BSP Chief Mayawati – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 08 Apr 2019 07:25:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BSP Chief Mayawati – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কংগ্রেসকে ভোট দিয়ে মুসলিম ভোট ভাগ না করার আবেদন মায়াবতীর https://thenewsbangla.com/mayawati-tells-muslim-voters-to-not-split-their-vote-between-congress-and-sp-bsp/ Mon, 08 Apr 2019 06:45:39 +0000 https://www.thenewsbangla.com/?p=10274 উত্তরপ্রদেশের দেওবন্দে নির্বাচনী প্রচারে গিয়ে সংখ্যালঘু তাস খেললেন মায়াবতী। বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়, সেক্ষেত্রে মুসলিমদের ভোট কংগ্রেসকে না দিয়ে সপা(সমাজবাদী পার্টি) ও বসপার(বহুজন সমাজবাদী পার্টি) মহাজোটকে দিতে অনুরোধ করেন তিনি।

আরও পড়ুনঃ সাহস থাকলে কেরালা বা তামিলনাড়ু থেকে লড়ুন, মোদীকে চ্যালেঞ্জ শশীর

রবিবার উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির যৌথ জনসভা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রকাশ্য জনসভায় নির্বাচনী আচরণ বিধি না মেনেই মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে কংগ্রেসকে ভোট না দিয়ে মহাজোটকে ভোট দিতে বলেন।

আরও পড়ুনঃ নারদা-সারদার মূল পান্ডাকে কোলে নিয়ে ঘুরছেন মোদী, দিনভর তরজা মুকুল মমতার

মুসলিম ভোট ভাগ হলে সুবিধা পাবে বিজেপি, জনসভা থেকে সেই সূত্রই মায়াবতী স্মরণ করিয়ে দিলেন সংখ্যালঘুদের। এদিন কংগ্রেস ও বিজেপি উভয়কেই কটাক্ষ করেন মায়াবতী।

আরও পড়ুনঃ বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে

মায়াবতী বলেন, উত্তরপ্রদেশে মহাজোট গঠন হবার পরেই ওই কেন্দ্রে মুসলিম প্রার্থী ঘোষণা করা হয়েছিল জোটের তরফে। পরে কংগ্রেস তাদের পক্ষ থেকেও মুসলিম প্রার্থী ঘোষণা করে। উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেস মহাজোটের সমকক্ষ নয়, তাই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মহাজোটকেই ভোট দিতে বলেন তিনি।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মায়াবতী বলেন, বিজেপির ভ্রান্ত জনবিরোধী নীতির জন্যই বিজেপি পুনরায় আর ক্ষমতায় ফিরবে না। নরেন্দ্র মোদী সমস্ত প্রতিশ্রুতি পূরণে অসফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন। মায়াবতীর অভিযোগ, জনগনের উন্নয়ন না করে কোটি কোটি টাকা পাবলিসিটিতে খরচ করছে বিজেপি।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

এদিকে ধর্মের ভিত্তিতে ভোট প্রার্থনা করায় মায়াবতীকে এক হাত নিয়েছেন সুব্রামনিয়াম স্বামী। মায়াবতীর মন্তব্যে নির্বাচনী আচরণ বিধি তোয়াক্কা করা হয়নি বলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে।

আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা

২০১৪ লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি সারা দেশে একাই ৫০৩ টি আসনে প্রার্থী দেয়। যদিও একজন প্রার্থীও কোনও আসনে জয়লাভ করতে পারেনি বিগত লোকসভা নির্বাচনে।

আরও পড়ুনঃ বিরিয়ানি নিয়ে হাতাহাতি কংগ্রেস সমর্থকদের মধ্যে, ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তরপ্রদেশে মোট ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১১ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত। ভোট গননা এবং ফলাফল ঘোষণা হবে আগামী ২৩শে মে।

