Calcutta High Court Verdict – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 16 Jun 2022 12:31:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Calcutta High Court Verdict – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘অ’শান্তি নিয়ন্ত্রণে বাংলার রাস্তায় ভারতীয় সেনা’, মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/indian-army-on-bengal-streets-to-control-unrest-calcutta-high-court-verdict/ Thu, 16 Jun 2022 12:31:14 +0000 https://www.thenewsbangla.com/?p=15503 ‘অ’শান্তি নিয়ন্ত্রণে বাংলার রাস্তায় ভারতীয় সেনা’; মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট। ‘অশান্তি নিয়ন্ত্রণে ভারতীয় সেনা ডাকা হবে কিনা; সেই সিদ্ধান্ত নেবে রাজ্যই’। পরিস্কার জানিয়ে দিল; কলকাতা হাইকোর্ট। হিং’সা নিয়ন্ত্রণে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার; রাজ্যের উপরই ছাড়ল কলকাতা হাইকোর্ট। বহিষ্কৃত বিজেপি নেতা নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে; বাংলার বেশ কিছু জেলায় অ’শান্তির আঁচ ছড়িয়েছিল। সেই অশান্তি নিয়ন্ত্রণে সেনা ডাকা হবে কি না; তা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলায় রায় দিল; প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ।

অশান্তি নিয়ন্ত্রণে রাজ্যের ভূমিকা সঠিক কি না, সিট গঠন, সেনা ডাকা-সহ একাধিক ইস্যুতে; মোট ৫টি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানি হলেও; রায়দান স্থগিত রাখা হয়েছিল। এদিন রায়দান করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গে যে অশান্তি ছড়িয়েছে এবং সেই ঘটনায় একাধিক ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে; আদালতে তা স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন; মামলাকারী আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।

আরও পড়ুনঃ পরেশ, গুণধর, বীরেন্দ্র, দুর্নীতি করে নেতার মেয়েদের চাকরি হয়েছে, কাঁদছে ‘বাংলার মেয়েরা’

বৃহস্পতিবার আদালত নির্দেশ দেয়, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে; প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে রাজ্য সরকারকে। এদিন হাইকোর্ট জানাল, যে কোনও ধরনের অশান্তি এবং অপ্রীতিকর ঘটনা আটকাবার জন্য; রাজ্যকে আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। বাস্তব পরিস্থিতির মূল্যায়ণ করে, রাজ্য যদি মনে করে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে; তাহলে প্রয়োজনে সেনা ডাকতে পারে। অর্থাৎ সেনা ডাকা হবে কি না; সেই সিদ্ধান্ত নেবে একমাত্র রাজ্য সরকারই।

আরও পড়ুনঃ ‘তৃণমূল-বাম সেটিং’, প্রাথমিক টেট দুর্নীতি, চাকরি গেল সিপিএম নেতার মেয়েরও

একইসঙ্গে বিচারপতি-দের নির্দেশ, সম্পত্তি এবং প্রাণহানি ঠেকাতে; প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজ্য। একইসঙ্গে রাজ্য সরকার দ্রুততার সঙ্গে; অশান্তির ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করবে। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলাগুলির শুনানি চলছিল। আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য কী কী পদক্ষেপ করল; আগামী ২৭ জুনের মধ্যে রিপোর্ট পেশ করে জানাতে হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের; ক্ষতিপূরণের বন্দোবস্তও করতে হবে।

]]>
বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে ৩ মাসের মধ্যে ডিএ দিতে হবে https://thenewsbangla.com/calcutta-high-court-verdict-da-has-to-be-given-within-3-months-to-state-govt-employees/ Fri, 20 May 2022 05:37:55 +0000 https://www.thenewsbangla.com/?p=15136 বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে; ৩ মাসের মধ্যে বর্ধিত ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ মামলায় আজ ঐতিহাসিক রায় দিল; হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ; পরিস্কার জানিয়ে দিন, মহার্ঘভাতা সরকারি কর্মীদের মৌলিক অধিকার। তাদের বর্ধিত হারে ডিএ দিতে হবে। এবার কি কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা? এমন রায়ই দিল কলকাতা হাইকোর্ট।

রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী; বকেয়া ৩২ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ২০১৬ সালে মামলা হয়। মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ; মামলায় যেতেন সরকারি কর্মীরা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট); রাজ্য সরকারকে সরকারি কর্মীদের বকেয়া মিটিয়ে দিতে বলে।

আরও পড়ুনঃ সিবিআই তদন্তে জর্জরিত তৃণমূল নেতা-মন্ত্রীরা, শুভেন্দুকে নবান্নে ডাকল রাজ্য সরকার

রাজ্য সরকার সেই নির্দেশ না মেনে; কলকাতা হাইকোর্টে যায়। সেই মামলাতেই আজ রায় দেয় হাইকোর্ট। এবার কলকাতা হাইকোর্টেও হেরে গেল রাজ্য সরকার। স্যাটের নির্দেশ অনুযায়ী, বর্ধিত হারেই ডিএ দিতে হবে সরকারি কর্মচারীদের; জানিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ গোটা বিশ্বকে উড়িয়ে দিয়ে, ভারতের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন

“টাকা নেই, তহবিল নেই এই অজুহাত আর চলবে না”; পরিস্কার জানিয়ে দিল বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। আগামী তিনমাসের মধ্য়ে রাজ্য সরকারি কর্মীদের; বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিস্কার বলেছে; ‘মহার্ঘ ভাতা আইনত অধিকার, মৌলিক অধিকার’। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে বলেই অনুমান।

তবে এই মুহূর্তে রাজ্য কোষাগার একেবারেই খালি; এমনটাই দাবি নবান্নের। বাজারে ধার কয়েক লক্ষ কোটি টাকা। এবার হাইকোর্টের রায়ে, আর্থিক ভাবে বড়সড় সংকটে পরে গেল মা মাটি মানুষের সরকার। সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার; কিন্তু সেখানে গিয়েও কোন লাভ হবে না বলেই মনে করছে আইনজীবী মহল। খেলা মেলা ভাতা দিয়ে; ইতিমধ্যেই শুন্য রাজ্যের কোষাগার। এবার বর্ধিত হারে ডিএ দিতে হবে নবান্নকে। কোথায় পাবে রাজ্য সরকার এত টাকা? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

]]>