BJP North Bengal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 18 Apr 2019 15:08:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP North Bengal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পাঁচে পাঁচ, ভোট হয়ে যাওয়া বাংলার ৫টি আসনেই জিতবে বিজেপি, দাবি মুকুল রায়ের https://thenewsbangla.com/mukul-roy-said-bjp-will-win-all-5-seat-in-north-bengal-till-now-election-held/ Thu, 18 Apr 2019 15:03:24 +0000 https://www.thenewsbangla.com/?p=11161 পাঁচে পাঁচ, ভোট হয়ে যাওয়া বাংলার ৫টি আসনেই জিতবে বিজেপি, দাবি মুকুল রায়ের। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই এই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। রাজ্যে ৪২ টি লোকসভা আসনের মধ্যে এখন পর্যন্ত উত্তরবঙ্গের ৫ টি আসনে ভোট গ্রহণ হয়েছে। আর এই পাঁচটি আসনেই বিজেপি জিতবে বলে দাবি করলেন মুকুল রায়। “উনি দিবাস্বপ্ন দেখছেন অথবা হারার ভয়ে মাথা খারাপ হয়ে গেছে”, পাল্টা মুকুল রায়কে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ তৃণমূলের বোকামিতে বাংলার ফিল্ম সিরিয়াল পরিচালকদের মাথায় হাত

প্রথম দফায় ১১ই এপ্রিল বাংলায় ২টি আসনে ভোট হয়। আলিপুরদুয়ার ও কোচবিহার। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ১৮ই এপ্রিল দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোট হল। আর উত্তরবঙ্গের এই পাঁচ আসনেই এবার পদ্ম ফুল ফুটবে বলেই দাবি মুকুল রায়ের।

আরও পড়ুনঃ পয়সা দিয়ে আনা হয় সেলিব্রিটিদের, বিদেশি অভিনেতা প্রসঙ্গে বেফাঁস কল্যাণ

পশ্চিমবঙ্গে লাগাতার নিজেদের শিকড় মজবুত করছে বিজেপি, এমনটাই দাবি মুকুলের। আর তাই উত্তরবঙ্গের এই ৫ আসনেই জিতবে বিজেপি, এমনটাই বললেন বিজেপি নেতা মুকুল রায়। এতদিন অব্দি রাজ্য বিজেপির দাবি ছিল যে তারা ১৫ থেকে ২০ টি আসনে জয়লাভ করবে, কিন্তু এখন মুকুল রায় দাবি করেছেন যে বিজেপি ২৪ থেকে ২৫ টি আসনে জয়লাভ করবে।

আরও পড়ুনঃ ফিরদৌসের পর গাজী নূরকে বাংলাদেশ ফেরত পাঠাল ভারত সরকার

বৃহস্পতিবার ভোটের শেষে মুকুল রায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্যই করেছেন। মুকুল রায় এর অভিযোগ তৃণমূল লাগাতার গণতন্ত্রের কণ্ঠ রোধ করছে যার ফল তাদের ভুগতে হবে এবারের লোকসভা নির্বাচনে। ৫ টি আসনেই ৮৫ শতাংশ ভোটারের ভোট দেওয়াই এটা প্রমাণ করে যে মানুষ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই ভোট দিয়েছে। এমনটাই দাবি মুকুল রায়ের।

আরও পড়ুনঃ রিভালবার নিয়ে বুথে ঢুকে ভোট দেওয়ায় সঞ্জয় দত্তকে শোকজ করল নির্বাচন কমিশন

আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে বিজেপি হেসে খেলে জিতবে বলেই এদিন জানান একসময়ের তৃণমূলের চাণক্য ও বর্তমানে বিজেপির ভোটের সেনাপতি মুকুল রায়। “উনি দিবাস্বপ্ন দেখছেন অথবা হারার ভয়ে মাথা খারাপ হয়ে গেছে”, পাঁচে পাঁচ শুনে পাল্টা মুকুল রায়কে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ চোপড়া বাস স্টান্ডে বাইক বাহিনীর হাতে আক্রান্ত ভোটাররা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল https://thenewsbangla.com/its-very-bad-to-bring-leaders-and-ministers-as-guests-in-all-the-events/ Sun, 09 Dec 2018 13:27:24 +0000 https://www.thenewsbangla.com/?p=3807 The News বাংলা, শিলিগুড়িঃ বিব্রত আয়োজকরা। বিরক্ত বাকি বক্তারাও। ক্ষুব্ধ দর্শক ও শ্রোতারা। তাতে কি? আয়োজকদের বিব্রত করে জিএসটি জনসচেতনতার অনুষ্ঠানে এসে তারই তুমুল সমালোচনা রাজ্যের মন্ত্রীর। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার ফল ভোগ করল আয়োজকরা।

