BJP Rath Yatra – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 16 Jan 2019 12:52:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP Rath Yatra – The News বাংলা https://thenewsbangla.com 32 32 আবার প্রথম থেকে শুরু, সুপ্রিম নির্দেশে রথ চালাতে ফের নবান্নে বিজেপি https://thenewsbangla.com/bjp-again-in-nabanna-for-rath-yatra-permission-after-supreme-court-rules/ Wed, 16 Jan 2019 12:34:48 +0000 https://www.thenewsbangla.com/?p=5711 “বিনা যুদ্ধে রথ যাত্রা লড়াই ছাড়া যাবে না। রাজ্যের রাস্তায় রথ চালাতেই হবে”। এমনটাই যেন পণ করেছে বিজেপি। আর তাই শিলিগুড়িতে ‘বস্তাবন্দি’ গেরুয়া রথকে বাংলার রাস্তায় চালাতে ফের মমতার দরবারে বঙ্গ বিজেপি। ‘রথ যাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ নিয়ে, নতুন করে রাজ্যের কাছে প্রস্তাব পেশ করতে পারে বিজেপি, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চ। তাই ফের নতুন প্রস্তাব নিয়ে নবান্নে বঙ্গ বিজেপি।

আরও পড়তে পারেনঃ

উধাও কংগ্রেস বিধায়ক, লোকসভার আগেই সরকার গড়তে চলেছে বিজেপি

মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন

কলকাতা হাইকোর্টের পর মঙ্গলবার সুপ্রিম কোর্টেও আটকে যায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বা ‘রথ যাত্রা’। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চেও মঙ্গলবার অনুমতি পায়নি বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’। রাজ্যের হাতেই রথ যাত্রার অনুমতি দেওয়া-না দেওয়া নির্ভর করছে, বলে মঙ্গলবার জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। পুরোপুরি বাতিল না করলেও, আপাতত তাই বন্ধ হয়ে যায় বিজেপির রথ যাত্রা। এই রায়ের পর লোকসভা ভোটের আগে মমতার কাছে বড় ধাক্কা খেল বঙ্গ বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়তে পারেনঃ

সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিরল বিশ্বরেকর্ডের চূড়ায় বাঙালি

মন্দিরে ঢুকে বিপ্লবের শাস্তি, পিটিয়ে বৌমাকে হাসপাতালে পাঠাল শাশুড়ি

যাত্রার অনুমতি না দিলেও সুপ্রিম কোর্ট বিজেপিকে আশার আলো দেখিয়েছিল। ‘রথ যাত্রা’ বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ নিয়ে, নতুন করে রাজ্যের কাছে প্রস্তাব পেশ করতে পারে বিজেপি, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চ। সেই নির্দেশ পেয়েই নতুন করে যাত্রাসূচী নিয়েই ফের নবান্নে বঙ্গ বিজেপির প্রতিনিধি দল। এটা জেনেই যে, রাজ্য আগের মত না করবেই। তাহলে কি ফের সুপ্রিম কোর্টের দারস্থ হবে বিজেপি? বারবার একই লড়াই আদালতে কতদিন ধরে চলবে? উঠে গেছে প্রশ্ন।

কলকাতা হাইকোর্টে মোদীর ‘গেরুয়া রথ’কে আটকে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গিই মেনে নেয়। বাতিল না হলেও, বন্ধ হয়ে যায় বিজেপির রথ যাত্রা। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর কোর্টেই ফের বিজেপির ‘রথ যাত্রা’ মামলা ফেরত পাঠায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই রায়ের পরই দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হয় বিজেপি।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

শুরুতে রাজ্য সরকার বিজেপির যাত্রার অনুমতি দেয়নি। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের রথ যাত্রার অনুমতি না দেওয়া বাতিল করে শর্তসাপেক্ষে রথ যাত্রার অনুমতি দিয়েছিলেন। এর জেরে বিজেপি রথ যাত্রার প্রস্তুতিও শুরু করে দেয়।

তবে সিঙ্গেল বেঞ্চে এই রায়ের পর ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে যায় রাজ্য সরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে রথ যাত্রা অনুমতি বাতিল করে আবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেই ফেরত পাঠান এই মামলা। এরপরেই বিজেপি মামলা নিয়ে যায় সুপ্রিম কোর্টে।

আরও পড়তে পারেনঃ

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

সুপ্রিম কোর্টেও মমতার হাতে আটকে গেল মোদীর গেরুয়া রথ

মঙ্গলবার সুপ্রিম কোর্টেও রথ যাত্রার অনুমতি পায়নি বিজেপি। যদিও তা একেবারে বাতিল করে নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চ। তবে আপাতত যে রথযাত্রা হচ্ছে না সেটা পরিষ্কার। ফের রাজ্যের উপরই আবার রথ যাত্রার সব দায়িত্ব চাপিয়ে দেন প্রধান বিচারপতির বেঞ্চ। তবে বিজেপি সভা সমিতি করতে পারবে, রাজ্যের কাছে আগাম অনুমতি চেয়ে, জানিয়ে দেয় আদালত।

রাজ্য সরকারের গোয়েন্দা রিপোর্ট ও বিভিন্ন জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের সব রিপোর্ট খতিয়ে দেখেই তো সিদ্ধান্ত নিতে হবে, পরিস্কার জানিয়ে দেয় শীর্ষ আদালত। নতুন করে রাজ্যের কাছে যাত্রার প্রস্তাব পেশ করতে পারে বিজেপি, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সব দেখেই ফের রথ যাত্রার অনুমতি দেওয়া হবে কি হবে না তা আবার ঠিক করতে হবে সেই রাজ্যকেই। এরপরেই ফের নবান্নে বিজেপি।

আরও পড়তে পারেনঃ

নৃশংস নার্স, সেবাই যাদের ধর্ম তারাই পিটিয়ে মারল ১৬টি বাচ্চা কুকুর

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

গত দুমাস ধরেই কলকাতা হাইকোর্টে একবার সিঙ্গেল বেঞ্চ ও একবার ডিভিশন বেঞ্চ ঘুরে বেড়িয়েছে বিজেপির রথ। বাংলার রাস্তায় চলার অনুমতি আদৌ অনুমতি পাবে কিনা সেটা জানতে সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে ছিল বিজেপি। সেই আশাও ব্যর্থ হয়ে যায় মঙ্গলবার।

