BJP Rath Yatra in Bengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 11 Jan 2019 04:45:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP Rath Yatra in Bengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ https://thenewsbangla.com/narendra-modi-in-kolkata-amit-shah-in-siliguri-waiting-for-the-supreme-court-win/ Fri, 11 Jan 2019 04:37:36 +0000 https://www.thenewsbangla.com/?p=5460 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ রথযাত্রা হবেই। সম্ভবত চলতি মাসেই। আর জানুয়ারীতেই কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী ও শিলিগুড়িতে আসছেন অমিত শাহ। সব পাকা শুধু সুপ্রিম কোর্টে আগামী ১৫ তারিখে রথ মামলা জেতার অপেক্ষা। গেরুয়া রথ বা গনতন্ত্র বাঁচাও যাত্রা এবার তিনের পরিবর্তে চার জায়গা থেকে।

আরও পড়ুনঃ বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

সমস্ত বাধা, বিপত্তি, আইনি জটিলতা পার করে এবার বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রা তিনটি জায়গার পরবির্তে চারটি জায়গা থেকে বের হতে চলেছে। সম্প্রতি বিজেপি সুত্রে এমনটিই দাবী করা হয়েছে। সুত্রের আরও খবর, এই মর্মেই আলোচনা করতে বৃহস্পতিবার শিলিগুড়ি সহ রাজ্যের একাধিক জেলার শীর্ষ নেতারা দিল্লী গিয়েছেন। দিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন এ অংশ নেবেন বাংলার নেতারা। তারপর আলাদা বৈঠক করবেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে।

সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা

দুদিন ধরে সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে বৈঠকও রয়েছে তাদের। এরপর ১৫ তারিখ সুপ্রিম কোর্টে রথযাত্রা সংক্রান্ত মামলার চুড়ান্ত শুনানির পর গনতন্ত্র বাঁচাও যাত্রার সিদ্ধান্ত নেওয়া হবে। সেদিন রায় যদি বিজেপির পক্ষে যায়, তাহলে আগামী ১৬ তারিখ শিলিগুড়িতে একটি জনসভা করতে পারেন অমিত শাহ, বলে সুত্রের খবর।

আরও পড়ুনঃ

অশ্লীল গালাগাল দেবার জন্যই যুবককে নিজেদের ব্যক্তিগত গ্রুপে যোগ করেন নন্দিনী

প্রকাশ্যে গ্রুপ চ্যাট রেকর্ডিং, জেলাশাসকের স্ত্রীর ভাষাও সমান অশ্লীল

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

পাশাপাশি উত্তরবঙ্গের আরও একটি জেলা সম্ভবত কোচবিহারেও অমিত শাহ সভা করতে পারেন। এই সমস্ত বিষয় নিয়েই দিল্লিতে আজ শুক্রবার থেকে দুদিনের মিটিংয়ে জেলার নেতাদের নিয়ে সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রিয় নেতৃত্ব। এছাড়া সুত্রের আরও খবর, সুপ্রিম কোর্টে জিতলে চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত কলকাতায় একটি জনসভা করতে চলেছেন। সেটাও রথ যাত্রার মধ্যেই হবে।

লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তার প্রচার জোড় কদমে চালিয়ে গেলেও রথযাত্রার ‘গ্যাঁড়াকলে’ থমকে গেছে গেরুয়া শিবির। এই ‘থেমে থাকা’ থেকে বের হতে ফের নিজের অস্তিত্ব প্রমানে ময়দানে নেমে পরেছে বিজেপি শিবির। সেইমত কলকাতায় প্রধানমন্ত্রী সহ অমিত শাহের শিলিগুড়িতে সভা করার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে আবার।

সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা
সুপ্রিম রথ জেতার অপেক্ষায় কলকাতায় নরেন্দ্র মোদী, শিলিগুড়িতে অমিত শাহ/The News বাংলা

