Booths – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 05 May 2019 17:30:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Booths – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শুধু বুথ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে সোমবার হবে পঞ্চম দফার ভোট https://thenewsbangla.com/central-force-surrounded-in-booths-lok-sabha-area-in-fifth-phase-polls/ Sun, 05 May 2019 17:27:05 +0000 https://www.thenewsbangla.com/?p=12424 সোমবার ৬ই মে; পঞ্চম দফার ভোট। মোট সাতটি লোকসভা কেন্দ্রে; ভোটে ১০০ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। পঞ্চম দফার সব বুথেই আছে কেন্দ্রীয় বাহিনী; তাই সব বুথ-ই স্পর্শকাতর জানিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন হবে শান্তিপূর্ণ ভাবেই; জানিয়ে দিল নির্বাচন কমিশন। ব্যারাকপুরে বুথের পাশাপাশি; গোটা লোকসভা এলাকাতেও থাকছে কেন্দ্রীয় বাহিনী।

সোমবার, পঞ্চম দফা নির্বাচনে প্রত্যেক থানা পিছু দুটি করে কুইক রেসপন্স টিম থাকছে। কেবলমাত্র ব্যারাকপুর এর জন্য; আলাদা করে আরও দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। ওই দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী; কুইক রেসপন্স টিমের কাজ করবে। সেই ক্ষেত্রে ব্যারাকপুর এর জন্য আরও কুড়িটি কুইক রেসপন্স টিম থাকছে। তাই সোমবার কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ৫২৮ থেকে বেড়ে ৫৩০ কোম্পানি হল; নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই খবর।

আরও পড়ুনঃ পঞ্চম দফা ভোটের আগে মোদী মমতা নিয়ে বিস্ফোরক বুদ্ধদেব

রাজ্যের ৭ লোকসভায় সোমবার ভোট। একনজরে দেখে নেওয়া যাক; সোমবার কোথায় কত অফিসার থাকছে।
বনগাঁ; মাইক্রো অবজারভার ১০৫; ভিডিও ক্যামেরা ৫৩; সিসিটিভি ১২৫; ওয়েব কাস্টিং ৩০০; মোট ৫৮৩
ব্যারাকপুর; মাইক্রো অবজারভার ১১; ভিডিও ক্যামেরা ২৫; সিসিটিভি ১৫৭; ওয়েব কাস্টিং ৩০০; মোট ৪৯৫
হাওড়া; মাইক্রো অবজারভার ৪২০; ভিডিও ক্যামেরা ১১৪; সিসিটিভি ৬৩৮; ওয়েব কাস্টিং ৩০১; মোট ১৪৭৩

আরও পড়ুনঃ মাওবাদী দমনে ব্যর্থ মোদী, মেদিনীপুরের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রীর

উলুবেড়িয়া; মাইক্রো অবজারভার ৩৩০; ভিডিও ক্যামেরা ১৩৪; সিসিটিভি ৮১৭; ওয়েব কাস্টিং ২৬৯; মোট ১৫৫৩
শ্রীরামপুর; মাইক্রো অবজারভার ৩৯১; ভিডিও ক্যামেরা ১০৬; সিসিটিভি ৩১৮; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১১৭৮
হুগলি; মাইক্রো অবজারভার ৩১০; ভিডিও ক্যামেরা ২০; সিসিটিভি ১০০; ওয়েব কাস্টিং ২৭০; মোট ৭০০
আরামবাগ; মাইক্রো অবজারভার ৪১১; ভিডিও ক্যামেরা ৫০; সিসিটিভি ২২৭; ওয়েব কাস্টিং ২১৪; মোট ৯৫৩

আরও পড়ুনঃ মহারাষ্ট্র ও ছত্তিসগড়ের মত ভোটে মাওবাদী হামলার আশঙ্কা বাংলায়

আগামীকাল মোট বুথের সংখ্যা; দেখে নিন এক নজরে;
বনগাঁ ১৮৯৯; ব্যারাকপুর ১৫৬৭; হাওড়া ১৮৬৮; উলুবেড়িয়া ১৮২৬; শ্রীরামপুর ২০৩৩; হুগলি ২০৩৯; আরামবাগ ২০৫৮; মোট ১৩২৯০। উত্তর ২৪ পরগণা ও হুগলীর দিকে বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন।

