Bobby Hakim – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 11 Mar 2019 14:27:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Bobby Hakim – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি https://thenewsbangla.com/owaisi-responds-to-bobby-hakim-no-problem-in-elections-in-ramadan/ Mon, 11 Mar 2019 11:51:28 +0000 https://www.thenewsbangla.com/?p=8113 রমজান মাসে লোকসভা নির্বাচনের দিনক্ষন ঠিক করে মুসলিম সম্প্রদায়কে ভোটদানে বিরত রাখার অপচেষ্টা হচ্ছে, কার্যত এই সুরেই নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলেন তৃণমূল নেতা তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ ববি হাকিম। সোমবার সেই ববি হাকিমকেই পাল্টা দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলেমিন দলের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি।

আরও পড়ুনঃ সপ্তদশ লোকসভা ভোট ৭ দফায়, দেখে নিন কবে কোথায় কত আসনে ভোট

নির্বাচন কমিশনের এই দিনক্ষণ ঘোষনাকে কেন্দ্রের উদ্দেশ্যপ্রণোদিত বলে রবিবারই জানান কলকাতার মেয়র ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। যাতে উপোস করে মুসলিমরা ভোট দিতে না যান, সেজন্যই কেন্দ্র সরকার এই পরিকল্পনা করে ভোটের তারিখ ঠিক করেছে বলে মারাত্নক অভিযোগ করেন তিনি। ভোটের মধ্যে সংখ্যালঘু বা ধর্মীয় তাস খেলে ভোট ব্যাঙ্ক বাড়াতে চান ববি, এমনটাই অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ সুব্রত বক্সির বদলে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়

সোমবার একটি নির্বাচনী জনসভায় এআইএমআইএম বা অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলেমিন দলের সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি কার্যত ববি হাকিমের উল্টো সুরেই বক্তব্য রাখলেন।

ওয়েসি বলেন, রমজান মাসের সাথে নির্বাচনের দিনক্ষনের কোনও সমস্যা নেই। তিনি বলেন, রমজান মাসের সাথে অন্য মাসের কোনো তফাৎ নেই। রমজান মাসে মুসলিমরা উপোস থাকেন, কিন্তু স্বাভাবিক সকল কাজকর্ম অন্যান্য দিনের মতোই চলে। তাই ভোটে অংশগ্রহনে মুসলিমদের কোনও অসুবিধে নেই। ফিরহাদ হাকিম অত্যন্ত অন্যায় বক্তব্য রেখেছেন বলেই এর দ্বারা প্রমান হয়ে যায়।

আরও পড়ুনঃ ৭ দফায় লোকসভা ভোট শুরু ১১ এপ্রিল, ভোট গণনা ২৩ মে

উল্লেখ্য, রবিবার নির্বাচন কমিশন ২০১৯ লোকসভার দিনক্ষন ঠিক করে দেয়। ভোট চলবে ১১ই এপ্রিল থেকে ১৯শে মে অবধি। পশ্চিমবঙ্গে এই ভোট হবে ৭ দফায়, যা দেখেই তৃণমূল কংগ্রেস এর তরফে ফিরহাদ হাকিম তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি জানান রমজান মাসে ভোট করে মুসলিমদের সমস্যায় ফেলেছে নির্বাচন কমিশন। মোদী সরকারের নির্দেশেই এই কাজ করেছে কমিশন।

আরও পড়ুনঃ যোগ্য প্রার্থীর অভাবে চোখে সর্ষে ফুল রাজ্য বিজেপির, প্রার্থীর খোঁজে বৈঠক দিল্লিতে

তৃণমূলের উল্টো পথে গিয়েই ওয়েসি আজ সোমবার জানিয়ে দেন, মুসলিমদেরকে কেউ যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করেন। তার মতে, নির্বাচন কমিশনের নির্ধারিত দিনে কোনও সমস্যা ছাড়াই অধিক সংখ্যায় মুসলিমরা ভোটে অংশগ্রহণ করতে পারবেন।

আরও পড়ুনঃ এই প্রথম মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের অ্যাসিড আক্রান্তরা

ওয়েসির বক্তব্যকে হাতিয়ার করে মমতার তৃণমূলকে একহাত নিয়েছে বঙ্গ বিজেপি। ভোটের আগে ধর্মীয় তাস খেলে সংখ্যালঘু ভোট কে নিজের দিকে টানতে চায় ববি হাকিম, অভিযোগ বিজেপির। ফিরহাদ হাকিম শুধু মুসলিমদের অসুবিধার কথা বলেছেন, এই নিয়ে এত হইচই করার কি আছে? বক্তব্য তৃণমূলের। তবে রমজান মাসে ভোট করার সমালোচনা করে নিজেই সমালোচনার মুখে মমতার মন্ত্রী ফিরহাদ হাকিম।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
হাইকোর্টে স্বস্তি ববি হাকিমের, চরম অস্বস্তিতে দিলীপ ঘোষ https://thenewsbangla.com/high-court-relieved-bobby-hakim-dilip-ghosh-in-extreme-discomfort/ Fri, 04 Jan 2019 08:44:22 +0000 https://www.thenewsbangla.com/?p=5233 The News বাংলা, কলকাতা: শুক্রবার কলকাতা হাইকোর্টে স্বস্তি কলকাতার মেয়র হতে চলা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ ‘ববি’ হাকিমের। অন্যদিকে চরম অস্বস্তিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মেয়র পদে মামলায় হাইকোর্টে ধাক্কা খেল বামেরা। শুক্রবার, সিপিআইএম কাউন্সিলর বিলকিস বেগম এর করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মেয়র পদে ববি হাকিমের নাম প্রস্তাব করায়, কলকাতা হাইকোর্টে বিধানসভায় পাস হওয়া সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন কলকাতা পুরসভার সিপিআইএম কাউন্সিলর বিলকিস বেগম।

