BJP Workers – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 12 Jun 2019 09:45:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP Workers – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পুলিশ পাহাড়াকে বুড়ো আঙুল দেখিয়ে লালবাজারে তিন মহিলা বিজেপি কর্মী https://thenewsbangla.com/bjp-female-workers-in-lalbazar-main-gate-ignoring-strict-police-guard/ Wed, 12 Jun 2019 08:42:38 +0000 https://www.thenewsbangla.com/?p=13682 কড়া পুলিশ পাহাড়াকে বুড়ো আঙুল দেখিয়ে; লালবাজারে তিন মহিলা বিজেপি কর্মী। সাধারণ পথচারীর মত হেঁটে গিয়ে; সোজা লালবাজারের সামনে বসে পরেন তারা। তড়িঘড়ি মহিলা পুলিশ এসে; তাদের আটক করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায় লালবাজারে। কলকাতা পুলিশকে রীতিমত চমকে দেয়; বিজেপির ওই তিন মহিলা কর্মী।

রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ; বুধবার লালবাজার অভিযান করে বিজেপি। বুধবার শহরের রাস্তায়; বিরাট মিছিলের ডাক দেয় বিজেপি। গেরুয়া মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড লালবাজার সংলগ্ন এলাকা। মূল মিছিলের নেতৃত্ব দিলেন কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুন বিজেপির লালবাজার অভিযান আটকাতে সামনে মহিলা পুলিশ

মিছিলের শুরুতেই বিজেপির মহিলা মোর্চার তিন কর্মী; পুলিশকে বোকা বানিয়ে পথচারী সেজে সোজা চলে যান লাল বাজারের সামনে। বসে পড়েন লাল বাজারের মেন গেটের একেবারে সামনে। পরে হতচকিত ভাব কাটিয়ে; মহিলা পুলিশ এসে ওই তিন মহিলা কর্মীকে আটক করে তুলে নিয়ে যায়।

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে; লালবাজার অভিযান কর্মসূচি করছে বিজেপি। লোকসভা ভোটের পর এটাই বিজেপি-র প্রথম কর্মসূচি। কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে; নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্তা করে রাজ্য প্রশাসন। এর জেরে উত্তপ্ত কলকাতার পরিস্থিতি।

আরও পড়ুন জলকামান, কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ, বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার

বুধবার বিজেপি-র লালবাজার অভিযান কর্মসূচিতে; সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু হয় বিজেপি-র মিছিল। বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে; মিছিল লালবাজারের সামনে যায়। বেলা ১২টা নাগাদ রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে; জমায়েত হয় নেতা-কর্মীরা।

বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। জলকামান, কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ; বিজেপির লালবাজার অভিযানে প্রাথমিক ভাবে ছত্রভঙ্গ বিজেপি কর্মী সমর্থকরা। সেন্ট্রাল আভেনিউতে অবস্থান বিক্ষোভ আন্দোলনে বসে পড়েন বিজেপির প্রথম সারির নেতারা।

ফিয়ার্স লেনে বিজেপি কর্মী সমর্থকদের হঠাতে; প্রথমে জলকামান ব্যবহার করে কলকাতা পুলিশ। পরে একের পর এক কাঁদানে গ্যাস ছুঁড়ে বিজেপি কর্মী সমর্থকদের; ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কিন্তু পরে এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে; ফের লালবাজার অভিযান শুরু করেছে বিজেপি।

কিন্তু বিজেপির মহিলা মোর্চার ওই তিন কর্মী; শুরুতেই প্রথম চমকটা দেন তাঁরাই, সরাসরি লালবাজারের সামনে গিয়ে। এই চমকের জন্য একেবারেই প্রস্তুত ছিল না কলকাতা পুলিশ।

]]>
বিজেপির লালবাজার অভিযান আটকাতে সামনে মহিলা পুলিশ https://thenewsbangla.com/women-police-infront-of-bjp-lalbajar-rally-to-prevent-bjp-workers/ Wed, 12 Jun 2019 08:17:04 +0000 https://www.thenewsbangla.com/?p=13681 বিজেপির লালবাজার অভিযান আটকাতে; সামনে মহিলা পুলিশ। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বিজেপির লালবাজার অভিযানে রয়েছে ৩০০০ পুলিশ কর্মী। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিজেপির লালবাজার অভিযান শুরু হয়েছে। আর বিজেপি কর্মী সমর্থকদের আটকাতে; সামনেই রয়েছে মহিলা পুলিশ বাহিনী।

