Brutal Nurses – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 14 Jan 2019 18:24:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Brutal Nurses – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নৃশংস নার্স, সেবাই যাদের ধর্ম তারাই পিটিয়ে মারল ১৬টি বাচ্চা কুকুর https://thenewsbangla.com/brutal-nurses-nurses-who-give-service-to-mankind-brutaly-killed-16-dog-puppy/ Mon, 14 Jan 2019 16:46:47 +0000 https://www.thenewsbangla.com/?p=5623 পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে কলকাতার এন আর এস হাসপাতালে ১৭টি কুকুরকে। এদের মধ্যে ১৬টি বাচ্চা কুকুরের মৃতদেহ রবিবার উদ্ধার হয়। অভিযোগের তীর এন আর এস হাসপাতালের নার্সদের দিকেই। ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে ধরা পরেছে তাদের দুই জন, এমনটাই জানা যাচ্ছে। তাদের জেরা করে বাকি নার্সদের নাম পরিচয় খুঁজছে এন্টালি থানার পুলিশ।

“খুনি নার্স”। গোটা রাজ্যের মানুষ হতবাক নার্সদের এই কীর্তি দেখে। পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে কলকাতার এন আর এস হাসপাতালে ১৭টি কুকুরকে। এদের মধ্যে ১৬টি বাচ্চা কুকুরের মৃতদেহ রবিবার উদ্ধার হয়। একটি বড় কুকুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেও সোমবার তার মৃত্যু হয়। কুকুর নিধনের তদন্তে ইতিমধ্যেই কমিটি গঠন করেছে এন আর এস কর্তৃপক্ষ। পিটিয়ে পিটিয়ে হত্যা, ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে হত্যার ভয়াবহতা।

আরও পড়ুনঃ

ভয়াবহ নৃশংসতার নজির, পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ১৭টি কুকুরকে

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভয়াবহ নৃশংসতার নজির, হাসপাতালে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ১৭টি কুকুরকে/The News বাংলা
ভয়াবহ নৃশংসতার নজির, হাসপাতালে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ১৭টি কুকুরকে/The News বাংলা

বিষ নয়, লাঠি ও বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে কলকাতার এন আর এস হাসপাতালে ১৬ টি বাচ্চা ও একটি বড় কুকুরকে। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল এক ভয়ংকর হত্যার কাহিনী। ১৭টি কুকুরের মধ্যে কারোর মাথার হাড় গুঁড়িয়ে গেছে। কারো খুলি গুঁড়িয়ে গেছে। কারোর ফেটে গেছে লিভার। কারোর শরীরের একটা হাড়ও আস্ত নেই। বাঁশ জাতীয় মোটা লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে বাচ্চা কুকুরদের।

রবিবারই ১৬টি কুকুর ছানার মৃতদেহকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এনআরএস হাসপাতালে। হাসপাতালের সুপারের অফিস ঘরের সামনের পার্কিং লট থেকে তিনটি কালাে প্লাস্টিকের ব্যাগ থেকে এই দেহগুলি উদ্ধার করেন এক পশুপ্রেমী। ভাইরাল ভিডিও থেকে দুজন নার্সকে ইতিমধ্যেই শনাক্ত করা গেছে বলে জানা গেছে। বাকি অভিযুক্তদের খুঁজে বের করে বহিষ্কার করা হবে, বলে এন আর এস কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ

‘ত্রিশূলে কনডম’, অসমের শিলচরে হিন্দুত্ত্ববাদী বিক্ষোভের মুখে কবি শ্রীজাত

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

রবিবার ১৬টি কুকুর ছানার মত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এক পশুপ্রেমী। তাঁর অভিযােগ ছিল, খাবারে বিষ মিশিয়ে অথবা আঘাত করে কুকুর ছানাগুলিকে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, মৃত্যুর সঠিক কারণ জানতে দেহগুলি ময়নাতদন্ত করা হােক। ময়নাতদন্তের পরেই উঠে আসে সেই ভয়ঙ্কর সত্য। ২ জন পিটিয়ে মারছে সেই ভিডিও এখন ভাইরাল। আরও ৮-৯ জন ছিল বলেই অভিযোগ।

