BJP Leader’s Brother Shot Dead – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 28 Mar 2019 06:28:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP Leader’s Brother Shot Dead – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিজেপি নেতার ভাইকে গুলি করে খুন https://thenewsbangla.com/bjp-leaders-brother-shot-dead-at-bengal-bjp-complaints-again-tmc/ Thu, 28 Mar 2019 06:12:59 +0000 https://www.thenewsbangla.com/?p=9393 মালদায় এক বিজেপি নেতার ভাইকে গুলি করে খুন করা হল। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে এটা কোন রাজনৈতিক খুন নয় বলেই জানান হয়েছে। নারীঘটিত কাণ্ডে জড়িত থাকার জন্যই তাঁকে মার্ডার করেছে দুষ্কৃতীরা। হত্যাকারীদের সন্ধানে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। ভোটের মুখে এই গুলি চালানোর ঘটনায় শোরগোল পরে গেছে গোটা জেলায়।

মালদার হরিশচন্দ্রপুরে গুলি করে খুন করা হয়েছে পাতানু মণ্ডল নামে এক ব্যক্তিকে। তার কাকার ছেলে বা কাকাতো ভাই উৎপল মণ্ডল, দউলতপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত সদস্য।

জানা গেছে স্থানিয় এক এলআইসি এজেন্ট দীনেশ মণ্ডল ওরফে সুমিত মণ্ডল এর বউকে নিয়ে পালিয়ে আসে এই পাতানু মণ্ডল। অভিযোগ, এই দীনেশ মণ্ডল ওরফে সুমিত মণ্ডলই নিজে বা লোক লাগিয়ে খুন করিয়েছে পাতানু মণ্ডলকে। তবে পুলিশ সবটাই তদন্ত করে দেখছে। রাজনৈতিক হত্যা কিনা সেটাও দেখছে পুলিশ।

যদিও এই ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছেন দউলতপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত সদস্য ও বিজেপি নেতা উৎপল মণ্ডল। তবে স্থানিয় বাসিন্দারা জানাচ্ছেন ত্রিকোণ প্রেমের গল্পের কথা। অন্যের বউ নিয়ে পালিয়ে আসার জন্যই এই খুন, বলছে গ্রামের বাসিন্দারা।

]]>