বিজেপিকে আটকাতে লালবাজারের সামনে ও চারপাশে কড়া পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। আর সামনেই রয়েছে মহিলা পুলিশ। সংবাদমাধ্যমের ক্যামেরায় ছবিতে এমনটাই দেখা যাচ্ছে। বিজেপির মহিলা কর্মীদের আটকাতে; পুলিশ ব্যারিকেডের সামনে রয়েছে মহিলা পুলিশ। শুরু হয়ে গিয়েছে বিজেপির মিছিল।

আরও পড়ুনঃ লালবাজার অভিযান দিয়ে ২০২১ বিধানসভা ভোটের লড়াই শুরু করছে বিজেপি

বিজেপির মিছিলের জন্য বাড়তি নজর রয়েছে। প্রতিটি জায়গায় ডিসি পদমর্যাদার অফিসার রয়েছেন। ফিয়ার্স লেনে বাড়তি নজর রয়েছে পুলিশের। এছাড়াও অ্যাডিসন্যাল সিপি, জয়েন্ট সিপি পদমর্যাদা অফিসারাও রয়েছেন। মিছিল আসছে হাওড়া ও শিয়ালদহ থেকে। সেখানে কড়া নজর রয়েছে। মোবাইল ভ্যান রয়েছে। কুইক রেসপন্স টিমও রয়েছে।

এর বাইরে লালবাজার মেইন গেটে বিশেষ নজরদারি রয়েছে। কারণ গতবার বিজেপি সমর্থকরা বাসে করে এসে; লালবাজারে ঢুকে গিয়েছিল। তিনটি স্তরে ব্যারিকেড থাকবে। তবে প্রথমে অর্থাৎ সামনে থাকছে মহিলা পুলিশ। কিন্তু এতবড় মিছিল আটকাতে সামনে মহিলা পুলিশ কেন? উঠে গেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ এনআরএস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন অধীর চৌধুরী

রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ; লালবাজার অভিযান শুরু করছে বিজেপি। বুধবার শহরের রাস্তায়; এই বিরাট মিছিলের ডাক দিয়েছেন; বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সন্দেশখালিতে রাজনৈতিক হিংসার ঘটনায়; দুই দলীয় কর্মী খুনের প্রতিবাদে এই লালবাজার অভিযান বঙ্গ বিজেপির। যে ঘটনায় উত্তাল হল কলকাতা।

আরও পড়ুনঃ বাংলায় বন্ধ চিকিৎসা পরিষেবা, চরম সমস্যায় রোগী ও রোগীর আত্মীয়রা

লালবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটে রয়েছে; পুলিশের ব্যারিকেড। পুলিশি ব্যারিকেড রয়েছে ফিয়ার্স লেনেও। ভোট পরবর্তী হিংসা উত্তরোত্তর বেড়েছে এ রাজ্যে; এমনই অভিযোগ বিজেপির। একের পর এক খুনের ঘটনাও ঘটে চলেছে। সবমিলিয়ে রাজ্যজুড়ে; আইনশৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে।

তারই প্রতিবাদে বুধবারের এই লালবাজার অভিযান শুরু বিজেপির। গেরুয়া মিছিলে বিশৃঙ্খলা এড়াতে রাস্তায় কড়া নিরাপত্তা। লালবাজার অভিযান দিয়েই ২০২১ বিধানসভা ভোটের লড়াই শুরু করল বিজেপি; বলছে বাংলার রাজনৈতিক মহল।

]]>
জয় শ্রী রাম বলায় গলার নলি কাটার হুমকি দিলেন তৃণমূল নেতা https://thenewsbangla.com/tmc-leader-threats-to-cut-the-throat-of-bjp-workers-if-say-jay-sri-ram/ Mon, 13 May 2019 06:56:09 +0000 https://www.thenewsbangla.com/?p=12852 জয় শ্রী রাম বলায় গলার নলি কাটার হুমকি দিলেন তৃণমূল নেতা। আর এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ফের জয় শ্রী রাম নিয়ে; রাজনৈতিক তরজা শুরু বিজেপি ও তৃণমূলের মধ্যে।

