BJP Worker – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 11 May 2022 07:00:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP Worker – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কাশীপুর, খেজুরির পর এবার ময়না, ফের বিজেপি কর্মীর রহস্যমৃত্যু https://thenewsbangla.com/kashipur-khejuri-moyna-again-the-mysterious-death-of-a-bjp-worker-suvendu-protest/ Wed, 11 May 2022 06:59:31 +0000 https://www.thenewsbangla.com/?p=15040 কাশীপুর, খেজুরির পর এবার ময়না; ফের এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। আবার এক বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘটল; পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকায়। এবার ময়নাগুড়ির পিড়খালি সেতুর কাছ থেকে উদ্ধার হল; বিজেপি কর্মী কৃষ্ণ পাত্রর রক্তাক্ত দেহ। দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে; মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে তদন্তকারীরা। বিজেপির দাবি, খু’ন করা হয়েছে; তাদের ওই যুবকর্মীকে।

ঠিক কী ঘটেছে ময়নায়?‌ স্থানীয় সূত্রে খবর; মৃত বিজেপি যুবকর্মীর নাম কৃষ্ণ পাত্র। পূর্ব মেদিনীপুরের ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কৃষ্ণ; বিজেপি কর্মী হিসেবে এলাকায় কাজ করতেন। পুরসভা নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। মঙ্গলবার থেকে বেপাত্তা ছিলেন বিজেপি কর্মী কৃষ্ণ; আর বুধবার সকালে পিড়খালি সেতুর কাছ থেকে উদ্ধার হয় কৃষ্ণর র’ক্তাক্ত দেহ।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে; বিজেপি করার জন্যই কৃষ্ণ পাত্রকে খু’ন করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কী করে তার দেহ ওখানে গেল; কারা মে’রেছে ওই বিজেপি কর্মীকে; কোথায় গিয়েছিলেন এই যুবক?‌ এইসব প্রশ্ন খতিয়ে দেখছে পূর্ব মেদিনীপুর পুলিশ।

আরও পড়ুনঃ রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছে, ঘোষণা তৃণমূল নেতার

এর আগেও কাশীপুর ও খেজুরিতে; দুই বিজেপি কর্মীর র’হস্যমৃত্যু নিয়ে চলছে বিতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের দিনই; বিজেপি যুবমোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার ঝু’লন্ত দেহ উদ্ধার হয় কাশীপুর রেল-কোয়ার্টারের ঘর থেকে। ঝু’লন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধে; কোনও সুইসাইড নোটও মেলেনি। তাঁকে পরিকল্পনা করে খু’ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে; বিজেপির তরফ থেকে। দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে, কেন্দ্রীয় সরকারের কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্টে; খু’নের অভিযোগ প্রমাণ হয়নি।

কাশীপুরের মতই একই ঘটনা ঘটে খেজুরিতে। বাড়ি ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার হয়; বিজেপি কর্মী দেবাশিস মান্নার (২২) দেহ। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার বাঁশগোড়া বাজার সংলগ্ন এলাকায়; এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খু’ন নাকি আ’ত্মঘাতী?‌ উঠছে প্রশ্ন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য; কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। “দেবাশিস মান্নাকে খু’ন করা হয়েছে”; অভিযোগ শুভেন্দু অধিকারীর। অভিযোগ উড়িয়ে দিয়েছেন; তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী অখিল গিরি।

]]>
তৃণমূল ব্লক সভাপতির ওপর বিজেপি কর্মীর হামলা, পুলিশের হাতে গ্রেফতার ১ https://thenewsbangla.com/tmc-block-president-attacked-by-bjp-worker-arrested-one-by-police/ Fri, 28 Jun 2019 06:17:58 +0000 https://www.thenewsbangla.com/?p=14600 ভোট পরবর্তী হিংসা জারি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এবার তৃণমূল ব্লক সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল; এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। তৃণমূল ব্লক সভাপতির ওপর বিজেপি কর্মীর হামলার ঘটনায়; পুলিশের হাতে গ্রেফতার ১।

বৃহস্পতিবার রাতে পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস নেতা; নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগের তীর; স্থানিয় বিজেপি কর্মী বিরু বাউরী বিরুদ্ধে। ব্লক সভাপতির অভিযোগ অনুযায়ী; এদিন সন্ধেবেলা এক যুবক এসে তাঁকে ডাকে। নরেন্দ্রবাবু বাড়ির বাইরে বেরোলে; ওই যুবক তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নতুন ফরমান, মুসলিম অধ্যুষিত স্কুলে বানাতে হবে ডাইনিং হল

ওই যুবকের কাছে একটি পাইপগান ছিল; বলে জানান নরেন্দ্রবাবু। পাইপগান দিয়ে তাঁর হাতেও আঘাত করা হয়। রাতেই স্থানীয় এক যুবকের তৎপরতায় ধরা পড়ে অভিযুক্ত বিরু বাউরী। অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল কংগ্রেস নেতা; নরেন্দ্রনাথ চক্রবর্তী।

