BJP West Bengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 23 Mar 2019 12:07:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP West Bengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জল্পনার অবসান, আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন অগ্নিমিত্রা পল https://thenewsbangla.com/fashion-designer-agnimitra-paul-joins-bjp-after-speculations/ Sat, 23 Mar 2019 12:02:14 +0000 https://www.thenewsbangla.com/?p=9115 অবশেষে জল্পনার অবসান। আজ শনিবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। দাঁড়াবেন বাংলার কোন লোকসভা আসনে।

২০১৯ লোকসভা ভোটের দিনক্ষন ঘোষনা করতেই ১০ই মার্চ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় উল্লেখযোগ্য ভাবে নতুন প্রার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন টেলি তারকা মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। ফিল্মি মুখ অনেকটাই ভোট টানবে, এই সম্ভাবনা দেখে বিজেপিও চেয়েছিল তারকা প্রার্থী দিয়ে বাজিমাত করতে।

আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টা পর ৬০ ফুট গভীর গর্ত থেকে শিশুকে উদ্ধার করে কামাল ভারতীয় সেনার

বিজেপি সূত্রের খবর, এই ব্যাপারে অগ্নিমিত্রা পল কিছুদিন আগে নিজে থেকেই বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছিলেন। বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করে তিনি বিজেপির সাংগঠনিক সম্পাদক সুব্রত চ্যাটার্জির সঙ্গে দেখা করেন। তার পরামর্শে তিনি মুকুল রায়ের সাথে সাক্ষাৎ করেন। তারপরে আজই অগ্নিমিত্রা বিজেপিতে যোগ দেন।

আরও পড়ুনঃ গোষ্ঠীদ্বন্দ্ব সামলে নিশীথের হয়েই প্রচার শুরু বিজেপির বিক্ষুব্ধদের

আজ শনিবার কলকাতায় আলিপুরে ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির কার্যকর্তাদের সম্মেলনে তিনি বিজেপিতে যোগ দেন৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যসভার সদস্য রূপা গাঙ্গুলি, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাহুল সিনহার উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন অগ্নিমিত্রা পাল।

বিজেপিতে যোগ দিয়েই তিনি জানান, নরেন্দ্র মোদীর মতো মানুষের জন্য কাজ করার জন্যই তিনি বিজেপিতে সামিল হয়েছেন। যদিও কিন্তু কোন আসনে তিনি প্রার্থী হবেন, তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি৷

আরও পড়ুনঃ রাজনৈতিক ব্যক্তিত্বে ভরা তৃণমূলের তারকা তালিকা নির্বাচন কমিশনে

আগে যদিও যাদবপুর লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অগ্নিমিত্রা লড়তে পারেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু যাদবপুর আসনে ইতিমধ্যেই বহিষ্কৃত তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে প্রার্থী করেছে বিজেপি। সেক্ষেত্রে অন্য কোনো আসনে তাকে প্রার্থী করা হতে পারে। তবে বাংলার ভোটে এটাই বড় চমক বিজেপির।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলায় বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা https://thenewsbangla.com/bjps-possible-candidates-list-in-west-bengal-for-lok-sabha-election/ Tue, 19 Mar 2019 10:33:30 +0000 https://www.thenewsbangla.com/?p=8806 আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে অনেক আগেই। ইতিমধ্যে, প্রথমে ২৫ জন প্রার্থীর নাম ও মঙ্গলবার কংগ্রেসের জন্য ৪ টি আসন ছেড়ে রেখে মোট ৩৮ টি আসনের তালিকা প্রকাশ করেছে সিপিএম। অন্যদিকে কংগ্রেস প্রকাশ করেছে ১১ জন প্রার্থীর নাম। এবার, মঙ্গলবারই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার কথা। দেখুন ৩১ টি আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা।

আরও পড়ুনঃ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করলেন ‘সেন্সেশনাল’ মুনমুন

প্রকাশ হওয়ার আগেই, বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা জেনে নিনঃ

