BJP vs Congress – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 07 Jun 2022 08:12:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP vs Congress – The News বাংলা https://thenewsbangla.com 32 32 উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে, ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস https://thenewsbangla.com/yogi-adityanath-bjp-fear-congress-not-contest-lok-sabha-bypolls-on-rampur-azamgarh-seats/ Tue, 07 Jun 2022 08:11:33 +0000 https://www.thenewsbangla.com/?p=15293 উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে; ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস। হ্যাঁ, গল্প হলেও সত্যি। উত্তরপ্রদেশে দুটি লোকসভা উপনির্বাচন থেকে; এবার নিজেদের সরিয়ে নিল সনিয়া-রাহুলের কংগ্রেস। দল যে প্রতিদ্বন্দ্বিতা করছে না; তা জানিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ রাজ্য কংগ্রেসের সহ সভাপতি যোগেশ দীক্ষিত। রাজ্য বিধানসভা নির্বাচনের ভরাডুবি ফলকেই, সাফাই হিসেবে তুলে ধরেছেন; প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি। তবে, কংগ্রেসের এই সিদ্ধান্তকে ঘিরে; রাজ্য ছাড়িয়ে দেশের রাজধানীতে শুরু হয়েছে জোর আলোড়ন।

উত্তরপ্রদেশের রামপুর ও আজমপড় লোকসভা আসনের উপনির্বাচন; কিন্তু ভোটের ময়দান থেকে না লড়েই পালিয়েই গেল কংগ্রেস। লোকসভা উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত; সোমবার উত্তরপ্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল। ভোটের লড়াই থেকে সরে আসার পিছনে; গত বিধানসভা নির্বাচনের ভরাডুবিকে কারণ হিসেবে দেখিয়েছেন হাত শিবির। কংগ্রেস সূত্রে খবর, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত পিছনে রয়েছে; দুই কেন্দ্রে দলের সাংগঠনিক দুর্বলতা।

কংগ্রেসের এই সিদ্ধান্তকে ঘিরে; ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। সিদ্ধান্তের পিছনে উত্তরপ্রদেশ কংগ্রেসের ভেঙে যাওয়া সংগঠন ও যোগ্য নেতৃত্বের অভাবকেই দায়ী বলে মনে করছে রাজনৈতিক মহল। গত বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে; উত্তরপ্রদেশে লড়েছিল কংগ্রেস। নির্বাচনে মাত্র ২.৩ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। এই অবস্থায় লোকসভা উপনির্বাচন লড়লে; কংগ্রেসকে আরও লজ্জার মুখে পড়ত হত বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার ভারতের কোন ভাষায় লেখা উপন্যাস পেল বুকার পুরস্কার

যদিও অন্য একটি অংশের মতে; ২০২৪ সালেই লোকসভা ভোট। উত্তরপ্রদেশের মতো রাজ্যে লড়তে গেলে; আঞ্চলিক দলের লেজুর ধরা ছাড়া কংগ্রেসের গতি নেই। সেক্ষেত্রে সোনিয়ার প্রথম পছন্দ অখিলেশ যাদব। তাই লোকসভা উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত ঘোষণার মধ্যে; সমাজবাদী পার্টিকে বন্ধুত্বের বার্তা দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তাছাড়া সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। রামপুড় ও আজমগড়ে বিরোধীরা জিতলে; রাষ্ট্রপতি নির্বাচনের আগে বড় ধাক্কা খাবে মোদী সরকার। সম্মিলিত বিরোধী জোটের স্বার্থে; কংগ্রেসের নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত বলেও মনে করা হচ্ছে। তবে নির্বাচনে না লড়ার পিছনে, নেতারা যতই সাফাই দেওয়ার চেষ্টা করুন না কেন; কংগ্রেসের ইতিহাসে পালিয়ে যাবার ঘটনা এই প্রথম। যা নিয়ে দেশ জুড়ে জোরদার প্রচার শুরু করেছে বিজেপি।

