BJP’s Possible Candidates – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 19 Mar 2019 11:17:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP’s Possible Candidates – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা https://thenewsbangla.com/bjps-possible-candidates-list-in-west-bengal-for-lok-sabha-election/ Tue, 19 Mar 2019 10:33:30 +0000 https://www.thenewsbangla.com/?p=8806 আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে অনেক আগেই। ইতিমধ্যে, প্রথমে ২৫ জন প্রার্থীর নাম ও মঙ্গলবার কংগ্রেসের জন্য ৪ টি আসন ছেড়ে রেখে মোট ৩৮ টি আসনের তালিকা প্রকাশ করেছে সিপিএম। অন্যদিকে কংগ্রেস প্রকাশ করেছে ১১ জন প্রার্থীর নাম। এবার, মঙ্গলবারই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা। দেখুন ৩১ টি আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

প্রকাশ হওয়ার আগেই, বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা জেনে নিনঃ

১। দার্জিলিংঃ- সতপাল মহারাজ
২। কোচবিহারঃ- দীপক বর্মন/ অশোক মণ্ডল
৩। জলপাইগুড়িঃ- অমূল্য রাই
৪। আলিপুরদুয়ারঃ- বীরেন্দ্র চন্দ্র ওঁরাও
৫। রায়গঞ্জঃ- দেবজিৎ সরকার (রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি)
৬। মালদহ উত্তরঃ- খগেন মুর্মু (সিপিএম বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে)
৭। মালদহ দক্ষিণঃ- মাফুজা খাতুন

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

৮। বিষ্ণুপুরঃ- সৌমিত্র খান (তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন)
৯। বাঁকুড়াঃ- সায়ন্তন বসু
১০। পুরুলিয়াঃ- নরহরি মাহাত
১১। বোলপুরঃ- অনুপম হাজরা (তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন)
১২। বীরভূমঃ- লকেট চট্টোপাধ্যায়
১৩। আসানসোলঃ- বাবুল সুপ্রিয়
১৪। ঘাটালঃ- ভারতী ঘোষ (প্রাক্তন পুলিশ সুপার)

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

১৫। কৃষ্ণনগরঃ- জয়প্রকাশ মজুমদার/ জুলু মুখোপাধ্যায়
১৬। রানাঘাটঃ- অর্চনা মজুমদার
১৭। বনগাঁঃ- দুলাল বর (কংগ্রেস বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে)/মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বা তাঁর কন্যা
১৮। ব্যারাকপুরঃ- অর্জুন সিং (তৃণমূল বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে)
১৯। দমদমঃ- শমীক ভট্টাচার্য/ রন্তিদেব সেনগুপ্ত
২০। বসিরহাটঃ- কাসেম আলি

আরও পড়ুনঃ মমতা কি পাকিস্তানের কণ্ঠ, বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার

২১। শ্রীরামপুরঃ- কবীরশঙ্কর বসু
২২। হাওড়াঃ- কল্যাণ চৌবে/ তৃণমূলের কোন বিধায়ক
২৩। যাদবপুরঃ- অগ্নিমিত্রা পাল (ফ্যাশন ডিজাইনার) বা শ্রাবন্তি চ্যাটার্জি
২৪। কলকাতা উত্তরঃ- রাহুল সিনহা
২৫। কলকাতা দক্ষিণঃ- চন্দ্রকুমার বসু/ অগ্নিমিত্রা পাল (ফ্যাশন ডিজাইনার)

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

২৬। মেদিনীপুরঃ- দিলীপ ঘোষ
২৭। হুগলিঃ রাজকুমারী কেশরী/ শঙ্কুদেব পণ্ডা
২৮। বারাসতঃ বর্তমান কোন তৃণমূল বিধায়ক
২৯। উলুবেড়িয়াঃ ইসরাত জাহান
৩০। বাঁকুড়াঃ সায়ন্তন বসু
৩১। বর্ধমান পূর্বঃ গুরুপদ দাস

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

এছাড়াও, অভিনেত্রী মৌসুমি, অভিনেতা বিশ্বজিৎ, রুপা গাঙ্গুলি, এরাও ভোটে দাঁড়াতে পারেন বলেই জানা যাচ্ছে। রুপা গাঙ্গুলি কলকাতার কোন কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন বলেই খবর।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>