আদালতের কাঠগড়ায় গনতন্ত্র বাঁচাও যাত্রা আটকে পড়ায় বিজেপির প্রচারে ভাটা পড়ে যায়। আপাতত বিজোপি শান্ত। গর্জে ওঠার জন্য দুকদম পিছিয়ে গিয়ে ঝাঁপ দিয়ে চারকদম এগোবার মন্ত্রে দীক্ষিত হতে জেলা নেতাদের দিল্লীতে গমন বলে বিজেপি সুত্রে খবর। বিজেপির যে রথ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে তা আইনি জটে আটকে থাকলেও, সেই গনতন্ত্র বাঁচাও যাত্রার আশা তারা ছাড়ে নি।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক কুম্ভমেলা সম্পর্কে একনজরে সব কিছু জেনে নিন

কুম্ভমেলায় বিশ্বরেকর্ড গড়ল যোগীর রাজ্য, তৈরি হল আস্ত একটা শহর

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ

মন্দির মনোরঞ্জনের জায়গা নয়, স্বর্ণমন্দিরে নিষিদ্ধ সেলফি ছবি ভিডিও

রথযাত্রা হবেই এমন হুঙ্কার দিলীপ ঘোষ থেকে শুরু করে সকল নেতাদের কন্ঠে শোনা গেছে। আর বিজেপি এখন তাকিয়ে আছে ১৫ জানুয়ারীর দিকে। ১৫ জানুয়ারী রথ যাত্রার রায় পক্ষে গেলেই এবার শুধু কোচবিহার, বীরভূম ও গঙ্গাসাগর থেকে রথযাত্রা বের হবে না। পাশাপাশি এবার মেদিনীপুর থেকেও রথ যাত্রা বের হবে বলে বিজেপি সুত্রে খবর।

রথ যাত্রা বা গনতন্ত্র বাঁচাও যাত্রার সুচনা হওয়ার কথা ছিল কোচবিহার থেকে গত ৫ ডিসেম্বর। সেই রথ বা এসি বাসটি শিলিগুড়ি এসে পৌঁছাতেই আইনি জটিলতায় তা আটকে আছে শিলিগুড়িতেই। এখনও সেই এসি বাসটি ঠাঁয় দাড়িয়ে রয়েছে। উদ্দেশ্য সফল হওয়ার লড়াইয়ে গাড়িটি নির্বাক দর্শক হয়ে থেকেছে।

রোদ, বৃষ্টি, ধুলোয় মলিন হয়ে গিয়েছে রথ নামক গাড়িটি। ১৫ তারিখ জট কাটলেই তখন পুনরুজ্জীবিত হয়ে ওঠার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে রথ সহ গেরুয়া শিবির। এরই মাঝে তৃণমূল কংগ্রেস সহ বাম ও কংগ্রেসও নিজেদের অনেকটা শানিত করে ফেলেছে। মরচে পড়া প্রচারে গেরুয়া শিবির কিভাবে নিজেদের ধারালো করে তোলে সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

নরেন্দ্র মোদী সরকারের ইচ্ছে বহাল, ফের অপসারিত সিবিআই প্রধান

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা https://thenewsbangla.com/bjp-rath-yatra-halted-inside-the-kolkata-high-court/ Fri, 21 Dec 2018 10:11:44 +0000 https://www.thenewsbangla.com/?p=4577 The News বাংলা, কলকাতাঃ ফের কলকাতা হাইকোর্টে মোদীর ‘গেরুয়া রথ’কে আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নিল। বাতিল না হলেও, আপাতত বন্ধ হয়ে গেল বিজেপির রথ যাত্রা। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর কোর্টেই ফের বিজেপির ‘রথ যাত্রা’ মামলা ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ।

বাতিল হয়ে গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বৃহস্পতিবারের রায়। শর্তসাপেক্ষে রথ যাত্রার অনুমতি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। রায়ের পরই বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় জানিয়ে দিয়েছেন, ‘বাংলায় রথ যাত্রার উদ্বোধন করবেন বিজেপি সভাপতি অমিত শাহ’। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর রায়ের পর, আবার বিশ বাঁও জলে বিজেপির রথ যাত্রা।

