CBI Probe – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 09 Jun 2022 07:10:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CBI Probe – The News বাংলা https://thenewsbangla.com 32 32 দলের নেতা খু’নের মামলা সিবিআই হাতে, ঘুম উড়ল তৃণমূল নেতা মন্ত্রীর https://thenewsbangla.com/tapan-dutta-murder-case-calcutta-high-court-ordered-cbi-probe/ Thu, 09 Jun 2022 07:09:52 +0000 https://www.thenewsbangla.com/?p=15326 দলের নেতা খু’নের মামলা সিবিআই হাতে; ঘুম উড়ল তৃণমূল নেতা মন্ত্রীর। ২০১১ সালের ৬মে খু’ন হন; বালির তৃণমূল নেতা তপন দত্ত। খু’নের অভিযোগ ওঠে; তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে। এই হ’ত্যার ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে; কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত। বৃহস্পতিবার শুনানিতে সিবিআই তদন্তের বিরোধিতা করেন; মামলার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েনের আইনজীবী। বিচারপতি রাজশেখর মান্থা; সিবিআই তদন্তের নির্দেশ দেন।

বালির পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হ’ত্যা মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য় সিআইডিকে সমস্ত নথি; কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। বিচারপক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর, এই মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যা গোটা দেশের মধ্যে নজিরবিহীন।

তপন দত্ত হ’ত্যা মামলায়; দুটি চার্জশিট দেওয়া হয়। প্রথমটিতে মন্ত্রী অরূপ রায়ের নাম ছিল; তবে দ্বিতীয় চার্জশিটে মন্ত্রীর নাম, উধাও হয়ে গিয়েছিল। বিষয়টি নজর এড়াননি বিচারপতি মান্থার। তপন দত্ত খুনের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে, সন্দেহ প্রকাশ করে বিচারপতি রাজশেখর মান্থা বলেন; “এতো ঠাকুর ঘরে কে; আমি তো কলা খাইনির মতো ঘটনা”।

আরও পড়ুন; “একশো দিনের কাজের টাকার হিসাবই দেয়নি বাংলা, ৩২৭ লাখ টাকার পেমেন্ট হয়নি”

শুনানিতে প্রতিমা দত্তের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন; “তদন্ত নিরপেক্ষ হচ্ছে না; বলে মন্তব্য করেছেন নিম্ন আদালতের বিচারক। ষষ্ঠী গায়েন অন্যায় না করলে; তাঁর আইনজীবী সিবিআই তদন্তে আপত্তি করছেন কেন”? এরপর রাজ্য সরকারের তরফে বলা হয়; “তদন্তে খামতি নেই; এখন সিবিআই তদন্তেরও কোন প্রয়োজনীয়তা নেই। তদন্ত ত্রুটিপূর্ণ হলে, আদালত আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিত”।

কিন্তু চার্জশিটের গরমিল দেখেই; হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। হাওড়ায় জলাশয় বোজানো নিয়ে; আন্দোলন শুরু করেছিলেন তৃণমূল নেতা তপন দত্ত। “নিজের নেতাদের হাতেই খুন হবার পরে; তৃণমূলের কেউ খোঁজ নিতে আসেননি”; বৃহস্পতিবার এমন অভিযোগ করেন তপন দত্তের মেয়ে প্রিয়াঙ্কা দত্ত। “বাবার মৃত্যুর দায়ে, তৃণমূল নেতা-মন্ত্রী অরূপ দত্তের শাস্তি চাই”; একযোগে দাবি তুলেছেন মৃত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত ও মেয়ে প্রিয়াঙ্কা দত্ত। এই নিয়ে এখনও মুখ খোলেনি তৃণমূল নেতৃত্ব।

]]>
বাঁ হাতে বুক চেপে ধরে, গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত মণ্ডল https://thenewsbangla.com/anubrata-mandal-faces-cbi-interrogation-in-cattle-case-holding-his-chest-with-left-hand/ Thu, 19 May 2022 07:13:20 +0000 https://www.thenewsbangla.com/?p=15133 বাঁ হাতে বুক চেপে ধরে; গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হলেন; বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরে চিঠি দিয়ে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেন; বীরভূমের তৃণমূল নেতা। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছন; গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। আধঘণ্টা বসিয়ে রাখার পরে; অনুব্রত মণ্ডলকে জেরা শুরু করে সিবিআই।

আরও পড়ুন; লজ্জায় ডুবল বাংলা, আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন দখল নিল কেন্দ্রীয় বাহিনী

এর আগে গত ৬ এপ্রিল, গরু পাচারকাণ্ডে সিবিআই তলবে সাড়া দিতে; অনুব্রত মণ্ডল রওনা দিয়েছিলেন নিজাম প্যালেসের উদ্দেশে। সেদিন চিনার পার্কের ফ্ল্যাট থেকে নিজাম প্যালেসে সিবিআই দফতরের দিকে যেতে গিয়ে; অবশ্য মাঝপথেই অসুস্থ বোধ করেন তিনি। ভর্তি হয়ে যান, এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। সকাল সকাল সিবিআই দফতরের উদ্দেশে রওনা দিলেও; তাঁর গাড়ি ঢুকে যায় এসএসকেএম হাসপাতালে।তারপর টানা ১৭ দিন ওই হাসপাতালেই; চিকিৎসাধীন ছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। এরপরে, চিকিৎসকদের পরামর্শ মত; চিনার পার্কের ফ্ল্যাটেই বিশ্রামে ছিলেন তিনি।