]]>
টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা, চিদম্বরমের ছেলে কার্তি-কে সিবিআই জেরা https://thenewsbangla.com/visa-to-chinese-citizens-in-exchange-for-money-p-chidambaram-son-karti-faces-cbi-interrogation/ Thu, 26 May 2022 08:21:17 +0000 https://www.thenewsbangla.com/?p=15240 টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা; চিদম্বরমের ছেলে কার্তি-কে সিবিআই জেরা। এর আগে, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায়; নাম জড়িয়েছিল বাপ-বেটার। এবার টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা! চিদম্বরমের ছেলে কার্তি-কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বেআইনি ভিসা মামলায় আরও বিপাকে; কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে তথা সাংসদ কার্তি চিদম্বরম। বৃহস্পতিবার সকাল থেকেই, কার্তি চিদম্বরম-কে; জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই আধিকারিক-রা।

টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা দেওয়ার অভিযোগে; কার্তি-কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মত, বৃহস্পতিবার সকালেই সিবিআই দফতরে যান কার্তি। সিবিআই সূত্রের খবর, চিদম্বরম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে; ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, চিদম্বরম কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ২০১১ সালে; পঞ্জাবে বেদান্ত গোষ্ঠীর একটি প্রকল্পে কাজের জন্য, ২৬৩ জন চিনা নাগরিককে টাকার বিনিময়ে; ভারতের ভিসা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন তাঁর ছেলে কার্তি।

আরও পড়ুনঃ কাশ্মীরি পণ্ডিতের পরে, ল’স্কর জ’ঙ্গিদের গু’লিতে নি’হত জনপ্রিয় অভিনেত্রী

সিবিআই সূত্রের খবর, ৫০ লক্ষ টাকার বিনিময়ে; ২৫০ জন চিনা নাগরিককে বেআইনি-ভাবে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে। যার জেরে গত সপ্তাহে দিল্লি, মুম্বই, চেন্নাই ও তামিলনাড়ুতে; চিদম্বরমের বাড়ি ও কার্যালয়ে জোরদার তল্লাশি চালিয়েছে সিবিআই।

শুধু তাই নয় কার্তির ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী এস ভাস্কররামনকে; ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে। সূত্রের দাবি, ভাস্কররামনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই; কার্তি-কে তলব করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। কার্তির ঘনিষ্ঠ সহযোগী ভাস্কররামনের মাধ্যমেই; বেআইনি ভাবে টাকার লেনদেন হয়েছিল বলে সিবিআইয়ের দাবি। ইউরোপ সফর থেকে ভারতে ফিরেই; বৃহস্পতিবার সিবিআই দফতরে যান তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ।

যদিও কংগ্রেস সাংসদের সাফ কথা, এই ধরনের কোনও ঘটনার সঙ্গে; তিনি জড়িত নন। এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সময় তিনি স্পষ্ট বলে দেন; “আমি জীবনে একজন চিনা নাগরিককেও; ভিসা পাইয়ে দিতে সাহায্য করিনি। আমার বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সব মিথ্যে”। কার্তির অভিযোগ, স্রেফ রাজনৈতিকভাবে বিরোধী বলেই; এজেন্সি দিয়ে তাঁকে হেনস্তা করা হচ্ছে। পি চিদম্বরম এবং কার্তি চিদম্বরম, দুজনেই এর আগে গ্রেফতার হয়েছিলেন; আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায়।

]]>
রাহুলকে সরিয়ে ইউপিএ মহাজোট সরকার গঠনে আসরে নামলেন সনিয়া https://thenewsbangla.com/sonia-gandhi-takes-initiative-for-upa-government-instead-of-rahul-gandhi/ Fri, 17 May 2019 09:25:26 +0000 https://www.thenewsbangla.com/?p=13018 মাঝে আর একটি মাত্র দিন; সপ্তম দফা নির্বাচনের মাধ্যমে সমাপ্ত হবে সপ্তদশ লোকসভা নির্বাচন; তারপর ২৩শে মে সেই মাহেন্দ্রক্ষণ; ভাগ্য নির্ধারিত হবে আগামী ৫ বছরের জন্য কাদের হাতে যেতে চলেছে কেন্দ্রের ক্ষমতা। তার আগেই রাহুলকে সরিয়ে; ইউপিএ মহাজোট সরকার গঠনে আসরে নামলেন সনিয়া নিজেই।

ভোটের ফলপ্রকাশের আগেই মোদী বিরোধী দলগুলোকে নিয়ে; ইউপিএ মহাজোট গঠনের তোড়জোড় শুরু করে দিল কংগ্রেস। সরকার গড়তে দলের হাল ধরলেন সনিয়া গান্ধী। এবার লোকসভা নির্বাচনে আগাগোড়াই ফ্রন্ট সাইডে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানসিকতার, বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