আরও পড়ুনঃ মোদীর গেরুয়া রথকে আটকাতে পারল না মমতার সরকার

কলকাতা আদলতে ফের আটকে গেল বিজেপির রথ যাত্রা /The News বাংলা
কলকাতা আদলতে ফের আটকে গেল বিজেপির রথ যাত্রা /The News বাংলা

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, উৎসবের সময় চরম সমস্যায় আমজনতা

ফের হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেই ফেরত পাঠান হল বিজেপির রথ মামলাকে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে সমস্ত সরকারি রিপোর্ট আবার খতিয়ে দেখে মামলা শুরু করতে বলল বিচারপতি তপব্রত চক্রবর্তীকে। কি করে রাজ্য সরকারের সব রিপোর্ট না দেখেই রথ যাত্রার অনুমতি দেওয়া হল, প্রশ্ন ডিভিশন বেঞ্চের। এই রায়ের ফলে বিচারপতি তপব্রত চক্রবর্তীর উপরও কিছুটা অনাস্থা দেখাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, বলছেন আইনজীবীরা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: কলকাতা থেকে পুলিশ ও ব্যবসায়ীদের টাকা যাচ্ছে জঙ্গিদের হাতে

বৃহস্পতিবারই বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের রথ যাত্রার অনুমতি না দেওয়া বাতিল করে শর্তসাপেক্ষে রথ যাত্রার অনুমতি দিয়েছিলেন। এর জেরে বিজেপি রথ যাত্রার প্রস্তুতি শুরু করে দেয়। তবে সিঙ্গেল বেঞ্চে এই রায়ের পর শুক্রবারই ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা নিয়ে যায় রাজ্য সরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি মেনে নিয়ে রথ অনুমতি বাতিল করে আবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসেই ফেরত পাঠান এই মামলা।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

তবে রথ যাত্রা একেবারে বাতিল করে নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলা ফের ফেরত পাঠান হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গেল বেঞ্চে। ফলে আগামীকাল থেকে যে রথযাত্রা হচ্ছে না সেটা পরিষ্কার। পুলিশ ও গোয়েন্দাদের সব রিপোর্ট ফের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এর তরফ থেকে।

আরও পড়ুন: আদিবাসী, দলিত না মুসলমান, বিজেপির গবেষণায় রামভক্ত হনুমানের জাত

বিচারপতি তপব্রত চক্রবর্তীর উপরই আবার রথ যাত্রার সব দায়িত্ব চাপিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারের গোয়েন্দা রিপোর্ট ও বিভিন্ন জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের সব রিপোর্ট ফের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সব দেখেই ফের রথ যাত্রার অনুমতি দেওয়া হবে কি হবে না তা আবার ঠিক করতে হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীকেই।

আরও পড়ুনঃ ‘রাজনীতিতে টিকে থাকতে গেলে তেল দিতেই হবে’ বিস্ফোরক তৃণমূল সাংসদ

গত একমাস ধরেই একবার সিঙ্গেল বেঞ্চ ও একবার ডিভিশন বেঞ্চ ঘুরে বেড়াচ্ছে বিজেপির রথ। বাংলার রাস্তায় চলার অনুমতি আদৌ অনুমতি পাবে কিনা সেই দিকেই তাকিয়ে এখনও কলকাতা হাইকোর্টের মধ্যেই আটকে বিজেপির রথ। আগামীকাল থেকেই কলকাতা হাইকোর্টে ছুটি পড়ে যাচ্ছে। ছুটি পড়ে যাবে সুপ্রিম কোর্টেও।

সব মিলিয়ে বাংলায় বিজেপির রথ যাত্রা এখনও বিশ বাঁও জলে। আদালতের বাইরে এসে কবে বাংলার রাস্তায় চলবে বিজেপির রথ, সেটাই এখন প্রশ্ন? আদৌ মমতার বাংলায় গেরুয়া রথ নামতে পারবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন।

