CBI Arrest – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 16 Jun 2022 04:02:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CBI Arrest – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব, হাত পা ভা’ঙব” https://thenewsbangla.com/budge-budge-tmc-leader-warned-bjp-if-cbi-arrest-canning-east-tmc-mla-saokat-molla/ Thu, 16 Jun 2022 03:58:35 +0000 https://www.thenewsbangla.com/?p=15483 “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব; বাড়ি থেকে বেরোলেই হাত-পা ভা’ঙব”; প্রকাশ্য ভিডিও-তে এমনটাই হুঁ’শিয়ারি দিলেন বিধায়ক শওকত মো’ল্লার সহযোগী তৃণমূল নেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়। বিধায়ক শওকত মো’ল্লা গ্রেফতার হলে; এবার বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করার ও হাত-পা ভা’ঙার নি’দান দিলেন তৃণমূল নেতা। বজবজ দু-নম্বর ব্লকের পঞ্চায়েত সহ সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়; আবার বজবজ দুনম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতিও। রাজ্য প্রশাসনের পদে বসেও; গু’ণ্ডার মত হু’মকি দিলেন তৃণমূল নেতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পর এবার; কয়লা পা’চার কাণ্ডে শওকত মো’ল্লাকে বারবার জেরা করছে সিবিআই। কয়লা পা’চার কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে; বারবার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে দাবি, আসানসোল থেকে পা’চার করা কয়লা; রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। এর মধ্যে ভিনরাজ্যের পাশাপাশি রয়েছে; নদিয়া, পুরুলিয়া, ক্যানিং।

যারা এই দু’ষ্কর্মের সঙ্গে যুক্ত, তাদের জেরা করে; তৃণমূল নেতা বিধায়ক শওকত মো’ল্লার নাম উঠে এসেছে বলে সিবিআইয়ের দাবি। এই বিষয়ে তৃণমূল বিধায়কের বয়ান খতিয়ে দেখার পাশাপাশি; তাঁর থেকেও নানান তথ্য জানতে চাইল সিবিআই। তবে দক্ষিণ ২৪ পরগনার দাপুটে এই তৃণমূল নেতা জানিয়েছেন; “সিবিআই চাপে মাথা নো’য়াবো না”।

আরও পড়ুনঃ ‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আর এরপরেই প্রকাশ্যে হু’মকি ও হুঁ’শিয়ারি দিলেন; শওকত মো’ল্লার সহযোগী ও বজবজ দুনম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য ভিডিও-তে পরিস্কার শা’সানি দিলেন; “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব; যারা বাড়ির বাইরে বেরবে, তাদের হাত-পা ভা’ঙব”। বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সহ সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের; এই গু’ণ্ডামি দেখে শি’উরে উঠেছে গোটা বাংলা।

কি করে রাজ্য প্রশাসনে থাকা একজন নেতা; এইভাবে গু’ণ্ডাদের ভাষায় হু’মকি দিতে পারে? প্রশ্ন তুলেছে বিজেপি নেতারা। কেন পুলিশ এদের গ্রেফতার করছে না? প্রশ্ন তুলেছেন অনেক আমজনতাও। তৃণমূলের রাজ্যস্তরের নেতারা; এই ভিডিও দেখে বেশ বিব্রত; তারা জানিয়েছেন; “বিজেপি সিবিআইকে কাজে লাগিয়ে; তৃণমূল নেতাদের ‘হ্যা’রাস’ করছে। কিন্তু বিরোধীদের হু’মকি দেওয়া তৃণমূলের রীতি নয়; কে কি ব্যক্তিগত-ভাবে করছে, তার জন্য দল কোনভাবেই দায়ী নয়”।

]]>
জেলেই সুমন চট্টোপাধ্যায়, সিবিআই নজরে বাংলার আরও তিন সাংবাদিক https://thenewsbangla.com/suman-chattopadhyay-is-in-jail-three-more-bengal-journalists-are-in-the-radar-of-cbi/ Fri, 28 Dec 2018 13:57:12 +0000 https://www.thenewsbangla.com/?p=4870 The News বাংলা, কলকাতাঃ জামিন না মেলায় নতুন বছরের শুরুটা জেলেই কাটাতে হবে বাংলার অন্যতম সেরা সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে। এদিকে চিটফান্ড কাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে, বাংলার আরও তিন সাংবাদিককে যে কোনদিন গ্রেফতার করতে পারে সিবিআই। সিবিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