১। দার্জিলিংঃ- সতপাল মহারাজ
২। কোচবিহারঃ- দীপক বর্মন/ অশোক মণ্ডল
৩। জলপাইগুড়িঃ- অমূল্য রাই
৪। আলিপুরদুয়ারঃ- বীরেন্দ্র চন্দ্র ওঁরাও
৫। রায়গঞ্জঃ- দেবজিৎ সরকার (রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি)
৬। মালদহ উত্তরঃ- খগেন মুর্মু (সিপিএম বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে)
৭। মালদহ দক্ষিণঃ- মাফুজা খাতুন

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

৮। বিষ্ণুপুরঃ- সৌমিত্র খান (তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন)
৯। বাঁকুড়াঃ- সায়ন্তন বসু
১০। পুরুলিয়াঃ- নরহরি মাহাত
১১। বোলপুরঃ- অনুপম হাজরা (তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন)
১২। বীরভূমঃ- লকেট চট্টোপাধ্যায়
১৩। আসানসোলঃ- বাবুল সুপ্রিয়
১৪। ঘাটালঃ- ভারতী ঘোষ (প্রাক্তন পুলিশ সুপার)

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

১৫। কৃষ্ণনগরঃ- জয়প্রকাশ মজুমদার/ জুলু মুখোপাধ্যায়
১৬। রানাঘাটঃ- অর্চনা মজুমদার
১৭। বনগাঁঃ- দুলাল বর (কংগ্রেস বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে)/মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বা তাঁর কন্যা
১৮। ব্যারাকপুরঃ- অর্জুন সিং (তৃণমূল বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে)
১৯। দমদমঃ- শমীক ভট্টাচার্য/ রন্তিদেব সেনগুপ্ত
২০। বসিরহাটঃ- কাসেম আলি

আরও পড়ুনঃ মমতা কি পাকিস্তানের কণ্ঠ, বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার

২১। শ্রীরামপুরঃ- কবীরশঙ্কর বসু
২২। হাওড়াঃ- কল্যাণ চৌবে/ তৃণমূলের কোন বিধায়ক
২৩। যাদবপুরঃ- অগ্নিমিত্রা পাল (ফ্যাশন ডিজাইনার) বা শ্রাবন্তি চ্যাটার্জি
২৪। কলকাতা উত্তরঃ- রাহুল সিনহা
২৫। কলকাতা দক্ষিণঃ- চন্দ্রকুমার বসু/ অগ্নিমিত্রা পাল (ফ্যাশন ডিজাইনার)

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

২৬। মেদিনীপুরঃ- দিলীপ ঘোষ
২৭। হুগলিঃ রাজকুমারী কেশরী/ শঙ্কুদেব পণ্ডা
২৮। বারাসতঃ বর্তমান কোন তৃণমূল বিধায়ক
২৯। উলুবেড়িয়াঃ ইসরাত জাহান
৩০। বাঁকুড়াঃ সায়ন্তন বসু
৩১। বর্ধমান পূর্বঃ গুরুপদ দাস

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

এছাড়াও, অভিনেত্রী মৌসুমি, অভিনেতা বিশ্বজিৎ, রুপা গাঙ্গুলি, এরাও ভোটে দাঁড়াতে পারেন বলেই জানা যাচ্ছে। রুপা গাঙ্গুলি কলকাতার কোন কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন বলেই খবর।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তারকা যুদ্ধে বিজেপির বাজি শ্রাবন্তী, অগ্নিমিত্রা, চলছে জোর জল্পনা https://thenewsbangla.com/srabanti-chatterjee-and-agnimitra-paul-might-join-bjp/ Sat, 16 Mar 2019 08:42:55 +0000 https://www.thenewsbangla.com/?p=8589 ২০১৯ লোকসভা ভোটের দিনক্ষন ঘোষনা হতেই ১০ই মার্চ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকায় উল্লেখযোগ্য ভাবে নতুন প্রার্থী হিসেবে জায়গা করে নিয়েছেন ফিল্মি দুনিয়ার তারকা মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। ইতিমধ্যেই তারা ভোট প্রচারে বেরিয়ে নজর কাড়তেও শুরু করেছেন৷ এবার বিজেপিও একই পথে এগোচ্ছে বলে জল্পনা।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

যাদবপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী করেছে টেলি তারকা মিমি চক্রবর্তীকে। ফিল্মি মুখ অনেকটাই ভোট টানবে, এই সম্ভাবনা দেখে বিজেপিও চাইছে তারকা প্রার্থী দিয়ে বাজিমাত করতে। আর এই যাদবপুরেই মিমি চক্রবর্তীর পাল্টা শ্রাবন্তী চ্যাটার্জিকে বাজি ধরতে চাইছে বিজেপি। এই ব্যাপারে বিজেপির তরফে শ্রাবন্তীর সাথে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর।

শ্রাবন্তীকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি এই সম্ভাবনা উড়িয়ে দেন নি আবার হ্যাঁ ও বলেন নি। যদিও মুরলীধর সেন লেনের খবর, শ্রাবন্তীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রায় নিশ্চিত, কিন্তু আগে থেকেই সেই চমক প্রার্থী বা দল কেউই সামনে আনতে চাইছেন না। এক তারকার বিরুদ্ধে ফিল্ম জগতের আর এক হেভিওয়েট তারকা প্রার্থী দিলে তা ভোটবাক্সে অনেকটাই লাভ দেবে বলে মনে করছে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

এদিকে বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রায় নিশ্চিত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের। বিজেপি সূত্রের খবর, এই ব্যাপারে অগ্নিমিত্রা পল নিজে থেকেই বিজেপিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন। বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করে তিনি বিজেপির সাংগঠনিক সম্পাদক সুব্রত চ্যাটার্জির সঙ্গে দেখা করেন। তার পরামর্শে তিনি মুকুল রায়ের সাথে সাক্ষাৎ করেন।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

বিজেপির তরফে অগ্নিমিত্রা পালের বিজেপিতে যোগদানের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে, কিন্তু কোন আসনে তিনি প্রার্থী হবেন, তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি৷ শুধু টেলি বা ফিল্ম তারকা নয়, অনেক চমকই অপেক্ষা করছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

এখন মমতার ফিল্মি চমকের পাল্টা বিজেপি কি কি ফিল্মি চমক দেয় সেটাই এখন দেখার। তবে জল্পনা মত যাদবপুরে দুই অভিনেত্রী মুখোমুখি হলে, মাঝখান থেকে পুরোপুরি রাজনৈতিক ব্যক্তিত্ব সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার জিতে বেরিয়ে যাবেন না তো? সাধারণ মানুষের আলোচনায় সেটাই উঠে আসছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মমতারই পুরোনো অস্ত্রে তাকে ভোটযুদ্ধে চরম সমস্যায় ফেললেন মুকুল https://thenewsbangla.com/bjps-mukul-roy-uses-mamata-banerjees-policies-against-her/ Sat, 16 Mar 2019 06:14:44 +0000 https://www.thenewsbangla.com/?p=8566 মুকুল রায়, ২০১৯ লোকসভা ভোটে বিজেপির অন্যতম সেনাপতি। দলে যোগ দেবার পর এই প্রথমবার বিজেপির হয়ে ভোট পরিচালনা করবেন একসময়ের তৃণমূল কংগ্রেসের চাণক্য। তৃণমূলের বহুবছরের ভোটের সেনাপতি হিসাবে দলের আঁটঘাট সবই জানেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এর হাতিয়ারেই তৃণমূল ও মমতাকে সমস্যায় ফেলতে চলেছেন মুকুল রায়।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

মমতা ও তৃণমূল কংগ্রেসকে এবারের ভোটযুদ্ধে সমস্যায় ফেলতে পাল্টা চাল দিচ্ছেন দলের একসময়কার সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। বাম আমলে নির্বাচনের সময় যে যে অভিযোগের চিঠি মমতা তুলে দিয়েছিলেন নির্বাচন কমিশনের হাতে, সেই সব চিঠি ফের কমিশনকে দিচ্ছেন মুকুল রায়।

তাতে যে সমস্ত অভিযোগ ছিল সেই একই অভিযোগ এবার মমতার বয়ানেই নির্বাচন কমিশনে করছেন মুকুল রায়। রাজ্যের কোথায় সন্ত্রাস হয়, কোথায় স্পর্শকাতর বুথ আছে, মমতার সেই হিসাবই এবার কমিশনকে দিচ্ছেন মুকুল।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