কিন্তু হাল না ছেড়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ফের রথ নিয়ে রাজ্যকে নতুন করে প্রস্তাব পেশ বিজেপির। আবার প্রথম থেকে সব কিছুই শুরু করতে হবে তাদের। তবে রাজ্যে সভা সমিতি করার অনুমতি পেয়েছে বিজেপি। তবে সেটাও করতে হবে রাজ্যের অনুমতি নিয়েই। ভোটের আগে জোর ধাক্কা সামলাতে আবার শুরু থেকে লড়াই গেরুয়া শিবিরের।

আরও পড়তে পারেনঃ

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

সুপ্রিম কোর্টের রায়ের পর সব মিলিয়ে বাংলায় বিজেপির রথ যাত্রা এখনও বিশ বাঁও জলে। আদালতের বাইরে এসে কবে বাংলার রাস্তায় চলবে বিজেপির রথ, সেটাই এখন প্রশ্ন। আদৌ মমতার বাংলায় গেরুয়া রথ নামতে পারবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। সুপ্রিম কোর্টের রায়ের পর বিজেপির গেরুয়া রথের ভবিষ্যৎ যে অন্ধকার, সেটা বলাই যায়। আর সেই অন্ধকার কাটাতেই শীর্ষ আদালতের নির্দেশে নবান্ন থেকেই ফের শূন্য থেকেই শুরু বঙ্গ বিজেপির।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়তে পারেনঃ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সুপ্রিম কোর্টেও মমতার হাতে আটকে গেল মোদীর গেরুয়া রথ https://thenewsbangla.com/mamata-beat-modi-as-supreme-court-dont-allow-bjp-rath-yatra-in-bengal/ Tue, 15 Jan 2019 12:26:20 +0000 https://www.thenewsbangla.com/?p=5653 কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও আটকে গেল বিজেপির গণতন্ত্র বাঁচাও রথ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেও মঙ্গলবার অনুমতি পেল না বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা। রাজ্যের হাতেই রথ যাত্রার অনুমতি দেওয়া- না দেওয়া নির্ভর করছে, বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। পুরোপুরি বাতিল না করলেও, আপাতত তাই বন্ধ হয়ে গেল বিজেপির রথ যাত্রা। এই রায়ের পর লোকসভা ভোটের আগে মমতার কাছে বড় ধাক্কা খেল বঙ্গ বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ

মন্দিরে ঢুকে বিপ্লবের শাস্তি, পিটিয়ে বৌমাকে হাসপাতালে পাঠাল শাশুড়ি

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

সুপ্রিম কোর্টেও মমতার হাতে আটকে গেল মোদীর গেরুয়া রথ/The News বাংলা
সুপ্রিম কোর্টেও মমতার হাতে আটকে গেল মোদীর গেরুয়া রথ/The News বাংলা

কলকাতা হাইকোর্টে মোদীর ‘গেরুয়া রথ’কে আটকে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গিই মেনে নেয়। বাতিল না হলেও, বন্ধ হয়ে যায় বিজেপির রথ যাত্রা। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর কোর্টেই ফের বিজেপির ‘রথ যাত্রা’ মামলা ফেরত পাঠায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই রায়ের পরই দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হয় বিজেপি।

আরও পড়ুনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

শুরুতে রাজ্য সরকার বিজেপির যাত্রার অনুমতি দেয়নি। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের রথ যাত্রার অনুমতি না দেওয়া বাতিল করে শর্তসাপেক্ষে রথ যাত্রার অনুমতি দিয়েছিলেন। এর জেরে বিজেপি রথ যাত্রার প্রস্তুতিও শুরু করে দেয়।

তবে সিঙ্গেল বেঞ্চে এই রায়ের পর ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে যায় রাজ্য সরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে রথ অনুমতি বাতিল করে আবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেই ফেরত পাঠান এই মামলা। এরপরেই বিজেপি মামলা নিয়ে যায় সুপ্রিম কোর্টে।

সুপ্রিম কোর্টেও মমতার হাতে আটকে গেল মোদীর গেরুয়া রথ/The News বাংলা
সুপ্রিম কোর্টেও মমতার হাতে আটকে গেল মোদীর গেরুয়া রথ/The News বাংলা

তবে রথ যাত্রা একেবারে বাতিল করে নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈই এর বেঞ্চ। তবে আপাতত যে রথযাত্রা হচ্ছে না সেটা পরিষ্কার। ফের রাজ্যের উপরই আবার রথ যাত্রার সব দায়িত্ব চাপিয়ে দেন প্রধান বিচারপতির বেঞ্চ। তবে বিজেপি সভা সমিতি করতে পারবে, রাজ্যের কাছে আগাম অনুমতি চেয়ে, জানিয়ে দিল আদালত।

রাজ্য সরকারের গোয়েন্দা রিপোর্ট ও বিভিন্ন জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের সব রিপোর্ট খতিয়ে দেখেই তো সিদ্ধান্ত নিতে হবে, পরিস্কার জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। নতুন করে রাজ্যের কাছে যাত্রার প্রস্তাব পেশ করতে পারে বিজেপি, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সব দেখেই ফের রথ যাত্রার অনুমতি দেওয়া হবে কি হবে না তা আবার ঠিক করতে হবে সেই রাজ্যকেই।

আরও পড়ুনঃ

নৃশংস নার্স, সেবাই যাদের ধর্ম তারাই পিটিয়ে মারল ১৬টি বাচ্চা কুকুর

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

গত দুমাস ধরেই কলকাতা হাইকোর্টে একবার সিঙ্গেল বেঞ্চ ও একবার ডিভিশন বেঞ্চ ঘুরে বেড়িয়েছে বিজেপির রথ। বাংলার রাস্তায় চলার অনুমতি আদৌ অনুমতি পাবে কিনা সেটা জানতে সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে ছিল বিজেপি। সেই আশাও আজ ব্যর্থ হয়ে গেল।

সুপ্রিম কোর্টের নির্দেশে ফের রথ নিয়ে রাজ্যকে প্রস্তাব পেশ করতে হবে বিজেপিকে। আবার প্রথম থেকে সব কিছুই শুরু করতে হবে তাদের। তবে রাজ্যে সভা সমিতি করার অনুমতি পেয়েছে বিজেপি। তবে সেটাও করতে হবে রাজ্যের অনুমতি নিয়েই। ভোটের আগে জোর ধাক্কা গেরুয়া শিবিরে।