সেই মামলার দীর্ঘ শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে। মামলা চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সংশোধিত আইনের পক্ষেই সওয়াল করেন আদালতে।

শোভন চ্যাটার্জী কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পরই রাজ্য সরকার বিধানসভা অধিবেশনে তড়িঘড়ি করে ১৯৮০ সালের কলকাতা পুরসভা আইনে সংশোধনী আনে। সংশোধনী আইন অনুযায়ী, বাইরের কেউ (কাউন্সিলর না হলেও) মেয়র হতে পারবেন। তবে তাকে ৬ মাসের মধ্যে পুরসভার যে কোন ওয়ার্ড থেকে জয়লাভ করতে হবে।

আরও পড়ুনঃ
হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা
EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ
বাংলায় আবার নক্ষত্র পতন, চলে গেলেন বিখ্যাত সাহিত্যিক
‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম
কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে কলকাতা পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর বিলকিস বেগম হাইকোর্টে মামলা করেন। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলার শুনানি চলাকালীন মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “সংবিধানের ২৪৩ আর (২৫৩আর) ধারা অনুযায়ী পুরসভার মেয়র হতে পারেন একমাত্র নির্বাচিত কাউন্সিলরই”।

মামলায় প্রশ্ন তোলা হয়, “অনির্বাচিত কাউন্সিলরের যোগ্যতা নেই মেয়র পদে বসার। কিন্তু শোভন চ্যাটার্জী পদত্যাগ করার পরই রাজ্য সরকার বিশেষ উদ্দেশ্য নিয়ে চটজলদি ১৯৮০ সালের আইনে সংশোধনী আনে। বিশেষ উদ্দেশ্য না থাকলে সরকারের কি এমন দরকার পড়ল অনির্বাচিত কাউন্সিলর ফিরহাদকে মেয়র পদে বসানোর?”।

মামলায় বলা হয়, “রাজ্যের শাসকদলের হাতে তো সর্বাধিক কাউন্সিলর রয়েছে ওই পুরসভায়। তাদের বাদ দিয়ে হঠাৎ অনির্বাচিত কোন ব্যক্তিকে মেয়র করা হচ্ছে কেন? এটা তো সংবিধানের ২৪৩ আর ধারার পরিপন্থী। এছাড়া, অনির্বাচিত হওয়ায় ফিরহাদের তো মেয়র পদে নির্বাচন বেআইনি”। মেয়র নির্বাচন স্থগিত করার আর্জি জানান হয় আদালতে।

এর বিরোধিতা করেন রাজ্যের আডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি বলেন, “সংবিধান মেনেই কলকাতা পুরসভার আইনে সংশোধনী আনা হয়েছে। সংশোধিত আইন সংবিধানের পরিপন্থী নয়। এছাড়া প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী পদের ক্ষেত্রেও তো বাইরের কাউকে সেই পদে বসালে সেই ব্যক্তিকে ৬ মাসের মধ্যে ভোটে জিতে আসতে হয়। তাহলে মেয়র পদের ক্ষেত্রে হবে না কেন?”

আরও পড়ুনঃ
শীতের বাংলায় বৃষ্টি আনতে আন্দামান থেকে আসছে ঘূর্ণিঝড় ‘পাবুক’
দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

কলকাতার পুরসভার আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায়ের দাবি, “বিধানসভায় রাজ্য সরকারের অধিকার রয়েছে পুরসভার বিলে সংশোধনী আনার। তাকে আইনে পরিনত করার। আর এই আইন সংশোধনের জন্য রাষ্ট্রপতির অনুমোদনের দরকার নেই”।

শুক্রবার, বিচারপতি দেবাংশু বসাক রায় দেন, কলকাতা পুরসভার মেয়র নির্বাচনে কোনো বাধা নেই। সরকারের আইন পরিবর্তন বৈধ বলেই জানিয়ে দেন তিনি।

অন্যদিকে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে দিলীপ ঘোষের অস্বস্তি আরও বাড়াল কলকাতা হাইকোর্ট। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল আদালত।

রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। আগামী ১৪ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। ফলে শিক্ষাগত যোগ্যতার কাঁটা রয়েই গেল দিলীপ ঘোষের।

আরও পড়ুনঃ
শীতের বাংলায় বৃষ্টি আনতে আন্দামান থেকে আসছে ঘূর্ণিঝড় ‘পাবুক’
EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি
লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার
ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

]]>