শুধু তাই নয়। বিরোধী নেত্রী থাকাকালীন বাংলার গণতন্ত্র নিয়ে একখানি বই লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেজ পাবলিকেশন থেকে প্রকাশিত মমতার লেখা বইটির নাম ‘SLAUGHTER OF DEMOCRACY’। রাজ্যে গণতন্ত্র এর বেহাল অবস্থার পাশাপাশি সেখানে রাজ্যের কোন কোন বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করতে হবে সেই দাবিও আছে।

বিরোধী নেত্রী থাকাকালীন ওই বইটি লিখেছিলে তৃণমূল নেত্রী নিজেই। বইয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবিও তোলা হয়। বিভিন্ন ঘটনা বর্ণনা করে বাংলার গনতন্ত্র বিপন্ন সেটাই বোঝানো হয়। এই বইটিও এবার নির্বাচন কমিশনের কাছে উপহার দিতে চলেছেন মুকুল রায়।

আরও পড়ুনঃ মমতার প্রার্থী তালিকা নিয়ে গোপনে ক্ষোভ বাড়ছে জেলায় জেলায়

নির্বাচন কমিশনকে লেখা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিপত্রও এবার নির্বাচন কমিশনে জমা দিচ্ছেন মুকুল রায়। ওই চিঠিপত্রে মমতা দাবি করেছিলেন, কোন বুথেই রাজ্যের হোমগার্ড রাখা চলবে না। রাজ্য পুলিশকে কোন দায়িত্ব দেওয়া চলবে না। প্রতিটি বুথেই মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

মুকুল রায় ও বিজেপির বক্তব্য, এই দাবিগুলিই তো এখন তারা তুলেছে। এটা যদি বাংলাকে অপমান করা হয়, তাহলে মমতা কি বাংলাকে অপমান করেননি তখন? আজ বিজেপি একই দাবি তুলছে বলে তৃণমূল ধর্মতলায় অবস্থান করে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াতে চাইছে।

তৃণমূলের এই দুই মুখকে তুলে ধরতেই নির্বাচন কমিশনে মমতার সব চিঠি ও বাংলার গণতন্ত্র নিয়ে লেখা বই জমা দিচ্ছেন মুকুল রায়। এর ফলে বাংলায় স্পর্শকাতর বুথের দাবি যে মমতা অনেক আগেই তুলেছিলেন সেটা প্রমাণ হবে। অন্যদিকে রাজ্যের গনতন্ত্র যে এখনও বিপন্ন সেটাও নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা যাবে।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

মুকুলের এই পাল্টা চাল মমতাকে কতটা বেকায়দায় ফেলে সেটাই এখন দেখার। তবে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে বাম আমল আর তৃণমূল আমলের আকাশ পাতাল তফাৎ হয়েছে। মুকুল রায় ও বিজেপির সব অভিযোগ মিথ্যা। আর এই ইস্যুতে দূরে দাঁড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে মজা উপভোগ করছেন বাম নেতারা। তাঁরা এই নিয়ে মুখ খুলতে চান নি।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
‘বেআইনি মদের টাকা যায় মমতার ভাইপো অভিষেকের বাড়িতে’ কৈলাশ বিজয়বর্গীয় https://thenewsbangla.com/illegal-liquor-money-goes-to-mamtas-nephews-home-kailash-vijayvargiya/ Fri, 30 Nov 2018 16:52:24 +0000 https://www.thenewsbangla.com/?p=3362 The News বাংলা, শান্তিপুর: শান্তিপুর বিষমদ কাণ্ডে অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। বিষমদ খেয়ে ১২ জনের মৃত্যুর পর বিরোধীদের নিশানায় রাজ্য প্রশাসন। তবে এবার দোষারোপ ও পাল্টা-দোষারোপের পালায় জুড়ে গেল ব্যক্তিগত আক্রমণও। ‘বেআইনি মদ বিক্রির টাকা যায় মমতার ভাইপো অভিষেকের পকেটে’, শান্তিপুরে মারাত্মক অভিযোগ বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র।

শুক্রবার শান্তিপুরে গিয়ে মৃতদের পরিবার পিছু দুলক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন জেলার তৃণমূল নেতা তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এ দিন তাঁরা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গে দেখা করেন। তবে বিজেপির প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয় শহরে ঢোকার মুখেই।

