CBI Raid – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 10 Jun 2022 08:12:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CBI Raid – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলার সামান্য পুলিশ কনস্টেবলের ফ্লাটে কেজি কেজি সোনা, চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের https://thenewsbangla.com/gold-recovered-from-the-flat-of-police-constable-saigal-hussain-anubrata-mandal-security-guard/ Fri, 10 Jun 2022 08:09:58 +0000 https://www.thenewsbangla.com/?p=15357 বাংলার সামান্য পুলিশ কনস্টেবলের ফ্লাটে; কেজি কেজি সোনা। চক্ষু চড়কগাছ সিবিআই গোয়েন্দাদের। ইতিমধ্যেই গরু-পাচার মামলায় গ্রেফতার হয়েছে; অনুব্রত মণ্ডলের বিশ্বস্ত দেহরক্ষী সায়গল হোসেন। এবার সেই সায়গল হোসেনের নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল; বিপুল পরিমাণ সোনা। গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবার সন্ধ্যায়, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে; গ্রেফতার করেছে সিবিআই। তারপরই সিবিআইয়ের তরফে জানানো হয়, সায়গলের নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা; যা দেখে চক্ষু চড়কগাছ সিবিআই আধিকারিকদেরও।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, নিউটাউনে সায়গল হোসেনের স্ত্রীর নামে; একটি নয় দু-দুটি ফ্ল্যাট রয়েছে। সেখানে তল্লাশি চালিয়ে কিলো-কিলো সোনা উদ্ধার হয়েছে; যার বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা। এছাড়াও সায়গল ও তার পরিবারের সদস্যদের নামে; আরও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সেই সব সম্পত্তি ও সোনার আয়ের উৎসের হদিশ দিতে না পারাতেই; গ্রেফতার করা হয়েছে সায়গলকে।

বৃহস্পতিবার পঞ্চমবারের জন্য সায়গলকে; তলব করেছিল সিবিআই। প্রায় ৬ ঘণ্টা জেরার পর; তাকে গ্রেফতার করে গোয়েন্দারা। রাজ্য পুলিশের সামান্য কনস্টেবলের চাকরি করা সায়গল; কোথা থেকে এত টাকা পেল; তার কোনও গ্রহণযোগ্য জবাব দিতে পারেনি বলেই গোয়েন্দাসূত্রে খবর। গত সপ্তাহে টানা ২ দিন সায়গলের ডোমকলের বাড়িতে; তল্লাশি চালিয়েছে সিবিআই। সেখান থেকেও উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ সব নথি। যাতে জানা গিয়েছে, সায়গলের আত্মীয়দের নামেও রয়েছে; একাধিক সম্পত্তি।

এই প্রসঙ্গে আরও পড়ুনঃ রাজ্য পুলিশের কনস্টেবল সায়গল হোসেন গ্রেফতার, অনুব্রতর রক্ষী হতেই অগাধ সম্পত্তি

গোপন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সিবিআইয়ের সদর দফতর নিজাম প্যালেসে; সায়গল হোসেনকে যখন জেরা করছিলেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা; তখনই নিউটাউনে তার একাধিক ফ্ল্যাটেও চিরুনি তল্লাশি চালান হয়। তদন্তকারী আধিকারিকরা সন্দেহ করেন; বেনামে ওই ফ্ল্যাটগুলো কিনেছিল সায়গল হোসেনই। তল্লাশিতে ফ্ল্যাটগুলি থেকে বিপুল পরিমাণ সোনা; উদ্ধার হয় বলে জানা যাচ্ছে। সায়গলই প্রভাবশালিদের হাতে, গরু পাচারের বিরাট অঙ্কের টাকা; পৌঁছে দিত বলেই অভিযোগ।

অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ দেহরক্ষী সায়গল হোসেন। তার ফোন থেকেই দলের যাবতীয় কাজ; পরিচালনা করেন অনুব্রত। সায়গলের গ্রেফতারি ও তার পরে সোনা উদ্ধারের ঘটনায়; অনুব্রতর ওপর চাপ আরও বাড়ল। শুক্রবারই ধৃত সায়গল হোসেনকে; আসানসোলের সিবিআই আদালতে পেশ করবে সিবিআই।

]]>
পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা কলকাতা পুলিশের https://thenewsbangla.com/cbi-raid-police-commissioner-rajiv-kumars-house-kolkata-police-stop-cbi/ Sun, 03 Feb 2019 13:28:15 +0000 https://www.thenewsbangla.com/?p=6337 চরম সাংবিধানিক সংকট রাজ্যে। নজিরবিহীন ঘটনা বাংলায়। রবিবার সন্ধায় সিবিআই হানা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছুলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে। কিভাবে সিবিআই হানা থেকে পুলিশ কমিশনার রাজীব কুমারকে বাঁচানো যায়, চলছে তাঁরই প্রস্তুতি। এরপরেই সিবিআই দলকে আটক করে নিয়ে যায় সেক্সপিয়ার সরণী থানার পুলিশ। ভারতবর্ষে প্রথম কোন সিবিআই দলকে আটক করে নিয়ে গেল কোন রাজ্যের পুলিশ।

আরও পড়ুনঃ বুদ্ধে সৌজন্য কিন্তু মোদী যোগীতে অনুমতি নেই, শত্রু পাল্টেছে মমতার

চরম সাংবিধানিক সংকট রাজ্যে। বাংলায় এবার সিবিআই বনাম পুলিশ লড়াই। চিটফান্ড মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে রবিবার সিবিআই হানা। পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআইকে ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ। তারপরই সিবিআই বনাম কলকাতা পুলিশ লড়াই শুরু। পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে আসা সিবিআই আধিকারিকদের তুলে নিয়ে যায় পুলিশ।

রবিবার সন্ধ্যায় রাউডন স্ট্রিটে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। সারদা চিটফান্ড মামলায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে রবিবার সিবিআই হানা দেয়। কিন্তু প্রবল বাধা দেয় সেক্সপিয়ার সরণী থানার পুলিশ।

বাড়িতে রেড তো অনেক দূরের কথা। সেক্সপিয়ার সরণী থানার পুলিশ তুলে নিয়ে যায় সিবিআই আধিকারিকদের। তুমুল বচসা শুরু হয়েছে। সিবিআই ডিএসপি রাঙ্কের অফিসার সমেত সব অফিসারদের জোর করে আটক করে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতেই এই ঘটনা ঘটল। কলকাতার রাজপথে হাতাহাতি শুরু হয়ে যায় পুলিশ ও সিবিআই আধিকারিকদের। এরপরেই বিশাল পুলিশ বাহিনী এসে গায়ের জোরে তুলে নিয়ে যায় সিবিআই আধিকারিকদের।

লোকসভা ভোটের আগে এই ঘটনার জের যে অনেকদুর যাবে, তা বলাই যায়। ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি জড়িয়ে যাওয়ার ঘটনায় চরম সমালোচনা করেছে কেন্দ্র সরকার। রাজ্য সরকারের তরফ থেকে এটিকে রাজ্যের প্রতি ষড়যন্ত্র বলেই জানান হয়েছে। তবে রাজনৈতিক মহল এই ঘটনাকে রাজ্যের পক্ষে ‘সাংবিধানিক সংকট’ বলেই অভিহিত করেছে। ভারতবর্ষের ইতিহাসে এই ধরণের ঘটনা প্রথম বলেই জানাচ্ছে রাজনৈতিক মহল।

]]>