সব মিলিয়ে বাংলায় বিজেপির রথ যাত্রা এখনও বিশ বাঁও জলে। আদালতের বাইরে এসে কবে বাংলার রাস্তায় চলবে বিজেপির রথ, সেটাই এখন প্রশ্ন। আদৌ মমতার বাংলায় গেরুয়া রথ নামতে পারবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। সুপ্রিম কোর্টের রায়ের পর বিজেপির গেরুয়া রথের ভবিষ্যৎ যে অন্ধকার, সেটা বলাই যায়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ https://thenewsbangla.com/narendra-modi-in-kolkata-amit-shah-in-siliguri-waiting-for-the-supreme-court-win/ Fri, 11 Jan 2019 04:37:36 +0000 https://www.thenewsbangla.com/?p=5460 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ রথযাত্রা হবেই। সম্ভবত চলতি মাসেই। আর জানুয়ারীতেই কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী ও শিলিগুড়িতে আসছেন অমিত শাহ। সব পাকা শুধু সুপ্রিম কোর্টে আগামী ১৫ তারিখে রথ মামলা জেতার অপেক্ষা। গেরুয়া রথ বা গনতন্ত্র বাঁচাও যাত্রা এবার তিনের পরিবর্তে চার জায়গা থেকে।

আরও পড়ুনঃ বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

সমস্ত বাধা, বিপত্তি, আইনি জটিলতা পার করে এবার বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রা তিনটি জায়গার পরবির্তে চারটি জায়গা থেকে বের হতে চলেছে। সম্প্রতি বিজেপি সুত্রে এমনটিই দাবী করা হয়েছে। সুত্রের আরও খবর, এই মর্মেই আলোচনা করতে বৃহস্পতিবার শিলিগুড়ি সহ রাজ্যের একাধিক জেলার শীর্ষ নেতারা দিল্লী গিয়েছেন। দিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন এ অংশ নেবেন বাংলার নেতারা। তারপর আলাদা বৈঠক করবেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে।

সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা

দুদিন ধরে সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠকও রয়েছে তাদের। এরপর ১৫ তারিখ সুপ্রিম কোর্টে রথযাত্রা সংক্রান্ত মামলার চুড়ান্ত শুনানির পর গনতন্ত্র বাঁচাও যাত্রার সিদ্ধান্ত নেওয়া হবে। সেদিন রায় যদি বিজেপির পক্ষে যায়, তাহলে আগামী ১৬ তারিখ শিলিগুড়িতে একটি জনসভা করতে পারেন অমিত শাহ, বলে সুত্রের খবর।

আরও পড়ুনঃ

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

পাশাপাশি উত্তরবঙ্গের আরও একটি জেলা সম্ভবত কোচবিহারেও অমিত শাহ সভা করতে পারেন। এই সমস্ত বিষয় নিয়েই দিল্লিতে আজ শুক্রবার থেকে দুদিনের মিটিংয়ে জেলার নেতাদের নিয়ে সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রিয় নেতৃত্ব। এছাড়া সুত্রের আরও খবর, সুপ্রিম কোর্টে জিতলে চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত কলকাতায় একটি জনসভা করতে চলেছেন। সেটাও রথ যাত্রার মধ্যেই হবে।

লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তার প্রচার জোড় কদমে চালিয়ে গেলেও রথযাত্রার ‘গ্যাঁড়াকলে’ থমকে গেছে গেরুয়া শিবির। এই ‘থেমে থাকা’ থেকে বের হতে ফের নিজের অস্তিত্ব প্রমানে ময়দানে নেমে পরেছে বিজেপি শিবির। সেইমত কলকাতায় প্রধানমন্ত্রী সহ অমিত শাহের শিলিগুড়িতে সভা করার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে আবার।

সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা

আদালতের কাঠগড়ায় গনতন্ত্র বাঁচাও যাত্রা আটকে পড়ায় বিজেপির প্রচারে ভাটা পড়ে যায়। আপাতত বিজোপি শান্ত। গর্জে ওঠার জন্য দুকদম পিছিয়ে গিয়ে ঝাঁপ দিয়ে চারকদম এগোবার মন্ত্রে দীক্ষিত হতে জেলা নেতাদের দিল্লীতে গমন বলে বিজেপি সুত্রে খবর। বিজেপির যে রথ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে তা আইনি জটে আটকে থাকলেও, সেই গনতন্ত্র বাঁচাও যাত্রার আশা তারা ছাড়ে নি।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

মন্দির মনোরঞ্জনের জায়গা নয়, স্বর্ণমন্দিরে নিষিদ্ধ সেলফি ছবি ভিডিও

রথযাত্রা হবেই এমন হুঙ্কার দিলীপ ঘোষ থেকে শুরু করে সকল নেতাদের কন্ঠে শোনা গেছে। আর বিজেপি এখন তাকিয়ে আছে ১৫ জানুয়ারীর দিকে। ১৫ জানুয়ারী রথ যাত্রার রায় পক্ষে গেলেই এবার শুধু কোচবিহার, বীরভূম ও গঙ্গাসাগর থেকে রথযাত্রা বের হবে না। পাশাপাশি এবার মেদিনীপুর থেকেও রথ যাত্রা বের হবে বলে বিজেপি সুত্রে খবর।

রথ যাত্রা বা গনতন্ত্র বাঁচাও যাত্রার সুচনা হওয়ার কথা ছিল কোচবিহার থেকে গত ৫ ডিসেম্বর। সেই রথ বা এসি বাসটি শিলিগুড়ি এসে পৌঁছাতেই আইনি জটিলতায় তা আটকে আছে শিলিগুড়িতেই। এখনও সেই এসি বাসটি ঠাঁয় দাড়িয়ে রয়েছে। উদ্দেশ্য সফল হওয়ার লড়াইয়ে গাড়িটি নির্বাক দর্শক হয়ে থেকেছে।

রোদ, বৃষ্টি, ধুলোয় মলিন হয়ে গিয়েছে রথ নামক গাড়িটি। ১৫ তারিখ জট কাটলেই তখন পুনরুজ্জীবিত হয়ে ওঠার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে রথ সহ গেরুয়া শিবির। এরই মাঝে তৃণমূল কংগ্রেস সহ বাম ও কংগ্রেসও নিজেদের অনেকটা শানিত করে ফেলেছে। মরচে পড়া প্রচারে গেরুয়া শিবির কিভাবে নিজেদের ধারালো করে তোলে সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার https://thenewsbangla.com/bjp-rath-yatra-supreme-court-issues-notice-to-west-bengal-government/ Tue, 08 Jan 2019 09:06:01 +0000 https://www.thenewsbangla.com/?p=5304 The News বাংলা: আগামী মঙ্গলবার সুপ্রিমকোর্টে ঠিক হবে বাংলায় রাস্তায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ রথ চলবে কি চলবে না। সুপ্রিমকোর্টে জয় পেতে এবার রথযাত্রার কর্মসূচি কাটছাঁট করল বিজেপি। এরপরেই নতুন কর্মসূচি দিয়ে রাজ্যকে নোটিস দিল দেশের শীর্ষ আদালত। আগামী মঙ্গলবার এই মামলার চূড়ান্ত শুনানি বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