দলের প্রচার থেকে বিভিন্ন সম্মেলনে দলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ছিল মূলত তারই হাতে; বিগত ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে গোবলয়ের ৩ রাজ্যে বিজেপিকে ধাক্কা দেবার পরে রাহুলের দায়িত্বও অনেক বেড়ে যায়; হাতে গোনা নির্বাচনী সভা ছাড়া সনিয়া গান্ধীকে এবার সেভাবে প্রচারে দেখা যায়নি।

কিন্তু গত কয়েকমাসেই কংগ্রেসের অবস্থারও পরিবর্তন হয়েছে; দলের বিরুদ্ধে তোপ দেগে দলের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী ছাড়াও বহু কংগ্রেস নেতা যোগ দিয়েছেন বিজেপিতে; বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসে মাত্র ১০ দিনে কৃষিঋন মকুব করার কথা বললেও ক্ষমতায় এসে কৃষকদের কোনও দিশার আলো দেখাতে পারেনি কংগ্রেস।

আরও পড়ুনঃ যে কোন মুহূর্তে গ্রেফতার হবেন রাজীব কুমার

এদিকে আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের; এই অবস্থায় কংগ্রেসের অবস্থা কিছুটা ব্যাকফুটে আন্দাজ করেই মহাজোটকে নিয়েই সরকার গড়তে মরিয়া কংগ্রেস; রাহুলকে সরিয়ে তাই ব্যাটন হাতে নিলেন সনিয়া।

জোট গঠনে ইউপিএ এবং র বাইরে থাকা দলগুলোর সঙ্গেও কথা বলা হচ্ছে। গতকালই কংগ্রেসের তরফে গুলাম নবী আজাদ জানিয়েছেন; কংগ্রেসের থেকেই প্রধানমন্ত্রী হবেন এরকম কোনও ব্যাপার নেই। তেলেঙ্গানায় টিআরএস এবং অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের সাথে তিনি কথা বলেছেন।

আরও পড়ুনঃ বেকারদের ড্রাইভিং, চুল কাটার ট্রেনিং নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সাথে কথা বলেছেন জোটের ব্যাপারে। ইউপিএ মহাজোটের সম্ভাবনা উজ্জ্বল হলে; সবার আগে তারাই সরকার গড়ার দাবি জানাবেন বলেই সনিয়ার নেতৃত্বে এই তৎপরতা। কাদের ভাগ্যে শিকে ছেড়ে; তার জন্য অপেক্ষা ২৩শে মে পর্যন্ত।

]]>
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে থামাতে কংগ্রেস ‘তন্ত্র মন্ত্র’ ব্যবহার করছে https://thenewsbangla.com/congress-using-tantra-mantra-to-stop-pm-narendra-modi-says-bjp-leader/ Thu, 25 Apr 2019 16:17:15 +0000 https://www.thenewsbangla.com/?p=11633 ভারতের ভোটযুদ্ধে হাওয়া নানান দিকে বইতে শুরু করেছে। ব্যক্তিগত আক্রমণ তো ছিলই, এবার শুরু হল জ্যোতিষ শাস্ত্রের লড়াই। তন্ত্র মন্ত্রের লড়াই। কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের মন্তব্য ঘিরে শুরু হয়েছে কংগ্রেস বিজেপি তরজা। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, মোদীকে হারাতে ব্যর্থ হয়ে কংগ্রেস এখন তন্ত্র-মন্ত্র অবলম্বন করছে।

বারাণসী কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীর পদপ্রার্থী হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত মন্তব্য করেন যে, লোকসভা নির্বাচনে যদি বারাণসী আসনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হন তাহলে মোদীর পরাজয় অবশ্যম্ভাবী। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এখন মোদীর “কালসর্প যোগ” চলছে, যার অর্থ কোনও নারীর হাতেই তাঁর পরাজয় হবে।

আরও পড়ুনঃ বাংলায় সুরাপ্রেমিদের চিন্তা বাড়াল নির্বাচন কমিশন, নতুন লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ

