Bomb Blast – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 23 Apr 2019 08:59:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bomb Blast – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ডোমকলে বোমা ছোঁড়ার ভিডিও ভাইরাল, দেখুন দুষ্কৃতীদের বোমা ছোঁড়ার লাইভ ভিডিও https://thenewsbangla.com/miscreants-bomb-blast-at-booths-in-domkal-polls-live-bomb-blast-vdo-viral/ Tue, 23 Apr 2019 08:59:19 +0000 https://www.thenewsbangla.com/?p=11500 মঙ্গলবার ভোট গ্রহণ শুরু থেকেই বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। কোথাও গুলি চালিয়ে বিরোধী এজেন্টকে ভাগিয়ে দেবার চেষ্টা। কোথাও বোমা মেরে ভোটারদের ভাগিয়ে দেবার চেষ্টা। ডোমকলে বোমা ছোঁড়ার ভিডিও এখন ভাইরাল। দেখুন দুষ্কৃতীদের বোমা ছোঁড়ার লাইভ ভিডিও। ভোটের সারাদিন চলল চোর পুলিশের লুকোচুরি খেলা।

দেখুন ডোমকলে দুষ্কৃতীদের বোমা ছোঁড়ার ভিডিওঃ

দেশ জুড়ে শুরু চলছে তৃতীয় দফার ভোট। আর বাংলায় ভোট শুরুতেই বোমা হামলা বুথের কাছে। বুথের কাছেই বোমা ফেটে গুরুতর আহত তৃণমূল কাউন্সিলর এর স্বামী। ঘটনাস্থল মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগর। মানিকনগরের একটি বুথের কাছেই বোমা বিস্ফোরণ ঘটে বলেই অভিযোগ তৃণমূলের। গুরুতর আহত হয়েছেন ডোমকল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহানারা আনসারির স্বামী তুজাম্মেল আনসারি। বোমা মারা হয় তাঁকে লক্ষ্য করে।

দেখুন ডোমকলে সারাদিন পুলিশ দুষ্কৃতি লুকোচুরির খেলাঃ

এদিন সকালে মুর্শিদাবাদের ডোমকলের হরিহরপাড়ার কুমরিপুরে শুন্যে গুলি চালিয়ে কংগ্রেস এজেন্টকে বুথ থেকে ভাগিয়ে দেয় তৃণমূল। ১০৫ নম্বর বুথে এই ঘটনা ঘটে। তৃণমূলের বিরুদ্ধে গুলি চালাবার অভিযোগ করেছে কংগ্রেস। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

ডোমকলের হরিহরপাড়ার কুমরিপুরে ১০৫ নম্বর বুথে ভোট শুরু হবার পর গুলি চলে। গুলি করা হয় কংগ্রেস এজেন্টকে লক্ষ্য করে। অন্যদিকে হরিহরপাড়ার শহরবাসা ১২৭ নং বুথেও সিপিএম ও কংগ্রেসের এজেন্টদের বুথে ঢুকতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। জলঙ্গি খয়রামারীতে ১৬৮ ও ১৬৯ দুটো বুথেও কংগ্রেসের এজেন্টদের মেরে বের করে দেবার অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ এই বুথটা আমার, এখানে এত পুলিশ কেন, রাজ্য পুলিশকেই শাসানি তৃণমূল বিধায়কের

দেশ জুড়ে শুরু চলছে তৃতীয় দফার ভোট। আর বাংলায় ভোট শুরুতেই বোমা হামলা বুথের কাছে। বুথের কাছেই বোমা ফেটে গুরুতর আহত তৃণমূল কাউন্সিলর এর স্বামী। ঘটনাস্থল মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগর। মানিকনগরের একটি বুথের কাছেই বোমা বিস্ফোরণ ঘটে বলেই অভিযোগ তৃণমূলের। গুরুতর আহত হয়েছেন ডোমকল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহানারা আনসারির স্বামী তুজাম্মেল আনসারি। বোমা মারা হয় তাঁকে লক্ষ্য করে।

আরও পড়ুনঃ ডোমকলের মোমিনপুরে তৃণমূলের হামলায় দুই মহিলা বিজেপি সমর্থক গুরুতর আহত

মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তুজাম্মেল আনসারিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে প্রচণ্ড মারধর করা হয়েছে। তারপর বোমা মারা হয় বলে অভিযোগ। তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। উল্টে তারা তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ এনেছে।

আরও পড়ুনঃ বিরোধী এজেন্টকে ভাগাতে শুন্যে গুলি শাসকের, এলাকায় আতঙ্ক

এরপরেই ডোমকলের কুমরিপুরে ১০৫ নম্বর বুথে গুলি চালিয়ে কংগ্রেস এজেন্টকে বুথ থেকে ভাগিয়ে দেবার অভিযোগ উঠল। সবমিলিয়ে উত্তপ্ত ডোমকল। বিশাল পুলিশ বাহিনী ছুটে গেছে এলাকায়। ভোট শুরুতেই এই অশান্তি ও বোমা বিস্ফোরণের ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ভোটাররা জানিয়েছেন, ভোট শুরু হবার ১০ মিনিট আগেই দুই দল দুষ্কৃতীর মধ্যে লাঠি, বোমা, অস্ত্র নিয়ে মারপিট চলে। সেখানেই ওই তৃণমূল নেতাকে মারধর করা হয়। বুথের ৩০০ মিটারের মধ্যেই ওই তৃণমূল নেতাকে মারধর করা হয় বলেই অভিযোগ।

