Calcutta Medical College Hospital – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 26 May 2022 15:30:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Calcutta Medical College Hospital – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি https://thenewsbangla.com/nirmal-maji-removed-from-rogi-kalyan-samiti-chairman-calcutta-medical-college-hospital/ Thu, 26 May 2022 15:30:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15259 কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে; অপসারিত নির্মল মাজি। শেষ পর্যন্ত চৈতন্য হল রাজ্য সরকারের; অপসারিত নির্মল মাজি। একের পর এক অভিযোগ উঠেছে; তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে। এবার ব্যবস্থা নিল নবান্ন। বৃহস্পতিবার থেকেই নির্মল মাজির জায়গায় দায়িত্বে; আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চিকিৎসক সুদীপ্ত রায়। দায়িত্ব নিয়েই মেডিক্যাল কলেজের স্বাস্থ্য ও সম্মান পুনরুদ্ধারের; প্রতিশ্রুতি দিয়েছেন সুদীপ্ত রায়। কিন্তু একের পর এক বেফাঁস মন্তব্যেই; কি পদ হারালেন নির্মল? তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও চিকিৎসক মহলে।

বৃহস্পতিবার বিকেলে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে; একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানেই জানানো হয়, নির্মল মাজিকে সরিয়ে; তাঁর জায়গায় কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির দায়িত্ব দেওয়া হচ্ছে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে। আরজি কর মেডিক্যাল কলেজের; রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্তবাবু। এছাড়াও হেলথ ইউনির্ভাসিটির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানও তিনি। সেই সুদীপ্ত রায়কে কলকাতা মেডিক্যালের দায়িত্ব দেওয়াতেই; কানাঘুষো শুরু হয়েছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ স্কুলের চাকরি গেলেও কলেজ শিক্ষক হতে চলেছেন অঙ্কিতা অধিকারী

চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম; নির্মল মাজির বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ এনেছিল। কর্তব্যরত চিকিত্‍সককে হুমকি, কখনও মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপালদের হুঁশিয়ারি দিয়ে; বারবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই চিকিৎসক বিধায়ক। অবশেষে একটি ১০ লাইনের নির্দেশিকা জারি করে; কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মল মাজিকে অপসারণ করল নবান্ন।

আরও পড়ুনঃ রাজ্যপাল আর নয়, বাংলার বিশ্ববিদ্যালগুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী

নির্মল মাজির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে; মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন অনেকেই। এই অপসারণ একের পর এক বিতর্কের ফলশ্রুতি; বলেই মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে রাজ্যের তরফে; কোনও কারণ জানানো হয়নি। সামগ্রিক অবস্থা বিচার বিবেচনা করেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই; নির্মল মাজির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এমনটাই মনে করছে; রাজ্যের রাজনৈতিক মহল।

নির্মল মাজির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, রাজ্য সরকারের বারবার সমালোচনা করেছে; বিরোধী দলগুলিও। এবার কিছুটা হাঁফ ছেড়ে বাচবে রাজ্য সরকার; মনে করছে রাজনৈতিক মহল। এই সিদ্ধান্তে খুশি ডাক্তারদের সংগঠন-গুলি; তবে ফোনে পাওয়া যায়নি নির্মল মাজিকে।

]]>
ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরি ২৬টি দামী ইঞ্জেকশন https://thenewsbangla.com/26-expensive-injections-were-stolen-again-from-calcutta-medical-college-hospital/ Fri, 29 Apr 2022 15:35:20 +0000 https://www.thenewsbangla.com/?p=14993 ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে; চুরি ২৬টি দামী ইঞ্জেকশন। টসিলিজুমাব ইঞ্জেকশন কাণ্ডের পর; ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরির অভিযোগ। এবার অভিযোগ, ২৬টি দামী ইঞ্জেকশন চুরি হয়ে গেছে। কাকতালীয়ভাবে আগেরবারও টসিলিজুমাব ইঞ্জেকশনও; ২৬টিই চুরি হয়েছিল। অর্থাৎ বারবার কলকাতা মেডিক্যাল কলেজে চুরি হচ্ছে; ২৬টি করে দামী ইঞ্জেকশন। ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠতেই; বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

ফের সেই মেডিক্যালে ইঞ্জেকশন চুরি! করোনা মহামারী চলাকালীন, গত বছরের জুনে; কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেই চুরি হয়েছিল করোনা চিকিত্‍সায় ব্যবহৃত ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন। প্রায় ১০ লক্ষ টাকা দামের ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন; বেআইনিভাবে হাতানোর অভিযোগ উঠেছিল। অভিযোগের তির ছিল; হাসপাতালের এক চিকিৎসকের দিকে। ওই চিকিৎসক আবার শাসক দলের এক নেতার ঘনিষ্ট বলে পরিচিত। প্রভাব খাটিয়ে কর্তব্যরত এক নার্সের কাছ থেকে; ওই ইঞ্জেকশন হাতানোর অভিযোগ উঠেছিল ওই চিকিৎসকের বিরুদ্ধে।

এবার সেই মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেই; ২৬টি ‘ফ্যাক্টর এইট’ নামে দামী ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠেছে। এই ইঞ্জেকশন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে; ও অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে। ইঞ্জেকশন উধাও দেখে; হাসপাতলের সার্জারি বিভাগের সিস্টার ইনচার্জ অভিযোগ জানান হাসপাতাল সুপারের কাছে।

সূত্রের দাবি, ২৬টি ইঞ্জেকশনের দাম; প্রায় ১ লক্ষ টাকা। ঘটনায় হাসপাতালের ১ চুক্তিভিত্তিক কর্মীর দিকে; অভিযোগের আঙুল উঠেছে। ইঞ্জেকশন চুরির তদন্তে নেমেছে; বউবাজার থানার পুলিশ।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জানিয়েছেন; চুরির বিষয়টি জানার পর বৃহস্পতিবার বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে। টসিলিজুমাব কাণ্ডে হাসপাতাল ও স্বাস্থ্য দফতরের তদন্তের পর; অভিযোগ প্রমাণিত হওয়ায় এক চিকিত্‍সক, নার্সিং ইনচার্জ ও এক নার্সকে কোচবিহারে বদলি করা হয়। এবার নতুন করে ইঞ্জিকশন চুরির অভিযোগে শুরু হয়েছে; পুলিশি তদন্ত।

কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে, এত ইঞ্জেকশন যাচ্ছে কথায়? সেবার চুরির ঘটনা খতিয়ে দেখতে; তড়িঘড়ি উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনাটি নিয়ে; খোঁজখবরের আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্য কর্তারাও। তবে ৩জনকে ট্রান্সফার করা ছাড়া; আর কিছুই এগোয়নি। এবারও কি ১জন চুক্তিভিত্তিক কর্মীকে সাসপেন্ড করেই; দায় সারবে রাজ্য স্বাস্থ্য দফতর? উঠে গেছে প্রশ্ন।

]]>