]]>
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ https://thenewsbangla.com/bjp-rath-in-bengal-is-now-depends-on-two-kolkata-high-court-judges/ Mon, 17 Dec 2018 17:55:57 +0000 https://www.thenewsbangla.com/?p=4397 The News বাংলা, কলকাতা: কিছুতেই বাংলার রাস্তায় গড়াচ্ছে না ‘গেরুয়া রথ’। কিছুতেই অনুমতি পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারের। এবার একজন নয়, মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ। সেই সঙ্গে রথের ভবিষ্যৎ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করতে দিল্লিতে রাজ্য নেতাদের নিয়েও মঙ্গলবার বৈঠকে বসছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।

আরও পড়ুনঃ ‘ইন্দিরা গান্ধী ভারতে এমারজেন্সি লাগু করেছিলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়’

গেরুয়া রথ নিয়ে ফের লড়াই শুরু। আবার সম্মুখ সমরে নামছে বঙ্গ বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সোমবার, ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ বা ‘রথ যাত্রা’র পক্ষে এবং বিপক্ষে দুটি মামলায় হয় সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার দুই বিচারপতির উপর নির্ভর করবে যে বিজেপির এই রথযাত্রা আদৌ বাংলায় চালতে পারবে কিনা।

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় 'গেরুয়া রথ' এর ভবিষ্যৎ/The News বাংলা
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ/The News বাংলা

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন বৃহস্পতিবারের মধ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি, বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকেই রথযাত্রা রূপরেখা যাতে তৈরি করা যায়, সেই মর্মেই বৈঠক করার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ নেতাদের গুন্ডা পোষা না গুন্ডাদের নেতা হওয়া, প্রকাশ্যে বন্দুকবাজির কারন কি

নির্দেশ মেনে গত বৃহস্পতিবার লালবাজারে বৈঠক শেষে, নবান্ন ‘রথ যাত্রা’র অনুমতি দেয় নি। নবান্ন জানায়, ‘গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুসারে কয়েকটি জেলায় আরএসএস, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মত উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এই যাত্রায় যোগ দেবে। সে ক্ষেত্রে রথযাত্রার সময়ে এবং পরবর্তীকালে শান্তিভঙ্গের গুরুতর আশঙ্কা রয়েছে’।

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় 'গেরুয়া রথ' এর ভবিষ্যৎ/The News বাংলা
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ/The News বাংলা

চিঠিতে আরও বলা হয়, ‘রথের প্রস্তাবিত যাত্রাপথ প্রচারের জেরে ক্রমশ সাম্প্রদায়িক উত্তেজনাপ্রবণ হয়ে উঠেছে। গোয়েন্দা রিপোর্ট অনুসারে যাত্রার ধর্মীয় উগ্রতা ‘সাম্প্রদায়িক প্রচারে’ পরিণত হবে বলেই জনমানসে আশঙ্কা’। যাত্রার সময়ে যে প্রচুর পরিমাণ গাড়ি ব্যবহৃত হবে তার ফলে হাইওয়ে ও পার্শ্ববর্তী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হবে বলেও মনে করছে রাজ্য’। সোমবার সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে বিজেপির পক্ষ থেকে মামলা দ্রুত শোনার আর্জি জানানো হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি হবে।

আরও পড়ুনঃ বিজেপির ‘রথ যাত্রা’র অনুমতি দিল না মমতা প্রশাসন

অন্যদিকে, প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর ডিভিশন বেঞ্চে এই ‘রথ যাত্রা’ বন্ধ করতে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তার বক্তব্য, এই ‘রথ যাত্রা’র ফলে রাজ্যের আইন শৃংখলার অবনতি ঘটতে পারে। পাশাপাশি জনজীবন স্তব্ধ হয়ে যাবে। সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে। মঙ্গলবার জোড়া মামলার শুনানি সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চে।

