

The News বাংলা

মাও আতঙ্ক মাথায় নিয়েই, সোমবার সকাল থেকে প্রথম দফায় বিধানসভা ভোট শুরু হল ছত্তিশগড়ে। মাওবাদী প্রভাবিত আটটি রাজ্য দিয়েই শুরু ভোটগ্রহণ। ভোটের আগেও একমাসে তিনবার মাওবাদী হামলা ঘটায়, ভোটের আগে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্য।

আরও পড়ুনঃ সমালোচনার মধ্যেই রেকর্ড আয়ের লক্ষ্যে মোদীর ‘স্ট্যাচু অফ ইউনিটি’

প্রথম দফাতেই মাওবাদী প্রভাবিত আট জেলার ১৮টি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ। বস্তার, কাঁকের, সুকমা, বিজাপুর, দান্তেওয়াড়া, নারায়ণপুর, কোন্দাগাঁও, রাজনন্দগাঁও— এই আট জেলায়ই মাওবাদীদের প্রভাব ব্যাপক হারে বিস্তৃত। সেই আট জেলাতেই সোমবার চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

Image Source: Google

আট জেলায় কমপক্ষে এক লক্ষ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। রয়েছে আধাসেনা, রাজ্য পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স।

Image Source: Google

সেই নিরাপত্তার ফাঁক গলেই ভোটের আগের দিন ও সোমবার সকালেও ফের বিস্ফোরণ ঘটালো মাওবাদীরা। সোমবার দান্তেওয়ারায় একটি ভোটকেন্দ্রের খুব কাছেই বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা।

আরও পড়ুন: সুলতানকে নিয়ে বিজেপির বিরোধীতার মধ্যেই টানাপোড়েন কংগ্রেস-জেডিএসের

বি জে পি-কংগ্রেসের পাখির চোখ ছত্তিশগড়ে এই বিধানসভা নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। বি জে পি চতুর্থবারও এই রাজ্য দখলে রাখতে বদ্ধপরিকর, আর কংগ্রেস পনেরো বছর পর ফের ফিরতে চাইছে ক্ষমতায়। সেই নির্বাচনকে কেন্দ্র করেই বারবার আক্রমণ হানছে মাওবাদীরা। আগেই ভোট বয়কটের ডাক দিয়েছে তারা।

Image Source: Google

মাওবাদীরা ছত্তিশগড়ে ভোট বয়কট করার হুমকি দিলেও ভোট প্রক্রিয়া থেমে থাকেনি। তারপরই গত দুসপ্তাহে এ নিয়ে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটালো মাওবাদীরা। প্রাণহানি হয়েছে ১৩ জনের। রবিবারও আইডি বিস্ফোরনে এক বিএসএফ কর্মীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দলকে লজ্জায় ফেলে ঘুষ কান্ডে জেলে বিজেপির প্রাক্তন মন্ত্রী

আই জি পি (রায়পুর রেঞ্জ) রবিবার জানিয়েছে, রবিবার সীমান্ত রক্ষী বাহিনী (বি এস এফ)-র জওয়ানরা ভোটের আগে কাঁকের জঙ্গলে অভিযানে বেরন। মাওবাদীরা জঙ্গলের ভিতরেই বিস্ফোরক রেখে দিয়েছিল। আচমকা তা ফেটে বিস্ফোরণ ঘটলে গুরুতর জখম হন মহেন্দ্র সিং নামে ওই জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর।

Image Source: Google

রাজ্যে ভোট সংক্রান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা এই নোডাল অফিসার জানান, বিস্ফোরণের পরই ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হলেও রবিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: Exclusive: বিজেপি কর্মীদের খুনে বিজেপি সমর্থকরাই গ্রেফতার

অন্যদিকে, বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বেদরের জঙ্গলে এসটিএফ ফোর্স, মাওবাদী বিরোধী অভিযানে গেলে শুরু হয় গুলির লড়াই।

Image Source: Google

বেশ কিছুক্ষণের এই গুলির লড়াইয়ে প্রাণ হারান এক মাওবাদী। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি রাইফেল উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় আরেক মাওবাদীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। তবে এদের পরিচয় জানা যায়নি রবিবার রাত পর্যন্ত।

আরও পড়ুন: টি ২০ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হেলায় হারাল ভারত

ভোটের দিন গুলিতে আরও বড় নাশকতার আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, এসকর্ট করে ভোটকর্মীদের সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রে পাঠানো হয়েছে। শনিবার কমপক্ষে সাড়ে ছ’শোজন ভোটকর্মী প্রত্যন্ত গ্রামে পৌঁছেছেন। রবিবার পাঠানো হয়ে আরও এক দলকে। মাওবাদীদের আক্রমণ প্রতিহত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

