Chandrababu Naidu – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 09 Apr 2019 12:21:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Chandrababu Naidu – The News বাংলা https://thenewsbangla.com 32 32 আঞ্চলিক জোটের প্রধানমন্ত্রী হবেন চন্দ্রবাবু নাইডু, ঘোষণা দেবগৌড়ার https://thenewsbangla.com/deve-gowda-announces-chandrababu-as-the-pm-candidate-of-regional-parties/ Tue, 09 Apr 2019 10:45:36 +0000 https://www.thenewsbangla.com/?p=10373 আঞ্চলিক জোটের প্রধানমন্ত্রী হবেন চন্দ্রবাবু নাইডু, ঘোষণা দেবগৌড়ার। জেডিএস সুপ্রিমো তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া অন্ধ্রপ্রদেশের একটি জনসভায় আসন্ন লোকসভা নির্বাচনে আঞ্চলিক জোটের তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চন্দ্রবাবু নাইডুর নাম ঘোষণা করলেন।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের সঙ্গে জ্বলবে সারা দেশ, ৩৭০ ধারা তুলে দেওয়া নিয়ে বিস্ফোরক মেহবুবা

লোকসভা নির্বাচনের সাথেই অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত হবে রাজ্যের বিধানসভা নির্বাচন। সোমবার অন্ধ্রপ্রদেশের নির্বাচনী জনসভা থেকে দেবগৌড়া চন্দ্রবাবুর সমর্থনে বলেন, অন্ধ্রের বিধানসভা নির্বাচনে চন্দ্রবাবুর তেলেগু দেশম পার্টি ১৫০ টি আসনে জয় লাভ করবে। লোকসভা নির্বাচনে চন্দ্রবাবুর দল ২০ টি আসন দখল করবে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

এর সাথে সমস্ত আঞ্চলিক দলকে নেতৃত্ব দেবেন চন্দ্রবাবু বলে ঘোষণা করেন দেবগৌড়া। যদিও তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ও টিআরএস সুপ্রিমো চন্দ্রশেখর রাওয়ের সম্পর্কে তিনি কোনও মন্তব্য এদিনের জনসভা থেকে তিনি করেননি।

আরও পড়ুনঃ কংগ্রেস ক্ষমতায় ফিরলে বিনামূল্যে চাকুরির পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাহুল

জনসভায় জনসাধারণের উদ্দেশ্যে দেবগৌড়া আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করে টিডিপিকে সমর্থন করতে বলেন। বিজেপিকে তাদের জনবিরোধী বিভিন্ন পদক্ষেপের জন্য আফসোস করতে হবে বলে তিনি জনসভায় মন্তব্য করেন।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

সোমবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় চন্দ্রবাবু নাইডু ও দেবগৌড়ার যৌথ জনসভা অনুষ্ঠিত হয়। আগামী ১১ই এপ্রিল অন্ধ্রপ্রদেশের প্রথম দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

জনসভার শুরুতেই দেবগৌড়া “টিডিপি জিন্দাবাদ”, ” “চন্দ্রবাবু জিন্দাবাদ” বলে জনসাধারণকে উৎসাহ দেন। রাজ্য বিধানসভায় টিডিপি পুনরায় ক্ষমতায় ফিরবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন। কৃতজ্ঞতাস্বরূপ চন্দ্রবাবুও দেবগৌড়ার নেতৃত্বে ধর্মনিরপেক্ষ সরকারের কৃতিত্বের কথা তুলে ধরেন। তবে দেবগৌড়ার এই ঘোষণা ভাল ভাবে নেবেন না মমতা ও মায়াবতীর দল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটে জিতলেই মুসলিম উপ মুখ্যমন্ত্রী করা হবে, ঘোষণা চন্দ্রবাবুর https://thenewsbangla.com/tdp-will-make-a-muslim-deputy-cm-if-come-to-power-says-chandrababu-naidu/ Sat, 06 Apr 2019 07:24:43 +0000 https://www.thenewsbangla.com/?p=10156 আসন্ন লোকসভা নির্বাচনে সংখ্যালঘুদের মন পেতে সাম্প্রদায়িক তাস খেললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। তাঁর ঘোষণা নিয়ে ভোটের আগেই শুরু হয়েছে জোর সমালোচনা।