আরও পড়ুনঃ ভোটের মুখে তৃণমূল সভাপতির বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও কোটি কোটি টাকা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
উত্তরপ্রদেশে মহাজোটকে ‘শরাব’ বলে কটাক্ষ নরেন্দ্র মোদীর https://thenewsbangla.com/narendra-modi-says-sp-rld-bsp-as-sarab-opposition-harmful-for-up/ Thu, 28 Mar 2019 11:15:44 +0000 https://www.thenewsbangla.com/?p=9410 উত্তরপ্রদেশে মহাজোটকে ‘শরাব’ বলে কটাক্ষ নরেন্দ্র মোদীর। উত্তরপ্রদেশের মেরঠ থেকে এবারের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে এই ভাষাতেই রাজ্যে সপা-বিএসপি-আরএলডি জোটকে শরাব বা মদ বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। আর এরপরেই কংগ্রেসের তরফ থেকে মোদীকে ‘ভাষার ঠিক নেই’ বলে কটাক্ষ করা হয়।

আরও পড়ুনঃ বিজেপিকে সমর্থন করে কংগ্রেসের গরিবি হটাওকে কটাক্ষ মায়াবতীর

“সপার স, আরএলডির রা এবং বিএসপির ব আসলে শরাব, যা আপনাদের শেষ করে দেবে”। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মেরঠ থেকে এবারের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে এই ভাষাতেই উত্তরপ্রদেশে সপা-বিএসপি-আরএলডি জোটকে শরাব বা মদ বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। সপা-বসপা মহাজোটকে ‘শরাব’ বলে কটাক্ষ, প্রচারের শুরুতেই স্বমহিমায় মোদী।

আরও পড়ুনঃ ওয়াইনাদে হিন্দুরা সংখ্যালঘু হওয়ায় জয় নিশ্চিত রাহুলের, অদ্ভুত যুক্তি কংগ্রেস নেতার

লোকসভা ভোটের প্রচারের শুরুতেই বিরোধীদের তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উত্তরপ্রদেশে সপা-বসপা-আরএলডি মহাজোটকে ‘শরাব’ তথা মদের সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী। জনসভা থেকে মোদী বলেন, সমাজবাদী পার্টির. ‘স’ রাষ্ট্রীয় লোক দলের ‘রা’ আর বসপার ‘ব’ মেলালেই হয়ে যাবে ‘শরাব’।

আরও পড়ুনঃ মহাকাশে শত্রুর স্যাটেলাইট ধ্বংসে ভারতের হাতে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র, বললেন মোদী

প্রধানমন্ত্রীর বক্তব্য, দেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে এই ‘শরাব’ থেকে দূরে থাকতে হবে। শরাব মানেই ক্ষতিকর। মোদীর এই শরাব কটাক্ষের তীব্র প্রতিবাদ করেছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেছেন, “প্রধামন্ত্রীর মতো সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির মুখে এমন কুরুচিকর ভাষা মানায় না”। সপা সুপ্রিমো অখিলেশ যাদব কটাক্ষ করে বলেছেন, টেলিপ্রম্পটারের ভুলেই হয়ত এমনটা বলে ফেলেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ পায়ে নয় বুকে গুলি চালান, বিতর্কিত বিজেপির সায়ন্তন

দেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাই বিদ্রোহ যে মেরঠেই শুরু হয়েছিল সেকথা মনে করিয়ে দিয়ে মোদী মেরঠবাসীর ভালোবাসা ফের প্রার্থনা করে বললেন, “আমি নিজের কাজের হিসেব যেমন জনতাকে দেব, তেমনই সবার কাজের হিসেবও বুঝে নেব। এই নির্বাচন হবে চৌকিদারের বিরুদ্ধে দাগদারদের‌। চৌকিদার কোনও অন্যায় হতে দেবে না”।

এদিন নাম না করে গান্ধী পরিবারকেও ঠুকে মোদী বলেছেন, “একটি পরিবারই শুধু চাপে রয়েছে”। তাঁর সরকারই সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সাহস দেখিয়েছে বলে সদর্প দাবি করে বালাকোট ইস্যুতে মোদীর বক্তব্য, “দেশের সুপুত্ররাই দেশের প্রমাণ। যারা সেই সুপুত্রদের কাজের প্রমাণ দাবি করে তারা দেশের পক্ষে কলঙ্ক”।