বিজেপির রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। আজ মঙ্গলবার শুনানির শুরুতেই যাত্রা কাটছাঁট করে ছোট করা হয়েছে, বলে সুপ্রিম কোর্টে জানান বিজেপির আইনজীবী। এরপরেই বিজেপির রথ যাত্রার নতুন কর্মসূচী নিয়ে রাজ্যকে নোটিস দিল দেশের শীর্ষ আদালত।

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যেনতেন প্রকারেণ দেশের সর্বোচ্চ আদালতের অনুমতি পেতেই রথযাত্রার কর্মসুচিতে কাটছাঁট করল বিজেপি। যাত্রার সময় ও আয়তন ছোট করে নয়া প্রস্তাব পেশ করা হয়েছে সুপ্রিম কোর্টে। নতুন কর্মসুচি মঙ্গলবারই রাজ্য সরকারকে পেশ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এরপরেই রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এবং কি সিদ্ধান্ত নেওয়া হল, তা সুপ্রিম কোর্টে জানাতে হবে আগামী মঙ্গলবার।

আরও পড়ুনঃ

কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

মেয়েকে স্কুলে ভর্তি করতে গেলেই বাবা মা-কে দিতে হবে মুচলেকা

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রথযাত্রার শুনানিতে বিজেপির তরফে জানানো হয়, তারা রথযাত্রার কর্মসুচির আকার ছোট করতে চায়। নয়া প্রস্তাবে ২০ দিনে চারটি রথ বের করার কথা বলা হয়েছে। কখন কোথায় রথ বেরবো, তার বিস্তারিত তথ্য এদিনই রাজ্য সরকারকে দেওয়ার জন্য বিজেপিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এ ব্যাপারে আদালত রাজ্য সরকারকেও নোটিশ দিয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিনই রাজ্য আদালতে জানাবে তারা বিজেপির নতুন রথ কর্মসূচী নিয়ে কি সিদ্ধান্ত নিল। তারপরই রায় দেবে দেশের শীর্ষ আদালত।

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা
বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার/The News বাংলা

জানা গেছে ৪২ দিনের পরিবর্তে, ২০ দিনে চারটি রথ বার করার জন্য এদিন আদালতে আবেদন করে বিজেপি। ১৬ই জানুয়ারী থেকে রথ যাত্রা শুরু করতে চায় বিজেপি। মেদিনীপুর, কোচবিহার, বীরভূম ও গঙ্গাসাগর থেকে এই ৪টি রথ বের করা হবে বলে জানানো হয় বিজেপির তরফ থেকে।

কোন পথে রথগুলি চলবে অর্থাৎ ৪টি রথ যাত্রার পুরো রুট ম্যাপ আজ অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই রাজ্যকে জানাবে বিজেপি। নতুন কর্মসূচির উপর এবার আদালতে মতামত জানাবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি

EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

বিজেপি না তৃণমূল, পাহাড়ে মোর্চার জোট নিয়ে জল্পনা তুঙ্গে

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী, রাজ্যের রথযাত্রার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছিলেন। এর জেরে বিজেপি রথযাত্রার প্রস্তুতিও শুরু করে দেয়। তবে সিঙ্গেল বেঞ্চে এই রায়ের পরই ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে যায় রাজ্য সরকার।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে রথ অনুমতি বাতিল করে আবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেই ফেরত পাঠান এই মামলা। এরপরেই শীর্ষ আদালতের শরণাপন্ন হয় বঙ্গ বিজেপি। আগামী মঙ্গলবারই সুপ্রিমকোর্টে ঠিক হবে বাংলায় রাস্তায় বিজেপির গেরুয়া রথ চলবে কি চলবে না।

]]>
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ https://thenewsbangla.com/bjp-rath-in-bengal-is-now-depends-on-two-kolkata-high-court-judges/ Mon, 17 Dec 2018 17:55:57 +0000 https://www.thenewsbangla.com/?p=4397 The News বাংলা, কলকাতা: কিছুতেই বাংলার রাস্তায় গড়াচ্ছে না ‘গেরুয়া রথ’। কিছুতেই অনুমতি পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারের। এবার একজন নয়, মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ। সেই সঙ্গে রথের ভবিষ্যৎ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করতে দিল্লিতে রাজ্য নেতাদের নিয়েও মঙ্গলবার বৈঠকে বসছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।

আরও পড়ুনঃ ‘ইন্দিরা গান্ধী ভারতে এমারজেন্সি লাগু করেছিলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়’

গেরুয়া রথ নিয়ে ফের লড়াই শুরু। আবার সম্মুখ সমরে নামছে বঙ্গ বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সোমবার, ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বা ‘রথ যাত্রা’র পক্ষে এবং বিপক্ষে দুটি মামলায় হয় সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার দুই বিচারপতির উপর নির্ভর করবে যে বিজেপির এই রথযাত্রা আদৌ বাংলায় চালতে পারবে কিনা।

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় 'গেরুয়া রথ' এর ভবিষ্যৎ/The News বাংলা
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ/The News বাংলা

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন বৃহস্পতিবারের মধ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি, বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকেই রথযাত্রা রূপরেখা যাতে তৈরি করা যায়, সেই মর্মেই বৈঠক করার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

নির্দেশ মেনে গত বৃহস্পতিবার লালবাজারে বৈঠক শেষে, নবান্ন ‘রথ যাত্রা’র অনুমতি দেয় নি। নবান্ন জানায়, ‘গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুসারে কয়েকটি জেলায় আরএসএস, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এই যাত্রায় যোগ দেবে। সে ক্ষেত্রে রথযাত্রার সময়ে এবং পরবর্তীকালে শান্তিভঙ্গের গুরুতর আশঙ্কা রয়েছে’।

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় 'গেরুয়া রথ' এর ভবিষ্যৎ/The News বাংলা
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ/The News বাংলা