এদিকে ফের জামিনের আর্জি খারিজ করে সিবিআই হেফাজত থেকে এবার জেল হেফাজতেই পাঠানো হল সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে। আগামী ৯ই জানুয়ারি পর্যন্ত সুমনবাবুকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ভুবনেশ্বর আদালত। ওড়িশার খুরদা রোড জেলে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

আরও পড়ুন: চোখ রাখুন বাংলায় কবে প্রকাশ পাবে নতুন ভোটার তালিকা

নতুন বছর জেলেই কাটবে বাংলার প্রখ্যাত এই সাংবাদিকের। জানা গেছে, চিটফান্ডের বেআইনি টাকায় কেনা সুমন চট্টোপাধ্যায় এর বিভিন্ন ব্যাংক এক্যাউনট ও তার প্রায় ১২টি বিলাসবহুল ফ্লাটের দিকেও নজর পরেছে সিবিআই-য়ের। সূত্রের খবর, বাংলার প্রায় ৫ জন সাংবাদিকের আয়-ব্যয় ও সম্পত্তি নিয়ে এখন খোঁজখবর করছে সিবিআই।

আরও পড়ুন: হাজার হাজার রুটি নষ্ট করে কৃষক আন্দোলনে ইতিহাস বাংলার বামেদের

গত বৃহস্পতিবার আইকোর মামলায় গ্রেফতার করা হয় সুমন চট্টোপাধ্যায়কে। মূলত চিটফান্ডের টাকা হাতানো, আয় সঙ্গতি, তথ্য গোপন সহ একাধিক মামলায় গ্রেফতার করা হয় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়কে। জামিন বাতিল করে, প্রথমে তাকে সিবিআই হেফাজতে পাঠানো হয়। পরে সিবিআই হেফাজত শেষে জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেয় ভুবনেশ্বরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আরও পড়ুন: ভিড়ে ঠাসা কলকাতা মেট্রোতে আগুন ও ধোঁয়া, অসুস্থ বহু

এদিকে, যে কোনও মুহূর্তে একই পরিণতি হতে পারে বাংলার আরও তিন সাংবাদিকের। বিভিন্ন চিটফাণ্ড থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে এদের বিরুদ্ধে। এই অভিযোগের তথ্য-নথিও সিবিআই সংগ্রহ করেছে বলেই জানা গেছে। হাতে এসেছে কিছু ছবিও। ফলে, এই তিন সাংবাদিকের মাথার ওপর মহা-বিপদের কালো মেঘ ভালোভাবেই জমেছে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি

এই তিনজনই সে আশঙ্কার কথা ভালো করেই জানেন। এদের একজন এখন মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজ্যের বাইরের কোনও মিডিয়া হাউসে যোগ দেওয়ার। একাধিক হাউসে ইন্টারভিউও দিয়েছেন। একসময় বৃহত্তম সংবাদপত্র গোষ্ঠীতে থাকা সাংবাদিকটি এখন ছোট একটি মিডিয়াতে যুক্ত। বাকি দুজনের অবস্থাও একই। বিনিদ্র রজনী আর উচ্চ রক্তচাপকে সঙ্গী করে দিন পার করছেন।

আরও পড়ুন: EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

সুমন চট্টোপাধ্যায় তিন দশকেরও বেশি সময় বাংলা ভাষায় সাংবাদিকতা করেছেন। গ্রেফতারের সময় তিনি একটি বাংলা দৈনিকের সম্পাদক ছিলেন। এছাড়া, একদা টেলিভিশন সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সাংবাদিক এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও। তার বিরুদ্ধে এখনও মামলা চলছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

আইকোর, এমপিএস, সারদা ও চক্রের মতো চিটফান্ড সংস্থাগুলির কাছ থেকে বিপুল অর্থ নেওয়ার অভিযোগে কাঠগড়ায় সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিত্ব ও আমলাদের সঙ্গে বৈঠক ও নানা ধরনের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চিটফান্ড সংস্থাগুলিকে। তার বদলে টাকা নিয়েছেন সুমনবাবু। সবমিলিয়ে ৫০ কোটি টাকা তিনি হাতিয়েছেন বলে সিবিআই সূত্রের খবর।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

এর আগে সারদা মামলায় তাঁকে জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরেকটরেট। সূত্রের খবর ঠিক এই একই অভিযোগে, যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন এই রাজ্যের আরও তিন বিশিষ্ট সাংবাদিক। একাধিক চিটফান্ড থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও। তাদের বিরুদ্ধে বেশকিছু গুরুত্বপূর্ণ প্রমাণ চলে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