Image Source: Google

আকাশপথে নির্বাচনের প্রয়োজনীয় সামগ্রী ভোটকেন্দ্রে পৌঁছে দিয়েছে বায়ু সেনা এবং বি এস এফ-এর হেলিকপ্টার। জওয়ানদের পায়ে হেঁটে টহলদারি দিতে নিষেধ করা হয়েছে। জানা গিয়েছে, গত দশ দিনে বস্তার ও রাজনন্দগাঁও থেকে ৩০০ বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: ভারতে আরও বড় ‘প্রাণঘাতী’ ভূমিকম্প হওয়ার আশঙ্কা

গত বৃহস্পতিবার দান্তেওয়াড়ায় মাওবাদীদের বিস্ফোরণে প্রাণ হারান এক সিআইএসএফ জওয়ান সহ পাঁচজন। জওয়ানরা বাজার করে আকাশনগরে তাঁদের ছাউনিতে ফিরছিলেন। পাহাড়ি রাস্তার এক বাঁকে জওয়ানদের বাস লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

Image Source: Google

বেসরকারি ওই বাস জওয়ানদের জন্যই নির্দিষ্ট ছিল। নির্বাচনের সময় দায়িত্ব পালনের জন্য বাইলাডিলা খনি এলাকায় নিয়োগ হয়েছিলেন এই জওয়ানরা। তাঁদের মধ্যেই একজনের বিস্ফোরণে মৃত্যু হয়। বাসচালক, খালাসি, সাফাইকর্মী এবং আরও এক ব্যক্তিও প্রাণ হারান।

আরও পড়ুন: ‘মুসলিম’ নাম বদলে ‘রামরাজ্য’ আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

তার আগে গত ৩০শে অক্টোবর এই দান্তেওয়াড়াতেই ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে মাওবাদীদের গুলিতে প্রাণ হারান দূরদর্শনের চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাউ। আরানপুরে এই ঘটনায় মৃত্যু হয় তিন পুলিশ কর্মীরও।

Image Source: Google

তার তিনদিন আগে বিজাপুরে মাওবাদীরা সি আর পি এফ-এর বুলেট প্রতিরোধক গাড়ি বাঙ্কার বিস্ফোরণে উড়িয়ে দেয়। প্রাণ হারান চারজন জওয়ান। সেই বিস্ফোরণে জখম হন আরও দুজন।

Image Source: Google

বি জে পি শাসিত ছত্তিশগড়ে ৯০ আসনের বিধানসভা নির্বাচন হবে দুদফায়। প্রথম দফায় সোমবার ১৮ টি আসনে ভোট নেওয়া হচ্ছে। বাকি ৭২টি আসনের ভোট নেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে আগামী ২০শে নভেম্বর। ভোট গণনা ও ফল প্রকাশ হবে আগামী ১১ই ডিসেম্বর।

আরও পড়ুন: নরেন্দ্র মোদীর গুজরাটে আর পড়াবেন না ‘দেশদ্রোহী’ প্রফেসর’

এদিকে, ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন দিয়েই পাঁচ রাজ্যে ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে। মধ্য প্রদেশ ও মিজোরামে আগামী ২৮শে নভেম্বর এবং রাজস্থান ও তেলেঙ্গানায় ৭ই ডিসেম্বর ভোট হবে। ৫ রাজ্যের এই ভোটকে আগামী লোকসভা ভোটের সেমিফাইনাল বলেই দেখা হচ্ছে রাজনৈতিক মহলে।

]]>
প্রধানমন্ত্রী মোদীর সভার আগেই মাওবাদী হামলায় নিহত ৫ https://thenewsbangla.com/before-the-prime-minister-modis-meeting-4-civilians-and-1-cisf-jawan-killed-in-maoist-attack/ Thu, 08 Nov 2018 10:53:48 +0000 https://www.thenewsbangla.com/?p=2036 দান্তেওয়াড়া: ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় এক মাসের মধ্যে তৃতীয়বার মাও হামলা। বৃহস্পতিবার, এই ঘটনায় এখনও পর্যন্ত একজন সিআইএসএফ জওয়ান-সহ পাঁচজন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের ঠিক আগে এই মাও হামলা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে। চিন্তায় ছত্তিশগড় সরকারও।