আরও পড়ুন: বিজেপির ‘বাংলা রথ’ এখন দেখার ও সেলফি তোলার অন্যতম আকর্ষণ

জিএসটি ও ট্যাক্স সংক্রান্ত আলোচনা নিয়ে সেমিনারে এসে জিএসটির বিরোধিতায় সমালোচনা করে জনসচেতনতার অনুষ্ঠানকেও রাজনীতিতেই নামিয়ে আনলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। জিএসটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মানুষের মধ্যে ধোঁয়াশাকে ফের একবার উস্কে দিয়ে একপ্রকার বিরোধিতায় মুখর হয়ে উঠলেন তিনি। একটি অরাজনৈতিক সেমিনারে পর্যটন মন্ত্রীর এহেন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে পড়তে হল ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের কার্যকর্তাদের।

সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা

‘এক দেশ এক ট্যাক্স’ লাগু করার উদ্দেশ্যে কেন্দ্র সরকার ‘জিএসটি’ চালু করে। কিন্তু সেই জিএসটি মানুষের কাছে এখনও পরিষ্কার নয়। সেই কারনেই জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে সমাজের মানুষকে ওয়াকিবহাল করাতে ট্যাক্স অ্যাসোসিয়েশান অফ বেঙ্গলের উদ্যোগে শিলিগুড়িতে একটি সেমিনারের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব

‘দীগন্ত-২০১৮’ শীর্ষক সেই সেমিনারটি রবিবার শিলিগুড়ির একটি বেসরকারী হোটেলে আয়োজন করা হয়। মুলত জিএসটি ও ইনকাম ট্যাক্স সম্পর্কে মানুষের জানা কতটা প্রয়োজন ও ঠিক কি কি উপায়ে এই ট্যাক্স প্রয়োগ করা যায়, এ সমস্ত বিষয়ে সকলকে জানাতেই এই সেমিনারের আয়োজন করা হয়৷

সেই সেমিনারে জিএসটি ও ইনকাম ট্যাক্স নিয়ে বক্তব্য রাখেন মুম্বাইয়ের প্রখ্যাত আইনজীবী শৈলেশ শেঠ, দিল্লীর আইনজীবি কপিল গোয়েল। এছাড়াও বক্তব্য রাখেন নন্দিনী ঘোষ সহ অন্যান্যরা। কিন্তু সেমিনারের তাল কেটে যায় রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের বক্তব্যের সময়।

সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা
সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল/The News বাংলা

সেমিনারে মুখ্য অতিথি হিসেবে এসে গৌতম দেব তার বক্তব্যের গোটাটাতেই রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি ‘জিএসটি’র বিষয়টি নিয়ে মানুষের মনে কার্যত ভীতির সঞ্চার করে গেলেন। এদিন তিনি কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, মধ্যরাতে জিএসটি ঘোষনা করে কেন্দ্র সরকার ওয়ান নেশান ওয়ান ট্যাক্স ঘোষনা করে। মানুষ এখনও সে বিষয়ে পরিস্কার নয়।

আরও পড়ুন: মোদী সরকারের গড়িমসিতে ‘সার্কিট বেঞ্চ’ চালু হচ্ছে না অভিযোগ মন্ত্রীর

তিনি কটাক্ষ করে বলেন, জিএসটি কাউন্সিল প্রায় প্রতিদিনই নিয়মের পরিবর্তন করে চলেছে। কেন্দ্র সরকার বলেছিল, জিএসটি চালু হলে মানুষের ভোগান্তি কম হবে। কিন্তু মানুষের ভোগান্তি একটুও কমে নি।

জিএসটির সচেতনতা শিবিরে এসে জিএসটি নিয়ে এমন মন্তব্যে বিব্রত বোধ করেন উদ্যোক্তারা। জিএসটি নিয়ে জনসচেতনতা সেমিনারকে রাজনৈতিক সমালোচনার মঞ্চে পরিনত করলেন গৌতম দেব। সব অনুষ্ঠানেই নেতা মন্ত্রীদের অতিথি করে আনার কুফল ভোগ করলেন আয়োজকরা।

]]>
রথযাত্রার আগেই ষাঁড়ের তাড়া খেলেন মুকুল রায় https://thenewsbangla.com/before-the-rathajatra-bull-attack-mukul-roy/ Tue, 13 Nov 2018 17:15:09 +0000 https://www.thenewsbangla.com/?p=2319 কৃষ্ণা দাস, শিলিগুড়িঃ উত্তরবঙ্গে রথযাত্রার পরিকল্পনা বৈঠকে এসে বেজায় বিপদে মুকুল রায়। শিলিগুড়িতে ষাঁড়ের তাড়া খেয়ে বিড়াম্বনায় পরতে হল বিজেপি নেতা মুকুল রায়কে। শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডে গান্ধী ময়দানে মনকামনা কৃত্তিম ছটঘাট পরিদর্শনে এসে এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার নির্বাচন কমিটির চেয়ারম্যান।