ফলে এই তিন সাংবাদিক গ্রেফতার হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র বলেই মনে করা হচ্ছে। এই তিন সাংবাদিক তাঁদের দিল্লির প্রভাব খাটিয়ে সিবিআই-এর হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। এখন দেখার এই তিন সাংবাদিক কবে গ্রেফতার হন। তবে অনেকেই মনে করছেন এই তিন সাংবাদিক লোকসভার আগেই গ্রেফতার হতে পারেন। সব মিলিয়ে বাংলা সংবাদমাধ্যম কলঙ্কময় অধ্যায়ের মধ্য দিয়েই যাচ্ছে।

]]>
ঘুষ নিয়ে সিবিআই এর জালে রেল পুলিশ https://thenewsbangla.com/cbi-arrest-a-rail-police-officer-for-taking-bribe/ Sat, 17 Nov 2018 16:22:29 +0000 https://www.thenewsbangla.com/?p=2597 The News বাংলা, শিলিগুড়িঃ ঘুষ নিয়ে সিবিআই এর জালে আরপিএফ এর এক এএসআই। ঘুষ নিয়ে তথ্য প্রমানাদি সহ সিবিআই এর কাছে হাতেনাতে ধরা পড়ল বাগডোগরায় কর্মরত আরপিএফ এর ওই অ্যাসিসট্যান্ট সাব ইসপেক্টর (এএসআই)। ধৃতের নাম যোগেন রাভা। তিনি অসমের বাসিন্দা হলেও শিলিগুড়ির বাগডোগরায় কর্মরত। ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে, আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

খবর ছিল আগেই। অনেকদিন থেকেই অভিযোগ ছিল। ট্রাক ছাড়া নিয়ে ঘুষ চাওয়ার। সেইমত সিবিআই এর কাছেও অনেক অভিযোগ জমা পরে আরপিএফ এর ওই অ্যাসিসট্যান্ট সাব ইসপেক্টর (এএসআই) যোগেন রাভার নামে।। এরপর দিন, ক্ষন, সময় নির্ধারন করে অভিযুক্তকে ধরতে জাল পাতে সিবিআই। আর সেই জালেই ধরা দেয় এএসআই যোগেন রাভা।

আরও পড়ুনঃ ফের বিজেপি কর্মীদের ‘পাচন’ মারার পরামর্শ কেষ্টর

কলকাতা থেকে শিলিগুড়িতে এসে রীতিমত নাটকিয় কায়দায় ফাঁদ পেতে তাকে ধরা হয়েছে বলে জানিয়েছে সিবিআই অফিসাররা। সুত্র মারফত জানা গেছে, সম্প্রতি একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। সেই সময়, সেই ট্রাকটিকে আটক করে আরপিএফ এর কর্মীরা। এরপর আদালতে মামলা গেলে, আদালত সেই ট্রাকটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশ সত্তেও ধৃত যোগেন রাভা ওই ট্রাকটি ছাড়ে না। শুধু তাই নয়, ট্রাকটির সমস্ত কাগজপত্রও আটকে রাখে এবং ট্রাকটিকে ছাড়তে মোটা অঙ্কের টাকা দাবী করে। এরপর এই খবর একপ্রকার অভিযোগ হিসেবেই যায় সিবিআই এর কাছে। এরপর সিবিআই এর একটি দল কলকাতা থেকে শিলিগুড়িতে আসে।

আরও পড়ুনঃ থানায় ঢুকে আটক এসডিও, সিসিটিভি ফুটেজ প্রকাশ করল পুলিশ

শিলিগুড়িতেই আরপিএফএর ওই অ্যাসিসট্যান্ট সাব ইসপেক্টর (এএসআই) যোগেন রাভাকে ধরতে সিবিআই তাদের মত করে জাল বিছায়। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় বেশকিছু তথ্য প্রমাণাদি সহ যোগেন রাভাকে গ্রেফতার করে তারা। সেইসঙ্গে যোগেন রাভা ওই ট্রাক মালিকের কাছ থেকে যে পাঁচ হাজার টাকা ঘুষ নিয়েছিল তাও উদ্ধার করে তারা। এছাড়াও আরও হিসাব বহির্ভূত টাকা তার কাছ থেকে আটক করে সিবিআই।

অন্যদিকে একই অপরাধে অভিযুক্ত আরও এক আরপিএফ কনস্টেবলের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা। শনিবার যোগেন রাভাকে সিবিআই কোর্টে তোলা হলে বিচারক তাকে ১৩ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। এবিষয়ে ধৃতের আইনজীবী অভিজিৎ সরকার বলেন, আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। যে ট্রাক মালিক রয়েছে তার বিরুদ্ধে পুরোনো অভিযোগ রয়েছে। তবে, এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সিবিআই।

]]>