Candidate in Bengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 20 Apr 2019 07:38:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Candidate in Bengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী https://thenewsbangla.com/prime-minister-narendra-modi-is-a-candidate-in-bengal-lok-sabha-seat/ Sat, 20 Apr 2019 07:00:28 +0000 https://www.thenewsbangla.com/?p=11287 পশ্চিমবঙ্গ থেকে ভোটে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী। এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিল। সেখানেই মোদীকে বাংলা থেকে ভোটে দাঁড়াবার অনুরোধ করেন মুকুল রায়ের নেতৃত্বে বঙ্গ বিজেপির নেতারা। প্রধানমন্ত্রী অনুরোধ শুনে হেসেছেন। না বা হ্যাঁ কিছুই বলেন নি। আর সেটা দেখেই বাংলা বিজেপির নেতাদের মনে হয়েছে, বাংলায় ভোটে দাঁড়ানো নিয়ে ভাবনা চিন্তা করছেন মোদী।

আরও পড়ুনঃ অভিষেকের পদযাত্রায় গরহাজির মুকুল পুত্র শুভ্রাংশু, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাতেই মোদীকে বাংলার যে কোন একটি আসন থেকে দাঁড়ানোর প্রস্তাব দেন মুকুল রায়ের নেতৃত্বে বঙ্গ বিজেপির নেতারা। পরে মুকুল রায় বলেন, নরেন্দ্র মোদী হেসেছেন তাঁদের কথা শুনে। মুকুল রায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁদের কথা ভাবছেন।

অর্ণব উধাও রহস্যে আরও পড়ুনঃ নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন স্ত্রী অনিশা

মুকুল রায়ের বক্তব্যের পরেই রাজ্য জুড়ে প্রশ্ন উঠে গেছে, তাহলে কি পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী? দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী মোদীর সভা শেষ হতেই মুকুল রায়ের মন্তব্যে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, রাজ্যের বাকি আসনগুলির মধ্যে কোনও একটিতে প্রার্থী হওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

পশ্চিমবঙ্গে নিজেদের আসন বাড়াতে মরিয়া গেরুয়া শিবির চাইছে, মোদীকেই মুখ করে এগোতে। ঠিক যেমন কেরালায় রাহুল গান্ধীকে দাঁড় করিয়ে নিজেদের আসন বাড়াতে চাইছে কংগ্রেস। ঠিক সেই ভাবেই প্রধানমন্ত্রীকেই বাংলায় ভোটে দাঁড় করিয়ে রাজ্যে ভোট বৈতরণী পার করতে চাইছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর

প্রসঙ্গত, রাজ্যে এখনও পর্যন্ত দু দফায় ভোট হয়েছে। সাত দফার দেশের ভোটে বাংলাতেও সাত দফায় ভোট হবে। শেষের দুদফার জন্য এখনও নমিনেশন দিতে পারেন যে কেউই। শেষ দু দফার ভোটে বাংলায় কোনও আসনে প্রার্থী হওয়ার জন্য মোদীকে অনুরোধ করেছে মুকুল রায়ের নেতৃত্বে বিজেপি নেতৃত্ব। ষষ্ঠ দফায় নমিনেশন পেশ করার শেষ তারিখ আগামী ২৩ শে এপ্রিল ও সপ্তম দফায় নমিনেশন পেশ করার শেষ তারিখ আগামী ২৯ শে এপ্রিল। ফলে ওই দুই দফায় এখনও নমিনেশন পেশ করতেই পারেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

শনিবার বুনিয়াদপুরে সভা শেষ করে জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে মোদী যখন মুকুল রায়ের কাছে এগিয়ে আসেন, তখনই তাঁকে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করা হয় বলে জানান মুকুল রায় নিজেই। মুকুল রায়ের সঙ্গেই ছিলেন রাজ্যে বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁরা সরাসরি নরেন্দ্র মোদীকে প্রস্তাব দেন বাংলা থেকে লড়ার জন্য।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবার বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মোদীকে বলা হয়, প্রথম দু-দফার ভোটের পরই পরিস্থিতিটা অনেকখানি পরিষ্কার। এই পরিস্থিতি তিনি যদি বাংলা থেকে লড়েন, তাহলে বাংলায় আরও বেশি আসন পাবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এরপরেই মোদী হেসে ফেলেন বলেই জানা যায়। আর এতেই আশায় বুক বেঁধেছেন বাংলার বিজেপি নেতারা। সেই আশার কথা সাংবাদিকদের বলেছেন মুকুল রায়ও। এখন দেখার এটাই যে বারাণসীর পাশাপাশি বাংলা থেকেও কোন আসনে সত্যি দাঁড়ান কিনা নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ে আবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, ১৯ মে পাহাড়ে ফের ভোট