চিঠিতে আরও বলা হয়, ‘রথের প্রস্তাবিত যাত্রাপথ প্রচারের জেরে ক্রমশ সাম্প্রদায়িক উত্তেজনাপ্রবণ হয়ে উঠেছে। গোয়েন্দা রিপোর্ট অনুসারে যাত্রার ধর্মীয় উগ্রতা ‘সাম্প্রদায়িক প্রচারে’ পরিণত হবে বলেই জনমানসে আশঙ্কা’। যাত্রার সময়ে যে প্রচুর পরিমাণ গাড়ি ব্যবহৃত হবে তার ফলে হাইওয়ে ও পার্শ্ববর্তী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হবে বলেও মনে করছে রাজ্য’। সোমবার সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে বিজেপির পক্ষ থেকে মামলা দ্রুত শোনার আর্জি জানানো হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি হবে।

আরও পড়ুনঃ বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি দিল না মমতা প্রশাসন

অন্যদিকে, প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর ডিভিশন বেঞ্চে এই ‘রথ যাত্রা’ বন্ধ করতে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তার বক্তব্য, এই ‘রথ যাত্রা’র ফলে রাজ্যের আইন শৃংখলার অবনতি ঘটতে পারে। পাশাপাশি জনজীবন স্তব্ধ হয়ে যাবে। সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে। মঙ্গলবার জোড়া মামলার শুনানি সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চে।

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় 'গেরুয়া রথ' এর ভবিষ্যৎ/The News বাংলা
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ/The News বাংলা

অন্যদিকে, রথের ভবিষ্যৎ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করতে মঙ্গলবারই দিল্লিতে রাজ্য নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় বিজেপি। শিব প্রকাশ, অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয় এবং সুরেশ পূজারী মঙ্গলবারের বৈঠকে থাকবেন। বাংলা থেকে দিলীপ ঘোষ, মুকুল রায় এবং রাহুল সিনহা থাকছেন। প্রস্তাবিত গণতন্ত্র বাঁচাও যাত্রা, তাকে কেন্দ্র করে জটিলতা, মামলার গতিবিধি এবং রাজ্য সরকারের মানসিকতা, সব কিছু মাথায় রেখেই ওই বৈঠকে রণকৌশল নির্ধারণ করা হবে বলে বিজেপি সূত্রের খবর।

আরও পড়ুনঃ শিক্ষিতদের বিধায়ক করল তেলাঙ্গানা, কবে শিখবে বাংলা

একদিকে বিজেপির রাজ্য নেতাদের নিয়ে মঙ্গলবার বৈঠকে বসছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। অন্যদিকে কলকাতাতেও মঙ্গলবারই শুনানি হতে চলেছে বিজেপির দায়ের করা রথ মামলার। এক দিকে আদালতে দুই বিচারপতির ঘরে চলবে লড়াই, অন্য দিকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব রণকৌশল নির্ধারণ করবেন দিল্লিতে। সব মিলিয়ে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে, মঙ্গলবার দিল্লি ও কলকাতা শুধুই রথময়।

পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প:

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন দ্বিতীয় পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন তৃতীয় ও শেষ পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>
বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি দিল না মমতা প্রশাসন https://thenewsbangla.com/mamata-administration-did-not-allow-bjps-rath-yatra/ Sat, 15 Dec 2018 17:23:11 +0000 https://www.thenewsbangla.com/?p=4284 The News বাংলা, কলকাতা: শেষ পর্যন্ত বাংলায় রথযাত্রার বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’র অনুমতি দিল না রাজ্য সরকার। আদালতের নির্দেশ অনুযায়ী শনিবার রাতেই বিজেপি দফতরে পৌঁছে যায় রাজ্য সরকারের মত। জানা গেছে বিজেপি দফতরে ফ্যাক্স করে রাজ্য সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই

জানা গেছে রাজ্য সরকারের ফ্যাক্স এ পরিষ্কার ভাবে রথ যাত্রার কোন অনুমতি দেওয়া হয় নি। সেখানে বাংলায় রথাযাত্রার কোনও অনুমতি দেওয়া হয়নি তবে মোদী এবং অমিত শাহ সহ অন্যান্য নেতাদের সভার অনুমতি দেওয়া হয়েছে। যদিও সভা হলে বিজেপিকে তার জন্যও জেলা প্রশাসনের কাছে আবেদন করতে হবে বলে ফ্যাক্স এ উল্লেখ করা আছে বলে জানা গিয়েছে।

বিজেপির 'রথ যাত্রা'র অনুমতি দিল না মমতা প্রশাসন/The News বাংলা
বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি দিল না মমতা প্রশাসন/The News বাংলা

মনে করা হয়েছিল, ৪২ দিনের ‘রথ যাত্রা’ শেষ করতে হবে ১৪ দিনে, এমন নির্দেশ দিতে পারে। রাজ্য সরকারের কাছ থেকে এমন পরামর্শই পেতে পারে বাংলা বিজেপি, এমনটাই জানা যাচ্ছিল নবান্ন সূত্রে। আর সেটা মেনে নেওয়া কোনরকমেই সম্ভব নয়, সেটাও জানিয়ে দিয়েছিল বিজেপি। ফলে ‘রথ’ আবার ঢুকতে চলেছে সেই আদালতেই, এমনটাই মনে করা হচ্ছিল।

আরও পড়ুনঃ ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক মোদী ও মমতা’ ঘোষণা বিচারপতির

রাতে সব জল্পনা উড়িয়ে ৪২ দিনের ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার’ অনুমতি দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৪২ টি লোকসভা এলাকা স্পর্শ করতে ৪২ দিনের যাত্রা ছিল বিজেপির। কিন্তু ডিসেম্বরে ক্রিস্টমাস ও জানুয়ারিতে গঙ্গাসাগর উৎসবের জন্য এই অনুমতি দেওয়া গেল না বলেই জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তবে প্রধানমন্ত্রী সহ অন্য নেতাদের বাংলায় আসা ও সভা করা নিয়ে কোন সমস্যা নেই। কিন্তু ৪২ দিনের রথ যাত্রার কোন অনুমতি কোনরকমেই দিল না প্রশাসন।

মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা
মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা

আদালতের নির্দেশে শনিবারের মধ্যেই এই সিদ্ধান্তের কথা বিজেপিকে জানিয়ে দেওয়া হল বলেই নবান্ন সূত্রে খবর। তবে সরকারের এই যাত্রা বাতিলের সিদ্ধান্ত কোনরকমেই মানা হবে না বলে পরিস্কার জানিয়ে দিয়েছে বিজেপি নেতারা। ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার’ হবেই, হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফের কলকাতা হাইকোর্টের দারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