সেই মন্তব্যকে হাতিয়ার করেই উত্তরাখন্ডের বিজেপির মিডিয়া সেলের প্রধান দেবেন্দ্র ভাসিন বলেন, “মোদীকে আর কোনও দিক থেকে পর্যদুস্ত করতে না পেরে কংগ্রেস এখন কুসংস্কার আর তন্ত্র-মন্ত্রের আশ্রয় নিয়েছে”। ভাসিনের মতে কংগ্রেসের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে কংগ্রেস মোদীকে কতটা ভয় পাচ্ছে, আর হারার ভয়ে কংগ্রেস কতটা মরিয়া হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ বাড়ি নেই, গাড়ি নেই, বাংলার অন্যতম গরিব প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভাসিন আরও বলেন, এসব কিছুর পরেও জনগণ মোদীর সঙ্গে আছে এবং আগামী পাঁচ বছরের জন্যে মোদীই আবার ক্ষমতায় আসতে চলেছেন। তবে তরজা এখানেই শেষ হয় নি। এই ‘তন্ত্র মন্ত্র’ ব্যবহার নিয়েই শুরু হয়েছে জোর শোরগোল। যদিও বৃহস্পতিবার কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় বারাণসী আসনে দাঁড়াচ্ছেন না প্রিয়াঙ্কা। কিন্তু তারপরেও চলছে বাক বিতণ্ডা।

আরও পড়ুনঃ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, অর্জুনের ভাটপাড়ায় মদন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিজেপিতে যোগ দিলেন সাধ্বী প্রজ্ঞা, দিগ্বিজয়ের বিরুদ্ধে লড়ার সম্ভাবনা https://thenewsbangla.com/sadhvi-pragya-joins-bjp-may-contest-against-congress-leader-digvijaya-singh/ Wed, 17 Apr 2019 09:49:14 +0000 https://www.thenewsbangla.com/?p=11026 মালেগাঁও বিষ্ফোরন কান্ডে জামিন পাবার পর আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। বিজেপিতে যোগ দিয়েই এবারের চলতি লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেন তিনি। দিগ্বিজয়ের বিরুদ্ধে লড়ার সম্ভাবনা সাধ্বী প্রজ্ঞার।

আরও পড়ুনঃ বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি, অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র

রাজনীতিতে যুক্ত হয়েই সাধ্বী প্রজ্ঞা বুধবার জানান, আনুষ্ঠানিক ভাবে তিনি বিজেপিতে যোগদান করলেন। এরপর তিনি ভোটে লড়বেন এবং নিশ্চিত জয়লাভ করবেন। পরিষ্কার করে না বললেও আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন, মধ্যপ্রদেশের ভোপাল কেন্দ্রে কংগ্রেসের দিগ্বিজয় সিংহের বিরুদ্ধেই তাকে প্রার্থী করা হতে পারে।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও বিষ্ফোরনের পরেই উঠে আসে সাধ্বী প্রজ্ঞার নাম। সম্প্রতি বিষ্ফোরন মামলায় জামিন পেয়েছেন তিনি। ভোপালে দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে সাধ্বীকেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছে বিজেপি।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর রাজ্যে এবার গোমাতা কে ধর্ষণ

ভোপাল লোকসভা কেন্দ্রে মোট ১৮ লক্ষ ভোটার, যার মধ্যে ২৫ শতাংশ সংখ্যালঘু। বিজেপি বহুদিন ধরেই কংগ্রেসের দিগ্বিজয় সিংহকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে আসছে। সাধ্বী প্রজ্ঞা আগেই জানিয়েছিলেন, দিগ্বিজয় সিংহের মতো কংগ্রেসের কোনো হিন্দু বিরোধী নেতার বিরুদ্ধেই তিনি লড়াই করতে ইচ্ছুক।

আরও পড়ুনঃ রাহুলকে রাজনীতিতে অপরিপক্ক বলে কটাক্ষ প্রাক্তন কংগ্রেস মন্ত্রীর

সাধ্বী প্রজ্ঞা হিন্দুত্বের প্রচার মুখ হিসেবে বিশেষ পরিচিত। ছাত্রীবস্থায় সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত ছিলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা এবং দুর্গাবাহিনীর সাথেও যুক্ত তিনি।

আরও পড়ুনঃ মুসলিম বলেই আব্বার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কমিশন, দাবি আজম পুত্রের