দেখুন পিটিয়ে মারার সেই ভয়ংকর ভিডিওঃ

কুকুর নিধনের তদন্তে ইতিমধ্যেই গঠিত এন আর এস কমিটি হাসপাতালের নার্সদের জড়িত থাকার নির্দিষ্ট প্রমাণ পেয়েছে বলেই জানা যাচ্ছে। হাসপাতালের ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাসের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর, ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাস স্বীকার করা নিয়েছেন, ঘটনাটি হাসপাতালের ভিতরেই ঘটেছে।

ইতিমধ্যেই এই নিয়ে মামলা রুজু করেছে এন্টালি থানার পুলিশ। অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারায় ও ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে। দোষী প্রমাণীত হলে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে তাদের।

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

পরকীয়া প্রেমের জেরে অজয় দেবগণের ফিল্ম স্টাইলে খুন

ভয়াবহ নৃশংসতার নজির, হাসপাতালে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ১৭টি কুকুরকে/The News বাংলা
ভয়াবহ নৃশংসতার নজির, হাসপাতালে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ১৭টি কুকুরকে/The News বাংলা

সিসিটিভি ফুটেজটি আরও ভালো করে খতিয়ে দেখছে কমিটি। তাদের কাছেও ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ এসেছে। ঘটনায় নার্স হস্টেলের ২ আবাসিককে চিহ্নিতও করা হয়েছে বলে জানা গেছে। দোষ প্রমানিত হলে তাদের বহিষ্কার করা হবে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আদালতে মামলাও হবে।

রবিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ১৬টি কুকুরছানার মৃতদেহ উদ্ধার হয়। তারপরই প্রকাশ্যে আসে ২৬ সেকেন্ডের একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, এন আর এস হাসপাতাল চত্বরে দুই মহিলা লাঠি দিয়ে বেধড়ক মারধর করছে কুকুরছানাদের। প্রমাণিত হয়ে যায় এরা ওই হাসপাতালেরই নার্স।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভয়াবহ নৃশংসতার নজির, হাসপাতালে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ১৭টি কুকুরকে/The News বাংলা
ভয়াবহ নৃশংসতার নজির, হাসপাতালে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ১৭টি কুকুরকে/The News বাংলা

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় পাশে পড়ে রয়েছে তাদের মা, যে সোমবার মারা যায়। আর্তনাদ করে প্রাণভিক্ষার আবেদন জানাচ্ছে কুকুর ছানাগুলি। তবুও মোটা শক্ত লাঠির এলোপাথাড়ি মার পড়েছে ছোট্ট শরীরগুলির ওপর। এইভাবেই ১৬টি ছোট্টপ্রাণকে পিটিয়ে পিটিয়ে মৃত্যুর কোলে পাঠানো হয়েছে। ভিডিওর ভয়াবহতা নাড়িয়ে দিয়েছে সবাইকে।

অভিযুক্ত ওই দুই নার্স ও আরও বাকি নার্সরা কেন এমন করল? তাদের মানসিক অবস্থা কী, তা ভাবাচ্ছে পুলিসকে। শুধু কি লাঠি দিয়ে মেরেই খুন করা হয়েছে তাদের, নাকি বিষও খাওয়ানো হয়েছিল? ময়নাতদন্তের পুরো রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হবে পুলিশ।

কুকুর পেটানোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। গোটা রাজ্যে শোরগোল পরে গেছে এই ভয়ংকর হত্যাকাণ্ডে। সেবাই যাদের ধর্ম। তারাই এত নৃশংস? নার্সদের নৃশংসতা নাড়া দিয়েছে গোটা রাজ্যকে।

আরও পড়ুনঃ

নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>