BJP’s Bharati Ghosh – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 12 May 2019 05:49:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP’s Bharati Ghosh – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বুথে ঢুকে মোবাইলে ছবি, ভারতীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন https://thenewsbangla.com/election-commission-is-going-to-take-action-against-bjps-bharati-ghosh/ Sun, 12 May 2019 05:48:50 +0000 https://www.thenewsbangla.com/?p=12777 কড়া ব্যবস্থার সম্মুখীন হতে চলেছে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ; ঘাটাল লোকসভা কেন্দ্রের পিপুড়দার ১৩৯ নং বুথের ভেতরে ঢুকে বুথের ভেতরের ছবি নিজের মোবাইলে ক্যামেরাবন্দী করেছেন বলে অভিযোগ; এমনকী এক সাংবাদিককেও বুথের ভেতরে ভিডিওগ্রাফি করতে বলেন তিনি।

ভোট চলাকালীন বুথের মধ্যে ছবি তোলা কঠোর ভাবে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন; ভারতী ঘোষের এই আদর্শ নির্বাচন আচরণ বিধি না মানার কারণে নির্বাচন কমিশন শোকজ করেছে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে।

আরও পড়ুনঃ ষষ্ঠ দফা ভোটের মধ্যেই রহস্যজনক মৃত্যু ২ রাজনৈতিক কর্মীর, বিজেপি তৃণমূল সংঘর্ষ

নির্বাচন কমিশন মেদনীপুরের জেলাশাসককে এই ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন; এই ইস্যুতে কমিশনের কাছে জবাবদিহি করতে হবে ভারতী ঘোষকে; নির্বাচন কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হয় ওই বুথের প্রিজাইডিং অফিসারকে।

এই বিষয়ে ভারতী ঘোষ বলেন; বুথের মধ্যে বিজেপির পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি; তৃণমূল সমর্থকরা বুথের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছিল না তাই তিনি নিজের মোবাইলে পুর ঘটনার ছবি তুলছিলেন; বুথের মধ্যে যে ছবি তোলা নিষিদ্ধ সে কথা নাকি তিনি জানতেন না বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ সাতসকালে ভোটের বুথে কেঁদে ফেললেন ভারতী, উড়ে গেল পায়ের নখ

এদিকে সকাল থেকেই ভারতীর বিরুদ্ধে বিভিন্ন বুথে চড়াও হয় তৃণমূল সমর্থকরা; ওই তৃণমূল সমর্থকরা বিজেপির এজেন্টকে বুথে বসতে দিচ্ছেন না বলে বিজেপির অভিযোগ; বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে ওই তৃণমূল সমর্থকদের বলতে শোনা যায়; অন্য দল করেন বলে ভারতীর এজেন্টকে তারা বুথে বসতে দেবেন না।

ভারতীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল সমর্থকরা; এক সময় ধস্তাধস্তিতে তার পায়ের নখ উপড়ে রক্তাক্ত হয়; কেঁদেও ফেলেন প্রাক্তন দাপুটে আইপিএস অফিসার ভারতী ঘোষ; এরপির অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় ভারতী।

আরও পড়ুনঃ ষষ্ঠ দফায় ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কমিশন

কেশপুরে বিভিন্ন বুথে ভারতীকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে; তাঁর গাড়ি ভাঙচুর করা হয়; ইটের আঘাতে আহত হন তাঁর দেহরক্ষী; কিন্তু আপাতত ভারতীর অভিযোগকে উপেক্ষা করে উল্টে বুথে ছবি তোলার কারণে ভারতীর বিরুদ্ধেই পদক্ষেপ নিতে চলেছে কমিশন।

]]>
গাড়িতে নগদ লক্ষাধিক টাকা সহ পুলিশের হাতে আটক ভারতী ঘোষ https://thenewsbangla.com/police-arrested-bjp-candidate-bharati-ghosh-with-lakhs-of-cash-in-her-car/ Fri, 10 May 2019 05:54:07 +0000 https://www.thenewsbangla.com/?p=12653 গাড়িতে নগদ লক্ষাধিক টাকা সহ পুলিশের হাতে আটক হন; লোকসভা নির্বাচনে ঘাটাল আসনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার গভীর রাতে; লক্ষাধিক টাকা পাচারের অভিযোগে তাকে আটক করা হয়। যদিও রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

রাত সাড়ে ১২টার দিকে পিংলার মণ্ডলবাড়ের কাছে পুলিশের তল্লাশি চলাকালীন; একটি গাড়িতে লক্ষাধিক টাকা সহ হাতেনাতে ধরা পড়েন প্রাক্তন এই আইপিএস; এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশই রেখেছে; এমনটাই দাবী ভারতী ঘোষের।

ঘাটালে ভোটের মুখে; আবারও বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার গভীর রাতে ভারতীর গাড়ি থেকে; লক্ষাধিক নগদ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। গতকাল গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের পিংলায়; নাকা তল্লাশির সময় ভারতী ঘোষের গাড়ি আটকায় পুলিশ। গাড়ি থেকে নগদ ১ লক্ষ ১৩ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করা হয়।