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় 'গেরুয়া রথ' এর ভবিষ্যৎ/The News বাংলা
মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতির ঘরে বাংলায় ‘গেরুয়া রথ’ এর ভবিষ্যৎ/The News বাংলা

অন্যদিকে, রথের ভবিষ্যৎ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করতে মঙ্গলবারই দিল্লিতে রাজ্য নেতাদের নিয়ে একটি বৈঠক ডেকেছে কেন্দ্রীয় বিজেপি। শিব প্রকাশ, অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয় এবং সুরেশ পূজারী মঙ্গলবারের বৈঠকে থাকবেন। বাংলা থেকে দিলীপ ঘোষ, মুকুল রায় এবং রাহুল সিনহা থাকছেন। প্রস্তাবিত গণতন্ত্র বাঁচাও যাত্রা, তাকে কেন্দ্র করে জটিলতা, মামলার গতিবিধি এবং রাজ্য সরকারের মানসিকতা, সব কিছু মাথায় রেখেই ওই বৈঠকে রণকৌশল নির্ধারণ করা হবে বলে বিজেপি সূত্রের খবর।

আরও পড়ুনঃ শিক্ষিতদের বিধায়ক করল তেলাঙ্গানা, কবে শিখবে বাংলা

একদিকে বিজেপির রাজ্য নেতাদের নিয়ে মঙ্গলবার বৈঠকে বসছেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। অন্যদিকে কলকাতাতেও মঙ্গলবারই শুনানি হতে চলেছে বিজেপির দায়ের করা রথ মামলার। এক দিকে আদালতে দুই বিচারপতির ঘরে চলবে লড়াই, অন্য দিকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব রণকৌশল নির্ধারণ করবেন দিল্লিতে। সব মিলিয়ে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে, মঙ্গলবার দিল্লি ও কলকাতা শুধুই রথময়।

পড়ুন হাড়হিম করা অদ্ভুত সত্য গল্প:

পড়ুন প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন দ্বিতীয় পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

পড়ুন তৃতীয় ও শেষ পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>
মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই https://thenewsbangla.com/modis-rath-is-going-to-the-court-again-after-mamata-not-allowed/ Sat, 15 Dec 2018 05:40:52 +0000 https://www.thenewsbangla.com/?p=4233 The News বাংলা, কলকাতা: ৪২ দিনের ‘রথ যাত্রা’ শেষ করতে হবে ১৪ দিনে। রাজ্য সরকারের কাছ থেকে এমন পরামর্শই পেতে পারে বাংলা বিজেপি। আর সেটা মেনে নেওয়া কোনরকমেই সম্ভব নয়, জানিয়ে দিয়েছে বিজেপি। ফলে ‘রথ’ আবার ঢুকতে চলেছে সেই আদালতেই।

আরও পড়ুনঃ ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক মোদী ও মমতা’ ঘোষণা বিচারপতির

৪২ দিনের ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার’ অনুমতি দিতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৪২ টি লোকসভা এলাকা স্পর্শ করতে ৪২ দিনের যাত্রা বিজেপির। কিন্তু ডিসেম্বরে ক্রিস্টমাস ও জানুয়ারিতে গঙ্গাসাগর উৎসবের জন্য এত বেশি দিনের অনুমতি দেবে না রাজ্য সরকার। বিজেপির যাত্রা বা প্রধানমন্ত্রী সহ নেতাদের বাংলায় আসা নিয়ে কোন সমস্যা নেই। কিন্তু ৪২ দিনের অনুমতি কোনরকমেই দেবে না প্রশাসন।

মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা
মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা

আদালতের নির্দেশে শনিবারের মধ্যেই এই সিদ্ধান্তের কথা বিজেপিকে জানিয়ে দেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর। তবে সরকারের যাত্রার দিন কমানোর সিদ্ধান্ত কোনরকমেই মানা হবে না বলে পরিস্কার জানিয়ে দিয়েছে বিজেপি নেতারা। ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার’ শুধু দিন পরিবর্তন হবে, সময়সীমা নয়, হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

