Brigade – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 03 Apr 2019 12:26:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Brigade – The News বাংলা https://thenewsbangla.com 32 32 LIVE: ব্রিগেডে জনসভায় কি বলছেন নরেন্দ্র মোদী, দেখুন সরাসরি https://thenewsbangla.com/brigade-meeting-what-narendra-modi-says-in-the-brigade-watch-directly/ Wed, 03 Apr 2019 10:16:10 +0000 https://www.thenewsbangla.com/?p=9839 উত্তরবঙ্গে শিলিগুড়ি দিয়ে বাংলায় ভোট প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। দুপুরে শিলিগুড়িতে জনসভা করে বিকালে ব্রিগেডে এলেন মোদী। ব্রিগেডে কি বলছেন মোদী। জেনে নিন, নজর রাখুন The News বাংলা তে।

ব্রিগেডে কি বলছেন নরেন্দ্র মোদী, দেখুনঃ
ব্রিগেডে এসে পৌঁছলেন মোদী। কিছুক্ষণের মধ্যেই মোদীর বক্তব্য শুরু হবে ব্রিগেড জনসভায়। বড় মালা দিয়ে স্বাগত জানান হল তাকে।
জনসভায় কি বলছেন নরেন্দ্র মোদী, পড়ুনঃ

১. নরেন্দ্র মোদী ‘ভারত মাতা কি জয়’ বলে শুরু করলেন সভা।
২. সকল কে বাংলায় জিজ্ঞাসা করলেন, কেমন আছে সবাই?

৩. বাংলার কবিতা বিখ্যাত। নজরুল থেকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ থেকে ক্ষুদিরাম বোস সকলেই দেশের জন্য অনেক লড়েছেন। আমরাও লড়বো দেশের জন্য।

৪. ব্রিগেডে কখন কোন সমাবেশে এত লোক একত্র হয়নি।

৫. ভারতে এখন যা হচ্ছে, তা এক সময় স্বপ্ন ছিল। ডিজিটাল ইন্ডিয়া হোক বা কলকাতা থেকে বেনারস অবধি গঙ্গা প্রজেক্ট সবই হয়েছে আপনাদের আশীর্বাদে। বিজেপির প্রতি আপনারা যে ভালবাসা দেখিয়েছেন, এতা তার জন্যই সম্ভব হয়েছে। এসব আগে কেউ ভাবতেও পারেনি।

৬. বিজেপির কাজের রিপোর্ট কার্ড নিয়ে এসেছি আজ আমি।

৭. সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক করার ক্ষমতা ভারতের ছিল তবে আগের সরকারের সাহস ছিল না।

৮. সার্জিক্যাল স্ট্রাইকের পর প্রশ্ন যারা তুলেছে, তারা দেশের শত্রু। আমাদের শত্রু। তারা আমাদের দেশের সেনাবাহীনিকে নিরাশ করেছে।

৯. মমতার রাজনীতির ভীত নড়ে গেছে। ব্রিগেডের ভীর তারই প্রমাণ।

১০. মহাকাশে ভারতীয় বিজ্ঞানিদের জয়জয়কার হওয়া সত্ত্বেও তাদের দিকে প্রশ্ন তুলেছে দেশের কিছু শত্রুর।

১১. কিছু বছর আগেও ‘মোদী হাটাও’, ‘মোদী হাটাও’ রব উঠেছিল। কেন? কি করেছি আমি? কোন পাপ করেছি আমি? যদি গরীব মানুষদের শৌচালয় বানিয়ে দেওয়া পাপ হয়, তবে আমি পাপ করেছি। যদি সবার বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া পাপ হয় তাহলে পাপ করেছি আমি, এবং এই পাপ করে আমি দারুন গর্ব বোধ করি।

১২. বাংলায়ে আর গুন্ডাগিরি চলবে না। আমি এবং আপনারা মিলে এক নতুন বাংলা তৈরি করব। ২০১৪ সালে আপনাদের ভোটের কারনে আমরা নতুন ভারত তৈরি করেছিলাম। এই বার, আরও ভালো একটা দেশ তৈরি করব আমরা।

১৩. স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত আমরা এখন তৈরি করতে পারি। আমাদের দেশে কিছুর অভাব নেই, কিন্তু ৫৫সালের পরিবারতন্ত্র সব শেষ করে দিয়েছে।

