BJP State President Sukanta Majumdar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 02 Jul 2022 13:34:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP State President Sukanta Majumdar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপি লোকসভায় কটা আসন জিতলে, কান ধরে ওঠবস করার চ্যালেঞ্জ ছুঁড়লেন ফিরহাদ হাকিম https://thenewsbangla.com/tmc-leader-firhad-hakim-challenges-bengal-bjp-president-sukanta-majumdar/ Sat, 02 Jul 2022 13:18:22 +0000 https://www.thenewsbangla.com/?p=15778 কান ধরে ওঠবস করার চ্যালেঞ্জ ছুঁড়লেন ফিরহাদ হাকিম। ‘কান ধরে ওঠবস করবেন’! চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় এর মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু এই ধরনের অদ্ভুত চ্যালেঞ্জ কেন করলেন; রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম? আসলে লোকসভা ভোট নিয়ে বিজেপিকে এই ধরনের; চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। ‘আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি ২৫টি আসন পাবে’; বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তের সেই দাবিকে চ্যালেঞ্জ করে, কলকাতার মেয়র বলেন; “লোকসভা ভোটে বাংলায় বিজেপি যদি ২৫ আসন পায়; আমি তাহলে কান ধরে ওঠবোস করব”। আগামী লোকসভা ভোটে; বিজেপি শূন্য পাবে বলেও দাবি করেন তিনি।

বাংলা বিধানসভা নির্বাচনের সময়, বিজেপির জনপ্রিয় শ্লোগান ছিল; “আব কি বার, দোশো পার”। কিন্তু বিধানসভার নির্বাচনের রেজাল্টের পরে; বাংলা নিয়ে বিজেপির মোহ ভঙ্গ হয়েছিল। একশোর গণ্ডিও পার করতে পারেনি বিজেপি। এবারে ২০২৪ লোকসভা নির্বাচনে, বিজেপি বাংলা থেকে অন্তত ২৫টি আসন পাবে বলে; দলীয় কর্মীদের উৎসাহিত করছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গেই সুকান্ত মজুমদারকে তোপ দেগে ফিরহাদের মন্তব্য; “বিজেপি যদি ২৫টি আসন না পায়; তাহলে রাজনীতি ছাড়তে হবে সুকান্তকে”।

আরও পড়ুনঃ বিতর্কিত মন্তব্যের জের, নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি কলকাতা পুলিশের

শনিবার কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানেই ফিরহাদের বলেন; এবার বিজেপি শূন্য পাবে; লিখে রাখুন। আগেরবার ধুয়ো তুলে কিছু আসন পেলেও; এবার বিজেপি একটা আসনও পাবে না বলে দাবি ফিরহাদ হাকিমের। ২০১৯ এর লোকসভা নির্বাচনে রেকর্ড ১৮টি আসন; বাংলা থেকে জেতে গেরুয়া শিবির।

আরও পড়ুনঃ মা’ওবা’দীদের নামে হু’মকি চিঠি দিয়ে, টাকা আদায় ‘খোদ’ রাজ্য পুলিশের

এদিন ফিরহাদের দাবি; “মানুষ বিজেপিকে আর বিশ্বাস করে না”। এরপরই ফিরহাদের চ্যালেঞ্জ, “সুকান্তবাবু লিখে দিক বিজেপি যদি ২৫ আসন না পায়; তাহলে উনি কী করবেন। লিখে দিক, উনি রাজনীতি ছেড়ে দেবেন। কান ধরে ওঠবোস করবেন। আমি তো বলছি, বিজেপি বাংলায় ২৫টি আসন পেলে; কান ধরে ওঠবোস করব”। এর আগেও তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল; এইরকম ভোটের চ্যালেঞ্জ নিয়ে হেরে গিয়েছিলেন; কিন্তু দাবি অনুযায়ী কথা রাখেননি।

]]>
রাস্তায় গ্রেফতার, সুকান্ত মজুমদারকে হাওড়া যেতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ https://thenewsbangla.com/bjp-state-president-sukanta-majumdar-arrested-from-nabanna-toll-plaza-on-way-to-howrah/ Sat, 11 Jun 2022 12:33:12 +0000 https://www.thenewsbangla.com/?p=15420 মাঝ রাস্তায় গ্রেফতার, সুকান্ত মজুমদারকে হাওড়া যেতে দিল না; মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সুকান্ত মজুমদারকে হাওড়া যাবার পথে; নবান্নের টোল প্লাজায় আটকে লালবাজারে নিয়ে আসে; কলকাতা পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু থেকেই গ্রেফতার; বিজেপির রাজ্য সভাপতি। “উ’স্কানি পলিটিক্স, ওদিকে শূন্য পাওয়া একাংশের চক্রান্ত; সবই ব্যর্থ হব”; ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের।

পুলিশি বাধা উপেক্ষা করে, রাস্তায় বেরনোর অভিযোগে; গ্রেফতার করা হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। শনিবার অশান্ত হাওড়ার পরিস্থিতি; দেখতে যাচ্ছিলেন তিনি। সেখানে যেতে তাঁকে আগেও বাধা দেওয়া হয়েছিল; কলকাতা পুলিশের তরফে। তাঁকে সকালের দিকে; বাড়িতেই কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল। কিন্তু সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে হাওড়ার পথে যেতে গেলেই; দ্বিতীয় হুগলি সেতুর উপর টোল প্লাজার কাছে তাঁকে পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুনঃ ‘অশান্তি আটকাতে সম্পূর্ণ ব্যর্থ’, হাওড়ার পুলিশে বদল করে স্বীকার করে নিল নবান্ন