‘মমতা বন্দোপাধ্যায়ের সরকার ঠিক করে দিক রথ যাত্রা শুরুর দিন’, লালবাজারে বিজেপি প্রতিনিধি দল জানিয়ে দিয়েছিল রাজ্য প্রশাসনকে। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার লালবাজারে বৈঠকে বসে বিজেপি ও রাজ্য প্রশাসন। রথ যাত্রা নিয়ে যা বলার, পরে জানিয়ে দেবেন বলে জানিয়েছিলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা।

মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা
মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা

বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাজারের কনফারেন্স রুমে রাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রতিনিধি দল। রাজ্য সরকারের তরফ থেকে ছিলেন মুখ্যসচিব নিজে। বিজেপি র তরফ থেকে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয় দিলীপ ঘোষ, মুকুল রায়রা।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ সম্পূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচি তা রাজ্যের প্রতিনিধি দলকে জানান বিজেপি নেতারা। মুখ্যসচিব জিজ্ঞাসা করেন, ‘তাহলে রথযাত্রা নাম কেন’? বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে জানিয়ে দেন, এই যাত্রার নাম ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ মোটেও রথ যাত্রা নয়।

মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা
মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই/The News বাংলা

বিজেপি প্রতিনিধি দলের কাছে এই যাত্রার সব রুট, রাস্তা জানতে চান রাজ্য সরকারের প্রতিনিধি দল। বিজেপি র তরফ থেকে রাজ্যকে সমস্ত রুট, রাস্তার ম্যাপ দেওয়া হয়। এরপরেই বিজেপি র তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের ঠিক করা দিনেই রথ যাত্রা করবে তারা। শুধু কয়েকটা দিন আগে জানাতে হবে তাদের কারন তাদের হাই প্রোফাইল নেতারা আসবেন তার জন্য সময় দরকার।

আরও পড়ুনঃ তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন

নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার কোনোরকমেই বিজেপিকে এতদিন ধরে এই ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’র অনুমতি দেবে না। আর সেটাই বিজেপিকে শনিবার জানিয়ে দেবে তারা। আর অবধারিত ভাবেই সেটা মানবে না বিজেপি। সবমিলিয়ে বিজেপির ‘যাত্রা’ আবার আদালতে যেতে চলেছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। মমতার বাধায় মোদীর রথ ফের ঢুকতে চলেছে সেই আদালতেই।

]]>
EXCLUSIVE: ৫ রাজ্যে হারের প্রভাব, মোদীর বাংলা সফর বাতিল https://thenewsbangla.com/exclusive-impact-of-defeat-in-five-states-modis-visit-to-bangla-canceled/ Tue, 11 Dec 2018 17:51:27 +0000 https://www.thenewsbangla.com/?p=4066 The News বাংলা, শিলিগুড়িঃ ৫ রাজ্যে হারের প্রভাব, আপাতত প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের বাংলায় সফর ও জনসভা বাতিল বলে জানাল বঙ্গ বিজেপি। বাংলায় মোদীর সবকটি জনসভাই বাতিল বলে জানানো হয়েছে বাংলা বিজেপির তরফ থেকে।

গত ৭ তারিখে বিজেপির ডাকা ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’ আটকে যাওয়ার পর আগামী ১৬ ডিসেম্বর শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা নিয়ে এমনিতেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মঙ্গলবার রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ পাঁচ রাজ্যে কার্যত ধরাশায়ী হওয়ার পর বাংলা সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলে বিজেপি সুত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ সেমিফাইনালে মোদীর হার, মিজোরাম হারাল কংগ্রেস, তেলেঙ্গনায় ব্যর্থ মহাজোট

