BJP vs Trinamool – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 May 2019 15:17:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP vs Trinamool – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভোটের ফল দেখেই বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের দুই সাংসদ https://thenewsbangla.com/trinamool-mps-can-join-the-bjp-after-the-election-results/ Wed, 22 May 2019 13:17:34 +0000 https://www.thenewsbangla.com/?p=13086 রাত পোহালেই ভোটের মহাযুদ্ধের ফলাফল। সিংহাসনে বসবে কে; এনডিএ নাকি ইউপিএ তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। ইতিমধ্যেই বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে যে; বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার পুনরায় মসনদে ফিরতে চলেছে।

এদিকে বাংলায় এক ধাক্কায় গতবারের কয়েক গুন আসন বাড়িয়ে নেবে বিজেপি; এমনই সম্ভাবনা উঠে এসেছে সমীক্ষায়; সমীক্ষার ফল বেরোতেই রাজ্যের শাসক দল তৃণমূল থেকে শিবির বদলে পদ্ম শিবিরে নাম লেখানোর জল্পনা উঠে আসছে।

আরও পড়ুন সাট্টা বাজারের রিপোর্টেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রের খবর; বুথ ফেরত সমীক্ষার ফলাফল বের হতেই রাজ্যে পালাবদলের ইঙ্গিত পেয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন দুই তৃণমূল সাংসদ। যদিও কোন দুই তৃণমূল সাংসদ যোগ দিতে চলেছেন; তা জানা যায়নি। ভোটের ফলাফল বের হলেই; তারা বিজেপিতে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

এর আগে বহুবার রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা মুকুল রায় দাবি করেছেন; প্রায় ১০০ জন তৃণমূল বিধায়ক তাত সাথে যোগাযোগ রেখে চলেছে। নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই দাবি করেন। ভোটের ফলাফল বের হলেই তৃণমূল দল ভেঙে পড়বে বলে অনেকবার দাবি করেছেন বিজেপি নেতারা।

আরও পড়ুন নির্বাচন কমিশনের তোপে পড়ার আশঙ্কা, মমতার কাছে যাচ্ছেন না আমলারা

১৯শে মে ভোট শেষ হতেই একাধিক সংস্থা তাদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করে। তাতে দেখা যায়; রাজ্যে ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপি অন্তত ১১ থেকে সর্বাধিক ২৩ টি আসন পেতে পারে; এমনকি ভোটের শতাংশে তৃণমূল কংগ্রেসের সাথে জোর টক্কর চলবে বলে সমস্ত সমীক্ষায় আভাস মিলেছে। এর ফলে তৃণমূল নেতাদের দলত্যাগের সম্ভাবনা আরও বেড়েছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

]]>
ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল https://thenewsbangla.com/trinamool-campaigns-on-bullock-cart-bjp-call-cart-of-carcass/ Mon, 08 Apr 2019 08:46:59 +0000 https://www.thenewsbangla.com/?p=10283 তিনি মানেই প্রচারে অভিনবত্ব। কখনও হুড খোলা গাড়ি, কখনও খচ্চরের পিঠে চড়ে ভোট প্রচারের পর এবার গোরুর গাড়িতে। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এবার সুসজ্জিত গোরুর গাড়িতে সওয়ার হয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা তাঁর নির্বাচনী এলাকায় প্রচার চালালেন। তবে এখানেও বিতর্ক। বিজেপির তরফ থেকে বলা হয়েছে মরার গাড়ি।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

অসংখ্য দলীয় কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে রবিবার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘোরেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা। তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা ভোট প্রচারে বেরোনো মানেই মানুষের ঢল।

আরও পড়ুনঃ নারদা-সারদার মূল পান্ডাকে কোলে নিয়ে ঘুরছেন মোদী, দিনভর তরজা মুকুল মমতার

প্রত্যাশিতভাবে কুচিয়াকোলও তাঁকে নিরাশ করেনি। গ্রামে ঢুকে বার বার থামাতে হয়েছে গোরুর গাড়ি। মানুষ ছুটে এসেছেন ফুলের মালা নিয়ে। চন্দনের ফোঁটা, গলায় ফুলের মালা পরিয়ে শঙ্খ ও উলুধ্বণীর মাধ্যমে তাঁকে বরণ করে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বারাসাত কেন্দ্রের বিজেপি ভোট প্রার্থী নিজেই কোনদিন ভোট দেননি ভারতে

কয়েকদিন আগেই একটি প্রাণীর পিঠে চেপে ভোট প্রচারে বেরোন তিনি। তাঁর তরফ থেকে দাবি করা হয় সেটি ঘোড়া। বিরোধীরা বলে গাধার পিঠে চাপলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা। যদিও পরে প্রমাণ হয় সেটি খচ্চর।

আরও পড়ুনঃ নবরাত্রি উপলক্ষ্যে জোরপূর্বক দুই শতাধিক মাংসের দোকান বন্ধের অভিযোগ হিন্দু সেনার বিরুদ্ধে

