BJP vs BSP – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 13 May 2019 10:46:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP vs BSP – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মোদীর জন্য সংসার ভাঙার ভয় পাচ্ছেন বিজেপি নেতার স্ত্রীরা, দাবি মায়াবতীর https://thenewsbangla.com/modi-mayawati-bjp-bsp-leader-women-fear-husband-leave-meeting-pm/ Mon, 13 May 2019 10:11:45 +0000 https://www.thenewsbangla.com/?p=12868 লোকসভা নির্বাচন চলাকালীন রাজনৈতিক নেতা নেত্রীদের একে অপরকে করা ব্যক্তিগত আক্রমণের পারদ ক্রমে চড়েই যাচ্ছে; সেই ধারাবাহিকতা বজায় রাখলেন বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিম মায়াবতী; আলওয়ার গ্যাংরেপের মামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি।

মোদীকে আক্রমণ করতে গিয়ে নিম্নরুচির বক্তব্য রাখেন মায়াবতী; একটি সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে মায়াবতী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন; মোদীজী সব জনসভায় জনগনকে ভাই ও বোন বলে সম্বোধন করেন; কিন্তু তিনি নিজের বউকেই দেখেন না।

আরও পড়ুনঃ গডসে স্বাধীন ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসবাদী, বললেন কমল হাসান

এরপরেই নিম্নরুচির প্রকাশ ঘটান মায়াবতী। তিনি বলেন; তিনি অনেকের কাছেই শুনেছেন যে; বিজেপি নেতার স্ত্রীরা ভয় পাচ্ছেন কারণ যে কোনও মুহূর্তে মোদীর প্রভাবে দলের অন্যান্য নেতারাও তাঁদের স্ত্রীকে ছেড়ে যেতে পারেন; দেশের মহিলাদের তাই মোদীকে ভোট না দিতে অনুরোধ করেন মায়াবতী।

দলিতদের জন্য নরেন্দ্র মোদী কিছুই করেননি; যেটুকু ভালবাসা দেখিয়েছেন দলিতদের প্রতি তাঁর সবটাই লোকদেখানো বলে মন্তব্য করেন মায়াবতী; তিনি আরও বলেন মোদী যতই চেষ্টা করুক দলিতদের মন পেতে দলিতরা রোহিথ ভেমুলা ও উনা ঘটনাগুলো ভুলে যায়নি।

আরও পড়ুনঃ দাবিদাওয়া না মেটায় সোনাগাছির ভোট এবার যাবে নোটা বোতামে

এদিন নরেন্দ্র মোদীর জাত নিয়েও কটাক্ষ করেন মায়াবতী; অবশ্য এর আগেও প্রধানমন্ত্রীর জাত নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মায়াবতী; দলিতদের ধোঁকা দিতেই অনৈতিক উপায়ে প্রধানমন্ত্রী নিম্নবর্গের মানুষ সেজেছেন প্রধানমন্ত্রী; এমনই বিষ্ফোরক মন্তব্য করেছিলেন মায়াবতী।

মায়াবতী বলেছিলেন; নরেন্দ্র মোদী আসলে উচ্চবর্গের মধ্যে পড়েন; অখিলেশ এবং মূলায়ম সিংয়ের মতই মোদীও উচ্চবর্গের ঘরে জন্ম নিয়েছেন; কিন্তু রাজনৈতিক স্বার্থে দলিতদের ব্যবহার করতেই তিনি নিজেকে নিম্নবর্গের বলে পরিচয় দেন বলে জানিয়েছিলেন মায়াবতী।

আরও পড়ুনঃ এক কোটি টাকা সহ আসানসোলে গ্রেফতার দিলীপ ঘোষের আপ্ত সহায়ক

যদিও মায়াবতীর এই দাবি মিথ্যা প্রমানিত হয়। নরেন্দ্র মোদী মোধ ঘাঞ্চি জাতের মধ্যে পড়েন; যাদের মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী ১৯৯৪ সালে ওবিসির আওতাভুক্ত করা হয়। এদিন প্রধানমন্ত্রীর বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে তাঁর পদত্যাগ দাবি করেন মায়াবতী।

]]>
ভুল করে বিএসপি কে ভোট না দিয়ে নিজের হাতের আঙুল কেটে প্রায়শ্চিত্ব https://thenewsbangla.com/bsp-supporter-pawan-kumar-chops-finger-after-accidentally-voting-for-bjp/ Fri, 19 Apr 2019 07:13:21 +0000 https://www.thenewsbangla.com/?p=11192 ভুলবশত ইভিএমে বিএসপি প্রার্থীর বোতাম না টিপে বিজেপি প্রার্থীর বোতাম টিপে ভোট দিয়েছেন, আর সেই ভুলের মাশুল হিসেবে এক ব্যক্তি নিজেই কেটে ফেললেন নিজের হাতের আঙুল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের শিকারপুর এলাকায়।

উত্তরপ্রদেশের বুলন্দশহর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি সাংসদ তথা এবারের লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী ভোলা সিং এবং সপা বসপা আরএলডির মহাজোটের প্রার্থী যোগেশ ভার্মার মধ্যে।

আরও পড়ুনঃ ভোটের পরেও অশান্ত চোপড়ায় গুলির লড়াই, গুলিবিদ্ধ সপ্তম শ্রেণীর ছাত্র

এদিন বুলন্দশহর লোকসভা কেন্দ্রের শিকারপুর এলাকার আবদুল্লাপুর হুলাসান গ্রামের বাসিন্দা, ২৫ বছর বয়সের পবন কুমার তার ভোট দিতে ভোটকেন্দ্রে যান, কিন্তু ভুলক্রমে বিএসপি প্রার্থীকে ভোট না দিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেন।

আরও পড়ুনঃ চলে গেলেন ৪২ এর স্বাধীনতা আন্দোলনের শেষ জীবিত সৈনিক

হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে চপার দিয়ে নিজের আঙুল কেটে ফেলেন পবন কুমার। এরপরেই তিনি একটি ভিডিও বের করেন, যেখানে বিজেপিকে ভোট করার অনুতাপে তাকে নিজের আঙুল কাটতে দেখা যাচ্ছে। ট্যুইটারে ইতিমধ্যেই ভাইরাল ভিডিওটি।

উত্তরপ্রদেশে বৃহস্পতিবার নির্বাচিত হয় লোকসভার দ্বিতীয় দফার নির্বাচন। মোট ৭ দফায় সম্পন্ন হবে উত্তরপ্রদেশের নির্বাচন।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোট গঠন করেছে অখিলেশ যাদবের এসপি, মায়াবতীর বিএসপি ও অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদল। ৮০টি লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে এসপি, বিএসপি ও আরএলডির মধ্যে আসনরফা হয়েছে যথাক্রমে ৩৮, ৩৭ এবং ৩ টি আসনে।

আরও পড়ুনঃ নদিয়ায় ইভিএমের দায়িত্বে থাকা নোডাল অফিসার নিখোঁজ, ভোটকর্মীদের মধ্যে চাঞ্চল্য

২০১৪ লোকসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি সারা দেশে একাই ৫০৩ টি আসনে প্রার্থী দেয়। যদিও একজন প্রার্থীও কোনও আসনে জয়লাভ করতে পারেনি বিগত লোকসভা নির্বাচনে।

আরও পড়ুনঃ রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ায় সঞ্জয় দত্তকে শোকজ করল নির্বাচন কমিশন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>