চলতি মাসের ১৬ তারিখ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর জনসভা করার কথা ছিল, তা আপাতত হচ্ছে না বলে জানিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব৷ তবে এই মুহূর্তে বাতিল হলেও সম্ভবত মোদীর এই জনসভা পিছতে পারে বলেও জানিয়েছে জেলা বিজেপির কার্যকর্তারা। সেইসঙ্গে আরও জানা গেছে, পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে দিল্লীতে দলীয় পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় কোন কর্মসূচী নেওয়ার বিষয়ে।

সেমিফাইনালে মোদীর হার, মিজোরাম হারাল কংগ্রেস, তেলেঙ্গনায় ব্যর্থ মহাজোট/The News বাংলা
সেমিফাইনালে মোদীর হার, মিজোরাম হারাল কংগ্রেস, তেলেঙ্গনায় ব্যর্থ মহাজোট/The News বাংলা

আপতত অনির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সমস্ত মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতাদের এ রাজ্যের সমস্ত কর্মসূচী বাতিল বলে জেলা বিজেপি সুত্রে জানা গেছে। আগামীতে কোন রাজ্যে কি কি কর্মসূচী হবে এবং তা কোন কোন কেন্দ্রীয় স্তরের নেতাদের তত্ববধানে হবে তা কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ Result Live: মোদীকে হারালেন রাহুল, ৫ রাজ্যেই ধরাশায়ী বিজেপি

বিজেপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষনার পরেই পিএমও দপ্তর থেকে কলকাতার রাজ্য দপ্তরে এই খবর আসে। প্রধানমন্ত্রীর সফর বাতিল প্রসঙ্গে জেলা নেতৃত্বের মত, বিজেপির রথযাত্রা নিয়ে টানাপোড়েনের পর মামলা এখন ডিভিশন বেঞ্চে। জেলা বিজেপি সূত্রে খবর, ওই মামলার চূড়ান্ত হওয়ার পরই শিলিগুড়িতে আসবেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ ৫ টি প্রধান কারনে ৫ রাজ্যে হার মোদীর বিজেপির

আপতত বাতিল হলেও আগামী দিনে ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’কে কেন্দ্র করে শিলিগুড়িতে জনসভা করবেন নরেন্দ্র মোদী, আশ্বাস বিজেপি নেতাদের। অন্যদিকে রাজ্য নেতৃত্ব সূত্রে জানা গেছে, পাঁচ রাজ্যের নির্বাচনে ফলাফল খারাপ হওয়াই প্রধানমন্ত্রীর সফর বাতিলের অন্যতম কারণ।

আরও পড়ুনঃ মোদী সরকারের সঙ্গে বনিবনা না হওয়ায় পদত্যাগ রিজার্ভ ব্যাঙ্ক গভর্নরের

বিজেপি সূত্রে আরও জানা গেছে, এই পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে আগামী বুধ, বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় কমিটির পার্যালোচনার বৈঠকের পরই আগামী দিনে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সমস্ত মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় কমিটির হেভিওয়েট নেতাদের আগামী কর্মসূচী ঠিক করা হবে। আপাতত অনির্দিষ্ট কালের জন্য প্রায় সমস্ত জনসভা, অন্যান্য কর্মসূচী বাতিল করা হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর।

আরও পড়ুনঃ লোকসভার আগে রাহুলের কাছে মোদীর হার, পড়ল টাকার দাম

অন্যদিকে পাঁচ রাজ্যের এই ফলাফল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না বলেই মত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবুর বক্তব্য, ‘এই পাঁচ রাজ্যের ফলাফলের কোনও প্রভাব বাংলায় পড়বে না। বিজেপি বাংলায় যেরকম লড়ছে, সেরকমই লড়াই করবে। সিপিএম ও তৃণমূলের উজ্জীবিত হওয়ার কোনও কারণই নেই। বাংলায় বিজেপি এক ইঞ্চিও জমি ছাড়বে না’। সেই সঙ্গে বাংলায় রথযাত্রার কর্মসূচি হবে বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ।

]]>