১৪. বাংলাও আজ সেই পরিবারতন্ত্রের শিকার হচ্ছে। পিসি-ভাইপো মিলে রাজ্যটাকে শেষ করতে চলেছে।

১৫. বাংলায় আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছি। এখানকার রামকৃষ্ণ মিশন থেকে আমি শক্তি পেয়েছি। দেশের ভালো করার কথা ভেবেছি। আর যতক্ষণ আমি সেটা না করছি, আমি শান্তিতে বসব না।

১৬. আগামি ৫ বছর সবাই মিলে চলুন দেশের বিকাশের কথা ভাবি। গরীবদের উত্থানের কথা ভাবি। বাংলা স্বপ্নের চৌকিদারি করতে হবে আমাদের।

১৭. আপনাদের সুরক্ষা আমাদের দায়িত্ব। আপনাদের এই চৌকিদার আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিতে পারে, যদি তাকে সুযোগ দেওয়া হয়।

১৮. আগামি দিনে দেশের উন্নতি দেখার জন্য, ২০১৪ সালের মত আবারও বিজেপিকে ভোটে জেতাতে হবে।

১৯. বাংলার মত এতো সুন্দর একটা রাজ্যে কোন ভাবেই পরিবারতন্ত্রের কারণে শেষ হয়ে যেতে পারে না।

২০. ‘ভারত মাতা কি জয়’ বলেই শেষ করলেন নরেন্দ্র মোদী।

]]>
ব্রিগেড ছেয়ে গেল মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ টুপিতে https://thenewsbangla.com/narendra-modis-brigade-is-covered-by-main-bhi-chowkidar-cap/ Wed, 03 Apr 2019 08:40:46 +0000 https://www.thenewsbangla.com/?p=9825 বুধবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় জনগণের মাথায় উঠল মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ টুপি। হাজার হাজার মানুষ এই টুপি পরে এসেছেন ব্রিগেডে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন মানুষ ‘ম্যায় ভি চৌকিদার’ টুপি পরে।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণীর নারী পুরুষ নির্বিশেষে সকলের মাথায় প্রধানমন্ত্রীর ভোট প্রচারের ট্যাগ লাইন ‘ম্যায় ভি চৌকিদার’। বলা যায় হিট মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচার।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

লোকসভা ভোট প্রচারে রাহুল গান্ধীর ‘চৌকিদার চোর’ কটাক্ষ-র জবাব দিতে মোদী নিজেকে ‘চৌকিদার’ বলেই প্রচার চালায়। প্রথমে টুইটারে নিজের নামের পাশে ‘চৌকিদার’ যোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

নরেন্দ্র মোদী নিজেকে চৌকিদার ঘোষণা করার পরেই বিজেপির বাকি নেতা নেত্রীরাও নিজেদের ‘চৌকিদার’ বলে ঘোষণা করে। আর ২০১৯ লোকসভা ভোটে এই ‘ম্যায় ভি চৌকিদার’ শব্দই হয়ে উঠেছে বিজেপির ভোটের স্লোগান।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

আজ ব্রিগেড জনসভাও সেই ‘চৌকিদার’ এই ছেয়ে যায়। পুরুলিয়া, রামপুরহাট, ঝড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ থেকে গতকাল রাতই ব্রিগেডের জন্য আসতে শুরু করেছেন হাজার হাজার মানুষ, আর তাদের সকলের মাথাতেই ‘ম্যায় ভি চৌকিদার হুঁ’ টুপি। প্রধানমন্ত্রীর স্লোগানের সাথে মিলে যাচ্ছে জনজোয়ারের স্লোগান।

আরও পড়ুনঃ দরিদ্রদের উন্নয়নের জন্যই আমি অবিবাহিত থেকেছি, সুপ্রিম কোর্টে দাবি মায়াবতীর