১৯৮৯ সাল থেকে ভোপাল লোকসভা কেন্দ্রে একবারের জন্যেও জয়লাভ করেনি কংগ্রেস এবং ওই সময় থেকেই ভোপাল বিজেপির দুর্ভেদ্য গড় হিসেবে পরিচিত। বিজেপি সাংসদ অশোক সঞ্জার ২০১৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ৩ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কা বঢরাকে চোরের স্ত্রী হিসেবেই জানবে দেশবাসী, বিস্ফোরক উমা ভারতী

চলতি ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস এই আসনে দিগ্বিজয় সিংহকে প্রার্থী করেছে। ২০১৮ মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভোপাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮ টি বিধানসভার মাত্র ৩ টি তে জয়লাভ করেছে কংগ্রেস। এখন দিগ্বিজয় সিংকে কতটা লড়াইয়ে ফেলতে পারেন সাধ্বী প্রজ্ঞা, সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ দেশকে চমকে দিয়ে লোকসভা নির্বাচনে রূপান্তরকামী রাধা
আরও পড়ুনঃ কোটি কোটি কালো টাকা উদ্ধারের পর ভোট বাতিলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কালো টাকা উদ্ধার নিয়ে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে কটাক্ষ স্মৃতির https://thenewsbangla.com/smriti-irani-said-mp-it-raids-prove-congress-govt-looted-so-much-money/ Wed, 10 Apr 2019 12:29:56 +0000 https://www.thenewsbangla.com/?p=10472 পরপর তিন দিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ঘনিষ্টদের বাড়ি তল্লাশি করে উদ্ধার ২৮১ কোটি টাকা, প্রাথমিকভাবে যা দিল্লিতে রাজনৈতিক দলের ভোট প্রচারের কাজে লাগানোর কথা ছিল, এমনটাই উঠে এসেছে তদন্তে। আর এই বিষয় নিয়েই কংগ্রেসকে খোঁচা দিয়েছে বিজেপি। এবার কংগ্রেসকে ফের কটাক্ষ করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানী।

আরও পড়ুনঃ ভোটের ঠিক আগে রাফাল মামলা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস ক্ষমতায় এসেছে, মাত্র কয়েক মাসের মাথায় তাদের প্রভাবশালী নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। আর এখানেই মধ্যপ্রদেশ সরকারকে এক হাত নিয়েছে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানী। স্মৃতির কটাক্ষ, কংগ্রেস ক্ষমতায় এসেছে ছয় মাসও হয়নি, এর মধ্যেই তারা কালো টাকা জমাতে শুরু করে দিয়েছে।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

উল্লেখ্য, রবিবার থেকেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘনিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের বাড়ি তল্লাশি চলছে। ভোপাল, ইন্দোর সহ বিভিন্ন জায়গায় হানা দিয়ে ইতিমধ্যেই মিলেছে ২৮১ কোটি টাকা, যা নিয়ে যথেষ্ঠ চাপে রয়েছে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। কমলনাথ এর পর ফেঁসে গেছেন আহমেদ প্যাটেলও। কংগ্রেসের দফতর এখন আয়কর গোয়েন্দাদের টার্গেট। আর এই নিয়েই কংগ্রেসকে কটাক্ষ করলেন স্মৃতি।

আরও পড়ুনঃ পথ হারাল মমতার হেলিকপ্টার, হতে পারত বড় বিপদ

রবিবার খুব সকালেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের একাধিক প্রাক্তন ও বর্তমান সহযোগীর বাড়িতে তল্লাশি শুরু করা হয়। তল্লাশি হয় কমলনাথের ব্যক্তিগত সচিব প্রবীণ কক্করের ইন্দোর ও ভোপালের বাড়িতে এবং প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার মিগলানির দিল্লির বাড়িতে। কমলনাথ ঘনিষ্ঠ প্রভাবশালী এই দুই ব্যক্তির বাড়িতেই উদ্ধার হয় কয়েক কোটি অর্থ।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

