BJP Leader Suvendu Adhikari – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 28 Jun 2022 07:21:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg BJP Leader Suvendu Adhikari – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধি দল, ‘আবদার’ শুনে হতবাক ধনকড় https://thenewsbangla.com/tmc-leaders-meet-governor-jagdeep-dhankar-demand-of-arrest-suvendu-adhikari-in-sarada-case/ Tue, 28 Jun 2022 06:47:21 +0000 https://www.thenewsbangla.com/?p=15733 রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধি দল; আবদার শুনে হতবাক ধনকড়। শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে; এটাই এখন দাবি তৃণমূলের। সারদা দুর্নীতিতে শুভেন্দুকে গ্রেফতারের দাবী নিয়ে; ব্রাত্য বসুর নেতৃতে রাজভবনে হাজির হলেন সায়নী ঘোষ, তাপস রায়, শশী পাঁজা ও কুণাল ঘোষ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে; সোমবার থেকেই তৎপর তৃণমূল। শুভেন্দু গ্রেফতারের দাবিতে সোমবার সিজিও কমপ্লেক্সের সামনে ধর্নায় বসেন; কুণাল ঘোষ, সায়নী ঘোষ, বাবুল সুপ্রিয়, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ অন্যরা তৃণমূল নেতা নেত্রীরা।

শুভেন্দু গ্রেফতারের দাবীতে শুধু আন্দোলনই নয়; তাকে গ্রেফতারের দাবি তুলেছে ঘাসফুল শিবির। এই ইস্যুতে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল। শুক্রবার বিধাননগর কোর্টে হাজিরা দিয়ে সারদা-কর্তা সুদীপ্ত সেন সাংবাদিকদের কাছে বলেন; তার কাছ থেকে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী। এমন কী তাকে ব্ল্যাকমেলও করা হত; বলে জানান সারদা কর্ণধার। এর আগেও, জেল থেকে লেখা চিঠিতেও; শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন সুদীপ্ত সেন। শুক্রবার সারদা কর্তার এহেন মন্তব্যের পরই; শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবীতে ময়দানে নেমে পরেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ “প্রধানমন্ত্রী নয়, বাংলা আবাস যোজনাই থাকবে”, শুভেন্দুকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মমতার

সুদীপ্ত সেনের এই অভিযোগের পরেই, রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করার কর্মসূচী; নেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। শুধু রাজভবনেই নয়, শুভেন্দুকে গ্রেফতারের দাবীতে; কাঁথি হলদিয়ায় প্রতিবাদ মিছিল করে শাসক দল। সাংবাদিকের মুখমুখি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান; “শুভেন্দু অধিকারী পুরোপুরি সারদাকাণ্ডে জড়িত; তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে হবে”।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন, ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর ওপর; চাপ বাড়াতে পথে নেমেছে তৃণমূল। সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে জেলায় জেলায়, এমনকি শুভেন্দুর খাসতালুক বলে পরিচিত কাঁথিতেও; বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে অবস্থান-বিক্ষোভ করছে তারা। কোচবিহার স্টেশন মোড়ে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেয়; তৃণমূল কর্মীরা।

যদিও এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবী; ‘সবটাই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। তৃণমূল যাই করুক না কেন; তাঁর বিরুদ্ধে কোন কিছুই প্রমান করতে পারবে না’। তবে এই ইস্যুতে সরগরম; রাজ্যের রাজনৈতিক মহল।

]]>
“প্রধানমন্ত্রী নয়, বাংলা আবাস যোজনাই থাকবে”, শুভেন্দুকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মমতার https://thenewsbangla.com/cm-mamata-banerjee-slams-bjp-leader-suvendu-adhikari-on-bangla-awas-yojana-scheme/ Tue, 28 Jun 2022 05:55:49 +0000 https://www.thenewsbangla.com/?p=15724 “প্রধানমন্ত্রী নয়, বাংলা আবাস যোজনাই থাকবে”; শুভেন্দুকে ‘ওপেন চ্যালেঞ্জ’ মমতার। বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম বদল নিয়ে, অবশেষে নিজের বক্তব্য জানিয়ে দিলেন; রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানে কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার অনুষ্ঠান মঞ্চ থেকে; বিজেপিকে একপ্রকার ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিলেন তিনি। কড়া ভাষায় সুর চ’ড়িয়ে তিনি জানিয়ে দিলেন; “বাংলার আবাস যোজনার নাম একই থাকবে”। ‘এই প্রকল্পের নামের কোন পরিবর্তন তিনি করবেন না; প্রয়োজনে এই বিষয় নিয়ে তিনি দিল্লিতে দরবার করবেন প্রধানমন্ত্রীর কাছে’; ঘোষণা মমতার।

কয়েকদিন আগেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, নবান্নকে চিঠি দিয়ে জানায়; ‘বাংলা আবাস যোজনা নাম থেকে ‘বাংলা’ কেটে ‘প্রধানমন্ত্রী’ বসাতে হবে। না হলে এই প্রকল্পে আর এক টাকাও দেওয়া হবে না রাজ্য সরকারকে’। তারপর থেকেই, এই নিয়ে বিজেপি-তৃণমূল রাজনীতি তুঙ্গে। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী; সো’চ্চার হয়েছেন এই ইস্যু নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ; “কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়ে; সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার”। এমন অভিযোগে বারবার সরব হয়েছেন; অন্যান্য বিজেপি নেতারাও।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পাচ্ছেন, ৩৩০০০ ‘মৃত’ কৃষক ও ৫১০০০ ‘ভুয়ো’ কৃষক

বাংলা আবাস যোজনা নিয়ে চলা বিতর্কের মাঝেই; সোমবার বর্ধমানের মঞ্চে নিজের অবস্থান পরিস্কার জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাফ বক্তব্য, যে কোনও রাজ্যে; নিজের নামে প্রকল্প থাকতেই পারে। গুজরাতে গুজরাতের নামে থাকবে, উত্তর প্রদেশে উত্তর প্রদেশের নামে যদি থাকতে পারে; রাজস্থানে রাজস্থানের নামে থাকতে পারে; তা হলে বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি?

আরও পড়ুনঃ হিন্দুদের দেবদেবী নিয়ে দিনের পর দিন ক’টূক্তি, গ্রেফতার মহম্মদ জুবেইর, প্রতিবাদ শুরু

মুখ্যমন্ত্রী এও অভিযোগ করেন; “বিজেপির লোকেরা ১০০ দিনের প্রকল্পে ৬ মাস ধরে টাকা দিচ্ছে না। নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা। বর্ধমানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর দাবি; গরিবের টাকা আটকে রাখা যাবে না। আমরা অবিলম্বে ১০০ দিনের কাজের টাকা চাই। নইলে বিজেপি বিদায় নাও”। মমতা আরও বলেন, “নির্বাচনের সময় ভাগাভাগির রাজনীতি করবেন; পরে বাংলার নামটাও নিতে আপত্তি? বাংলার আবাস যোজনার টাকা দেওয়া হবে না; রাস্তার টাকা দেওয়া হবে না”।

]]>