ভোটের প্রচারে জয় শ্রী রাম বলায়; বিজেপি কর্মীদের গলার নলি কাটার হুমকি দেওয়ার অভিযোগ। হুমকি দিলেন বারাসাতের নবপল্লী এলাকার পঞ্চায়েত প্রধান; কল্যান বৈদ্য এবং বেশ কিছু তৃণমূল কংগ্রেস সমর্থক। বিজেপির তরফ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ ষষ্ঠ দফার মধ্যেই বিজেপি পেয়ে গেছে ৩০০ আসন, প্রকাশ জাভাদেকর

হাবড়া থানার বিড়া নবপল্লী এলাকায়; বাড়ি বাড়ি বিজেপির হয়ে লিফলেট বিলি করছিল বিজেপির ৭ যুব কর্মী। তাদের দেখতে পেয়ে ওই এলাকার উৎসাহী গ্রামবাসীরা; জয় শ্রী রাম ধ্বনি ও ভারত মাতা কি জয় শ্লোগান দেয়। তখন ওই ৭ বিজেপি কর্মীও গ্রামবাসীদের সঙ্গে; জয় শ্রী রাম ধ্বনি দেয়।

আরও পড়ুনঃ নিজের লোকসভা ভোটের দিন বেলা অব্দি ঘুমিয়ে মানুষের সেবা করার উদ্যোগ

জয় শ্রী রাম ধ্বনি শুনেই তৎক্ষনাৎ জনা ২৫ তৃণমূল সমর্থক নিয়ে; ওই স্থানে সস্ত্রীক উপস্থিত হন বিড়া নবপল্লী এলাকার দুইবারের জয়ী তৃণমূলের পঞ্চায়েত প্রধান কল্যান বৈদ্য। বিজেপি কর্মীদের বারবার জিজ্ঞেস করা হয়; তারা কেন “জয় শ্রী রাম” ও “ভারত মাতা কি জয়” শ্লোগান দিয়েছে। তাদের বাবার নাম ঠিকানাও জিজ্ঞেস করা হয়।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সভার অনুমতি নিয়ে পক্ষপাতিত্ব, সরতে হল জেলাশাসককে

বিজেপির প্রচারকদের উদ্দেশ্য করে; তৃণমূল পঞ্চায়েত প্রধান জিজ্ঞেস করেন, তাদের বাড়ি কোথায়? তাদের মধ্যে এক যুবক জানায়; তার বাড়ি বামনগাছি। অভিযোগ, এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পঞ্চায়েত প্রধান কল্যান বৈদ্য। মুখের ওপর জবাব দেওয়ায় হুমকির সুরে তিনি ওই যুবককে বলেন, তিনি চাইলেই ওই যুবকের গলার নলি কেটে দিতে পারতেন।

এরপরেই হত্যার হুমকি দেওয়ায়; ওই তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয় এবিভিপির পক্ষ থেকে। উল্লেখ্য, তৃণমূল নেতার হুমকি দেওয়ায় পরেই স্থান ত্যাগ করে বিজেপির কর্মীরা। সামান্য কারণে হুমকি দেওয়ায় গোটা ঘটনায় বেশ ক্ষুব্ধ স্থানিয়রাও।

]]>
জয় শ্রী রাম বলতে বাধা দেওয়ায় তৃণমূল কর্মীকে মেরে হাসপাতালে পাঠালো বিজেপি https://thenewsbangla.com/bjp-workers-sent-a-tmc-worker-into-hospital-after-stop-saying-jai-shri-ram/ Fri, 10 May 2019 16:25:23 +0000 https://www.thenewsbangla.com/?p=12692 জয় শ্রী রাম বলতে বাধা দেওয়ায়; তৃণমূল কর্মীকে মেরে হাসপাতালে পাঠালো বিজেপি। আর এর জেরে ভোট শেষ হবার পরেও; উত্তপ্ত নদিয়ার তেহট্ট।

জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছিলেন বিজেপি সমর্থকরা; তাতে প্রতিবাদ করেন অর্জুন হালদার নামের এক তৃণমূল কর্মী। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি সমর্থকরা। তৃণমূল কর্মীর ওপর এরপর চড়াও হয়ে; তাকে জয় শ্রী রাম ভগবান বলতে বাধ্য করে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরলে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি কেজরিওয়ালের

তেহট্টের বেতাই বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল একটি অফিসে; দিনভর কাজ করেন তৃণমূল কর্মী অর্জুন হালদার। অফিস খোলা এবং লাগানোর দায়িত্ব সামলান তিনিই। বৃহস্পতিবার রাতে যখন অফিস বন্ধ করে বাড়ি ফিরবেন; তখনই পাশ দিয়ে জয় শ্রী রাম; ধ্বনি দিতে দিতে যেতে থাকেন কিছু বিজেপি সমর্থক।

আরও পড়ুনঃ কেজরিওয়াল ও অতিশীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের গৌতমের

জয় শ্রী রাম ধ্বনি শুনেই প্রতিবাদ করেন; ওই তৃণমূল কংগ্রেস কর্মী। তখনই বিজেপি সমর্থকদের সাথে তার বচসা শুরু হয়। এক সময়ে গিয়ে অর্জুন হালদারকেই; পাল্টা জয় শ্রী রাম বলতে বাধ্য করেন বিজেপি সমর্থকরা। কিন্তু তিনি জয় শ্রী রাম বলতে রাজি না হওয়ায়; তাকে বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় অর্জুনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ পাকিস্তান থেকে বিমান হঠাৎ ভারতের আকাশে, নামাল ভারতীয় যুদ্ধ বিমান

এই ঘটনাকে কেন্দ্র করে তৃনমূল ও বিজেপির মধ্যে বাদানুবাদ তৈরি হয়। ঘটনার নিন্দায় আক্রমনকারীদের; গ্রেফতাদের দাবি জানিয়েছে তৃণমূল। পাল্টা বিজেপি প্রশ্ন তুলেছে; জয় শ্রী রাম বলা কি অপরাধ? জয় শ্রী রাম বলার জন্য কেন বিজেপি সমর্থকদের বাধা দেওয়া হবে; জিজ্ঞাস্য বিজেপির। পুরো বিষয়টি নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

আর এই নিয়ে ভোটের পরেও উত্তপ্ত নদিয়ার তেহট্ট এলাকা। বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ; দায়ের করেছে তৃণমূল। অবিলম্বে দোষী বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বড় আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল।

]]>
মোদীর সভা থেকে সোজা অনুমতিহীন বেশ্যাপল্লীতে ঢুকে গ্রেফতার বিজেপি কর্মীরা https://thenewsbangla.com/bjp-workers-arrested-from-unauthorized-red-light-area-after-modi-rally/ Mon, 06 May 2019 16:57:26 +0000 https://www.thenewsbangla.com/?p=12505 রথ দেখা আর কলা বেচা দুটোই হল। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে; শেষে স্থান হল থানার গারদে। মোদীর সভা থেকে ফেরার পথে; বেশ্যাপল্লিতে ঢুকে গ্রেফতার ১১ জন বিজেপি কর্মী সমর্থক। মোদীর সভা থেকে সোজা অনুমতিহীন বেশ্যাপল্লীতে ঢুকে; গ্রেফতার বিজেপি কর্মীরা।

হলদিয়া থেকে নরেন্দ্র মোদীর সভা থেকে ফেরার পথে; কাপাসেড়িয়ায় রেড লাইট এলাকায় ঢুকেছিল ১১ জন বিজেপি কর্মী সমর্থক। সকলকেই গ্রেফতার করেছে পুলিশ। ৪১নং জাতীয় সড়কের পাশে; মহিষাদলের কাপাসবেড়িয়ার একাধিক লজে; অভিযান চালিয়ে ১১জন যুবককে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুনঃ বাংলায় তৃণমূল এবার ১০টা আসনও পাবে না, ঝাড়গ্রামে বললেন নরেন্দ্র মোদী