আরও পড়ুনঃ ভোটের আগে স্যাটেলাইট অস্ত্রের ঘোষণা কেন, মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

এ-স্যাট ইস্যুতে বিরোধীদের ‘‌বুদ্ধিমান’‌ বলে ব্যঙ্গ করে মোদী বলেন, “এ-স্যাটকে অনেকে নাটকের মঞ্চ ভেবেছিল। কারণ তাদের অন্তরীক্ষ এবং অ্যান্টি স্যাটেলাইট মিশনের জ্ঞান নেই”। এরপরই ইউপিএ সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, “আমাদের বিজ্ঞানীরা মহাকাশে স্যাটেলাইটের পরীক্ষামূলক উত্‍ক্ষেপণের অনুমতি চেয়েছিলেন। কিন্তু ইউপিএ সরকার সেই সিদ্ধান্ত পিছিয়ে দেয়। ভারতকে ২১ শতকের জন্য শক্তপোক্তভাবে গড়ে তুলতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল”।

আরও পড়ুনঃ শত্রু দেশের গোয়েন্দা উপগ্রহের বিরুদ্ধে মহাকাশেও ভারতের সার্জিক্যাল স্ট্রাইক

প্রধানমন্ত্রী অবশ্য এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, মাটি হোক, আকাশ হোক বা মহাশূন্য, সার্জিক্যাল স্ট্রাইকের সাহস একমাত্র এই চৌকিদারের সরকারই দেখিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম জনসভা। আর প্রচারের প্রথম দিনই জনতার সামনে হিসাব মেলাতে বসেন মোদী। জানান, নিজের কাজের হিসাব দেবেন। পাশাপাশি অন্যের হিসাব নেবেনও। নিজেকে ফের দেশের চৌকিদার বলে দাবি করে বলেন, চৌকিদার কখনও অবিচার মেনে নেয় না।

কিন্তু মোদীর “শরাব” মন্তব্য নিয়ে এখন দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে মোদীর “শরাব” মন্তব্য। কংগ্রেসের পাশাপাশি অখিলেশ-মায়াবতীর দলের নেতারাও এই নিয়ে তুমুল সমালোচনা করেছেন নরেন্দ্র মোদীর।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ব্যর্থ মহাজোটে ত্রিমুখী লড়াই, উত্তরপ্রদেশে একা লড়বে কংগ্রেস https://thenewsbangla.com/congress-president-rahul-gandhi-said-party-will-fight-up-elections-alone/ Sun, 13 Jan 2019 06:08:20 +0000 https://www.thenewsbangla.com/?p=5553 The News বাংলা: কংগ্রেস একা লড়বে উত্তরপ্রদেশে। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের সব আসনেই একা লড়বে কংগ্রেস, দুবাই থেকে জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শেষ হয়ে গেল লোকসভা আসনের দিক দিয়ে ভারতের সব চেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে মহাজোটের সব সম্ভাবনা।

আরও পড়ুনঃ ‘ত্রিশূলে কনডম’, অসমের শিলচরে হিন্দুত্ত্ববাদী বিক্ষোভের মুখে কবি শ্রীজাত

শনিবারই উত্তরপ্রদেশে জোট বেঁধে পথ চলার ঘোষণা করে দেয় সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। মায়াবতী ও অখিলেশ যাদব কংগ্রেসকে না নিয়ে নিজেরাই ভোট পূর্ববর্তী জোটের কথা ঘোষণা করে দেয়। ফলে উত্তরপ্রদেশে মহাজোট বাস্তবায়িত হচ্ছে না। এরপরেই দুবাই থেকে কংগ্রেস সভাপতি জানিয়ে দিলেন উত্তরপ্রদেশে একাই লড়বে কংগ্রেস।