The News বাংলা

কোচবিহার থেকে বিজেপির রথযাত্রা নিয়ে দলীয় বৈঠক করতে, মঙ্গলবার সকালেই দার্জিলিং মেলে শিলিগুড়ি এসে পৌঁছন বিজেপি নেতা মুকুল রায় ও বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রকাশ। এদিন নিউজলপাইগুড়ি স্টেশনে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে একপ্রকার চ্যালেঞ্জ করেই তিনি বলেন, ‘রথ যাত্রা হবেই, গণতন্ত্র বাঁচাও যাত্রার যে কর্মসূচী রয়েছে তা হবেই’।

The News বাংলা

তাঁর আরও বক্তব্য, ‘আমি রাস্তা দিয়ে হাঁটব, তার জন্য আবার পারমিশন লাগে নাকি? অনুমতি না পেলেও রথযাত্রা রাস্তা দিয়ে হাঁটবে। সরকারের দায়িত্ব হাঁটার রাস্তাটা সুনিশ্চিত করা’। এরপর তাঁরা শিলিগুড়িতে বিজেপির রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখেন ও দলীয় কর্মীদের সঙ্গে একটি বৈঠকে বসেন। বৈঠক শেষে মুকুল রায় সোজা চলে আসেন শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের মনকামনা ছটঘাটে।

আরও পড়ুনঃ Exclusive: বিজেপি কর্মীদের খুনে বিজেপি সমর্থকরাই গ্রেফতার

যেখানে একটি কৃত্তিম ছটঘাট বানিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের জন্য ছটপুজোর আয়োজন করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর খুশবু মিত্তাল ও অন্যান্যরা। এদিন মুকুল রায় এই ছটঘাট আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি নাম না করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ‘ছট মায়ের কাছে তাঁর প্রার্থনা এ রাজ্যের অশুভ শক্তির বিনাশ হোক ও শুভ শক্তির জয় হোক’।

The News বাংলা

এরপর তিনি ছটঘাট থেকে বেড়তে যেতেই বিপত্তি ঘটে। ছটঘাট থেকে বেড়তেই, হঠাৎ একটি ষাঁড় তাঁকে তাড়া করে আসে। আকস্মিক এই ঘটনায় হতভম্ভ হয়ে কোথায়, কোনদিকে যাবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না। আগে মুকুল বাবু, পেছনে তাড়া করে আসা ষাঁড়, এমন অবস্থায় শেষে তার দেহরক্ষীদের তৎপরতায় এ যাত্রায় মুকুল রায় রক্ষা পান।

The News বাংলা

তার দেহরক্ষীরা তাঁকে তড়িঘড়ি গাড়িতে চড়িয়ে, ষাঁড়টিকে তাড়িয়ে দেয়। এরপর তিনি সোজা চলে যান একটি বেসরকারি হাসপাতালে। সেখানে বিজেপির ৮ নম্বর মন্ডলের সাধারন সম্পাদক হিরা রায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি। জানা গেছে, সোমবার হিরা রায়ের ডেঙ্গু ধরা পড়ে। তার প্লেট রেট ২ হাজারের নিচে নেমে গিয়েছিল। চার বোতল রক্ত দেওয়ার পর বর্তমানে তিনি স্থিতিশিল। এদিনই তাঁর, রাতের ট্রেনে কলকাতা ফিরে যাবার কথা বলে বিজেপি সুত্রে খবর।

আরও পড়ুনঃ মোদী সরকারের কাছে মমতাকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন ইদ্রিস

এই ঘটনায়, শিলিগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার খুশবু মিত্তাল মুকুল রায়ের নিরাপত্তা দিতে সম্পুর্ণ ব্যর্থ বলেই অভিযোগ ওঠে। তবে তিনি এ ব্যাপারে নিজের সাফাইয়ে বলেন,’ষাঁড়টি কাউকে কিছু করে না। খুব শান্ত ষাঁড় এটি। হঠাৎ করে কোথা থেকে এসে পড়লো জানি না’। তবে তড়িঘড়ি মুকুল রায়ের দেহরক্ষীরা তাঁকে গাড়িতে উঠিয়ে দিলে, হাঁফ ছেড়ে বাঁচেন মুকুল রায় ও বিজেপি কাউন্সিলার খুশবু মিত্তাল।

]]>