সোমবার সন্ধ্যে ৭টা নাগাদ অতিরিক্ত পুলিশ সুপার পারিজাত বিশ্বাসের নেতৃত্বে; একটি বড়সড় অভিযান চালিয়ে বেআইনি রেড লাইট এরিয়া থেকে; এই যুবকদের পুলিশ গ্রেফতার করেছে। এরই পাশাপাশি ধৃতদের ব্যবহৃত ৩টি প্রাইভেট গাড়িও আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে; এদিন সন্ধ্যে নাগাদ মহিষাদল থানার সিআই সহ ভবানীপুর, দুর্গাচক ও মহিষাদল থানার ওসিরা একটি স্পেশাল টিম করে; অভিযানে নামেন অতিরিক্ত পুলিশ সুপার। কাপাসবেড়িয়ার অবৈধ রেড লাইট এলাকায়; অসংলগ্ন অবস্থায় এদের পাকড়াও করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবী, ধৃতদের মধ্যে অধিকাংশই এদিন হলদিয়ার মোদীর জনসভা থেকে ফেরার পথে নিষিদ্ধ পল্লীতে ঢুকেছিল।

আরও পড়ুনঃ ফণীর ক্ষয়ক্ষতির জন্য রাজ্যকে টাকা দিতে চেয়েছিলাম, নিলেন না মমতা, জানালেন মোদী

ধৃতরা কোলাঘাট, ময়না, কোতোয়ালি-পঃমেদিনীপুর এবং ডোমজুড় থানা এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ইমমোরাল ট্রাফিকিং প্রিভেনশান অ্যাক্ট-এ; মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আগামীকাল ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে; বলে পুলিশ সূত্রে খবর।

বিজেপি সমর্থক বলেই ধরা হয়েছে; দাবী বিজেপির। পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ পল্লী চলছে কি করে? প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মী সমর্থকরা। আর এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তুলধোনা করছেন তৃণমূল কর্মী সমর্থকরা।

]]>
চাপের মুখে জয় শ্রী রাম বলা ধৃত বিজেপি সমর্থকদের ছাড়ল পুলিশ https://thenewsbangla.com/wb-police-released-bjp-workers-under-pressure-who-says-jai-shri-ram/ Sun, 05 May 2019 14:26:13 +0000 https://www.thenewsbangla.com/?p=12412 মুখ্যমন্ত্রীর গাড়ির যাত্রাপথে শ্লোগান দিয়েছিলেন; “জয় শ্রী রাম”; আর তাতেই ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে কটুক্তির অভিযোগে শ্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী
সীতারাম মিদ্দা; সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দলুই নামে ৩ বিজেপি কর্মীদের গ্রেফতার করে চন্দ্রকোনা থানার পুলিশ।

এরপরেই রাজ্যজুড়ে সেই ঘটনার সমালোচনা শুরু হয়; চাপের মুখে শনিবার রাতেই ছেড়ে দেওয়া হয় ৩ অভিযুক্তকে। শনিবার চন্দ্রকোনা হয়ে মুখ্যমন্ত্রী একটি রোড শোতে যোগ দিতে যাওয়ার সময় চন্দ্রকোনার রাধাবল্লভপুরে জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা; মুখ্যমন্ত্রীর এরপরেই গাড়ি থেকে নেমে পড়েন।

মুখ্যমন্ত্রীকে গাড়ি থেকে নামতে দেখেই শ্লোগান দেওয়া ব্যক্তিরা পালাতে শুরু করে; মুখ্যমন্ত্রী জোর গলায় তাদের বলেন; “কি রে; পালাচ্ছিস কোথায় ? সব হরিদাসের দল”; মুখ্যমন্ত্রী অভিযোগ করেন; তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে বিজেপি কর্মী রা।

আরও পড়ুনঃ লোকসভা ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই ভারতীর, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

এরপরই পুলিশকে তৎপর হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী; গ্রেফতার করা হয় ৩ বিজেপি কর্মীকে; এই ঘটনার পরেই স্থানীয় বিজেপি নেতা জয় পান্ডার বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ; অভিযোগের তীর ওঠে তৃণমূলের দিকে। যদিও এই অভিযোগ তৃণমূল অস্বীকার করে।