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
জঙ্গিপুরে প্রার্থী আজাদি গ্যাংয়ের নেতা উমর খলিদের বাবা https://thenewsbangla.com/umar-khalids-father-syed-qasim-rasool-ilyas-is-a-candidate-in-bengal/ Sat, 16 Mar 2019 10:27:47 +0000 https://www.thenewsbangla.com/?p=8603 আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন উমর খলিদের বাবা ইলিয়াস। এমনটাই জানা যাচ্ছে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন জেএনইউয়ের এই বামপন্থী ছাত্রনেতা। সেই উমর খলিদের বাবা সইদ কোয়াসিম রসুল ইলিয়াস এবার বাংলা থেকে প্রার্থী।

মুর্শিদাবাদে সংখ্যালঘু অধ্যুষিত জঙ্গিপুর কেন্দ্রে ইলিয়াস লড়ছেন ডব্লুপিআই বা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার টিকিটে। বিগত লোকসভা নির্বাচনে এই আসনে জয় লাভ করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখার্জি। এবারেও তিনিই কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুনঃ বাড়ি ভাংচুর, থানায় এফআইআর, বিজেপির অর্জুনকে শিক্ষা দিতে উদ্যোগী তৃণমূল

পশ্চিমবঙ্গের আসনে ভোটে লড়ার ব্যাপারে ইলিয়াস বলেন, মুর্শিদাবাদের জনসাধারণের জীবনযাত্রার মান দিনে দিনে নিম্নমুখী হচ্ছে। তিনি বলেন, মুর্শিদাবাদ জেলা আম ও পাটের চাষের অনুকূল হলেও তাকে কেন্দ্র করে বিশেষ শিল্প বা কর্মসংস্থান সেভাবে গড়ে ওঠেনি।

এই জেলার অন্তত ৭ থেকে ৮ লক্ষ লোক কাজের তাগিদে কলকাতার ওপর নির্ভরশীল বলে তিনি মন্তব্য করেন৷ মূলত এই ইস্যুকেই তিনি ভোটের হাতিয়ার করে এগোচ্ছেন।

আরও পড়ুনঃ মমতারই পুরোনো অস্ত্রে তাকে ভোটযুদ্ধে চরম সমস্যায় ফেললেন মুকুল

ডব্লুপিআই বা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সমর্থন মূলত সংখ্যালঘু ও দলিত গোষ্ঠীভুক্ত জনসাধারণের মধ্যে। আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর আসনটি কংগ্রেসের জন্য ছেড়েছে বামফ্রন্ট। ডব্লুপিআই এখানে মুসলিম ভোটে ভাগ বসিয়েই এগোতে চাইছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, ছাত্রাবস্থায় তিনি নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন সিমির সদস্য ছিলেন, কিন্তু সিমিকে নিষিদ্ধ ঘোষণার আগেই তিনি এই সংগঠন ত্যাগ করেন।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

সংবাদমাধ্যমকে নিশানা করে তিনি বলেন, তার অতীত ইতিহাসের জন্য তার পুত্রকে বিভিন্ন সংবাদবাধ্যম হেনস্থা করছে, বামপন্থী সংগঠনের সাথে যুক্ত হওয়া সত্ত্বেও তার পুত্র উমর খলিদকে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন৷ মুসলিম হওয়ার কারণেও উমর খলিদকে টার্গেট করা হচ্ছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন৷

তবে এই নিয়ে সমালোচনার ঝড় তুলেছে বিজেপি। ‘টুকরে গ্যাং’ এর কাউকেই ভোটে দাঁড়াতে দেওয়া উচিত নয় বলেই দাবি তাদের। তবে যে কেউ যেখানে খুশি দাঁড়াতে পারেন বলেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ ৪২টি কেন্দ্রে জেতানোর প্রার্থী নেই, অন্য দল থেকে আসা নেতার ভরসায় দিলীপ
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির
আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>