এদিন গরুর গাড়ি সাজিয়ে তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা প্রচার করেন। তিনি বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যের সাথে এই এলাকায় যে উন্নয়ন হয়েছে তা ইতিপূর্বে কখনো হয়নি। আমাদের নেত্রীকে দেখেই মানুষ জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

আর এদিনও তাঁর সাজানো গরুর গাড়িকে ঠিক যেন মরার গাড়ি বলে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপির তরফ থেকে বলা হয়েছে, মরার গাড়িতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা।

আরও পড়ুনঃ সাহস থাকলে কেরালা বা তামিলনাড়ু থেকে লড়ুন, মোদীকে চ্যালেঞ্জ শশীর

তবে তৃণমূলের তরফ থেকে এই মন্তব্যের তীব্র বিরোধীতা করা হয়েছে। বলা হয়েছে, হার নিশ্চিত জেনেই বিজেপি উল্টো পাল্টা বকছে। বিজেপি বলেছে, মানুষের হাসির খোরাক হচ্ছেন তৃণমূল প্রার্থী।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপাতত গাধা ঘোড়া ও খচ্চর বিতর্কের পর এবার গরুর গাড়ি না মরার গাড়ি, এই বিতর্কে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা। তবে প্রচারে যে তিনি জাঁকিয়ে বসছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের https://thenewsbangla.com/locket-chatterjee-challenges-election-commission-of-india-at-dhaniakhali/ Sun, 07 Apr 2019 17:17:10 +0000 https://www.thenewsbangla.com/?p=10252 ভোট বন্ধ করে দেবার হুমকি দিলেন লকেট। যদি সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকে তাহলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী।

আরও পড়ুনঃ কংগ্রেস নির্বাচনী ইস্তাহারকে প্রো জিহাদ ও অ্যান্টি ইন্ডিয়া বলে আক্রমণ কোয়েনা মিত্রের

হুগলির ধনিয়াখালীতে এক প্রচার সভায় লকেট নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, “প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী না দিতে পারলে ভোট বন্ধ করে দেব”। আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা

ভিডিওতে দেখা যাচ্ছে লকেট চ্যাটার্জী ধনিয়াখালী বিধানসভায় এক ভাষণে বলছেন, সব বুথে কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোট বন্ধ করে দেওয়া হবে। আর এরপরেই এই নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।

আরও পড়ুনঃ বিরিয়ানি নিয়ে হাতাহাতি কংগ্রেস সমর্থকদের মধ্যে, ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

হুগলীর তৃণমূল প্রার্থী রত্না দে নাগ, কিন্তু এদিনের প্রচারে লকেট রাজ্য সরকারের মন্ত্রী ও সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের নাম না করে আক্রমণ করেন। দুর্নীতি নিয়ে রাজ্যের মন্ত্রীকে খোঁচা দেন লকেট।

আরও পড়ুনঃ হিন্দুধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের উর্মিলার বিরুদ্ধে

এরপরেই এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবার কথা ভাবতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। ধানিয়াখালীর এক তৃণমূল নেতৃত্ব জানান, ভোটে হারছেন জেনেই উল্টোপাল্টা বলছেন লকেট। তিনি বলেন, প্রকাশ্যে ভোট বন্ধ করে দেবার হাস্যকর হুমকি দিচ্ছেন লকেট, এর জেরে নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়া উচিৎ লকেটের।

ঠিক কি বলেছেন হুগলীর বিজেপি প্রার্থী লকেট, শুনে নিন:

নাম ঘোষণার পরদিনই হুগলী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট চ্যাটার্জি হুগলী জেলার বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজ শুরু করেন। পুজো দিয়ে বেড়োনোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হুগলী জেলায় একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে”। তিনি বলেন, “হুগলী জেলায় একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে। সে ব্যাপারে কোনো উদ্যোগ নেননি এখানকার সাংসদ”।

আরও পড়ুনঃ ফাঁকা জনসভার ছবি তুলতে গিয়ে কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত চিত্র সাংবাদিক

কিন্তু তার ১৫ দিন আগে থেকেই তৃণমূলের হুগলীর প্রার্থী রত্না দে নাগ প্রচার শুরু করে দিয়েছেন এই কেন্দ্রে। অনেক আগে প্রার্থী ঘোষণা হওয়ায় প্রচারে অনেকটাই এগিয়ে রত্না দে নাগ। অনেক পরে প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ করেছেন লকেট।

আরও পড়ুনঃ সন্ত্রাসবাদ বড় ইস্যু না হলে নিরাপত্তার বেষ্টনী ত্যাগ করুন, রাহুলকে পরামর্শ সুষমার

তবে বিজেপি প্রার্থীর সব বক্তব্য উড়িয়ে দিয়েছেন হুগলীর তৃনমুল প্রার্থী রত্না দে নাগ। নির্বাচনী বিধিভঙ্গ ও ভোট বন্ধ করে দেবার হুমকি ভিডিও নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ তিন লাখ কোটি টাকায় বিবাহবিচ্ছেদ