বাংলার বিজেপির বাড়ার সম্ভাবনা, মন্তব্য করে নেতা কর্মীদের তোপের মুখে কারাট

প্রথমে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন ভারতী। পরে পুলিশ ভারতীকে আটক করে; থানায় জিজ্ঞাসাবাদ করে। রাত ২টো নাগাদ ভারতীকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, কেন ঘাটালের বিজেপি প্রার্থীকে গ্রেফতার করা হল না; এ নিয়ে পিংলায় অবরোধ করে তৃণমূল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।

কোথা থেকে এত টাকা এল এবং কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল; তা জানতে ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে ভারতী ঘোষ দাবি করেন; “পুলিশই গাড়িতে থাকা সবার টাকা একটা ব্যাগে রেখে নাটক করছে; আমাকে ফাঁসানোর চেষ্টা করছে”।

আগামী রবিবার ঘাটাল লোকসভা আসনে ভোটগ্রহণ। ভোট প্রচারের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন ভারতী ঘোষ। সোনা প্রতারণা সহ বিভিন্ন মামলায় নাম জড়িয়েছে তার। সোনা প্রতারণা মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে শীর্ষ আদালত জানিয়েছে; এখনই বিজেপি প্রার্থীকে গ্রেপ্তার করা যাবে না। ফলে নির্বাচনী প্রচারে; দাপিয়ে বেড়াচ্ছেন এই বিজেপি প্রার্থী।

কয়েক দিন আগে কেশপুরে গিয়ে উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে; তৃণমূলকর্মীদের কুকুরের মতো মারার হুমকি দিয়েছেন ভারতী। এবার টাকা বিলির ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায়; শেষ দুই দফা ভোটের আগে অস্বস্তি বাড়ল বিজেপির।

]]>
‘মা’ এখন অতীত, মমতাকে কৈকেয়ীর সাথে তুলনা ভারতীর https://thenewsbangla.com/bjps-bharati-ghosh-mention-cm-mamata-banerjee-as-kaikeyi/ Mon, 25 Mar 2019 12:53:13 +0000 https://www.thenewsbangla.com/?p=9242 সদ্য বিজেপিতে যোগ দিয়েই লোকসভা নির্বাচনে লড়ার টিকিট পেয়েছেন ভারতী ঘোষ। টলি নায়ক ও তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে ভারতী ঘোষ লড়ছেন ঘাটাল থেকে।

আরও পড়ুনঃ দেনার দায়ে ফের আত্মহত্যা বাংলার আলু চাষির

সোমবার ঘাটালের প্রচার পর্বের প্রথমেই ঘাটালের একটি গেস্ট হাউসে দিলীপ ঘোষের উপস্থিতিতে দলীয় কর্মীদের সাথে ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেন প্রাক্তন আইপিএস ও বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রামায়নের কৈকেয়ীর সাথে তুলনা করেন।

আরও পড়ুনঃ নিজের স্ত্রী ও সোনা কাণ্ডে মুখ খুললেন অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতী ঘোষের একদা সুসম্পর্কের কথা কারও অজানা নয়। সুসম্পর্কের খাতিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জঙ্গলমহলের মা’ বলে সম্বোধন করেছিলেন তিনি। পশ্চিম মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলেও বিরোধীদের কাছে পরিচিত ছিলেন তিনি। আর তৃণমূল যোগের কারনে প্রাক্তন এই আইপিএস অফিসারের নিরপেক্ষতা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে বারবার।

আরও পড়ুনঃ কর্মীর শ্লীলতাহানির প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির, নেতৃত্বে অর্জুন

কিন্তু এসবই এখন অতীত। সোনা ব্যবসায়ীদের হুমকি এবং তোলাবাজির অভিযোগ ছিল ভারতীয় বিরুদ্ধে। তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়। তাতেই ক্ষুব্ধ হন ভারতী। ক্রমেই সম্পর্কের অবনতি হয় মমতার সঙ্গে। তারপরেই মাসখানেক আত্মগোপন করে থাকার পর বিজেপিতে যোগ দেন তিনি।

আরও পড়ুনঃ খোলা রাস্তায় বসে মমতার ঘেরাটোপ অনশনের রেকর্ড ভাঙল স্কুল সার্ভিস উত্তীর্ণরা

একদা যে দলের সাথে ঘনিষ্ঠতা ছিল ভারতীর, আজ নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই দলের বিরুদ্ধে। আজ সাংবাদিকদের মাঝে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ বলার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মা অনেক রকমের হয়, কৈকেয়ীও মা ছিলেন। আর এতেই বুঝিয়ে দিলেন তাঁদের এই মুহূর্তের ‘অহি নকুল’ সম্পর্কের কথা।

আরও পড়ুনঃ শেষ হল ভয়ঙ্কর আইএস জঙ্গি গোষ্ঠী, খতম জেহাদি সাম্রাজ্য

রাজ্য সরকারের তরফে ফোনে আড়ি পাতার অভিযোগও তুলেছেন তিনি। ভোটের রণকৌশলের পরিকল্পনা জানতে তাঁর ফোনে রাজ্য সরকার নজর চালাচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে নির্বাচন কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারিও দেন তিনি।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>