Central Govt – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 03 May 2019 16:08:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Central Govt – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ফনী মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের অগ্রিম বরাদ্দ ১০০০ কোটি টাকা https://thenewsbangla.com/central-govt-released-1000-crore-in-advance-for-states-affected-by-fani/ Fri, 03 May 2019 16:03:30 +0000 https://www.thenewsbangla.com/?p=12281 ওড়িশার বুকে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আঘাত ফনী; দুর্যোগ মোকাবেলায় তার আগেই ওড়িশার ক্ষতিগ্রস্থ এলাকার জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; রাজস্থানের হিন্দুয়ান শহরে একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী জানান; দুর্যোগ মোকাবেলায় সমস্ত রকম সহযোগিতার জন্য সরকার জনসাধারণের পাশে রয়েছে।

শুক্রবার সকালে ওড়িশার উপকূলবর্তী এলাকায় ফনী আঘাত হানে; এর আগেই প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে বসেন এবং বিশেষ তৎপরতা গ্রহনের জন্য কেন্দ্রের তরফে ব্যবস্থা নেওয়া হয়; ১০০০ কোটির ওপর অগ্রিম সাহায্য ঘোষনা করা হয় কেন্দ্রের তরফে।

আরও পড়ুনঃ বোরখার সঙ্গে হিন্দুদের ঘোমটাও নিষিদ্ধ করা উচিৎ, দাবি জাভেদ আখতারের

প্রধানমন্ত্রী জানান; ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের ফলে লক্ষ লক্ষ মানুষ দুর্যোগের মাঝে পরেন; গৃহহারা হয় বহু মানুষ; সেই সব পরিবারগুলির ত্রাণের জন্য কেন্দ্র অগ্রিম সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী এও জানান যে প্রতিটা রাজ্যের সাথে কেন্দ্র সরকারের তরফে সমানে যোগাযোগ রেখে চলেছে; কিছুক্ষণ বাদে বাদেই অফিসারদের কাছ থেকে সর্বশেষ আপডেট ও নিচ্ছেন প্রধানমন্ত্রী; ফেনী মোকাবিলায় গতকালও বিস্তারিত পর্যালোচনা সভা করেছেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

কারাওলি জেলায় অবস্থিত রাজস্থান এর হিন্দুণ শহরে রাজধানীতে সমাবেশে মোদি বলেন; যে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ); ভারতীয় কোস্টগার্ড; নৌবাহিনী এবং সেনাবাহিনী ত্রাণ এর জন্য প্রস্তুত; ফেনী দুর্যোগের মোকাবিলা করার জন্য সামরিক বাহিনী তৈরি।

নরেন্দ্র মোদী জানান; আমি সাইক্লোন কবলিত রাজ্যের জনগণকে আশ্বস্ত করতে চাই যে সমগ্র দেশ ও কেন্দ্র বিপর্যস্ত পরিবার এবং রাজ্য সরকার গুলির পাশে দাঁড়িয়ে আছে; সাথে বিরোধী দলগুলিকে কটাক্ষ করে অভিযোগ করেন যে বিরোধী দল এই পরিস্থিতিতেও রাজনীতি করছে; তাঁরা এখনও ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট।

আরও পড়ুনঃ অবাস্তব ঘটনা বাস্তবে, ফণীর দাপটে লোহার চেন দিয়ে ট্রেন বেঁধে রাখল রেল কর্তৃপক্ষ

ফেনী বিপর্যয় মোকাবিলার জন্য ক্যাবিনেট সেক্রেটারির সাথে পরামর্শ করে দুর্যোগ মোকাবেলা দপ্তরকে তৈরি হতে বলেন প্রধানমন্ত্রী; যাতে তৎপরতার সাথে যে কোনও রকমের বিপর্যয় মোকাবেলা তড়িঘড়ি সম্ভব হয়।

]]>
তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার https://thenewsbangla.com/bangladeshi-hero-in-trinamool-campaign-central-government-will-take-strict-action/ Tue, 16 Apr 2019 09:31:39 +0000 https://www.thenewsbangla.com/?p=10915 তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক ফিরদৌস, কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার। দেখা হবে ভিসার নিয়ম কানুন। ভিসাতে কি আছে তা দেখবে কেন্দ্রীয় সরকার এর স্বরাষ্ট্র দফতর। তারপর ব্যবস্থা নেওয়া হবে বলেই রাজধানীর রাজনীতি সূত্রে খবর। এবার এই নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের শরণাপন্ন হল বিজেপি। ইতিমধ্যেই এই নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র দফতর ও নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ চৌকিদারকে চোর বলে ভোটের মুখে সুপ্রিম কোর্টের নোটিশ পেলেন রাহুল

তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশী নায়ক, সমালোচনায় সরব বিরোধীরা। ভোট প্রচারে বড়সড় চমক তৃণমূলের। রায়গঞ্জে তৃণমূলের ভোট প্রচারে অংশ নিলেন বাংলাদেশের বিখ্যাত নায়ক ফিরদৌস। তৃণমূলের তরফে এটাকে চমক বলা হলেও বিদেশী নাগরিক কিভাবে ভারতের ভোট প্রচারে অংশ নিচ্ছেন, সেই বিষয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা। এবার এই নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করল মোদী সরকার। খতিয়ে দেখা হবে বাংলাদেশী নায়ক ফিরদৌস এর ভিসার অনুমতিপত্র।