আয়কর দপ্তরের অফিসারেরা দুই ভাগ হয়ে তল্লাশি শুরু করেন। ১৫ জন অফিসারের একটি দল প্রবীণ কক্করের ইন্দোরের বাড়িতে তল্লাশি চালান। বাড়ির গ্যারেজ সহ সংলগ্ন আরও ৬ টি জায়গায় তল্লাশি চালানো হয়। অন্য একটি দল কমলনাথের প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার মিগলানির দিল্লির বাসভবনে তল্লাশি চালান। উল্লেখ্য, কক্কর এবং নিগলানি দুজনেই বহুদিন ধরে আয়কর দপ্তরের নজরে ছিলেন। তবে এর সবটাই ভোটের মুখে বিজেপির চক্রান্ত বলে জানিয়েছে কংগ্রেস।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের ঠিক আগে রাফাল মামলা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/supreme-court-says-stolen-rafale-document-admissible-in-court-setback-for-modi-govt/ Wed, 10 Apr 2019 07:08:20 +0000 https://www.thenewsbangla.com/?p=10439 ভোটের ঠিক আগে রাফাল মামলায় সুপ্রিম কোর্টের রায়ে জোর ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার। রাফাল চুক্তির নথি নিয়ে কেন্দ্রের আপত্তিকে খারিজ করে দিল শীর্ষ আদালত। ফাঁস হওয়া নথিকেই প্রামাণ্য হিসেবে মেনে নেওয়া হবে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুনঃ রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড ভারতে নাকি পাকিস্তানে, সন্দেহ প্রকাশ অমিতের

রাফাল মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদী সরকার। রাফাল মামলায় নথি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করল সর্বোচ্চ আদালত। কেন্দ্রের ক্লিনচিট দেওয়া নিয়ে আপত্তিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। বলা যেতে পারে ফাঁস হওয়া নথিকে কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট। গতবছর ডিসেম্বরে রাফাল নিয়ে যে রায় দেওয়া হয়েছিল তার পুনর্বিবেচনা করা হবে বলেই জানিয়ে দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বে়ঞ্চ।

আরও পড়ুনঃ মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী, মন্তব্য আদিত্যনাথের

রঞ্জন গগৈ ছাড়াও বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও কেএম জোসেফের বেঞ্চ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল শীর্ষ আদালত। এরপর প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক নথি ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। যেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর দফতর রাফাল চুক্তি নিয়ে যে সমান্তরাল সমঝোতা চালাচ্ছিল তাতে আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। এই খবর প্রকাশিত হওয়ার পরই আদালতের রায় পুনর্বিবেচনার দাবিতে পরপর পিটিশন দাখিল হয়।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ভরাডুবির আশঙ্কা, ইঙ্গিত সমীক্ষায়

রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আপত্তি জানিয়েছিল কেন্দ্রী সরকার। সরকারের যুক্তি ছিল, প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফাল নথি। সংবাদমাধ্যমে ফাঁস হওয়া নথি প্রামাণ্য হিসেবে যেন বিচার না-করা হয়। বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বে়ঞ্চ সেই আপত্তি খারিজ করে দিয়েছে। গগৈ ছাড়াও বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও কেএম জোসেফের বেঞ্চ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

গোপন নথি প্রকাশ্যে আসার পর সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল প্রথমে দাবি করেন, প্রতিরক্ষামন্ত্রক থেকে রাফাল সংক্রান্ত নথি চুরি গিয়েছে। প্রতিরক্ষামন্ত্রক থেকে কীভাবে নথি চুরি গেল? সুরক্ষা কোথায় তবে? এ প্রশ্নে বিরোধীরা সরব হওয়ার পরই ১৮০ ডিগ্রি ঘুরে অ্যাটর্নি জেনারেল দাবি করেন, বেআইনি ভাবে ওই নথি ফোটোকপি করা হয়েছে। যা সরকারি গোপনীয়তাকে লঙ্ঘন করেছে। ফলে এই নথিকে ‘প্রামাণ্য নথি’ হিসেবে গ্রাহ্য করা যায় না।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

এর আগে, গত ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার ব্যাপারে অনিয়ম হয়েছে বলে যে সমস্ত জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, সেগুলি সবই খারিজ করে দেয় আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাফাল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কেন্দ্রের চুক্তি প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট। এই চুক্তিতে কোনওরকম হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছিল দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