‘মমতা বন্দোপাধ্যায়ের সরকার ঠিক করে দিক রথ যাত্রা শুরুর দিন’, লালবাজারে বিজেপি প্রতিনিধি দল জানিয়ে দিয়েছিল রাজ্য প্রশাসনকে। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার লালবাজারে বৈঠকে বসে বিজেপি ও রাজ্য প্রশাসন। রথ যাত্রা নিয়ে যা বলার, পরে জানিয়ে দেবেন বলে জানিয়েছিলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। তবে বিজেপির যাত্রায় সরকার একেবারেই অনুমতি দেবে না সেটা ভাবতেও পারেন নি বিজেপি নেতারা।

মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা
মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা

বিজেপির এই যাত্রা বহু স্পর্শকাতর এলাকা দিয়েই যাবে তাই ঝামেলার আশঙ্কায় এই যাত্রা বাতিল করা হল বলেই নবান্ন সূত্রে খবর। ৪২ টি লোকসভা আসনের যে যে এলাকা দিয়ে রথ যাবে সেই সব এলাকায় অনেক সংখ্যালঘু সাম্প্রদায়ের মানুষের বাস। ওখান দিয়ে রথ যাত্রা গেলে অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকছে, এই অজুহাতেই এই যাত্রা বাতিল করা হল বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাজারের কনফারেন্স রুমে রাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রতিনিধি দল।’গণতন্ত্র বাঁচাও যাত্রা’ সম্পূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি তা রাজ্যের প্রতিনিধি দলকে জানান বিজেপি নেতারা। মুখ্যসচিব জিজ্ঞাসা করেন, ‘তাহলে রথযাত্রা নাম কেন’? বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে জানিয়ে দেন, এই যাত্রার নাম ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ মোটেও রথ যাত্রা নয়। তারপরেও অনুমতি না মেলায় ফের আদালতের সিঙ্গেল বেঞ্চ ও তারপর ফের ডিভিশন বেঞ্চে যেতে চলেছে বিজেপি।

মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা
মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা

নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার কোনোরকমেই বিজেপিকে এতদিন ধরে এই ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’র অনুমতি দেবে না সেটা আগেই ঠিক ছিল। তবে শেষ পর্যন্ত পুরো যাত্রার অনুমতিই দেওয়া যাবে না বলেই বিজেপিকে শনিবার রাতে জানিয়ে দিল তারা। আর অবধারিত ভাবেই সেটা মানবে না বিজেপি। সবমিলিয়ে বিজেপির ‘যাত্রা’ আবার আদালতেই যেতে চলেছে। বলা হচ্ছে মমতার বাধায় ‘মোদীর রথ’ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই।

পড়ুন হাড় হিম করা অদ্ভুত সত্য গল্প

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা
পড়ুন দ্বিতীয় পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা
পড়ুন তৃতীয় ও শেষ পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>
তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন https://thenewsbangla.com/the-trinamool-government-will-decide-the-days-of-bjp-rath-yatra/ Thu, 13 Dec 2018 15:36:07 +0000 https://www.thenewsbangla.com/?p=4120 The News বাংলা, কলকাতা: ‘মমতা বন্দোপাধ্যায়ের সরকার ঠিক করে দিক রথ যাত্রার দিন’, লালবাজারে বিজেপি প্রতিনিধি দল জানিয়ে দিল রাজ্য প্রশাসনকে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাজারে বৈঠকে বসে বিজেপি ও রাজ্য প্রশাসন। তবে বিজেপিকে নয়, রথ যাত্রা নিয়ে যা বলার আদালতে জানিয়ে দেবেন বলে বৈঠকের পর জানিয়েছেন রাজ্য সরকারের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক মোদী ও মমতা’ ঘোষণা বিচারপতির

তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন/The News বাংলা
তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন/The News বাংলা

বৃহস্পতিবার সন্ধায়, লালবাজারে ‘রথ বৈঠকে’ বসে রাজ্য সরকার ও বিজেপি। বৈঠকে রথ যাত্রা নিয়ে কি ফয়সালা হয় সেদিকেই তাকিয়ে ছিল গোটা বাংলা। আদালতের নির্দেশে ১৬ তারিখের মধ্যে বিজেপিকে জানাতে হবে রথ যাত্রা নিয়ে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন: বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে ‘রথ বৈঠকে’ রাজ্য সরকার ও বিজেপি

সন্ধ্যায় লালবাজারের কনফারেন্স রুমে রাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রতিনিধি দল। রাজ্য সরকারের তরফ থেকে ছিলেন মুখ্যসচিব নিজে। বিজেপির তরফ থেকে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়রা।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

কলকাতা হাইকোর্টে রথ যাত্রার অনুমতি না পেলেও মুখ রক্ষা হয়েছিল বাংলা বিজেপির। ‘আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে’, রাজ্যকে পরিষ্কার জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সামাদ্দার-এর ডিভিশন বেঞ্চ। আর আদালতের সেই নির্দেশের জন্যই বৃহস্পতিবার সন্ধায় লালবাজারের এই ‘রথ বৈঠক’।

বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে 'রথ বৈঠকে' রাজ্য সরকার ও বিজেপি/The News বাংলা
বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে ‘রথ বৈঠকে’ রাজ্য সরকার ও বিজেপি/The News বাংলা

‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ সম্পূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি তা রাজ্যের প্রতিনিধি দলকে জানান বিজেপি নেতারা। মুখ্যসচিব জিজ্ঞাসা করেন, ‘তাহলে রথযাত্রা নাম কেন’? বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে জানিয়ে দেন, এই যাত্রার নাম ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ মোটেও রথ যাত্রা নয়।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

বিজেপি প্রতিনিধি দলের কাছে এই যাত্রার সব রুট, রাস্তা জানতে চান রাজ্য সরকারের প্রতিনিধি দল। বিজেপির তরফ থেকে রাজ্যকে সমস্ত রুট, রাস্তার ম্যাপ দেওয়া হয়। এরপরেই বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের ঠিক করা দিনেই রথ যাত্রা করবে তারা। শুধু কয়েকটা দিন আগে জানাতে হবে তাদের। কারন প্রধানমন্ত্রী সহ তাদের হাই প্রোফাইল নেতারা আসবেন তার জন্য সময় দরকার।

তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন/The News বাংলা
তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন/The News বাংলা

তবে বৈঠক শেষে বিজেপি প্রতিনিধিদলকে রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হয় বিজেপির এই যাত্রা নিয়ে যা বলার রাজ্যের তরফ থেকে আদালতে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আদালত আগেই এই নিয়ে রাজ্য সরকার ও বিজেপিকে সিদ্ধান্ত নিতে বলেছে। তাহলে আবার রাজ্য সরকার আদালতে যাবার কথা বলল কেন? প্রশ্ন উঠছে এটা নিয়েই।