আরও পড়ুনঃ মমতার নির্দেশকে বুড়ো আঙুল, সিন্ডিকেট জুলুমে রাজ্য ছাড়ছেন শিল্পপতি

বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয়-সহ বিজেপি প্রতিনিধি দল যখন শহরে ঢুকতে যায়, তখন একদল মানুষ তাঁদের উদ্দেশ্যে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের কারো কারো হাতে ছিল কালো পতাকা। এ ব্যাপারে বিজেপি নেতৃত্ব দাবি করেন, তাঁদের এলাকায় ঢুকতে না-দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক এই কর্মসূচি নিয়েছে।

আরও পড়ুন: রথযাত্রা উপলক্ষে বাংলায় মোদীর জনসভায় লোকসভার দামামা

এ দিন ঘটনাস্থলে গো ব্যাক স্লোগান ওঠার পর সেখানে দাঁড়িয়েই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন কৈলাশ। তিনি সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে। এই মৃত্যুর সম্পূর্ণ দায় নিতে হবে তাঁদেরই’।

কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা
কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা

আর এইভাবেই শান্তিপুর বিষ মদ কাণ্ডে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। পাশে দাঁড়িয়ে মাথা দুলিয়ে অভিযোগ সমর্থন করেন মুকুল রায়।

আরও পড়ুন: পাপ ঢাকতে শিশু বলিদান, জন্মেই অনাথ শিশুরা অসহায়

বিজেপির এরাজ্যের অন্যতম পর্যবেক্ষক বলেন,কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘রাজ্যে যে অবৈধ মদের ব্যবসা চলছে তাকে সুরক্ষা দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। এই রাজ্যে দুটি সরকার চলছে। মমতা ব্যানার্জির সরকার এবং অভিষেক ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জির সরকার বৈধ মদের সরকার চালাচ্ছে এবং অভিষেক ব্যানার্জি অবৈধ মদের সরকার চালাচ্ছে। অবৈধ মদের বিক্রির সমস্ত টাকা অভিষেক ব্যানার্জির বাড়িতে সরাসরি যাচ্ছে। এই মৃত্যুর জন্য মমতার ভাইপো অভিষেক দায়ি। এরাজ্যে যে সব অবৈধ কাজকর্ম হচ্ছে, তার জন্য দায়ি অভিষেক’।

কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা
কৈলাশ বিজয়বর্গীয়র মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে/The News বাংলা

বিহার-ঝাড়খণ্ড থেকে মদ আসার ব্যাপারে কৈলাস বলেন, ‘এটি সরকারের ব্যর্থতা। সরকার কাউকে ধরতে পারছে না। সরকারের আধিকারিকরা কি চুড়ি পরে বসে আছেন? তাদের ইস্তফা দেওয়া উচিত’। শান্তিপুরে আসার আগে চারবার আটকানো হয় তাঁকে। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই রাজ্যে গণতন্ত্র নেই’।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিজেপি নেতাকে ‘বর্গী নেতা’ বলে কটাক্ষ করেন। পার্থবাবু বলেন, ‘মমতার উন্নয়নের কোন জবাব নেই বিজেপির কাছে, তাই ব্যক্তিগত আক্রমণে নেমেছে তারা’। তৃণমূল সূত্রে জানা গেছে, কৈলাশ এর এই মন্তব্যের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করতে চলেছেন অভিষেক বন্দোপাধ্যায়।

]]>
রথযাত্রার আগেই ষাঁড়ের তাড়া খেলেন মুকুল রায় https://thenewsbangla.com/before-the-rathajatra-bull-attack-mukul-roy/ Tue, 13 Nov 2018 17:15:09 +0000 https://www.thenewsbangla.com/?p=2319 কৃষ্ণা দাস, শিলিগুড়িঃ উত্তরবঙ্গে রথযাত্রার পরিকল্পনা বৈঠকে এসে বেজায় বিপদে মুকুল রায়। শিলিগুড়িতে ষাঁড়ের তাড়া খেয়ে বিড়াম্বনায় পরতে হল বিজেপি নেতা মুকুল রায়কে। শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডে গান্ধী ময়দানে মনকামনা কৃত্তিম ছটঘাট পরিদর্শনে এসে এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার নির্বাচন কমিটির চেয়ারম্যান।