আরও পড়ুনঃ ভারতের রঙ কমলা, পরিবর্তনের পিছনেও মোদীর হাত দেখছে বিরোধীরা

উখড়া ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে ওই যুবককে। ধৃত বিরু বাউরীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান; ও ২ রাউন্ড কার্তুজ। নরেন্দ্রবাবুর অভিযোগ এটি বিজেপির কাজ। এই ঘটনার প্রতিবাদে পাণ্ডবেশ্বরের ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

]]>
মুখ্যমন্ত্রীর যাত্রাপথে জয় শ্রী রাম বলা সমর্থকদের সংবর্ধনা বিজেপির https://thenewsbangla.com/bjp-workers-were-awarded-for-courage-to-say-jai-shri-ram-to-mamata-banerjee/ Thu, 09 May 2019 13:13:30 +0000 https://www.thenewsbangla.com/?p=12636 মুখ্যমন্ত্রীর গাড়ির যাত্রাপথে দিয়েছিলেন জয় শ্রী রাম ধ্বনি; আর তাতেই ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে কটুক্তির অভিযোগে ওই ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীতারাম মিদ্দা; সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দলুই নামে ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করে চন্দ্রকোনা থানার পুলিশ। তাদেরই এবার পুরস্কার দিল বিজেপি নেতৃত্ব।

এরপরেই রাজ্যজুড়ে সেই ঘটনার সমালোচনা শুরু হয়; শুধু মাত্র রামের জয়ধ্বনি দেবার জন্য কেন কাউকে গ্রেফতার করা হল উঠতে থাকে সেই প্রশ্ন; চাপের মুখে শনিবার রাতেই ছাড়া হয় ৩ অভিযুক্তকে। বৃহস্পতিবার এই ৩ বিজেপি কর্মীকে সংবর্ধনা জানাল; চন্দ্রকোনা বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে বিদেশী নিয়ে ছুটি কাটিয়েছেন রাজীব গান্ধী

গত শনিবার চন্দ্রকোনা হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; একটি রোড শোতে যোগ দিতে যাওয়ার সময় চন্দ্রকোনার রাধাবল্লভপুরে; জয় শ্রী রাম ধ্বনি দিতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রী এরপরেই গাড়ি থেকে নেমে পড়েন; তৎক্ষনাৎ শ্লোগান দেওয়া ব্যক্তিরা পালাতে শুরু করে।

তাদের পালাতে দেখে মুখ্যমন্ত্রী জোর গলায় বলেন; কি রে; পালাচ্ছিস কোথায়? সব হরিদাসের দল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন; তাকে উদ্দেশ্য করে কটুক্তি করে বিজেপি কর্মীরা; এরপরই পুলিশকে তৎপর হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী; গ্রেফতার করা হয় ৩ বিজেপি কর্মীকে।

আরও পড়ুনঃ অভিনেতা অভিনেত্রীদের সামনেই মদন মিত্রকে জয় শ্রী রাম ও মোদী স্লোগান

দিল্লি থেকে এবং রাজ্যে এসে দফায় দফায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ; এই ঘটনার সমালোচনা করতে থাকেন। সোমবার ঝাড়গ্রামের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে; এই ইস্যুতে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন; এই রাজ্যে কেউ জয় শ্রী রাম বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে; এখানকার মুখ্যমন্ত্রী হারার ভয়ে এতটাই ভীত হয়ে পড়েছে যে গনতন্ত্রের গলা টিপে ধরছেন। প্রধানমন্ত্রী আরও বলেন; রাম তাঁর শিরায় শিরায় রয়েছেন; রামই তাঁর অনুপ্রেরণা।

আরও পড়ুনঃ মুসলিম সেজে রমজানের শুভেচ্ছা জানানোয় ট্রোলের শিকার মিমি

মঙ্গলবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে অমিত শাহ বলেন; সাহস থাকলে মুখ্যমন্ত্রী অমিত শাহকে গ্রেফতার করে দেখাক; ভারতবর্ষের সংস্কৃতির সাথে রাম নাম জড়িয়ে আছে। ভারতে রামের নাম উচ্চারিত না হলে কি পাকিস্তানে উচ্চারিত হবে, প্রশ্ন তোলেন অমিত।

যাদের নিয়ে এত কান্ড; তাদের মধ্যে একজন বিজেপি যুব মোর্চার নেতা সীতারাম মিদ্দা; অন্য দুই জন সায়ন মিদ্দা ও বুদ্ধদেব দলুই। সাহসিকতার পুরষ্কার হিসেবে তিনজনকেই অবশেষে সম্মাননা জ্ঞাপন করলো বিজেপি।

]]>