আরও পড়ুনঃ বিরোধীদের সব অভিযোগ উড়িয়ে মমতার পুলিশ দিয়েই ভোট হবে রাজ্যে

তেলেগু দেশম পার্টিকে এবার ক্ষমতায় আনা হলে মুসলিম উপ মুখ্যমন্ত্রী বানানো হবে, শুক্রবার অন্ধ্রপ্রদেশের আলুরুতে একটি নির্বাচনী জনসভায় এমন প্রতিশ্রুতি দেন চন্দ্রবাবু। শুধু তাই নয়, তার দল পুনরায় ক্ষমতায় ফিরলে মুসলিম সম্প্রদায়ের জন্য ইসলামিক ব্যাংক তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুনঃ ঘাসফুলে ভোট দিলে শান্তি পাবে মায়ের আত্মা, সুচিত্রার নাম করে ভোট প্রার্থনা মুনমুনের

এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে দুই জন উপ মুখ্যমন্ত্রী রয়েছে। তাদের একজন কাপু সম্প্রদায়ের এবং অন্যজন দলিত গোষ্ঠীভুক্ত। যদিও তেলেঙ্গানায় দুই জন উপ মুখ্যমন্ত্রীর একজন মুসলিম এবং অন্যজন দলিত। এদিন চন্দ্রবাবু নাইডু দলিত ও পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্যেও আলাদা ব্যাংক তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

ভোটের আগেই মুসলিম সম্প্রদায়ের কথা ভেবে উপ মুখ্যমন্ত্রী বানানোর ঘোষনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। চন্দ্রবাবু সহ অন্যান্য বিজেপি বিরোধী দল গুলো ধর্ম নিরপেক্ষতার নামে মুসলিম তোষন করছে বলে অভিযোগ বিজেপির।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্ট্যাটাস না দেওয়ায় বিজেপির সাথে জোট সম্পর্ক ছিন্ন করে চন্দ্রবাবুর দল তেলেগু দেশম পার্টি। তারপর ক্রমশই বিজেপির সাথে টিডিপির সম্পর্কের ক্রমাবনতি হয়েছে। কিছুদিন আগেই চন্দ্রবাবুকে ভবিষ্যতে আর কোনও পরিস্থিতিতেই এনডিএতে সামিল না করার হুঁশিয়ারি দিয়েছিলেন অমিত শাহ।

আরও পড়ুনঃ একই মঞ্চে শোভন, বৈশাখী ও সব্যসাচীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক জল্পনা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিজেপি বিরোধী ভোট এক করতে নবান্নে মমতা-চন্দ্রবাবু বৈঠক https://thenewsbangla.com/mamata-chandrababu-meeting-in-nabanna-to-make-sure-of-anti-bjp-votes-in-parliament-election/ Mon, 19 Nov 2018 08:48:03 +0000 https://www.thenewsbangla.com/?p=2676 The News বাংলা, কলকাতা: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের পরেই সম্ভবত এপ্রিল-মে মাসে দেশে লোকসভা ভোট। বিভিন্ন রাজ্যের বিধানসভা ও লোকসভা উপনির্বাচনে দেখা গেছে বিরোধী ভোট এক হলেই হেরেছে বিজেপি। আর তাই লোকসভা ভোটেও,’একের বিরুদ্ধে এক’ লড়াইয়ের রাস্তা তৈরি করতে সোমবার বিকালে নবান্নে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রবাবু নাইডু।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় নবান্নে এই বৈঠক হবে বলে ঠিক আছে।

Image Source: Google

২২ নভেম্বর বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে দিল্লিতে একটি সভা ডাকা হয়েছে। তবে, বৈঠকের দিন নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কারণ, পাঁচ রাজ্যের নির্বাচন চলছে। এই পরিস্থিতিতে কতজন নেতা নিজেদের রাজ্য ছেড়ে আসতে পারবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেই কারণে সেই সভা ডিসেম্বরে পিছতে পারে।

আরও পড়ুনঃ অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের জমায়েতে অশান্তির আশঙ্কায় সংখ্যালঘুরা

দিল্লির বৈঠক এখনও নিশ্চিত না হলেও, এদিনের বৈঠকে টিডিপি সুপ্রিমোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরোধী শক্তিগুলিকে এক করার বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে এই জোটের মুখ কে হবে তা নিয়েও এদিন আলোচনা হতে পারে।

২২ নভেম্বর বা ডিসেম্বরে দিল্লিতে সব বিরোধী দলকে নিয়ে বৈঠকের ব্যপারে চন্দ্রবাবু নাইডু বেশ কিছু দিন ধরেই তৎপর। তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এর আগে কর্নাটকে গিয়ে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে ও তামিলনাড়ুতে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। অখিলেশ যাদব ও মায়াবতীর সঙ্গেও বৈঠক হয়ে গিয়েছে। নবান্নে এসে দিল্লির বিরোধী বৈঠকে মমতাকে আমন্ত্রণ জানাবেন তিনি।

