Border – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 30 Apr 2019 15:41:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Border – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সম্পর্কের উন্নতিতে ৬০ জন ভারতীয় বন্দীকে মুক্তি দিল পাকিস্তান https://thenewsbangla.com/pakistan-releases-indian-prisoners-at-wagah-border-to-improve-relation/ Tue, 30 Apr 2019 13:42:25 +0000 https://www.thenewsbangla.com/?p=12045 পূর্ব প্রতিশ্রুতি মত মঙ্গলবার আরও ৬০ জন বন্দী ভারতীয় মৎস্যজীবী মুক্তি দিল পাকিস্তান। বন্দীরা পাকিস্তানের বিভিন্ন জেলে প্রায় দুই বছর ধরে বন্দী ছিলেন। বন্দীদের অধিকাংশই মৎস্যজীবী। আজ পাঞ্জাবের ওয়াঘা সীমান্ত ধরে এই বন্দীদের দেশে ফেরানো হয়।

এর আগেই ৩৬০ ভারতীয় বন্দীকে মুক্তি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। সম্প্রতি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি করেছে, পাকিস্তানের এই পদক্ষেপে তা অনেকটাই প্রশমিত হবে বলে মনে করা হয়েছিল।

আরও পড়ুনঃ ইয়েতিকে জন্তু বলায় ভারতীয় সেনার উপর ক্ষুব্ধ বিজেপি নেতা

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জাল জানিয়েছিলেন, ৪টি ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রতিশ্রুতি মতো গত ৮ই এপ্রিল প্রথমে ১০০ জনকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। এরপর ১৫ই এপ্রিল ও ২২শে এপ্রিল ১০০ জন করে এবং আজ বাকিদের মুক্তি দেওয়া হয়।

পাকিস্তানের তরফে জানানো হয়, ভারত ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের একটি প্রচেষ্টা এটি। পাকিস্তান ও ভারতের হাতে প্রায়শই মৎসজীবীরা আটক হন সীমান্ত পেরোনোর অভিযোগে। আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করতে না পারার জন্য দুই দেশের মৎসজীবীরাই এই সাধারণ ভুল করে থাকেন। তাদেরই ফেরাতে উদ্যোগী হয় ইমরান সরকার।

আরও পড়ুনঃ পায়ের ছাপ দেখিয়ে ভারতীয় সেনার দাবি, ইয়েতির অস্তিত্ব আজও আছে হিমালয়ে

তবে সীমান্তে সন্ত্রাসবাদ ও কাশ্মীরে জঙ্গি হামলা বন্ধ না হলে যে ভারত পাক সম্পর্ক স্বাভাবিক হবে না, তা পরিষ্কার করে দিয়েছে ভারত। তবে আন্তর্জাতিক চাপে ভারতের সঙ্গে সম্পর্ক অন্তত লোকদেখানি হলেও স্বাভাবিক করতে উদ্যোগী ইমরান সরকার।

]]>
সীমান্তের কাঁটাতার অগ্রাহ্য করে একদিনের জন্য এক হল ভারত বাংলাদেশ https://thenewsbangla.com/india-and-bangladesh-being-together-for-one-day-ignoring-the-border-fensing/ Sun, 27 Jan 2019 18:36:48 +0000 https://www.thenewsbangla.com/?p=6084 কোথায় কাঁটাতার? কোথায় সীমান্তরক্ষীর রক্তচক্ষু? পীরের উৎসবকে কেন্দ্র করে একাকার হয়ে গেল ভারত-বাংলাদেশ। কাঁটাতারকে সাক্ষী রেখেই মিশে গেল দুই পাড়ের বাঙালীরা। সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নজির এই মিলন মেলা।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’

বালুরঘাট ব্লকের জলঘর এলাকার তালমন্দিরা গ্রামের কাছে একদিকে বাংলাদেশের উন্মুক্ত সীমান্ত, আর এক দিকে ভারতীয় কাঁটাতারের বেড়া। মাঝে অবস্থিত পীরের দরগায় এক সাথে মিশে গেলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। প্রতি বছর ১২ মাঘ আজকের এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন দুই দেশের মানুষ।

আরও পড়ুনঃ মোদীর মাস্টারস্ট্রোকে দেশ পেতে পারে প্রথম মহিলা বাঙালি সিবিআই প্রধান

সীমান্তের কাঁটাতার অগ্রাহ্য করে একদিনের জন্য এক হয়ে গেল ভারত বাংলাদেশ/The News বাংলা
সীমান্তের কাঁটাতার অগ্রাহ্য করে একদিনের জন্য এক হয়ে গেল ভারত বাংলাদেশ/The News বাংলা

সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নজির এই মিলন মেলা উপলক্ষে আজকের দিনটিতে বাধ সাধে না বিএসএফ ও বিজিবি কেউই। ইন্দো-বাংলাদেশ সীমান্তের মাঝে অবস্থিত মাজারে শায়িত রয়েছেন সুফি সাধক। সীমান্তের দুই পাড়ের মানুষ যাঁকে পীর তেধারা নামেই ডাকেন।

আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

মনস্কামনা পূরণের বাসনায় দূরদুরান্তের জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এখানে পৌঁছে চাদর চড়ান ও সিন্নি ভোগ নিবেদন করে যান। এবারেও সুফি সাধক তেধারার উৎসবকে কেন্দ্র করে দুই দেশের মানুষ ভিড় জমিয়েছিলেন তালমন্দিরা এলাকার পীরের মাজার প্রাঙ্গনে। এই মিলন মেলা উপলক্ষ্যে সকাল থেকেই শুরু হয়েছিল, খাজা, বাতাসা ও জিলেপির দোকান। জমে উঠেছিল বেচা কেনাও।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা গান্ধী মা দুর্গার সাক্ষাৎ অবতার, পোস্টার কংগ্রেসের

সীমান্তের কাঁটাতার অগ্রাহ্য করে একদিনের জন্য এক হয়ে গেল ভারত বাংলাদেশ/The News বাংলা
সীমান্তের কাঁটাতার অগ্রাহ্য করে একদিনের জন্য এক হয়ে গেল ভারত বাংলাদেশ/The News বাংলা

ওপারের বগুড়া শহর থেকে পীরের মাজারে চাদর চড়াতে আসা সাদ্দাত ইসলাম জানিয়েছেন, যে সারা বছর ধরেই তাঁরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। তেধারা পীরের কাছে মন থেকে কিছু চাইলে তিনি কখনও নিরাশ করেন না বলেও তাঁর বিশ্বাস।

আরও পড়ুনঃ সোনি বোতলবন্দি, ফিরতি ম্যাচেও বাগানকে চূর্ণ করল জবির ইস্টবেঙ্গল

মানত পূরণের পাশাপাশি তাছাড়াও এই উৎসবের বড় প্রাপ্তি হলো ভারতে থাকা আত্মীয় স্বজনদের সাথেও তাঁর দেখা হয়ে যায়। একটা গোটা দিন এপার বাংলার আত্মীয়দের সঙ্গে কাটান অনেকেই।

সীমান্তের কাঁটাতার অগ্রাহ্য করে একদিনের জন্য এক হয়ে গেল ভারত বাংলাদেশ/The News বাংলা
সীমান্তের কাঁটাতার অগ্রাহ্য করে একদিনের জন্য এক হয়ে গেল ভারত বাংলাদেশ/The News বাংলা

আরও পড়তে পারেনঃ মকর সংক্রান্তি, পৌষ পার্বণ ও পিঠাপুলি উত্‍সবের অজানা পৌরাণিক কাহিনি

ইতিহাস গবেষক সমিত ঘোষ জানিয়েছেন যে, তেধারার এই পীরের আসল নাম ছিল মশারফ হুসেন। সুফি সাধনায় সিদ্ধ মশারফ হুসেন তাঁর ভক্তদের কাছে পীর তেধারা নামেই পরিচিত হন। বহু বছর আগে থেকেই এই দিনটিতে জলঘরের তেধারা এলাকায় উৎসবের আয়োজন হয়ে থাকে। এখানে দুই বাংলার কয়েক হাজার পূণ্যার্থী অংশ নেন। তাঁরা মানত হিসেবে চাদর চড়ান ও মোরগ ও সিন্নিও নিবেদন করে থাকেন।

আর এই উৎসবকে কেন্দ্র করেই বিচ্ছেদের কাঁটাতারকে সাক্ষী রেখে ফের ভালবাসার বাঁধনে আবদ্ধ হন দুই বাংলার মানুষ জন। সন্ধায় ফের দেশে ফেরার পালা। ফের কাঁটাতারের এপার-ওপার। আবার অপেক্ষা আগামী বছরের।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন

সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিরল বিশ্বরেকর্ডের চূড়ায় বাঙালি

দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

কালামের নামে ছাত্রদের তৈরি হালকা উপগ্রহ মহাকাশে পাঠিয়ে নজির ভারতের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>