রাতেই বিজেপি নেতৃত্ব পাল্টা অভিযোগ দায়ের করছে বলে জানা গিয়েছে; গোটা ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয় রাধাবল্লভপুরে। বিজেপি নেতৃত্বের দাবি; তারা শুধুমাত্র জয় শ্রী রাম ধ্বনি দিয়েছিলেন রাস্তার ধারে দাঁড়িয়ে; এটা তাদের রাজনৈতিক শ্লোগান বলেও উল্লেখ করে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ দেশের সুরক্ষায় ২০০ ইসলাম ধর্ম প্রচারককে বিতাড়িত করল শ্রীলঙ্কা

এই ঘটনায় রাজ্যজুড়ে কড়া সমালোচনা শুরু হয়; শুধুমাত্র জয় শ্রী রাম বলার কারনে গ্রেফতার করে মুখ্যমন্ত্রী স্বৈরাচারী ও অগনতান্ত্রিক মনোভাবের প্রকাশ করেছেন বলে অনেকে মন্তব্য করেন; সংখ্যালঘু সম্প্রদায়কে তুষ্ট করতে হিন্দুদের বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী; এমন অভিযোগও তোলা হয়। অবশেষে সমালোচনার চাপে ধৃত ব্যক্তিদের মুক্তি দেয় পুলিশ।

]]>
সাইকেল প্রতীকে ভোট দিতে বলায় প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মার বিজেপি কর্মীদের https://thenewsbangla.com/bjp-workers-beat-up-presiding-officer-in-moradabad/ Tue, 23 Apr 2019 17:13:37 +0000 https://www.thenewsbangla.com/?p=11522 উত্তরপ্রদেশের মোরদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলারি কেন্দ্রের ২১ নং বুথে বেধড়ক পেটানো হল এক প্রিসাইডিং অফিসারকে। প্রিসাইডিং অফিসারের নাম মহম্মদ জুবায়ের। সমাজবাদী পার্টির সাইকেল প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের তিনি প্ররোচিত করছিলেন বলে অভিযোগ। নির্বাচন কমিশনের নির্দেশে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজেপি সমর্থকদের অভিযোগ, প্রথম থেকেই মহিলা ভোটারদের তিনি প্রভাবিত করার চেষ্টা করছিলেন। মহিলাদের জোর করে অখিলেশ যাদবের দলের পার্টি প্রতীকে, মহম্মদ জুবায়ের ভোট দিতে জোর করছিলেন বলে তারা জানিয়েছেন। পুরো ঘটনাটিই ক্যামেরায় ধরা পড়ে। আর তারপরেই ক্ষুব্ধ বিজেপি সমর্থকরা মারধর করেন প্রিসাইডিং অফিসার মহম্মদ জুবায়েরকে।

এরপরেই মহম্মদ জুবায়েরকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও আক্রমনকারী বিজেপি কর্মীদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কারা তাকে মারধর করল তা খুঁজে দেখছে পুলিশ।

বিজেপি কর্মীদের সাথে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক ভোটারও অভিযোগ করেছেন যে, জোর করে সমাজবাদী পার্টির সাইকেল প্রতীকে ভোট দিতে বলছিলেন অভিযুক্ত প্রিসাইডিং অফিসার। দেখা যায় মহিলাদের বুথের মধ্যেই কিছু বলছেন প্রিসাইডিং অফিসার মহম্মদ জুবায়ের। তারপরেই শুরু হয় বিক্ষোভ। এরপরেই ছবি দেখে প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

উত্তরপ্রদেশের ৭ দফা লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলেছে আজ। তৃতীয় দফায় উত্তরপ্রদেশের ১০ টি লোকসভা আসনে ভোটগ্রহণ চলেছে, মোরদাবাদ যার মধ্যে একটি।

গতবারের বিজেপির জয়ী সাংসদ কুনওয়ার সরভেশ কুমার পুনরায় এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি লড়ছেন কংগ্রেস প্রার্থী ইমরান প্রতাপগারহী এবং সপা বসপা আরএলডির মনোনীত মহাজোট প্রার্থী এস টি হাসানের বিরুদ্ধে।

]]>