কংগ্রেসকে বাদ দিয়েই উত্তরপ্রদেশে ২০১৯ সালের লোকসভার ভোটের জোট ঘোষণা করে দিলেন অখিলেশ যাদব এবং মায়াবতী। ৮০টি আসনের মধ্যে ৩৮টি করে আসনে লড়বে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি। রায়বেরিলি এবং আমেঠি এই ২টি আসন ছেড়ে রাখা হয়েছে রাহুল এবং সোনিয়ার জন্য। অন্য ২টি আসন অখিলেশ-মায়াবতী ছেড়েছেন অন্যান্যদের জন্য।

অখিলেশ এবং মায়াবতীর এই জোট জল্পনা অনেকদিন আগে থেকেই চলছিল। শনিবার তা ঘোষণা হয়ে যাওয়ায় উত্তরপ্রদেশে ধাক্কা খেল কংগ্রেস ও কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। তবে মহাজোটের অন্যতম উদ্যোক্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই জোটকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

সপা-বসপা জোট শুধু মাত্র দুটি আসন ছেড়ে দিয়েছে কংগ্রেসের জন্য। বোঝাই যাচ্ছিল অন্ততঃ উত্তরপ্রদেশের মাটিতে এই মহাজোট হচ্ছে না। কারণ মাত্র ২টি সিটের এই অপমান সহ্য করা কংগ্রেসের পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে এই জোটের পরে বিজেপি সভাপতি অমিত শাহ কড়া আক্রমণ শানান বিরোধীদের। জানালেন আগেরবারের চেয়ে উত্তরপ্রদেশে বেশি আসনে জয় পাবে গেরুয়া শিবির। সপা-বিএসপির এই জোটকে অমিত শাহ কটাক্ষ করে বলেছিলেন বিজেপির ভয়ে ‘বুয়া-ভাতিজা’ জোট গড়ছেন।

জোট নিয়ে লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিংহ যাদব ও বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। সাংবাদিকদের উদ্দেশে দুজনেরই বার্তা, সপা ও বসপার জোট ঘুম উড়িয়ে দেবে অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

১৯৯৩ সালে উত্তরপ্রদেশে জোট বেঁধেছিল সপা এবং বসপা। তখন উত্তরপ্রদেশে সরকার গড়েছিল এই জোট। সেই জোটের নেতৃত্বে ছিলেন কাঁসিরাম ও মুলায়ম সিংহ যাদব।

পাশাপাশি, কংগ্রেস সঙ্গ ত্যাগ করা নিয়ে মায়াবতীর উক্তি, কংগ্রেসের সঙ্গে জোট গড়ে তাঁদের কোনও লাভ নেই। কংগ্রেস বা বিজেপি মুদ্রার এপিঠ-ওপিঠ। যেই ক্ষমতায় আসুক মানুষকে নিরাশ হতে হয়। যদিও পূর্ব ঘোষণার মতো রায়বেরিলি এবং আমেঠির কংগ্রেস দুর্গে তাঁরা কোনও প্রার্থী দিচ্ছেন না বলেই ঘোষণা করেন অখিলেশ-মায়াবতী।

আরও পড়ুনঃ

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

এদিকে দুবাই থেকে রাহুল গান্ধী জানিয়ে দিলেন, উত্তরপ্রদেশে একাই লড়বে কংগ্রেস। ৮০টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। ফলে মহাজোট হল না উত্তরপ্রদেশে। যদিও অখিলেশ-মায়াবতীর জোটের সমালোচনা করেন নি কংগ্রেস সভাপতি। ফলে ফল ভাল হলে ভোট পরবর্তী জোটের রাস্তাও খুলে রাখলেন রাহুল, বলে মনে করছে রাজনৈতিক মহল।

এর ফলে ত্রিমুখী লড়াই হবে উত্তরপ্রদেশে। বিরোধী ভোট ভাগ হওয়ার ফলে সুবিধা পাবে বিজেপিই। উত্তরপ্রদেশে যেটা হল না সেই মহাজোট কি আদৌ কোন রাজ্যে হবে? উঠে গেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ

Exclusive: জাতীয় সংগীত এর অপেক্ষা না করেই মঞ্চ ছেড়ে বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>