CBI office – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 27 May 2019 08:25:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CBI office – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সিবিআই এর ডাকে গরহাজির, কোথায় লুকিয়ে রাজীব কুমার, খুঁজছে সিবিআই https://thenewsbangla.com/rajiv-kumar-not-present-at-cbi-office-cbi-seeks-rajiv-kumar-everywhere/ Mon, 27 May 2019 08:25:43 +0000 https://www.thenewsbangla.com/?p=13372 সকাল ১০ টার মধ্যে সিবিআই দফতরে; তাঁকে হাজিরা দিতে ডেকেছিল সিবিআই। কিন্তু তাতে কর্ণপাত করেননি; সারদা নথি হেরাফেরি কাণ্ডে যুক্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সিবিআইয়ের বিভিন্ন দল তাঁকে হন্যে হয়ে খুঁজছে। দেখা মাত্র রাজীব কুমারকে গ্রেফতার করা হবে। মনে করা হচ্ছে; কলকাতা হাইকোর্ট বা বারাসত আদালতে; তিনি সোমবারই আগাম জামিনের আবেদন করতে পারেন।

দেখতে পেলেই গ্রেফতার; রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। জেলে যাওয়া ছাড়া; আর কোন রাস্তাই নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের কাছে। চরম অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হাইকোর্ট বা বারাসতে আগাম জামিনের আবেদন করতেই; লুকিয়ে আছেন তিনি। এমনটাই সন্দেহ সিবিআইয়ের।

শেষ আশাও শেষ হয়ে গিয়েছিল আগেই। আগাম জামিন এর আবেদন; শোনেইনি দেশের শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্ট বা বারাসত কোর্ট; কোথায় আগাম জামিন পাননি রাজীব। এরপরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে সিবিআই।

সারদা কেলেঙ্কারিতে প্রমাণ লোপাটে অভিযুক্ত; কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। মমতার প্রিয় এই অফিসারকে যে কোন মুহূর্তে গ্রেফতার করবে সিবিআই। লুক আউট নোটিশ জারির পর; বাঁচার আর কোন রাস্তা রইল না রাজীবের।

সুপ্রিম কোর্টে আগেই জোর ধাক্কা খান মমতার প্রিয় অফিসার; আইপিএস ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না; এই রক্ষাকবচ তুলে নেয় দেশের শীর্ষ আদালত।

এরপর, মমতার প্রিয় অফিসার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শোনেইনি; সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রর ডিভিশন বেঞ্চ। তাঁকে গ্রেফতার করা যাবে না, সুপ্রিম কোর্টের এই রক্ষাকবচ তুলে নেওয়ার পর; আর আগাম জামিনের আবেদন শোনার কোন প্রশ্নই নেই বলে; জানিয়ে দেন বিচারপতি অরুণ মিশ্র।

নিজেদের হেফাজতে নিয়ে; রাজীব কুমারকে জেরা করবে সিবিআই। রাজীব কুমারকে নিয়ে সিবিআই মমতা; বা রাজ্য কেন্দ্র সংঘর্ষ অনেক দিন ধরেই চলছে। সিবিআই লাউডন স্ট্রিটে তাঁর বাসভবনে হানা দেওয়ার পর; সিবিআই কর্তাদের বাড়ির ভিতর ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ।

সিবিআই হানার প্রতিবাদে; মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা। ধর্নামঞ্চে যোগ দেন রাজীবও। এখন যে কোন মুহূর্তে গ্রেফতারের মুখে; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

]]>
রাজীব কুমারকে সিবিআই এর কাছে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/supreme-court-directs-rajiv-kumar-to-appear-in-cbi-office-for-interrogation/ Tue, 05 Feb 2019 05:44:23 +0000 https://www.thenewsbangla.com/?p=6427 রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরা দিয়ে সিবিআই জেরার মুখে বসতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এখনই গ্রেফতার করা যাবে না তাঁকে, জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, অভিযোগ করেন সিবিআই আইনজীবী। সওয়াল জবাব শুনে মঙ্গলবার এই রায় জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

রাজীব কুমারকে মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় সিবিআই জেরার মুখোমুখি হতে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা বা দিল্লি নয়, একটা নিউট্রাল জায়গায়, মেঘালয়ের শিলংয়ে একটি নিউট্রাল জায়গায় হাজিরার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানেই রাজীব কুমারকে জেরা করবে সিবিআই আধিকারিকরা।

সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

সারদা চিটফান্ড মামলায় তথ্য প্রমাণ নষ্টের কোন প্রমাণ পেলে কলকাতার পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি সোমবারই দিয়েছিলেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ পরিস্কার জানিয়ে দিয়েছিলেন, ‘তথ্য লোপাট তো দূরের কথা, রাজীব কুমার স্বপ্নেও তা ভাবলে তাঁকে এমন শিক্ষা দেওয়া হবে যে তাঁকে সারাজীবন পস্তাতে হবে।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

সারদা চিট ফান্ড তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে সোমবারই কলকাতার পুলিস কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। সোমবার সকালে আদালত শুরু হতেই রাজীব কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এই মামলা লড়ছেন। মামলাটি সরাসরি করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চে।

আরও পড়ুনঃ সারদা কেলেঙ্কারির পাল্টা এবার সিবিআইকেই প্রতারণা মামলার নোটিশ মমতার পুলিশের

সারদা মামলায় সুদীপ্ত সেনের ল্যাপটপ, মোবাইল পরীক্ষাই করাননি রাজীব কুমার, অভিযোগ করেন সিবিআই আইনজীবী। সুদিপ্ত সেনের সব মোবাইল পরীক্ষাই করাননি রাজীব গান্ধীর নেতৃত্বে সিট। মোবাইল কল রেকর্ড নষ্টও করা হয়েছে বলে অভিযোগ করেন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা। বাজেয়াপ্ত ল্যাপটপ, মোবাইল কিছুতেই জমা করছে না সিবিআই এর কাছে, অভিযোগ সিবিআইয়ের আইনজীবীর।

আরও পড়ুনঃ সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প

তবে সব অভিযোগ খণ্ডন করেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। বলেন কলকাতা পুলিশ সবসময় সিবিআই কে সাহায্য করতে প্রস্তুত। এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ জানিয়ে দেন, রাজীব কুমারকে সিবিআই এর কাছে হাজিরা দিতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। তবে এখনই কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব, ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকে সুপ্রিম কোর্ট ১৮ই ফেব্রুয়ারীর মধ্যে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে। না হলে তাদের ২০ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।

]]>