সপ্তাহখানেক আগে দূরদর্শনের সাংবাদিকদের উপর হামলা চালায় মাওবাদীরা৷ তাতে প্রাণ হারান দূরদর্শনের এক চিত্রগ্রাহক এবং দুজন পুলিশকর্মী৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তিশগড়ের দান্তেওয়াড়া।

Image Source: Google

বৃহস্পতিবার দুপুরে, দান্তেওয়াড়ার বাচেলি থানা এলাকায় আকাশনগর ছনম্বর মোড়ে CISF এর একটি বাসে বিস্ফোরণটি হয়। রেশন নিয়ে ফিরছিলেন কর্মীরা। ছিলেন সিআইএসএফ জওয়ানরা। বিস্ফোরণে উড়ে যায় বাসটি। বিস্ফোরণের জেরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাসের ড্রাইভার ও হেল্পার সহ ৪ জন সাধারণ নাগরিক ও ১ জন CISF জওয়ান রয়েছেন বলে জানা গেছে। আহতের সংখ্যা অনেক। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের মুখে অযোধ্যার রামই শেষ ভরসা মোদীর বিজেপির

১২ নভেম্বর ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন। যে ১৮টি কেন্দ্রে ভোট হবে তার নটিই মাওবাদী অধ্যুষিত এলাকায় অবস্থিত। তার আগেই এই হামলার ঘটনায় উদ্বিগ্ন পুলিশকর্তারা। নির্বাচনের কড়া নিরাপত্তার মধ্যেই বুধবার রাতে সুকমার ইকতাপাড়ায় খুন হন সিপিআইয়ের প্রাক্তন প্রধান কালমু ধুরুয়া। তাঁর বাড়ির কাছেই পিটিয়ে হত্যা করা হয় তাঁকে।

Image Source: Google

পুলিশের অনুমান, এই খুনের ঘটনার নেপথ্যে মাওবাদী যোগ রয়েছে। যদিও সিপিআই প্রধান মণীশ কুঞ্জমের অভিযোগ, এটি রাজনৈতিক হত্যা। হামলা চালিয়েছে কংগ্রেস সমর্থকরা। যদিও কংগ্রেসের পালটা দাবি, এটি হামলা নয়, ধনতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন। একের পর মাওবাদী হামলা এবং তাতে প্রাণহানির ঘটনার পরেও কংগ্রেসের মাও কার্যকলাপকে সমর্থনের ঘটনায় উঠেছে সমালোচনার ঝড়।

আরও পড়ুন: মোদীর নোটবন্দীর ২ বছর পূর্তিতে আশা নিরাশা

বিধানসভা নির্বাচনের ঠিক আগেই একের পর মাও হামলায় উত্তপ্ত ছত্তিশগড়। চলতি মাসেই মাও অধ্যুষিত দান্তেওয়াড়ার নিলওয়া গ্রামে মাওবাদী হামলায় মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর ও এক ক্যামেরাম্যানের। আহত হন আরও দুই সাংবাদিক। তবে এর পরপরই ফের হামলা চালাল মাওবাদীরা।

Image Source: Google

আগামী ১২ ও ২০ নভেম্বর দুদফায় ছত্তিশগড়ের ৯০ টি বিধানসভা আসনে নির্বাচন। রাজ্যে হিংসা এড়াতে ছত্তিশগড়ে মাও অধ্যুষিত ১৮টি আসনের জন্য একটি আলাদা দফায় নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১২ নভেম্বর ওই ১৮টি আসনে নির্বাচনের দিন স্থির হয়েছে। বাকি ৭২টি আসনে নির্বাচন হবে আগামী ২০ নভেম্বর।

আরও পড়ুন: মায়ের পুজোয় মদ বিক্রিতে রেকর্ড গড়ল মমতার বাংলা

সেই নির্বাচনের আগে ছত্তিশগড়ে পরপর চারদিনের মিটিং মিছিলের কর্মসূচি ছিল বিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নির্বাচনী প্রচারের কর্মসূচি স্থির করেছিল বিজেপি। কিন্তু তার ঠিক একদিন আগেই ভয়াবহ মাওবাদী হামলার কবলে দান্তেওয়াড়া এলাকা।

Image Source: Google

প্রধানমন্ত্রীর ভোট প্রচারে আসার আগেই এই মাও হামলা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে। চিন্তায় ছত্তিশগড় সরকারও। ভোট বানচালের সিদ্ধান্তের ঘোষণা আগেই করে দিয়েছে মাওবাদীরা। তার জন্যই এই পরপর মাও হামলা বলেই মনে করা হচ্ছে।

]]>