আরও পড়ুন; মমতার মন্ত্রীর দাপট, আদালতের নির্দেশও মানলেন না রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ

দীর্ঘদিনের টালবাহানার পর শেষ পর্যন্ত আজ বৃহস্পতিবার; সিবিআই-এর মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল। এর আগে বহুবার, গরুপাচার কাণ্ডে জেরার জন্য; নিজাম প্যালেসে তলব করা হলেও কেষ্ট সে ডাকে সাড়া দেননি। একাধিকবার সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের কাছে; আইনজীবী মারফৎ লম্বা চিঠি পাঠান রাজ্যের এই প্রভাবশালী তৃণমূল নেতা। তিনি সিবিআই-কে জানান, ২১মের পর তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত।

আরও পড়ুন; সিবিআই তদন্তে জর্জরিত তৃণমূল নেতা-মন্ত্রীরা, শুভেন্দুকে নবান্নে ডাকল রাজ্য সরকার

তবে নির্দিষ্ট ডেডলাইন শেষ হওয়ার আগেই; বুধবার সিবিআই দফতরে ফের আইনজীবী মারফৎ চিঠি পাঠান অনুব্রত। ২১মে হাজিরার কথা বললেও, অনুব্রত সিবিআইকে জানান যে; বৃহস্পতিবারই আসতে চান নিজাম প্যালেসে। গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদে রাজি হন তিনি। সেই মতো বীরভূমের তৃণমূল নেতাকে; বৃহস্পতিবার সময় দেয় সিবিআই। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে; নিজাম প্যালেসে হাজিরার কথা ছিল। তার অনেক আগেই, সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ; চিনার পার্কের বাড়ি থেকে নিজাম প্যালেসে এসে পৌঁছন তিনি।

]]>
দিল্লিতে একমঞ্চে মোদী-মমতা, বাংলাতে সিবিআই তদন্ত নিয়ে আশঙ্কা বাম-কংগ্রেসের https://thenewsbangla.com/modi-mamata-on-one-stage-in-delhi-fears-over-cbi-probe-in-bengal/ Sat, 30 Apr 2022 05:09:56 +0000 https://www.thenewsbangla.com/?p=14999 দিল্লিতে একমঞ্চে মোদী-মমতা; বাংলায় বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্ত-গুলো আর এগোবে তো? মোদী মমতা মুখোমুখি দিল্লিতে; বাংলাতে সিবিআই তদন্ত নিয়ে আশঙ্কা বাম-কংগ্রেসের। “এর আগেও এই ঘটনা বারবার দেখা গেছে; দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরেই; সিবিআই কেমন যেন চুপ মেরে যায়”; এমনটাই অভিযোগ বাম ও কংগ্রেস নেতাদের। এবার কি হবে? উঠে গেল প্রশ্ন।

দিল্লির বিজ্ঞান ভবনে শনিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে; বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হল। যোগ দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১০টায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ভাষণ দেবেন ভারতের প্রধান বিচারপতি ও এন ভি রমানা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এদিকে, শুক্রবারই দিল্লি পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা। এদিনই দিল্লিতে মমতার বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে; দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

বিচারপতিদের এই সম্মেলনে মূলত দেশের বিচার বিভাগীয় পরিকাঠামোর উন্নয়নে আর কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়; তা নিয়েই আলোচনা হবে। এছাড়াও, বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য; একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বা তার প্রস্তাব দেওয়া হতে পারে এই সম্মেলনে। এমনটাই জানা যাচ্ছে।

এদিকে, দিল্লি উড়ে যাওয়ার ঠিক আগে; কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া বিতর্ক নিয়ে সরগরম রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বকেয়ার পরিমাণ ৯৭ হাজার কোটি টাকারও বেশি। অন্যদিকে, এই দাবি উড়িয়ে দিয়ে বিজেপির দাবি; রাজ্য সরকার পায় মাত্র ৪ হাজার ২৯২ কোটি টাকা। বাংলায় হেরে গেছে বলে পাওনা মেটাচ্ছে না মোদী সরকার; তীব্র আক্রমণ শুরু করেছে তৃণমূল। পাল্টা প্রচার শুরু করেছে বিজেপিও।

এরমধ্যেই দিল্লিতে আজ মোদী মমতা দুজনেই একমঞ্চে। ভাদু শেখ ও তপন কান্দি খুনের ঘটনা থেকে হাঁসখালি বোগটুই, স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি; একের পর এক ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাম ও কংগ্রেস নেতাদের আশঙ্কা, ‘বরাবরের মত এবারেও মোদী মমতা সাক্ষাতের পরেই না বাংলার সব সিবিআই তদন্ত চাপা পড়ে যায়’। তবে এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বিজেপি ও তৃণমূল নেতারা। তবে দিল্লিতে একমঞ্চে মোদী মমতা নিয়েও; রাজ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

]]>