দূরদূরান্ত থেকে প্রধানমন্ত্রীর ব্রিগেড জনসভায় আসা জনগণের বক্তব্য চোর না, আমরা সবাই ‘চৌকিদার’। মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ প্রচার যে হিট করে করে গেছে তা বুধবারের ব্রিগেডের পর পরিষ্কার।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি https://thenewsbangla.com/modi-special-train-bjp-has-booked-four-trains-for-modis-brigade/ Tue, 02 Apr 2019 12:36:13 +0000 https://www.thenewsbangla.com/?p=9779 মোদী স্পেশাল, হাঁ ঠিকই শুনেছেন। মোদীর সভায় আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি। বাস বা অন্য যানবাহন এর উপর আর ভরসা নয়। এবার আস্ত ট্রেনই বুক করে নিল বিজেপি। বুধবার ব্রিগেডে মোদীর সভা। আর সেই সভা হিট করতে আটঘাট বেঁধে নেমেছে বঙ্গ বিজেপি। আর এবার তাই সবাইকে চমকে দিয়ে চার চারটে ট্রেন বুক করে নিল বিজেপি।

আরও পড়ুনঃ আদালত নাক গলাবে না, শুক্রবারেই রিলিজ হচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক

মোদীর সভার জন্য এবার চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি। বুধবার ব্রিগেডের সভায় এইসব ট্রেনে বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মী, সদস্য ও সমর্থকরা আসবে বলে জানা গেছে। আর এই জন্য চারটি আস্ত ট্রেন বুক করে নিয়েছে বিজেপি, এমনটাই জানা গেছে। এক্ষেত্রে লালগোলা থেকে একটি, রামপুরহাট থেকে একটি, একটা ঝাড়গ্রাম ও একটা পুরুলিয়া থেকে ট্রেন আসবে।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

জানা গেছে, প্রায় ৫০ লাখ টাকায় বুক করা হয়েছে ওই চারটে ট্রেন। বুধবার সকালেই এই চারটি ট্রেনে লালগোলা, রামপুরহাট, ঝাড়গ্রাম ও পুরুলিয়া থেকে ট্রেন এসে পৌঁছবে কলকাতায়। বাংলার রাজনীতিতে এর আগে ট্রেন বুক করে কর্মী, সদস্য ও সমর্থকদের আনার কথা শোনা যায়নি। বিজেপি সেই দিক থেকে রেকর্ড করল বলা যায়।

আরও পড়ুনঃ বাংলায় ৭ পর্বের ভোটে ঝড় তুলতে ১০ দিন জনসভা করবেন মোদী

কলকাতায় IRCTC বা রেলের দফতর থেকেই সরাসরি বুক করা হয়েছে এই ৪ টি ট্রেন। ৪ টি জায়গা থেকেই প্রতিটি ট্রেনে কমসেকম ৭-৮ হাজার করে মানুষ আসবেন ব্রিগেডে। এমনটাই জানা যাচ্ছে। বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে, তাঁরা বাস বুক করার চেষ্টা করেছিলেন আগে। কিন্তু শাসক দলের ভয়ে কেউ বাস দিতে চাননি। তাই বাসের চিন্তা ছেড়ে এবার রেল দফতর থেকে সরাসরি ৪ টে ট্রেনই বুক করে নিলেন বিজেপি নেতারা।

আরও পড়ুনঃ হিন্দু সন্ত্রাস উল্লেখ করে সংখ্যাগুরুদের অসম্মান করেছেন রাহুল, কটাক্ষ মোদীর

বাসের ভরসা নয়। এবার আর কোন রিস্ক না নিয়েই একেবারে আস্ত ট্রেন বুক করে নিয়েছে বিজেপি। ৪ টি জায়গা লালগোলা, রামপুরহাট, ঝাড়গ্রাম ও পুরুলিয়া থেকে মঙ্গলবার রাতেই ছাড়ছে এই মোদী স্পেশাল ট্রেন। বুধবার সকালের মধ্যেই কলকাতায় পৌঁছাবে এই ৪ টি ট্রেন। আসতে পারবেন হাজার হাজার বিজেপি কর্মী, সমর্থক। আর এই পরিকল্পনা করে গেরুয়া শিবিরের নেতাদের, ‘দেখ কেমন দিলাম’ হাবভাব।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা https://thenewsbangla.com/indian-army-sent-permission-letter-of-modis-brigade-sabha-to-election-commission/ Fri, 29 Mar 2019 15:49:39 +0000 https://www.thenewsbangla.com/?p=9472 মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা। শুক্রবারই মুখ্য নির্বাচন অফিসারের দফতরে চলে এসেছে সেনাবাহিনীর ছাড়পত্র। ব্রিগেড বা ময়দান এলাকা সেনার অধীনে। তাই ব্রিগেডে সভা করতে গেলে সেনার অনুমতি নিতে হয়। বঙ্গ বিজেপির তরফ থেকে আগেই নরেন্দ্র মোদীর ব্রিগেড সভার অনুমতি চাওয়া হয়েছিল। এদিন তা পাওয়া গেল বলেই নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ খোদার কসম মোদীকে জেলে ঢোকাবো, এনসি নেতা জাভেদ রানার মন্তব্যে উত্তাল দেশ