নবীকে নিয়ে বিজেপি নেত্রীর, বিতর্কিত মন্তব্যের জেরে; শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া। উলুবেড়িয়ার মনসাতলায় অগ্নিদগ্ধ বিজেপি কার্যালয় পরিদর্শনে যান; বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তবে পথেই আটকানো হয় আরেক বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে; তবে সেসব বাধা পেরিয়ে পাঁচলায় পৌঁছে যান প্রিয়াঙ্কা। পুলিশি নিরাপত্তার জেরে নিউটাউনের বাড়ি থেকে; প্রথমে বেরতেই পারেননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে পরে তিনি জোর করেই; বেরিয়ে বিদ্যাসাগর সেতু পর্যন্ত পৌঁছন। আর সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্বলছে পাঁচলা, বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি

পুলিশ প্রিজন ভ্যানে তুলে বিজেপি রাজ্য সভাপতিকে; নিয়ে আসা হল লালবাজারে। এদিকে, হাওড়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকায়; জরুরি বৈঠকে বসেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। সূত্রের খবর, নবান্নে এই বৈঠকে ছিলেন; মুখ্যসচিব, এডিজি আইনশৃঙ্খলা। এরপরেই হাওড়ায় পরপর তিনদিন অশান্তির জেরে; সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকরকে। তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল। হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হলেন; প্রবীণ কুমার ত্রিপাঠী।

এমনকি সরিয়ে দেওয়া হল; হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের; ডেপুটি কমিশনার হচ্ছেন সৌম্য রায়। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হচ্ছেন; স্বাতী ভাঙ্গারিয়া।

]]>
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত-কে ‘গৃহবন্দী’ করল মমতার পুলিশ https://thenewsbangla.com/bjp-state-president-sukanta-majumdar-house-arrest-by-wb-police/ Sat, 11 Jun 2022 07:49:54 +0000 https://www.thenewsbangla.com/?p=15401 বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে; ‘গৃহবন্দী’ করল মমতার পুলিশ। গত দুদিন ধরে রাজ্যে চলা ক্রমাগত হিং’সার জেরে; হাওড়ার উলুবেড়িয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত; সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এরই মধ্যে, দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে; শনিবার উলুবেড়িয়া যাবার কথা ছিল সুকান্ত মজুমদারের। কিন্তু শনিবার সকাল থেকেই দেখা যায়; সুকান্তর নিউটাউনের বাড়ি ঘিরে ফেলেছে কলকাতা পুলিশ। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, বিনা কারণে কোন কাগজ ছাড়াই; তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না।

বাড়িতেই আটকে থেকে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার; পুলিশের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পরেন। বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে; বৃহস্পতি ও শুক্রবার উ’ত্তপ্ত হয়ে ওঠে হাওড়া জেলা। বৃহস্পতিবার বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে; ডোমজুড়ের অঙ্কুরহাটি থেকে ধূলাগড় মোড়। যানজট ছড়িয়ে পড়ে কোনা এক্সপ্রেসওয়েতে। প্রায় ১১ ঘণ্টা ধরে চলে অবরোধ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ; পাশাপাশি আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে রেলপথেও। রেললাইনে নেমে টায়ার জ্বা’লিয়ে; বি’ক্ষোভ দেখান আন্দোলনকারীরা। জ্বা’লিয়ে দেওয়া হয় বিজেপি পার্টি অফিস।

আরও পড়ুন; দুদিন ‘তা’ণ্ডব’ করেও কারোর শাস্তি হল না, নিরীহ পোস্ট করে গারদে ঐশ্বানী

শনিবার উলুবেড়িয়ার মনসাতলায় অগ্নি’দগ্ধ বিজেপি কার্যালয়; পরিদর্শন করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন; রাজ্যের আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে। অন্যদিকে উলুবেড়িয়া যাবার রাস্তাতেই; আটকে দেওয়া হয় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এর গাড়ি। অন্যদিকে পুলিশি নিরাপত্তার জেরে, নিউটাউনের বাড়ি থেকে; বেরতেই পারলেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন; জাতীয় সড়ক অবরোধে প্রশাসন চুপ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

এদিন সুকান্ত মজুমদার অভিযোগ করেন; মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাঁকে কার্যত ‘গৃহবন্দী’ করে রেখেছে। তাঁর বক্তব্য, ১৪৪ ধারা যে অঞ্চলে লাগু আছে; সেখানে তাঁকে আটকালে তাও মেনে নেওয়া যেত। কিন্তু পুলিশ অনৈতিক ভাবে, তাঁকে গৃহবন্দী করেছে; বলে অভিযোগ সুকান্ত মজুমদারের। শনিবার সকালে গার্ডরেল দিয়ে; বিজেপি রাজ্য সভাপতির বাড়ি ঘিরে দেওয়া হয় পুলিশের তরফে। ফলে উপ’দ্রুত এলাকাতে যাওয়া তো দূরের কথা; নিজের বাড়ি থেকে বেরতেই পারলেন না রাজ্যের বিজেপি সভাপতি।

]]>