Brazilian Model – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 10 Dec 2018 08:31:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Brazilian Model – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাখীকে চুমু খেয়ে বিতর্কে আসা মিকা এবার যৌন হেনস্থার দায়ে জেলে https://thenewsbangla.com/mika-singh-in-jail-for-sexual-harassment-case-complaint-by-brazilian-model/ Mon, 10 Dec 2018 08:07:46 +0000 https://www.thenewsbangla.com/?p=3855 The News বাংলা, মুম্বাইঃ বারবার কি একই ঘটনা ঘটিয়ে বাঁচা যায়? যায় না, যায়ও নি। এবার শ্রীমান শ্রীঘরে। দুবাই জেলে বন্দী হলেন মিকা। পরে অবশ্য ছাড়া পান।

বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংকে কয়েকদিন আগেই এক পানশালা থেকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, মিকার বিরুদ্ধে দুবাইয়ের মুরাক্কাবাত থানায় যৌন হেনস্তার অভিযোগ করেছে ব্রাজিলের ১৭ বছরের এক মডেল। সে অভিযোগ করেছে, মিকা সিং মোবাইল ফোনে তাকে আপত্তিকর মেসেজ ও অশ্লীল ছবি পাঠিয়েছেন।

রাখীকে চুমু খেয়ে বিতর্কে আসা মিকা এবার যৌন হেনস্থার দায়ে জেলে/The News বাংলা
রাখীকে চুমু খেয়ে বিতর্কে আসা মিকা এবার যৌন হেনস্থার দায়ে জেলে/The News বাংলা

গ্রেপ্তার হওয়ার পর দ্রুত ভারতীয় দূতাবাসের সহায়তা চান মিকা সিং। খবর পেয়ে দূতাবাস কর্তৃপক্ষ দুবাই পুলিশের উচ্চমহলের সঙ্গে যোগাযোগ শুরু করে। সারাদিন চেষ্টার পর একপর্যায়ে কিছু শর্ত জুড়ে দিয়ে মিকা সিংকে ছেড়ে দেয় আবুধাবি পুলিশ। তবে দুবাই পুলিশ বলেছে, মিকা সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর মেয়েটির মোবাইল ফোনও পরীক্ষা করে দেখা হয়েছে।

আরও পড়ুনঃ দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?

এদিকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নভদীপ সিং সুরি এবার আবুধাবিতে গলফ নিউজকে জানিয়েছেন, ঘটনার দিন রাতেই ছাড়া পেয়েছেন মিকা সিং। তাঁকে পরে আদালতে হাজির হতে হবে। মিকাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হলেও পরে তাঁকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়। কারণ, যে ব্যক্তি অভিযোগ করেছে, সে আবুধাবির আবাসিক ভিসা নিয়েছে। আর মিকা সিং দুবাই যান একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য।

রাখীকে চুমু খেয়ে বিতর্কে আসা মিকা এবার যৌন হেনস্থার দায়ে জেলে/The News বাংলা
রাখীকে চুমু খেয়ে বিতর্কে আসা মিকা এবার যৌন হেনস্থার দায়ে জেলে/The News বাংলা

ব্রাজিলের এই মডেল আরও অভিযোগ করেছে, মিকা সিং তাকে বলিউডে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর তার কাছে আপত্তিকর মেসেজ আর অশ্লীল ছবি পাঠান। দুবাই পুলিশের মতে, এই অভিযোগ অনুযায়ী মিকা সিং মেয়েটিকে যৌন হেনস্তা করেছেন; যা গুরুতর অপরাধ। আর অভিযোগ প্রমাণিত হলে ভারতের এই জনপ্রিয় গায়কের জেল-জরিমানা দুইই হতে পারে।

আরও পড়ুনঃ বউয়ের জন্য সিঁদুর পরে হিন্দু প্রথা ভাঙলেন রণবীর সিং

মিকা সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এটাই প্রথম নয়। ২০০৬ সালে রাখি সাওয়ান্তকে জোর করে চুমু খাওয়ার অভিযোগে তাঁকে আদালত পর্যন্ত যেতে হয়েছিল। ২০১৬ সালে ৩২ বছরের এক ফ্যাশন ডিজাইনার মিকা সিংয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি অভিযোগ করেন, মিকা সিং তাঁর বাড়িতে এসে হাত ধরে টেনে জোর করে জড়িয়ে ধরেন।

আরও পড়ুনঃ বয়সে এক যুগের ফারাকে বিয়ের পিঁড়িতে মালাইকা অর্জুন

এ ছাড়া ২০১৪ সালে বেপরোয়া গাড়ি চালিয়ে একটি অটোকে ধাক্কা মারায় ‘হিট অ্যান্ড রান’ মামলায় অভিযুক্ত হন মিকা সিং। ২০১৫ সালে দিল্লিতে অনুষ্ঠানে এক চিকিৎসককে থাপ্পড় দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন মহিলা মিকার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

বারবার বেঁচে যাওয়া মিকা দুবাইকেও ভারত ভেবে নিয়েছিলেন। ভারতে নামডাক হলে যা খুশি করেও পার পাওয়া যায়, কিন্তু দুবাইয়ে নয়। নামের গরমে এটাই ভুলে গিয়েছিলেন মিকা। আবু ধাবির আদালতে এখন তার বিচার হবে। এই ঘটনার পর মিকা শুধরে যাবে, মনে করছে বলিউড।

]]>