বুধবারের রায়ের পর ফের বিজেপিকে তুলধোনা করল কংগ্রেস। ভোটের ঠিক একদিন আগে এই নির্দেশে অস্বস্তিতে বিজেপি। আর এটাকেই ভোট প্রচারের হাতিয়ার করেছে কংগ্রেস। আবেদনকারীর মধ্যে প্রশান্ত ভূষণ ও অরুণ শৌরি এটাকে ভোটের আগে মোদী সরকারের হার বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন
আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কংগ্রেস ক্ষমতায় ফিরলে বিনামূল্যে চাকুরির পরীক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাহুল https://thenewsbangla.com/rahul-gandhi-promises-no-fee-application-if-congress-returns-to-power/ Tue, 09 Apr 2019 10:08:23 +0000 https://www.thenewsbangla.com/?p=10368 লোকসভার নির্বাচনের প্রথম দফা ভোটের বাকি আর মাত্র ২ দিন। শেষ মুহূর্তেও কোনও দল প্রতিশ্রুতি প্রদানে খামতি রাখতে চাইছে না। ক্ষমতা দখলে কম চেষ্টা করছে না গত লোকসভা নির্বাচনে প্রায় ব্রাত্য হয়ে যাওয়া কংগ্রেস। ক্ষমতায় ফিরলে সরকারি পরীক্ষা নেওয়া হবে বিনামূল্যে, সোমবার এমনই প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী।

নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

কিছুদিন আগেই শিক্ষা ঋন মকুব করার কথা বলেছেন কংগ্রেস সভাপতি। ক্ষমতায় এসেই এই মুহূর্তে বিভিন্ন সরকারি ক্ষেত্রের ৪ লক্ষ শূন্য পদ পূরণ করবে বলে তিনি জানান।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী প্রতি বছর ২ কোটি কর্মসংস্থানের ব্যবসা করার প্রতিশ্রুতি দিলেও তার খুব সামান্য অংশই পূর্ণ হয়েছে। এই বিষয়েও কটাক্ষ করেন রাহুল গান্ধী। মোদী প্রতিশ্রুতি পূরনে সক্ষম না হলেও কংগ্রেস ক্ষমতায় এসে বেকার যুবকদের স্বপ্ন পূরণ করবে বলে জানান কংগ্রেস সভাপতি।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

কিছুদিন আগেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ন্যায় স্কীম ঘোষণার মাধ্যমে দেশের ৫ কোটি দরিদ্র পরিবারকে বছরে ৭২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও এই স্কীমের প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত বা আদৌ এই স্কীম চালানো সম্ভব কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা ও সচিবের বাড়ি ইনকাম ট্যাক্স তল্লাশিতে উদ্ধার কোটি কোটি টাকা https://thenewsbangla.com/income-tax-raids-on-madhya-pradesh-cm-kamal-naths-close-aides/ Sun, 07 Apr 2019 14:04:30 +0000 https://www.thenewsbangla.com/?p=10245 মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কমল নাথ এর সচিব ও ঘনিষ্ঠ নেতাদের বাড়ি তল্লাশি করে উদ্ধার কোটি কোটি টাকা। ভোটের মুখে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। ভোটের মুখে বিজেপির চক্রান্ত, পরিষ্কার জানিয়েছে কংগ্রেস। সব মিলিয়ে ইনকাম ট্যাক্স তল্লাশিকে কেন্দ্র করে তুলকালাম মধ্যপ্রদেশ তথা দেশের রাজনীতি।

ভোটের মুখে কংগ্রেস নেতাদের বাড়ি তল্লাশি করে উদ্ধার ৯ কোটি টাকা। রবিবার সকালেই তল্লাশি চালানো হয় সদ্য মধ্যপ্রদেশে ক্ষমতায় আসা কংগ্রেসের মুখ্যমন্ত্রী কমলনাথ ঘনিষ্ঠদের বাড়িতে। আর তাতেই বেরিয়ে আসে বেআইনি কোটি কোটি টাকার হদিস।

এদিন সকালেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের একাধিক প্রাক্তন ও বর্তমান সহযোগীর বাড়িতে তল্লাশি শুরু করা হয়। তল্লাশি হয় কমলনাথের ব্যক্তিগত সচিব প্রবীণ কক্করের ইন্দোর ও ভোপালের বাড়িতে এবং প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার মিগলানির দিল্লির বাড়িতে। কমলনাথ ঘনিষ্ঠ প্রভাবশালী এই দুই ব্যক্তির বাড়িতেই উদ্ধার হয় কয়েক কোটি অর্থ।