লকেটের তরফ থেকে বলা হয়েছে, সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবী জানান হয়েছে। ভোট বন্ধ করার কোন হুমকি দেওয়া হয় নি। কিন্তু তার ভিডিওটি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে পড়ায় সব মিলিয়ে ভোট বন্ধ করে দেবার হুমকি দিয়ে বিতর্কের কেন্দ্রে বিজেপির লকেট চ্যাটার্জী। তৃনমূলের অভিযোগ পাবার পর রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার কি ব্যবস্থা নেন সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ ভোট বাজারে মেজাজ হারালেন মমতার মন্ত্রী, বিজেপি প্রার্থীকে মারতে গেলেন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন https://thenewsbangla.com/the-trinamool-government-will-decide-the-days-of-bjp-rath-yatra/ Thu, 13 Dec 2018 15:36:07 +0000 https://www.thenewsbangla.com/?p=4120 The News বাংলা, কলকাতা: ‘মমতা বন্দোপাধ্যায়ের সরকার ঠিক করে দিক রথ যাত্রার দিন’, লালবাজারে বিজেপি প্রতিনিধি দল জানিয়ে দিল রাজ্য প্রশাসনকে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাজারে বৈঠকে বসে বিজেপি ও রাজ্য প্রশাসন। তবে বিজেপিকে নয়, রথ যাত্রা নিয়ে যা বলার আদালতে জানিয়ে দেবেন বলে বৈঠকের পর জানিয়েছেন রাজ্য সরকারের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক মোদী ও মমতা’ ঘোষণা বিচারপতির

তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন/The News বাংলা
তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন/The News বাংলা

বৃহস্পতিবার সন্ধায়, লালবাজারে ‘রথ বৈঠকে’ বসে রাজ্য সরকার ও বিজেপি। বৈঠকে রথ যাত্রা নিয়ে কি ফয়সালা হয় সেদিকেই তাকিয়ে ছিল গোটা বাংলা। আদালতের নির্দেশে ১৬ তারিখের মধ্যে বিজেপিকে জানাতে হবে রথ যাত্রা নিয়ে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন: বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে ‘রথ বৈঠকে’ রাজ্য সরকার ও বিজেপি

সন্ধ্যায় লালবাজারের কনফারেন্স রুমে রাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রতিনিধি দল। রাজ্য সরকারের তরফ থেকে ছিলেন মুখ্যসচিব নিজে। বিজেপির তরফ থেকে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়রা।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

কলকাতা হাইকোর্টে রথ যাত্রার অনুমতি না পেলেও মুখ রক্ষা হয়েছিল বাংলা বিজেপির। ‘আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে’, রাজ্যকে পরিষ্কার জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার-এর ডিভিশন বেঞ্চ। আর আদালতের সেই নির্দেশের জন্যই বৃহস্পতিবার সন্ধায় লালবাজারের এই ‘রথ বৈঠক’।

বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে 'রথ বৈঠকে' রাজ্য সরকার ও বিজেপি/The News বাংলা
বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে ‘রথ বৈঠকে’ রাজ্য সরকার ও বিজেপি/The News বাংলা

‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ সম্পূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি তা রাজ্যের প্রতিনিধি দলকে জানান বিজেপি নেতারা। মুখ্যসচিব জিজ্ঞাসা করেন, ‘তাহলে রথযাত্রা নাম কেন’? বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে জানিয়ে দেন, এই যাত্রার নাম ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ মোটেও রথ যাত্রা নয়।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

বিজেপি প্রতিনিধি দলের কাছে এই যাত্রার সব রুট, রাস্তা জানতে চান রাজ্য সরকারের প্রতিনিধি দল। বিজেপির তরফ থেকে রাজ্যকে সমস্ত রুট, রাস্তার ম্যাপ দেওয়া হয়। এরপরেই বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের ঠিক করা দিনেই রথ যাত্রা করবে তারা। শুধু কয়েকটা দিন আগে জানাতে হবে তাদের। কারন প্রধানমন্ত্রী সহ তাদের হাই প্রোফাইল নেতারা আসবেন তার জন্য সময় দরকার।

তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন/The News বাংলা
তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন/The News বাংলা

তবে বৈঠক শেষে বিজেপি প্রতিনিধিদলকে রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হয় বিজেপির এই যাত্রা নিয়ে যা বলার রাজ্যের তরফ থেকে আদালতে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আদালত আগেই এই নিয়ে রাজ্য সরকার ও বিজেপিকে সিদ্ধান্ত নিতে বলেছে। তাহলে আবার রাজ্য সরকার আদালতে যাবার কথা বলল কেন? প্রশ্ন উঠছে এটা নিয়েই।

আরও পড়ুন: বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে ‘রথ বৈঠকে’ রাজ্য সরকার ও বিজেপি

মনে করা হচ্ছে রাজ্য সরকার কোনোরকমেই বিজেপিকে এই যাত্রার অনুমতি দেবে না। আর সেটাই আদালতে জানিয়ে দেবে তারা। সব মিলিয়ে বিজেপির যাত্রা আবার আদালতে যেতে চলেছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। বাংলায় গেরুয়া রথের ভবিষ্যৎ আদালতকেই ঠিক করতে হবে বলেই মত বিশেষজ্ঞদের।

]]>