Boby Hakim won the 82 ward – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 09 Jan 2019 06:22:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Boby Hakim won the 82 ward – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জেতা আসনে জিতে ফের কাউন্সিলার হলেন মন্ত্রী ববি হাকিম, ভোট কমল বিজেপির https://thenewsbangla.com/minister-farhad-hakim-won-the-82-ward-sit-and-get-meyor-chair-for-5-years/ Wed, 09 Jan 2019 06:17:39 +0000 https://www.thenewsbangla.com/?p=5349 The News বাংলা, কলকাতা: রাজ্যের মন্ত্রী জিতলেন কলকাতার একটি ওয়ার্ডে। প্রত্যাশিতভাবেই কলকাতার ৮২ নম্বর ওয়ার্ড দখলে রাখল তৃণমূল কংগ্রেস। গতবারের থেকে দ্বিগুণের বেশি ব্যবধানে জিতলেন মেয়র ফিরহাদ হাকিম। ভোট কমল বিজেপির।

জেতার কথাই ছিল, জিতেছেনও। বেড়েছে ব্যবধানও। ফিরহাদ ‘ববি’ হাকিম পেয়েছেন ১৬,৫৬৪টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন ২,৫৭৭ টি ভোট। তৃতীয় স্থানে সিপিআই পেয়েছে ১,৭৩৫টি ভোট এবং কংগ্রেস পেয়েছে ৫৩৭টি ভোট। অর্থাত্‍‌ ফিরহাদ হাকিম নিকটবর্তী প্রতিপক্ষকে হারিয়েছেন ১৩,৯৮৭ ভোটে। কাউন্সিলার হিসেবে পেলেন আগের চেয়েও বেশি ভোট।

জেতা আসনে জিতে ফের কাউন্সিলার হলেন মন্ত্রী ববি হাকিম, ভোট কমল বিজেপির/The News বাংলা
জেতা আসনে জিতে ফের কাউন্সিলার হলেন মন্ত্রী ববি হাকিম, ভোট কমল বিজেপির/The News বাংলা

রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছিল কলকাতার মেয়র পদ থেকে শোভন চট্টোপাধ্যায়ের ইস্তফার পর। কে মেয়র হবেন তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। অনেকগুলো নামের মধ্যে সবচেয়ে আগে ছিল পুর ও নগরোয়ন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম। শেষ পর্যন্ত সেই নামেই সিলমোহর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ

Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ অফিসার বদলি

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

নতুন নিয়ম অনুযায়ী, মেয়র হিসেবে থাকতে গেলে ৬ মাসের মধ্যে কাউন্সিলার হিসেবে জিততে হত। সেই মতোই নিজের পুরোনো ওয়ার্ড থেকেই উপনির্বাচনে দাঁড়িয়েছিল ফিরহাদ হাকিম। রবিবার উপনির্বাচন হয় ৮২ নম্বর ওয়ার্ডে। বিরোধী নয়, লড়াইটা ছিল ফিরহাদের সঙ্গে ফিরহাদেরই।

বুধবার সকাল আটটা থেকে ট্রেজারি বিল্ডিং-এ শুরু হয় ভোটগণনা। বেশি সময় লাগেনি। প্রত্যাশিতভাবেই বিপুল ভোটে জিতেছেন ববি। তিনি পেয়েছেন ১৬,৫৬৪টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন ২,৫৭৭ টি ভোট। তবে, গতবারের চেয়ে ভোট কমেছে বিজেপির।

জেতা আসনে জিতে ফের কাউন্সিলার হলেন মন্ত্রী ববি হাকিম, ভোট কমল বিজেপির/The News বাংলা
জেতা আসনে জিতে ফের কাউন্সিলার হলেন মন্ত্রী ববি হাকিম, ভোট কমল বিজেপির/The News বাংলা

মেয়র পদে নির্বাচন ছাড়াও এই ওয়ার্ড শিরোনামে এসেছিল কারণ বিজেপি এই ভোটে কোনও এজেন্টই দিতে পারেনি। সেই নিয়েও অনেক জলঘোলা হয়। বিজেপি থেকে দাবি করা হয়, ‘শাসক দল ভয় দেখানোর জন্যই এজেন্ট হতে চায়নি কেউ’। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন ফিরহাদ। বলেছিলেন, ‘বিজেপির সংগঠন নেই, তাই অপবাদ দিচ্ছে’।

আরও পড়ুনঃ

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

ফলপ্রকাশের পরই সবুজ আবির খেলা শুরু করে দেন দলীয় সমর্থকরা। আগের ভোটের থেকেও অনেক বেশি ব্যবধানে জিতে সসম্মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কলকাতার মেয়র।

জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেয়র বললেন, “এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় এর জয়, উন্নয়নের জয়। মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জয়। সারা বছর পরিষেবা দেওয়ার জয়। এটা মানুষের আশীর্বাদ। একটা দিন এমন আসবে যখন ১০০ শতাংশ ভোটই পড়বে তৃণমূলের দিকে”। আগামীকাল, বৃহস্পতিবার মেয়র পদে শপথ নেবেন ফিরহাদ হাকিম।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>