ভোটের আগে বিভিন্ন সভার অনুমতি দেয়নি রাজ্য সরকার, এমনটাই অভিযোগ ছিল বঙ্গ বিজেপির। তাই ভোটের আগে এবার সরাসরি ব্রিগেডেই মোদীর সভার ডাক দেওয়া হয়। যাতে রাজ্য সরকারের কোন অনুমতি যাতে নিতে না হয়। ব্রিগেডে সভা করতে গেলে সরাসরি সেনার অনুমতি নিতে হয়। সেই অনুমতি শুক্রবার পাওয়া গেল বলেই জানা যাচ্ছে। এর ফলে বঙ্গ বিজেপি শিবিরে মোদীর ব্রিগেড ঘিরে সাজ সাজ রব চলছে।

আরও পড়ুনঃ ৬ বারের জয়ী সিপিএম সাংসদের বাড়িতে অর্জুন, শুরু জল্পনা

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩রা এপ্রিল বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন ব্রিগেডে বিজেপির জনসভা থেকেই বাংলায় বিজেপি কর্মী সমর্থকদের বার্তা দেবেন মোদী। গত শনিবার এমনটাই জানিয়েছিলেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগে বিজেপির গণতন্ত্র বাঁচাও আন্দোলনের সময় মোদীর বাংলা সফর ও ব্রিগেড সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু বিজেপির গণতন্ত্র বাঁচাও আন্দোলনের অনুমতি না পাওয়ায় সে যাত্রায় আর ব্রিগেড সমাবেশ সম্ভব হয়নি। এবার ভোটের মুখেই রাজ্যে আসছেন মোদী।

আরও পড়ুনঃ মোদীর মিশন শক্তির ঘোষণায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন হয়নি, জানিয়ে দিল কমিশন

মোদীর আসার ও ব্রিগেডে সভা করার দিকে তাকিয়ে বঙ্গ বিজেপি। কারণ তাদের একমাত্র ভরসা সেই মোদীই। এমনিতেই প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব এ উত্তাল হয়ে ওঠে গোটা বাংলায় বিজেপি কর্মী সমর্থকরা। প্রথম দফায় প্রকাশিত হয় বাংলায় বিজেপির ২৮ জনের প্রার্থী তালিকা। আর তারপরেই গোষ্ঠীদ্বন্দ্ব এ উত্তাল হয়ে ওঠে কোচবিহার, মালদা, বসিরহাট সহ অনেক এলাকাই। কোচবিহারে দলিয় দফতর ভাঙচুর হয়। সেই ক্ষোভ পুরোপুরি সামাল দিতে শেষ ভরসা সেই নরেন্দ্র মোদীই।

আরও পড়ুনঃ ইসরো চেয়ারম্যানকে খুনের হুমকি, সন্দেহের তীর জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর দিকে

পরে দার্জিলিং ও জঙ্গিপুর এবং তারপর আরও ১০ টি আসনে অর্থাৎ মোট ৪০ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এখনও পুরুলিয়া ও বর্ধমান-দুর্গাপুর এই দুটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই নারদ মামলায় তৃণমূল নেতাদের চার্জশিট দেবে সিবিআই, খুশি পদ্ম শিবিরে

একটা ব্রিগেড পরিবর্তন করতে পারে বাংলার ভোটের মহল। মনে করছেন বঙ্গ বিজেপির নেতা কর্মীরা। আর সেই দিকেই এখন তাকিয়ে বাংলা বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা। ব্রিগেড থেকে নেতা, কর্মী ও সমর্থকদের কি বার্তা দেন সেটার জন্যই অপেক্ষা বিজেপির। সেই সভার অনুমতিও সেনার কাছ থেকে পেয়ে গেল বিজেপি।