]]>
মঙ্গলবার তৃতীয় দফার ভোট, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ভোট হবে বাংলায় https://thenewsbangla.com/third-phase-vote-on-tuesday-central-forces-will-be-surrounded-in-booths/ Mon, 22 Apr 2019 15:36:50 +0000 https://www.thenewsbangla.com/?p=11420 লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় রাজ্যের ৫ লোকসভা কেন্দ্রের প্রায় ৯২ শতাংশ (৯২.০৩ %) বুথেই দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। এই উপলক্ষ্যে রাজ্যে এসেছে ৩২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই প্রথম রাজ্যের বিরোধী দলগুলোর কথা মেনে নিল নির্বাচন কমিশন। বিরোধীদের দাবী ছিল বাংলায় সব বুথেই রাখা হোক কেন্দ্রীয় বাহিনী। প্রায় সব বুথেই থাকছে কেন্দ্রীয় আধা সেনা। বালুরঘাট, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদ, এই ৫ আসনে ভোট মঙ্গলবার।

কোথায় কত বাহিনী থাকছে। দেখে নিন মঙ্গলবার তৃতীয় দফা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর হিসাব:-
১। বালুরঘাট ৫০ কোম্পানি
২। মালদা জেলা ১০৬ কোম্পানি
৩। মুর্শিদাবাদ ১৪০ কোম্পানি
৪। নদীয়া জেলার করিমপুর ১০ কোম্পানি
৫। উত্তর দিনাজপুরের ইটাহার ৮ কোম্পানি
৬। স্ট্রং রুমে থাকছে ৬ কোম্পানি

আরও পড়ুনঃ বাংলায় নিজের কেন্দ্রেই বিজেপিকে ভোট দেবার অবাক করা আবেদন কংগ্রেস প্রার্থীর

মোট ৩১৪ কোম্পানি বাহিনী থাকবে বুথ পাহাড়ায়। ৬ কোম্পানি বাহিনী থাকবে স্ট্রং রুমে পাহাড়ায়। বাকি ৪ কোম্পানি কুইক রেসপন্স টিমে ও পরের দফার নির্বাচনের জন্য কনফিডেন্স বিল্ডিং এর কাজে লাগানো হবে।

আগামীকাল তৃতীয় দফার নির্বাচনে কোন লোকসভা কেন্দ্রে কত অবজার্ভার ও কত কি থাকছে একনজরে দেখে নেওয়া যাক

বালুরঘাটঃ
মাইক্রো অবজারভার ৪০১ জন
ভিডিও ক্যামেরা ৬৯ টি
সিসিটিভি ৯৫ টি
ওয়েবকাস্টিং ১৬৭ টি
মোট ৭৩২

আরও পড়ুনঃ হিন্দু শরণার্থীরা নিশ্চিন্তে থাকুন, তাড়ানো হবে শুধু অনুপ্রবেশকারীদের, আশ্বাস অমিতের

জঙ্গিপুরঃ
মাইক্রো অবজারভার ১৭৬ জন
ভিডিও ক্যামেরা ৭৪ টি
সিসিটিভি ১৮৩ টি
ওয়েবকাস্টিং ২৬৭ টি
মোট ৭০০

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই চরম লজ্জা, চৌকিদার চোর বলায় ক্ষমা চাইতে হল রাহুল গান্ধীকে

মালদাঃ
মাইক্রো অবজারভার ৩১৪ জন
ভিডিও ক্যামেরা ১৫৭ টি
ওয়েবকাস্টিং ২৯৩ টি
মোট ৭৬৪

আরও পড়ুনঃ রাজ্য পুলিশে ভরসা নেই আসানসোল লোকসভা কেন্দ্রে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

মুর্শিদাবাদঃ
মাইক্রো অবজারভার ২৩০ জন
ভিডিও ক্যামেরা ৯৪ টি
সিসিটিভি ১৯৫ টি
ওয়েবকাস্টিং ৩০৩ টি
মোট ৮২২

তবে যে সমস্ত বুথে রাজ্য পুলিশ থাকছে সেখানে কি হয় সেটাই এখন দেখার। প্রথম ও দ্বিতীয় ফেজে যেখানে রাজ্য পুলিশ ছিল সেখানেই ঝামেলা হয়েছে বলেই অভিযোগ ছিল বিরোধীদের।

আরও পড়ুনঃ ভোট যুদ্ধে আকাশ দখলের লড়াইয়ে কংগ্রেসকে শুইয়ে দিল বিজেপি

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>