আরও পড়ুনঃ ‘গুজরাট দাঙ্গা’, মোদীর বিরুদ্ধে জাকিয়ার অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট

তবে মমতা মনে করেন, সব বিরোধী দলের শীর্ষস্তরের নেতাদের এনে সম্মিলিত বিরোধী ঐক্যের ছবিটা ভাল করে তুলে ধরা না গেলে এই বৈঠক এখন না করাই ভাল। সূত্রের খবর, মমতা মনে করেন, কংগ্রেস তো বটেই, অখিলেশ-মায়াবতী-সহ সকলেরই উপস্থিতি নিশ্চিত করলে তার রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি হবে।

যদিও ইতিমধ্যে মায়াবতী যে ভাবে কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাতে বিরোধী জোট নিয়েই উঠে গেছে প্ৰশ্ন। তৃণমূল সূত্র বলছে, সোমবার চন্দ্রবাবুর সঙ্গে বৈঠকে এই বিষয়টিও আলোচনায় উঠতে পারে। পাশাপাশি, গুরুত্ব পাবে ১৯ জানুয়ারি মমতার ব্রিগেড সমাবেশ। কারণ সেখানেও সব বিরোধী দলের শীর্ষ নেতাদের উপস্থিতি চাইছেন মমতা।

আরও পড়ুনঃ দলকে লজ্জায় ফেলে ঘুষ কান্ডে জেলে বিজেপির প্রাক্তন মন্ত্রী

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে নবান্নে বৈঠক করে অ-কংগ্রেসি অ-বিজেপি ফেডেরাল ফ্রন্টের বার্তা দেন। তারপরই হাওয়া অন্য দিকে বইতে শুরু করে।

Image Source: Google

কারণ চন্দ্রবাবু নাইডু মনে করেন, মোদীকে সরাতে গেলে জাতীয় স্তরে কংগ্রেসকে শক্তিশালী করা বিশেষ জরুরি। অন্য দলগুলিরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। তাঁরই পরামর্শে বিভিন্ন বিরোধী দলের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয় প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলটকে।

ঘেলঘট বিভিন্ন নেতার সঙ্গে ফোনে কথাবার্তা শুরু করতেই ক্ষুব্ধ হন শরদ পওয়ার। প্রশ্ন ওঠে, অশোক গেহলট কে? বিরোধী শিবিরে অনেকেই বলেন, তা হলে কি চন্দ্রবাবুকে সামনে রেখে কংগ্রেস তার তাস খেলছে?

আরও পড়ুনঃ ফের বিজেপি কর্মীদের ‘পাচন’ মারার পরামর্শ কেষ্টর

যদিও, মায়াবতী এবং অখিলেশ দু’জনেই চন্দ্রবাবুকে জানিয়েছেন, বিধানসভা নির্বাচনগুলিতে যে হেতু কংগ্রেসের সঙ্গে তাঁদের দলের জোট হয়নি, তাই বিরোধী জোটের ওই বৈঠকটি বিধানসভার নির্বাচনপর্ব মিটে যাওয়ার পরে করাই ভাল।

সূত্রের খবর, ২২ নভেম্বরের প্রস্তাবিত বৈঠক নিয়ে মমতার সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্বেরও কথা হয়েছে। আপাতত ওই বৈঠকের কিছু বাস্তব অসুবিধের কথা নিয়ে দুতরফে আলোচনা হয়েছে। একটি প্রস্তাব হল, এখনই না করে সংসদের শীতকালীন অধিবেশনের সময় এই বৈঠক করতে পারলে ভাল হয়।

আরও পড়ুনঃ ‘মুসলিম’ নাম বদলে ‘রামরাজ্য’ আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

চন্দ্রবাবু অবশ্য ২২ নভেম্বরের বৈঠক নিয়ে এখনও হাল ছাড়েননি। তিনি তাকিয়ে আছেন মমতার সঙ্গে সোমবারের বৈঠকের দিকে। যদিও চন্দ্রবাবু জানিয়ে রেখেছেন, মমতার সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল। তাই ২২ নভেম্বরের বৈঠকটি করা না করার প্রশ্নে মমতার অভিমতকে যথেষ্ট গুরুত্ব দেবেন তিনি।

তবে লোকসভা ভোটের দিকে তাকিয়ে সোমবারের নবান্নের বৈঠকের যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব আছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মমতা-চন্দ্রবাবুর এই বৈঠকের দিকে তাকিয়ে বিজেপিও।

]]>