আরও পড়ুনঃ ভোরবেলায় লাঠিচার্জ করে মাদ্রাসা সার্ভিস উত্তীর্ণদের মেরে ওঠাল পুলিশ

অন্যদিকে পুলওয়ামা কাণ্ডের পর এই ঘটনার জন্য মোদীকেই দায়ি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মীরা শুনতে চান ব্রিগেড থেকে কি বার্তা মমতার উদ্দ্যেশ্যে দেন মোদী। মমতা ও মহাজোটকে এবং সেইসঙ্গে রাহুল ও কংগ্রেসকে কিভাবে বাংলার মাটিতে আক্রমণ করেন মোদী, সেটাও দেখার। ব্রিগেডের পরই বিজেপির প্রচারে জোয়ার আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোট প্রচারে বাংলায় মোদী, ব্রিগেড থেকেই দেবেন ভোট জেতার মন্ত্র https://thenewsbangla.com/narendra-modi-in-brigade-for-campaigning-for-bengal-bjp-candidates-in-lok-sabha/ Sat, 23 Mar 2019 09:46:01 +0000 https://www.thenewsbangla.com/?p=9091 সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩রা এপ্রিল বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন ব্রিগেডে বিজেপির জনসভা থেকেই বাংলায় বিজেপি কর্মী সমর্থকদের বার্তা দেবেন মোদী। শনিবার এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ আইএমএফ রিপোর্টে দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির তালিকায় ভারত

এর আগে বিজেপির গণতন্ত্র বাঁচাও আন্দোলনের সময় মোদীর বাংলা সফর ও ব্রিগেড সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু বিজেপির গণতন্ত্র বাঁচাও আন্দোলনের অনুমতি না পাওয়ায় সে যাত্রায় আর ব্রিগেড সমাবেশ সম্ভব হয়নি। এবার ভোটের মুখেই রাজ্যে আসছেন মোদী।

আরও পড়ুনঃ বাবুলকে হারাতে ১ কোটি টাকার কাজের টোপ, বিতর্কিত ঘোষণা মেয়রের

মোদীর আসার ও ব্রিগেডে সভা করার দিকে তাকিয়ে বঙ্গ বিজেপি। কারণ তাদের একমাত্র ভরসা সেই মোদীই। এমনিতেই প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব এ উত্তাল হয়ে ওঠে গোটা বাংলায় বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুনঃ বারাণসী থেকে লড়বেন মোদী, গান্ধীনগরে আডবানির পরিবর্তে অমিত শাহ

বৃহস্পতিবার রাত ৮ টায় প্রকাশিত হয় রাজ্য বিজেপির ২৮ জনের প্রথম প্রার্থী তালিকা। আর তারপরেই গোষ্ঠীদ্বন্দ্ব এ উত্তাল হয়ে ওঠে কোচবিহার, মালদা, বসিরহাট সহ অনেক এলাকাই। কোচবিহারে দলিয় দফতর ভাঙচুর হয়। সেই ক্ষোভ পুরোপুরি সামাল দিতে শেষ ভরসা সেই নরেন্দ্র মোদীই।

আরও পড়ুনঃ ভোটের গানে বিপাকে বাবুল, কমিশনের হাতে টুইট অস্ত্র

একটা ব্রিগেড পরিবর্তন করতে পারে বাংলার ভোটের মহল। মনে করছেন বঙ্গ বিজেপির নেতা কর্মীরা। আর সেই দিকেই এখন তাকিয়ে বাংলা বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা। ব্রিগেড থেকে নেতা, কর্মী ও সমর্থকদের কি বার্তা দেন সেটার জন্যই অপেক্ষা বিজেপির।

আরও পড়ুনঃ লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক

অন্যদিকে পুলওয়ামা কাণ্ডের পর এই ঘটনার জন্য মোদীকেই দায়ি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মীরা শুনতে চান ব্রিগেড থেকে কি বার্তা মমতার উদ্দ্যেশ্যে দেন মোদী। মমতা ও মহাজোটকে কিভাবে বাংলার মাটিতে আক্রমণ করেন মোদী, সেটাও দেখার। ব্রিগেডের পরই বিজেপির প্রচারে জোয়ার আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>