আরও পড়ুনঃ নিরাপত্তায় বুড়ো আঙুল, দ্বিতীয় হুগলী সেতুতে বাইক দাঁড় করিয়ে আড্ডা, দেদার ভিডিও

এই ঘটনায় তৃণমূল ও সিপিএম একে অপরের দিকে আঙুল তুলেছে। তবে ভোট শুরু আগেই এই ঘটনায় উত্তপ্ত গোটা ডোমকল। তৃণমূল নেতা তুজাম্মেল আনসারিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশাল বাহিনী ঘটনাস্থলে। অন্যদিকে কুমরিপুরে গুলি চালিয়ে কংগ্রেস এজেন্টকে বুথ থেকে ভাগিয়ে দেবার ঘটনা দেখছে নির্বাচন কমিশন।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা https://thenewsbangla.com/pakistan-bomb-blast-in-market-at-least-16-killed-in-bomb-blast-in-quetta/ Fri, 12 Apr 2019 08:15:13 +0000 https://www.thenewsbangla.com/?p=10684 পাকিস্তানের কোয়েটার হজরগঞ্জ বাজারে বিস্ফোরণে সংখ্যালঘু হজরা সম্প্রদায়ের সদস্যসহ অন্তত ১৬ জন নিহত এবং ৩০ জন আহত হবার খবর পাওয়া গিয়েছে। সব্জি বাজারে এই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এই ভয়াবহ বিস্ফোরণ এর লক্ষ্য ছিল বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ অভিনন্দনের ছবি ব্যবহার করে বন্ধ হোক ভোট প্রচার দাবি সেনাকর্তাদের

এই ভয়াবহ বিস্ফোরণ ও আক্রমনের লক্ষ্য ছিল ওই এলাকার সংখ্যালঘু হাজারে সম্প্রদায়। ডন পত্রিকাকে দেওয়া বিবৃতিতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুর রাজ্জাক এই কথা জানিয়েছেন। ফলে পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিশ্রুতি যে কতটা ভাঁওতা তা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি মতো ১০০ ভারতীয় বন্দীকে মুক্তি দিল পাকিস্তান

বেলুচিস্তানের প্রধান শহর কোয়েটায় এই বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। সব মিলিয়ে আহতের সংখ্যা এখনও অবধি ৩০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। অসংখ্য মানুষ এর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

শুক্রবার সকালের দিকে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরক বোমাটি (আইইডি) সব্জি বাজারে সব্জির মধ্যে লুকিয়ে রাখা হয় বলে পাক পুলিশ জানিয়েছে। কোয়েটা রাজ্যের হজরগঞ্জ এলাকায় এই বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই আটজন নিহত হন। পরে হাসপাতালে আরও ৮ জন মারা যান। বেলুচিস্তানের রাজধানী হজরা সম্প্রদায়ের অন্তর্গত। পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা থাকেন।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

হাজারেরা পাকিস্তানে উল্লেখযোগ্য সংখ্যালঘু গোষ্ঠী এবং তাদের অধিকাংশই কোয়েটায় বসবাস করে। আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত বেলুচিস্তানটি পাকিস্তানের বৃহত্তম এবং দরিদ্রতম প্রদেশ, জাতিগত, সাম্প্রদায়িক এবং বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের দ্বারা প্রভাবিত।

আরও পড়ুনঃ শুধু কোচবিহারে ছাপ্পা ও সন্ত্রাস আটকাতে না পেরে লজ্জায় বিবেক দুবে ও নির্বাচন কমিশন

হজরা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় বিস্ফোরণই আততায়ীদের মূল লক্ষ্য ছিল বলে জানা গিয়েছে। বিস্ফোরণে আশেপাশের বাড়িঘরও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় পুলিশের তরফ জানানো হয়েছে। ডিআইজি কোয়েটা আব্দুল রাজ্জাক চেমা সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে চারজন ফৌজদারি কর্মী ও সরকারি কর্মকর্তা রয়েছেন। বিস্ফোরণের পাশে অবস্থিত ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনার পর বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

বিস্ফোরণের পরেই আহতদের চিকিৎসার জন্য স্থানিয় বোলান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। উদ্ধারকাজ এখনও চলছে বলে স্থানিয় সূত্রে জানা যাচ্ছে। তদন্ত শুরু করেছে পাক পুলিশ। অপরাধীদের খোঁজে চলছে তল্লাশি।

আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

কোন দলই এই হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল এই ঘটনার নিন্দা জানিয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য পাকিস্তান সরকারের তরফে সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড https://thenewsbangla.com/cid-bomb-squad-is-being-kept-permanetly-in-this-district-of-bengal/ Thu, 07 Feb 2019 06:00:47 +0000 https://www.thenewsbangla.com/?p=6554 প্রতিদিন কোথাও না কোথায় বোমা ফাটছে। প্রায় প্রতিদিনই উড়ছে কোন না কোন তৃনমূল নেতার বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের জেলা, বাংলার জেলা বীরভূম এখন যেন বোমার গোডাউন। প্রতিদিনই কলকাতা থেকে ছুটতে হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াডকে। ফলে এবার জেলাতেই রাখা হবে সিআইডির বোম্ব স্কোয়াড। রাজ্য প্রশাসন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ গড়িয়াহাটের রেশ কাটতে না কাটতেই শহরের মার্কেটে ফের বিধ্বংসী আগুন

ফের বিস্ফোরণ এক তৃণমূল নেতার বাড়িতে। ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ। বীরভূমের ইলামবাজারে তৃণমূল নেতা মিনু শেখ ওরফে মিনার মোল্লার বাড়িতে এই বিস্ফোরণ হয়। লোকসভা ভোটের দিকে তাকিয়েই ওই বাড়িতে বোমা মজুত করা হয়েছিল বলেই অভিযোগ। তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

গতকালই বীরভূমের সদাইপুরে ৫৫টি তাজা বোমা উদ্ধার হয়। পরে সেগুলি নিস্ক্রিয় করে দেয় সিআইডি-র বোম্ব ডিসপোজাল স্কোয়াড। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েই চলছে গোটা বীরভূম জুড়ে। প্রতিদিনই কলকাতা থেকে ছুটে যেতে হয় সিআইডি বোম্ব স্কোয়াডকে। তাই এবার জেলাতেই সিআইডি বোম্ব স্কোয়াড এর একটি দল রাখার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ শাসকের মামলায় আদালতে হাজিরা দেবেন বিজেপির কৈলাশ বিজয়বর্গীয়

জানা গেছে, বোলপুর থানায় সিআইডির একটি বোম্ব স্কোয়াড রাখা হবে। ১২ সেপ্টেম্বর, ২০১৫। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শেখ রমজানের গীতাঞ্জলি আবাস যোজনায় নির্মিত বাড়ি। ২০১৭র ২১শে এপ্রিল একটি বাড়িতে বোমা বানাতে গিয়ে সেই বোমা ফেটেই ৮ জন মারা যায়, ৪ জন আহত হয়।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

২০১৭র ১লা আগস্ট বীরভূমের লোকপুর গ্রামে বোমা বিস্ফোরণে উড়ে যায় তৃণমূল নেতার বাড়ি। অভিযোগ ছিল, এই বাড়িটিকে বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হত। এই ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শেখ সমীরচাঁদের দিকে। শেখ সমীরচাঁদেরই বাড়ি ছিল ওটি।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

২৩ অগাস্ট, ২০১৭। বোমা বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলের বুথ সভাপতি আইনুস খানের বাড়ি। এবার ঘটনাস্থল বীরভূমের লোকপুর থানা এলাকার বারাবনি গ্রাম। ওই বাড়িতে বোমা মজুত ছিল বলে অভিযোগ। লোকপুরে একের পর এক বিস্ফোরণের ঘটনা নিয়ে কপালে ভাঁজ পড়ে প্রশাসনের।

বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা
বাংলার জেলা এখন বোমার গোডাউন, জেলাতেই রাখা হচ্ছে সিআইডি বোম্ব স্কোয়াড/The News বাংলা

১০ সেপ্টেম্বর ২০১৮। বীরভূমের সিউড়ির কাঁকরতলা থানা এলাকায় বিস্ফোরণে উড়ে যায় তৃণমূলের দলীয় পার্টি অফিস। বিস্ফোরণের জেরে কংক্রিটের তৈরি পার্টি অফিসের তিন দিকের দেওয়াল ভেঙে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। যদিও ঘটনার সময়ে পার্টি অফিসটি বন্ধ থাকায় কেউ হতাহত হননি।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

এছাড়াও বোমায় উড়ে যায় বীরভূমের খয়রাসলে তৃণমূল পঞ্চায়েত সদস্য এর বাড়ি, মারা যায় তার ভাই। গত দু-তিন বছরে শুধু তৃণমূল অফিস ও তৃণমূল নেতাদের বাড়ি উড়ে যাওয়ার ঘটনাই অসংখ্য। ব্যক্তিগত ঝামেলা ও গোষ্ঠীদ্বন্দের জেরে বোমাবাজি তো খুবই সাধারণ ব্যাপার। আর তাই এবার বোলপুর থানাতেই সিআইডি বোম্ব স্কোয়াড এর একটি দল রাখার পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা
আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে
আরও পড়ুনঃ নারীদের নিয়ে অবাক করা সিদ্ধান্ত নিল শবরীমালা মন্দির কর্তৃপক্ষ
আরও পড়ুনঃ দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী
আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>