আরও পড়ুন: বাংলায় রথের ভবিষ্যৎ, লালবাজারে ‘রথ বৈঠকে’ রাজ্য সরকার ও বিজেপি

মনে করা হচ্ছে রাজ্য সরকার কোনোরকমেই বিজেপিকে এই যাত্রার অনুমতি দেবে না। আর সেটাই আদালতে জানিয়ে দেবে তারা। সব মিলিয়ে বিজেপির যাত্রা আবার আদালতে যেতে চলেছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। বাংলায় গেরুয়া রথের ভবিষ্যৎ আদালতকেই ঠিক করতে হবে বলেই মত বিশেষজ্ঞদের।

]]>
বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ https://thenewsbangla.com/bjp-bangla-rath-is-now-one-of-the-attractions-to-see-and-take-selfie/ Sat, 08 Dec 2018 14:51:54 +0000 https://www.thenewsbangla.com/?p=3776 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ আপাতত স্থগিত রথ যাত্রা। ‘যাত্রা’ শুরু হোক আর না হোক, ‘দেবতা’ থাকুক আর নাই থাকুক, ফাঁকা রথ দেখতেই এখন ভিড় করছেন বাংলার আমজনতা। দেড় কোটি টাকার এসি রথ দেখার সৌভাগ্য জীবনে যে খুব কমই হবে, বুঝেই বিজেপির রথ দেখতে মানুষের ঢল। গেরুয়া রথ এখন বাংলার সেরা সেলফি জোন।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি বিজেপির যে রথ ঘিরে তোলপাড়, সেই খালি রথ দেখতেই এখন মানুষের ভিড়। শনিবার কোচবিহার থেকে রথ এসে পৌঁছাল শিলিগুড়িতে। আর সেই রথ দেখতে শিলিগুড়ির উৎসুক জনতার ভিড় উপছে পড়ল মাটিগাড়ায় দার্জিলিং-এর সাংসদের অস্থায়ী বাসভবনের সামনে।

বিজেপির 'বাংলা রথ' এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা
বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা

বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রার ফাঁকা রথ দেখতে উৎসুক জনতার ভিড় রাস্তায় ও তারপর শিলিগুড়িতে। রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে গনতন্ত্র হরণ করার অভিযোগে বিজেপি তাদের আন্দোলনকে এগিয়ে নিতে ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’র নামে চলতি মাসের ৭তারিখে এই রথ যাত্রার ঘোষনা করে।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

কোচবিহার জেলা থেকে শুক্রবারই সেই রথযাত্রার সূচনা হওয়ার কথা থাকলেও রাজ্য সরকার তার অনুমতি দেয় নি। তাতে বিজেপি আদলতের দ্বারস্থ হলে, আদালত শেষ পর্যন্ত দুপক্ষকে বসে রথ যাত্রা নিয়ে সিদ্ধান্ত নেবার নির্দেশ দিয়েছে। নির্ধারিত ৭ ডিসেম্বরে সেই যাত্রার সূচনা না হওয়ায়, অগত্যা রথ যাত্রা স্থগিত করে দেয় রাজ্য বিজেপি।

বিজেপির 'বাংলা রথ' এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা
বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা

কিন্ত সেই যাত্রায় ব্যবহৃত গাড়িটিকে বা রথটিকে আর কোচবিহারে রাখা হয় নি। সেই যাত্রার নির্ধারিত দিনের পর গাড়িটিকে নিয়ে আসা হয় দার্জিলিং-এর সাংসদ সুরিন্দ্ররজিৎ সিং আলুওয়ালিয়ার শিলিগুড়ির মাটিগাড়ায় অস্থায়ী বাসভবনের। সেই গাড়িটিকেই দেখতে উৎসুক জনতা সকাল থেকেই ভিড় জমায় মাটিগাড়া অঞ্চলে।

আরও পড়ুন: কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়

কোচবিহার থেকে শিলিগুড়ি আসার পথেও মানুষের উৎসাহের জেরে অনেকবার থামতে হয় রথকে। অনেকেই জগ্ননাথের রথের মত একবার ছুঁয়ে পুণ্য অর্জন করতে চেয়েছেন। কেউ আবার সত্যি করেই রথের দড়ির খোঁজ করেছেন। হাজার হাজার মানুষ ঘুরে ঘুরে দেখেছেন রথটিকে। মহিলাদের উৎসাহ ছিল দেখার মত।

বিজেপির 'বাংলা রথ' এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা
বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ/The News বাংলা

শুধু তাই না, দেখার পাশাপাশি গাড়িটির সঙ্গে সেলফি নিতেও দেখা গেল বহু মানুষকে। রথ পরিণত হল সেলফি জোনে। যাত্রা শুরু না হলেও বাংলা জুড়েই যে রথের প্রচার হয়েছে আর তা পৌঁছে গেছে বাঙালির হেঁশেলে তা বলাই যায়। সকলেরই মুখে এখন প্রশ্ন একটাই, হবে কি হবে না? রথ যাত্রা কি এযাত্রায় আর দেখতে পাওয়া যাবে কি যাবে না?

]]>
কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয় https://thenewsbangla.com/six-youth-arrested-with-nine-mm-pistol-before-entering-coochbehar/ Fri, 07 Dec 2018 14:44:59 +0000 https://www.thenewsbangla.com/?p=3715 The News বাংলা, শিলিগুড়িঃ শুক্রবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকা থেকে অস্ত্র সহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, কোচবিহারের দিকে যাওয়ার সময়ই শিলিগুড়ি থেকে পুলিশ তাদের অস্ত্র সহ পাকড়াও করে। তবে কি বিজেপির ‘রথ যাত্রা’ উপলক্ষে অশান্তি ছড়াতেই এরা কোচবিহার যাচ্ছিল? অস্ত্র হাতে এরা কারা? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

শিলিগুড়ি ডেপুটি পুলিশ কমিশনার পূর্ব-১ গৌরব লাল সংবাদমাধ্যমকে জানান,’নিয়মিত আমরা জায়গায় জায়গায় নাকা চেকিং করি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারও শহরের বিভিন্ন সড়কে নাকা চেকিং করার সময় বেশ কয়েকজনকে নাইন এম এম পিস্তল সহ গ্রেপ্তার করা হয়। তারা কোথায় ও কি কারনে যাচ্ছিল সে ব্যাপারে তদন্ত শুরু করছে পুলিশ’।

কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়/The News বাংলা
কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়/The News বাংলা

পুলিশ জানিয়েছে, নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকা থেকে ১ জন, শিলিগুড়ি থানার অন্তর্গত এলাকা থেকে ২ জন, প্রধাননগর থানার অন্তর্গত এলাকা থেকে ১ জন ও বাগডোগরা এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রতেক্যেই কি কোচবিহার যাচ্ছিল? খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

ধৃতরা হল, কাজল বর্মন, রাজু রায়, লাড্ডু রায়, দীনেশ রায়, সুরজিত রায় ও মহম্মদ জাহাঙ্গীর। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি নাইন এমএম পিস্তল ও তাজা কার্তুজ এবং একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে সুরজিতের নামে আগে থেকেই খুন সহ একাধিক অভিযোগ ছিল।

কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়/The News বাংলা
কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়/The News বাংলা

পুলিশ সুত্রে খবর, ধৃতরা সবাই কোচবিহার যাবার উদ্দেশ্য বাসে চেপে যাচ্ছিল। সে সময়ই তল্লাশী করে তাদের কাছ থেকে অস্ত্রগুলি পাওয়া যায়। গৌরবলাল বলেন, ‘ধৃতদের সাথে আরও অনেকে ছিল। তারা সবাই নাকা চেকিং করতে দেখে পালিয়ে যায়। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি ও জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

আরও পড়ুনঃ বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২

অস্ত্র নিয়ে কোচবিহার কেন যাচ্ছিল এই যুবকরা? উঠেছে প্রশ্ন। তাহলে কি বিজেপির ‘রথ যাত্রা’ বা বিজেপির সভা উপলক্ষে গুলি চালিয়ে অশান্তি ছড়ানোর জন্যই কি গ্রেফতার হওয়া যুবকরা কোচবিহারের দিকে যাচ্ছিল? বড় কোন ষড়যন্ত্র কি কাজ করছিল এর পিছনে? তদন্ত শুরু করেছে পুলিশ।

কোচবিহার ‘রথ যাত্রা’ ও কলকাতা হাইকোর্টে ‘রথ যাত্রা’ নিয়ে আইনি লড়াই এর মাঝে এই গ্রেফতারের খবর নজর এড়িয়ে গেছে সবার। কিন্তু পুলিশের গ্রেফতারি এড়িয়ে এই দুষ্কৃতীরা কোচবিহারে অস্ত্র নিয়ে ঢুকে পড়লে কি হত? সত্যি কি কোচবিহারে অশান্তির জন্যই এরা অস্ত্র নিয়ে যাচ্ছিল? বড় ধরণের ঘটনা এড়াতে পারল বাংলা? সব কিছু খতিয়ে দেখছে শিলিগুড়ি পুলিশ।

]]>
বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২ https://thenewsbangla.com/bjp-police-fight-one-additional-sp-and-12-policeman-injured/ Fri, 07 Dec 2018 13:38:26 +0000 https://www.thenewsbangla.com/?p=3708 The News বাংলা, জলপাইগুড়িঃ কোচবিহারের বিজেপির সভায় যাওয়া নিয়ে ধুন্ধুমার জলপাইগুড়িতে। পুলিশ গাড়ি আটকে দেওয়ায় বিজেপি সমর্থকদের ছোড়া ঢিলে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২জন পুলিশ কর্মী।

জলপাইগুড়ি থেকে কোচবিহারে বিজেপির জনসভায় যাওয়ার পথে পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে আহত হল পুলিশ আধিকারিক সহ ১২জন পুলিশ কর্মী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির শালবাড়ি এলাকায়।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ডেনদ্রুপ শেরপা সহ ধুপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার, চারজন সাব ইন্সপেক্টর, ২জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ৩জন সিভিক ভলান্টিয়ার সহ আরও কয়েকজন আহত হয়। পরে আহত পুলিশ কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২/The News বাংলা
বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২/The News বাংলা

বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ, কোচবিহারের দলীয় সভায় যাওয়ার সময় শালবাড়ি এলাকায় বিজেপি কর্মী বোঝাই একটি বাস আটকে দেয় পুলিশ। এরপরেই বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে প্রথমে পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। পরে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে লক্ষ করে ইট ও পাথর ছুঁড়তে শুরু করে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

ওই সময় পুলিশ উত্তেজিতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল ফাটানা হলে বিক্ষুব্ধরা দূরে গিয়ে ঢিল ছুড়তে থাকে। ইটের আঘাতে অ্যাডিশনাল এসপি (গ্রামীণ) ডেনদ্রুপ শেরপার আঘাত লাগে। তাঁর চোখে মারাত্মক আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। তাকে শিলিগুড়ির একটি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে

এছাড়াও বেশ কয়েকজন এসআই এই ঘটনায় আহত হন। ভাংচুর করা হয়েছে একটি বাসেও। ভাংচুরের সময় ওই বাসের যাত্রীরাও আহত হন বলে অভিযোগ। তবে পুলিশের বক্তব্য, বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে যানবাহন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল। এরই প্রতিবাদে ধুপগুড়ির শালবাড়ি এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করে।

বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২/The News বাংলা

পুলিশের অভিযোগ, সে সময় ধুপগুড়ির অ্যাডিশনার এসপি ডেনদ্রুপ শেরপা তাদের সাথে কথা বলতে গেলে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশের ওপর আক্রমন করে ইট পাটকেল ছুড়তে থাকে। আর তাতেই একটি ঢিল এসে তাঁর চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। বেধে যায় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে খন্ডযুদ্ধ। ঘটনায় প্রায় ১২ জন পুলিশ কর্মী গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা

এই ব্যপারে জলপাইগুড়ি জেলার কিষাণ মজদুর সভার জেলা নেতা নবেন্দু সরকার বিজেপির ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ করেন, এই ঘটনা পুলিশ পুলিশকে দিয়েই করিয়েছে নাকি পুলিশ তৃণমূলের গুন্ডাবাহিনিদের কাজে লাগিয়ে করিয়েছে, সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন,’কোচবিহারে বসে বিজেপির রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতৃত্বরা যদি উস্কানিমূলক কথা না বলতেন তাহলে আজ এই ঘটনা ঘটত না’। তিনি আরও অভিযোগ করে বলেন,’বিজেপির লোকজন পরিকল্পিতভাবে পুলিশের ওপর আক্রমণ করেছে। এই ঘটনা নজিরবিহীন। এটা আগে কোনদিন এ রাজ্যে ঘটেনি’।

]]>