CBI Arrest Anubrata Mondal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 16 Aug 2022 05:55:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg CBI Arrest Anubrata Mondal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 গরু চুরি কাণ্ডে, অনুব্রতর মেয়ে, নেতা ও পুলিসের দিকেও নজর সিবিআইয়ের https://thenewsbangla.com/cbi-find-company-in-the-name-of-anubrata-mondals-daughter-sukanya-mondal/ Tue, 16 Aug 2022 05:25:49 +0000 https://thenewsbangla.com/?p=16130 গরু চুরি কাণ্ডে, অনুব্রতর মেয়ে, নেতা ও পুলিসের দিকেও নজর সিবিআইয়ের। সিবিআইয়ের রাডারে এবার অনুব্রত মণ্ডলের মেয়ে। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিস পেতে গিয়ে, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে থাকা দুটি কোম্পানির একাধিক নথিপত্র পেয়েছেন দাবি তদন্তকারী আধিকারিকদের। অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও, তৈরি হয়েছিল কোম্পানি। অন্তত দুটি কোম্পানি রয়েছে অনুব্রতর মেয়ের নামে। একটি কোম্পানি অ্য়াগ্রো কেমিক্যাল সংক্রান্ত। সেই কোম্পানিতে অনুব্রতর নামে শেয়ার রয়েছে ২৫ শতাংশ। বাকি শেয়ার তার কন্যার নামে। প্রশ্ন উঠছে এই কোম্পানি দুটিতে কি পাচারের টাকা বিনিয়োগ হত?

সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, এই দুই কোম্পানি থেকে প্রভাবশালীদের ঋণ দিতেন এনামুল হক ও তার সহযোগীরা। কাদের ও কেন দেওয়া হত ঋণ? প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গরু পাচারে বেআইনিভাবে ওঠা টাকার একাংশ কালো থেকে সাদা করতেই, ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিল পাচারের মূল মাথারা।

আরও পড়ুনঃ দাদা গরু চুরি কেসে সিবাআই হেফাজতে গেলেও, হু’মকি দেওয়া কমছে না তৃণমূল নেতাদের

এই বিষয়ে অনুব্রতকে জেরা করবে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা। প্রয়োজনে আগামী সপ্তাহে বীরভূমে অনুব্রতের বাড়ি গিয়ে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও জেরা করতে পারে সিবিআই। গরু, কয়লা, বালি খাদানের বিপুল টাকা জমা হত অনুব্রতের কোষাগারে। সেই টাকাই কি বিনিয়োগ হয়ে যেত সুকন্যা মণ্ডলের কোম্পানিতে? অনুব্রতের মেয়ের কোম্পানির আড়ালে একের পর এক রাইস মিল কেনা হত বলেও অভিযোগ উঠেছে।

]]>
গরুতে ফাঁসলেন অনুব্রত, মাথা থেকে হাত তুলে নিল দল ও নেত্রী https://thenewsbangla.com/cbi-arrest-anubrata-mondal-on-cow-smuggling-case/ Thu, 11 Aug 2022 06:53:05 +0000 https://thenewsbangla.com/?p=16053 গরুতে ফাঁসলেন অনুব্রত, আর তারপরেই মাথা থেকে হাত তুলে নিল দল ও নেত্রী। তদন্তে অসহযোগিতার অভিযোগে গরু-পাচার মামলায়, বীরভূমের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই। সূত্রের খবর, গত দুদিন ধরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ফোন করেও পাননি অনুব্রত মণ্ডল। তার কারণ ইতিমধ্যেই বীরভূমের দাপুটে নেতা অনুব্রতের মাথা থেকে, হাত তুলে নিয়েছে তৃণমূল নেতৃত্ব। গত বুধবার সাংবাদিকদের সামনে ফিরহাদ হাকিম বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অপরাধ করেছে মানে, আমরা সবাই চোর এমনটা নয়”। তারপরের দিনই সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অনুব্রত।

গতকালই অসুস্থতার কথা বলে ফের, সিবিআই-এর হাজিরা এড়ান অনুব্রত। গরু পাচার মামলায় এখনও পর্যন্ত দশবার তাঁকে তলব করা হলেও, মাত্র একবার হাজিরা দিয়েছেন তিনি ৷ গতকালও হাজিরা এড়িয়ে যান তিনি ৷ নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বুধবার জানান; “প্রাক্তন সহকর্মীর কর্মকাণ্ডের জন্য লজ্জিত”, পার্থ যা করেছে, তাতে আমি লজ্জিত। আমি এই পার্থকে চিনি না”। বিরোধীদের বক্তব্য পার্থের পরে অনুব্রতের সম্পর্কে কি বলবে তৃণমূল নেতৃত্ব?

আরও পড়ুনঃ ‘রাজনৈতিক ইজ্জত’ ধুলোয় মিশিয়ে, অনুব্রতকে ইঁদুরের মত ‘গরু কেসে’ ধরল সিবিআই

এদিন সকালেই তৃণমূল নেতা অর্জন সিং জানিয়ে দিয়েছেন, “অনুব্রত মণ্ডল কিছু করে থাকলে, তাঁকেই তার জবাব দিতে হবে”। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় এর মত অনুব্রত মণ্ডলের মাথার উপর থেকেও হাত সরিয়ে নিল তৃণমূল? বাংলার রাজনীতিতে উঠে গেছে প্রশ্ন।

]]>