The News বাংলা

কোচবিহার থেকে বিজেপির রথযাত্রা নিয়ে দলীয় বৈঠক করতে, মঙ্গলবার সকালেই দার্জিলিং মেলে শিলিগুড়ি এসে পৌঁছন বিজেপি নেতা মুকুল রায় ও বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রকাশ। এদিন নিউজলপাইগুড়ি স্টেশনে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে একপ্রকার চ্যালেঞ্জ করেই তিনি বলেন, ‘রথ যাত্রা হবেই, গণতন্ত্র বাঁচাও যাত্রার যে কর্মসূচী রয়েছে তা হবেই’।

The News বাংলা

তাঁর আরও বক্তব্য, ‘আমি রাস্তা দিয়ে হাঁটব, তার জন্য আবার পারমিশন লাগে নাকি? অনুমতি না পেলেও রথযাত্রা রাস্তা দিয়ে হাঁটবে। সরকারের দায়িত্ব হাঁটার রাস্তাটা সুনিশ্চিত করা’। এরপর তাঁরা শিলিগুড়িতে বিজেপির রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখেন ও দলীয় কর্মীদের সঙ্গে একটি বৈঠকে বসেন। বৈঠক শেষে মুকুল রায় সোজা চলে আসেন শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের মনকামনা ছটঘাটে।

আরও পড়ুনঃ Exclusive: বিজেপি কর্মীদের খুনে বিজেপি সমর্থকরাই গ্রেফতার

যেখানে একটি কৃত্তিম ছটঘাট বানিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ছটপুজোর আয়োজন করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর খুশবু মিত্তাল ও অন্যান্যরা। এদিন মুকুল রায় এই ছটঘাট আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি নাম না করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘ছট মায়ের কাছে তাঁর প্রার্থনা এ রাজ্যের অশুভ শক্তির বিনাশ হোক ও শুভ শক্তির জয় হোক’।

The News বাংলা

এরপর তিনি ছটঘাট থেকে বেড়তে যেতেই বিপত্তি ঘটে। ছটঘাট থেকে বেড়তেই, হঠাৎ একটি ষাঁড় তাঁকে তাড়া করে আসে। আকস্মিক এই ঘটনায় হতভম্ভ হয়ে কোথায়, কোনদিকে যাবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। আগে মুকুল বাবু, পেছনে তাড়া করে আসা ষাঁড়, এমন অবস্থায় শেষে তার দেহরক্ষীদের তৎপরতায় এ যাত্রায় মুকুল রায় রক্ষা পান।

The News বাংলা

তার দেহরক্ষীরা তাঁকে তড়িঘড়ি গাড়িতে চড়িয়ে, ষাঁড়টিকে তাড়িয়ে দেয়। এরপর তিনি সোজা চলে যান একটি বেসরকারি হাসপাতালে। সেখানে বিজেপির ৮ নম্বর মন্ডলের সাধারন সম্পাদক হিরা রায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি। জানা গেছে, সোমবার হিরা রায়ের ডেঙ্গু ধরা পড়ে। তার প্লেট রেট ২ হাজারের নিচে নেমে গিয়েছিল। চার বোতল রক্ত দেওয়ার পর বর্তমানে তিনি স্থিতিশিল। এদিনই তাঁর, রাতের ট্রেনে কলকাতা ফিরে যাবার কথা বলে বিজেপি সুত্রে খবর।

আরও পড়ুনঃ মোদী সরকারের কাছে মমতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন ইদ্রিস

এই ঘটনায়, শিলিগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার খুশবু মিত্তাল মুকুল রায়ের নিরাপত্তা দিতে সম্পুর্ণ ব্যর্থ বলেই অভিযোগ ওঠে। তবে তিনি এ ব্যাপারে নিজের সাফাইয়ে বলেন,’ষাঁড়টি কাউকে কিছু করে না। খুব শান্ত ষাঁড় এটি। হঠাৎ করে কোথা থেকে এসে পড়লো জানি না’। তবে তড়িঘড়ি মুকুল রায়ের দেহরক্ষীরা তাঁকে গাড়িতে উঠিয়ে দিলে, হাঁফ ছেড়ে বাঁচেন মুকুল রায় ও বিজেপি কাউন্সিলার খুশবু মিত্তাল।

]]>