আয়কর দপ্তরের অফিসারেরা দুই ভাগ হয়ে তল্লাশি শুরু করেন। ১৫ জন অফিসারের একটি দল প্রবীণ কক্করের ইন্দোরের বাড়িতে তল্লাশি চালান। বাড়ির গ্যারেজ সহ সংলগ্ন আরও ৬ টি জায়গায় তল্লাশি চালানো হয়। অন্য একটি দল কমলনাথের প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার মিগলানির দিল্লির বাসভবনে তল্লাশি চালান। উল্লেখ্য, কক্কর এবং নিগলানি দুজনেই বহুদিন ধরে আয়কর দপ্তরের নজরে ছিলেন।

এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ এনেছে বিরোধীরা। সরকারী সংস্থাকে হাত করে রাজনৈতিক স্বার্থে বিরোধীদের বাড়ি তল্লাশি চালানো হচ্ছে বলে কংগ্রেসের অভিযোগ। এর আগেও কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী ঘনিষ্ঠদের বাড়ি তল্লাশি চালিয়েছিল আয়কর দপ্তর। তখনও বিজেপির বিরুদ্ধে একই অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা।

ইনকাম ট্যাক্স তল্লাশিকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপি দুই দলই নির্বাচন কমিশনে যাচ্ছে বলেই জানা গেছে। নির্বাচন কমিশন কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

]]>
হিন্দুধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের উর্মিলার বিরুদ্ধে https://thenewsbangla.com/complaint-against-urmila-matondkar-for-calling-hinduism-most-violent-religion/ Sun, 07 Apr 2019 06:29:26 +0000 https://www.thenewsbangla.com/?p=10234 হিন্দুধর্ম বিশ্বের সবচেয়ে হিংসাত্মক ধর্ম, একটি টেভিভিশন শো তে কিছুদিন আগে এমনই মন্তব্য করেছিলেন বলিউড অভিনেত্রী তথা সদ্য কংগ্রেসে যোগ দেওয়া মুম্বাই উত্তরের কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতন্ডকর। হিন্দুদের ভাবাবেগে আঘাত ও হিন্দুদের অপমান করার জন্য উর্মিলা মাতন্ডকর, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ওই টেলিভিশনের এক সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি মুখপাত্র সুরেশ নখুলা।

আরও পড়ুনঃ ভোট বাজারে মেজাজ হারালেন মমতার মন্ত্রী, বিজেপি প্রার্থীকে মারতে গেলেন

সুরেশ নখুলা জানান, গত ৫ই এপ্রিল রাত ৮ টায় একটি টিভি প্রোগ্রামে তিনি বলিউড অভিনেত্রী তথা মুম্বাই উত্তরের কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতন্ডকরকে হিন্দুধর্ম সম্পর্কে মিথ্যা, বিদ্বেষমূলক ও বিষাক্ত মন্তব্য করতে শোনেন, যেখানে উর্মিলা হিন্দুধর্মকে বিশ্বের সবচেয়ে হিংসাত্মক ধর্ম বলে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ সন্ত্রাসবাদ বড় ইস্যু না হলে নিরাপত্তার বেষ্টনী ত্যাগ করুন, রাহুলকে পরামর্শ সুষমার

তিনি আরও বলেন, টেলিভিশনে উর্মিলার এই মন্তব্য হিন্দুধর্মের পক্ষে যেমন অবমাননাকর, তেমনি ভারতের ভাবমূর্তির ক্ষেত্রেও তার প্রভাব নেতিবাচক। এই মন্তব্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। এই অভিযোগেই উর্মিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ লাইভ ডিবেটে অসহিষ্ণুতা, সঞ্চালক ও বিজেপি নেতার দিকে গ্লাস ছূঁড়লেন কংগ্রেস নেতা

অভিযোগ দায়ের হয়েছে টিভি প্রোগ্রামের সঞ্চালকের বিরুদ্ধেও। উর্মিলার হিন্দুধর্ম সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য কেনো টিভিতে সম্প্রচার করা হলো, সেই বিষয়ে জবাবদিহি চাওয়া হয়েছে বিজেপির তরফে। বিজেপি মুখপাত্র সুরেশ নকুলা ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ, ৫০৫ এবং ৩৪ নং ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ তিন লাখ কোটি টাকায় বিবাহবিচ্ছেদ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>