ByElection – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 21 Aug 2022 05:07:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg ByElection – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘চুরি কাণ্ড’ ঝেড়ে ফেলে ‘ছাপ্পা ফর্মে’ ফিরল তৃণমূল, রাজ্যের দুটি পুরসভায় আজ ভোট চলছে https://thenewsbangla.com/bangaon-asansols-municipality-by-election-poll-tmc-bjp-workers-chaoas-in-booths/ Sun, 21 Aug 2022 05:06:55 +0000 https://thenewsbangla.com/?p=16278 ‘চুরি কাণ্ড’ ঝেড়ে ফেলে ‘ছাপ্পা ফর্মে’ ফিরল তৃণমূল, এমনটাই বলছে বাংলার আমজনতা। রাজ্যের দুটি পুরসভার দুটি আসনে, আজ ভোটগ্রহন চলছে। বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ও আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডেও চলছে উপ-নির্বাচন। গত পুরসভা ভোটে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে, জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দিলীপ দাস। কিন্তু শপথ-গ্রহণের আগেই মৃত্যু হয় তাঁর। সেই কারণে রবিবার ওই ওয়ার্ডে চলছে উপনির্বাচন।

বনগাঁয় পুরভোটে, বুথের বাইরে বহিরাগত জমায়েতের অভিযোগ করল বিজেপি। তাই নিয়ে বুথের বাইরে তৃণমূল-বিজেপি বচসা। বিজেপির অভিযোগ, ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল। কবি কেশবলাল বিদ্যাপীঠেও উত্তেজনা। সেখানে আবার বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে, বুথের বাইরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ তৃণমূল প্রার্থী পাপাই রাহার। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতা’হাতি হয়।

অন্যদিকে আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডেও চলছে ভোট। পুরভোটে ওই আসনে জিতেছিলেন, তৃণমূলের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। এদিকে মেয়র হন বিধান উপাধ্যায়। নিয়ম অনুযায়ী, তাঁকে কোনও আসনে জিতে আসতে হত। সেই কারণেই সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, দলের নির্দেশে পদত্যাগ করেন। সেই আসনেই চলছে উপ-নির্বাচন। তৃণমূলের প্রার্থী মেয়র বিধান উপাধ্যায়। ওই কেন্দ্রেও ভোটগ্রহণকে কেন্দ্র করেও অশান্তি ছড়িয়েছে।

বিজেপির পোলিং এজেন্টকে, বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ভোট কেন্দ্রের বাইরে, তৃণমূলের জমায়েতের খবরও মিলেছে। জামুড়িয়ার মণ্ডলপুরে ৮২ নম্বর বুথে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে, মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।

]]>