আরও পড়ুনঃ সরকারী কর্মীদের বদলির হুমকি দিয়ে ভোটের মধ্যেই বিতর্কে তৃণমূল নেতা

বাংলাদেশের অভিনেতা ফিরদৌস এর প্রচার নিয়ে বিজেপি অভিযোগ জানিয়েছিল রাজ্য মুখ্য নির্বাচনী অফিসারের দফতরে। নির্বাচন কমিশন সূত্রে খবর প্রচারের ক্ষেত্রে বিদেশী মানুষ জন এসে প্রচার করলে সে ক্ষেত্রে কোন বিধিনিষেধ নেই নির্বাচন কমিশনের আইনে। এর জন্য কোন আগাম অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না কমিশনের কাছে কোন রাজনৈতিক দলের। রাজ্য মুখ্য নির্বাচনী অফিসারের দফতরে সূত্রে এমনটাই খবর। তবে, আপাতত বিষয়টা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতেই।

আরও পড়ুনঃ মোদীর হেলিকপ্টারে কালো বাক্স রহস্য, নির্বাচন কমিশনে কংগ্রেস

রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসে টলিউড অভিনেতা অভিনেত্রীদের সাহচর্য আজ নতুন নয়। রাজ্যে পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেস সরকারের সাথে টলিউডের বহু সংখ্যক নায়ক নায়িকা সরকারের কাজে প্রার্থী হয়ে প্রত্যক্ষভাবে কাজ করতে দেখা গেছে। আবার প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তাদের আমন্ত্রিত অতিথি হিসেবে থাকতে দেখা গেছে। কিন্তু এবার বাংলাদেশের নায়ক এলেন তৃণমূলের আমন্ত্রণে। আর এরপরেই শুরু বিতর্ক।

আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

শুধু অনুষ্ঠানে আমন্ত্রণ নয়, একেবারে ভোট প্রচারের ময়দানে এলেন বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক। নায়ক হিসেবে জনপ্রিয়তা থাকতেই পারে, কিন্তু এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের কোনও দলের হয়ে ভোট প্রচারের বৈধতা কি কোনও বিদেশির রয়েছে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা।

আরও পড়ুনঃ কেজরীর অনুরোধে কংগ্রেসের তরফে আসন ছাড়ার প্রস্তাব আপকে

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে রবিবাসরীয় নির্বাচনী প্রচারে নামেন টলিউড তারকা ফিরদৌস, অঙ্কুশ ও পায়েল। তৃণমূল প্রার্থী কানাহাইয়ালাল আগরওয়ালের হয়ে, রায়গঞ্জের হেমতাবাদে এক রোডশোয়ে বাংলাদেশের নায়ক ফিরদৌসকে, করজোড়ে ভোট চাইতেও দেখা যায়। রূপালি পর্দার তারাদের দেখতে উদ্বেল হয়ে ওঠেন মানুষও।

আরও পড়ুনঃ কংগ্রেস সমর্থকদের হাতে খুন ৭৫ বছরের বৃদ্ধ মোদী সমর্থক

নায়ক নায়িকাদের ভোটের প্রচারে ব্যবহার করলে তা ভোটবাক্সে অনেকটাই ইতিবাচক ফল দেয়, তা বহুবার প্রমানিত হয়েছে। অন্তত তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বিষয়টি প্রতিষ্ঠিত সত্য, কারণ টলিউডের একাধিক প্রথম শ্রেনীর নায়ক নায়িকাকে তৃণমূল বিধানসভা অথবা লোকসভা নির্বাচনে টিকিট দিয়ে আসন দখল করেছে। শতাব্দী রায়, দেবশ্রী রায়, তাপস পাল থেকে চিরঞ্জিত চক্রবর্তী সকলেই রয়েছেন তালিকায়। কিন্তু বিদেশি অভিনেতা এনে ভোট প্রচারের ইতিহাস ভারতে নেই।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে নির্বাচন কমিশনের চিন্তার কারণ শ্যাডো জোন, এল হ্যাম রেডিও

আজ রায়গঞ্জে তৃণমূলের আমন্ত্রনে রোড শো করেন বাংলাদেশের বিখ্যাত এই নায়ক। ফিরদৌসের সাথে একই সাথে রোড শোতে ছিলেন টালিগঞ্জের অঙ্কুশ ও পায়েল। টলিউডের বেশ কিছু ছবিতেও অভিনয় করেও জনপ্রিয়তা লাভ করেছেন ফিরদৌস। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতে সচেষ্ট তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুনঃ খাকি রঙের প্যান্টি পরেন জয়া প্রদা, আজম খানের মন্তব্যে নিন্দার ঝড়

ইতিমধ্যেই এই ইস্যুকে হাতিয়ার করেছে বিজেপি সহ অন্যান্য বিরোধীরা। তারা বলছেন, দেশের মধ্যে কি আর কোনও ফিল্মস্টার পাওয়া গেলো না? সম্প্রতি বেশ কিছু সমীক্ষায় দেখা গিয়েছে, রায়গঞ্জে বিজেপির জমি তৈরি হচ্ছে। এদিকে কংগ্রেসের তরফে লড়াই করবেন হেভিওয়েট প্রার্থী দীপা দাশমুন্সি।

আরও পড়ুনঃ মোদী প্যান্ট পরতে শেখার আগেই নেহেরু ও ইন্দিরা সেনাবাহিনী গড়েছিলেন, বেলাগাম কমলনাথ

লড়াই এখানে মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। রায়গঞ্জে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে সংখ্যালঘু ভোট। সেই ভোটেই থাবা বসাতে বাংলাদেশী স্টারকে দিয়ে ভোটের প্রচার করছে তৃণমূল; এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এই নিয়েই এবার খোঁজ খবর শুরু করল কেন্দ্রীয় সরকার এর স্বরাষ্ট্র দফতর।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়
আরও পড়ুনঃ কাশ্মীরে মেহবুবার গাড়ি লক্ষ্য করে পাথরবাজদের হামলা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>